নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (বান্দরবান)- ২

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

১।
মেঘ গুলো সারাক্ষন উড়তেই থাকে।

২।
এখানে দাঁড়িয়ে সবাই প্রকিতি উপভোগ করে।

৩।
অনেক আদীবাসী আর উপজাতিদের অনেক বাড়িতেই শূকর আছে।

৪।
এই ব্রিজটা দিয়ে এপার থেকে ওপার, আর ওপার থেকে এপার আসার জন্য। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম এক দল লোক ব্রিজটার মধ্যে দৌড়াচ্ছে, দুই হাতের সব শক্তি দিয়ে ব্রিজটাকে কাপাচ্ছে। লাফাচ্ছে। কিন্তু কেন তারা এমন করছে? টিকিট এর গায়েও দেখলাম দেখা আছে- ''দয়া করে ব্রজিজের উপর লাফালাফি করবেন না, দৌড়াবেন, ব্রিজ জাকাবেন না।

৫।
মেঘ গুলো দেখতে বেশ ভালো লাগে।

৬।
ক্যাবল কারে উঠেছিলাম। ক্যাবল কার থেকে এ ছবি নিয়েছি।

৭।
শহরের অনেক রাস্তা'ই এরকম ফাঁকা পেয়েছি।

৮।
পাহাড়ি অঞ্চলে এত কলা হয় আমার জানা ছিল না।

৯।
এই লোক ব্রিজে দাঁড়িয়ে ফোনে গল্প শুরু করেছে। একের পর এক ফোন করেই যাচ্ছে। এই ফজলু তুই কই?

১০।
সুরভি বলল, বান্দরবান আসছো, একটু গাছের শিকড় ধরে কিছুক্ষন বান্দরের মতো ঝুলো। আমি ছবি তুলে দেই।

১১।
পুরো বান্দবানের মধ্যে এই মসজিদ টাই সবচেয়ে সুন্দর। কেন্দ্রীয় মসজিদটা এর পরের স্থানে আছে।

১২।
নীলগিরি পাহাড়ের উপর রেস্টুরেন্টের সামনে বসার স্থান। কিন্তু এখানে কেউ বসে না। আমি নিজেও বসি নাই।

১৩।
সাঙ্গু নদী দিয়ে যাওয়ার সময়, বোট থেকে নেমে বেশ কিছুক্ষন হাঁটার পর এই ঝর্নাটা দেখতে পাওয়া গেল। আমাদের বোট ম্যান জোর করে আমাদের নিয়ে গেল। তার অনুরোধে গিয়ে সুন্দর একটা ঝর্না দেখলাম আর মুগ্ধ হলাম।

১৪।
সাঙ্গু নদীতে এসময় ভরপুর পানি থাকার কথা। কিন্তু পানি অনেক কমে গেছে। পদ্মা নদীর মতো চর পড়েছে। এই পথ দিয়েই অনেকখানি হেঁটে ঝর্না দেখতে পাই। ঝর্নার পানি খুব চমৎকার।

১৫।
বানর গুলো যে খুব কষ্টে আছে তা বলার অপেক্ষা রাখে না।

১৬।
সব ছবি মোবাইল দিয়ে তুলেছি। এস এল আর এ কি এর চেয়ে ভালো ছবি পেতাম?

১৭।
সাঙ্গু নদী দিয়ে ইঞ্জিনওয়ালা নৌকা করে যাচ্ছি আর যাচ্ছি।

১৮।
শেষে আমাদের একটি ছবি দিলাম। ক্ষমা প্রার্থী।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:



বান্দরবনের বানরকে খাঁচায় ঢুকালো কে? এদের শাস্তি হওয়ার দরকার আছে; কোথায় দেখেছেন এই দৃশ্য?

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: মেঘলা বলে একটা স্পট আছে। বান্দরবান শহর থেকে চার কিলোমিটার দূরে।
ভিতরে প্রবেশ করতে ৫০ টাকা দিয়ে টিকিট কাটতে হয়।
সেখানে বেশ উচু জায়গাতে তিন চারটা খাচা আছে। একটা খাচায় বানর, একটায় ভাল্লুল, আর বাকি খাচা গুলো খালি পড়ে আছে।

২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

রোকনুজ্জামান খান বলেছেন: অ সা ধা র ন ছবি ব্লগ ।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৪

স্রাঞ্জি সে বলেছেন:
ছবি ব্লগ কি আরো দিবেন =p~

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: জ্বী আরেক পর্ব বাকি আছে।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: জ্বী আরেক পর্ব বাকি আছে।

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: তখন মোবাইল ছিল না, ক্যামেরাও ছিল না যখন আমি বান্দরবান যাই।

এটা বান্দরবান থেকে দূরে :(

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: সেই আমলে আমিও একবার গিয়েছিলাম।

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

নীলপরি বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে ।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী। নীল পরী।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

চাঙ্কু বলেছেন: ফডুডি সৌন্দর্য আছে। আপনি দেখি ভাবী নিয়া ভালোই ঘুরেন!

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: সবারই বছরে এক দুই বার দূরে যাওয়া দরকার।

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৬

ching বলেছেন: পাহাড়ে ওপরে ওঠে কী বলেছিলেন? আমি বাঁচতে চাই।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: আমি বলেছিলাম, পাহাড় উপভোগ করার পর সুন্দরভাবে ঢাকা ফিরে যেতে চাই।

৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



যেসব ইডিয়ট ৫০ টাকা করে নিচ্ছে, তাদেরকে বানরের খাঁচায় ঢুকানো হবে।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: আর যারা ঝুলন্ত সেতুতে লাগাচ্ছে, দৌড়াচ্ছে??

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার সাঝে বাংলার রূপ
তোমার মাঝে বিশ্ব সরূপ
ছবির ভাঁজে অভূত শক্তি
মোহন সুরে তোমাতে ভক্তি ।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
প্রোফাইল দেখে আমি বাকরুদ্ধ
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: কেন কেন কেন???

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বেশ হয়েছে

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

রাকু হাসান বলেছেন: ১০ নাম্বার ক্যাপশন দারুণ ছিল B-) । ২য় ,১ম ছবিটা বেস্ট লাগছে অামার কাছে । শেষে ভাই,ভাবি কে দেখে ভাল লাগলো :-B । আপনার দিকে ঘুরাফেরা করা হয় মাঝে মাঝে ,দেখা হলেই দৌড়ে গিয়ে চা খাওয়াতে বলবো =p~ ,কিংবা খাওয়ালাম :P

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: চা আপনারই খাওয়াতে হবে।

১২| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫২

টুটুল বলেছেন: আপনার ফোটোগ্রাফির হাত অনেক ভালো। যদিও আমি পর্যালোচনাকারী নই, সাধারণ দর্শক হিসেবে যেটুকু বুঝি, তাতে অনেক ভালো লেগেছে।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি ছবি আমি ভালই তুলি। কিন্তু গত ২/৩ বছর ধরে ছবি না তুলতে-তুলতে এখন হাতে ছবি আসে না।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আর এই ছবি গুলো খুব মন দিয়ে তুলি নাই। এস এল আর ক্যামেরা থাকা সত্ত্বেও মোবাইল দিয়ে তুলেছি।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর ! মনোমুগ্ধকর ।


শুভ কামনা প্রিয় ভাইকে।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

বলেছেন: ভাললাগছে

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩৫

বাকপ্রবাস বলেছেন: ফজলুর কোন খোঁজ পাওয়া গেছে? শেষ ছবির জন্য +++++

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ছবি তুলেছেন!
বানরগুলিকে বেঁধে রাখা ঠিক হয়নি।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

১৭| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: মেঘের ছবি গুলো সুন্দর হইছে।

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৪

জাহিদ অনিক বলেছেন:

খুবই সুন্দর রাজীব ভাই।
আমি যে কবে যাব! রাংগামাটি বান্দরবান নীলগিরি সাইবেরিয়া

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: তাড়াহুড়ার কিছুই নেই। যাবেন।
সেরী হোক যায়নি সময়।

১৯| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

সাদা মনের মানুষ বলেছেন: দ্বিতীয় ছবিটা কোথায় তোলা? মেঘলার ঝুলন্ত সেতুকে একটু নারিয়ে হাটতে ভালোই লাগে। আর মেঘলার ক্যাবল কার তো একটা ঠেলা গাড়ি। ঠেলা গাড়ির ছবিটা দিলেন না ক্যান?

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: ২য় ছবি নীলগিরিতে তোলা।
ঠিকই বলেছেন ক্যাবল কার আর ঠেলাগাড়ি কাছাকাছি। মান উন্নত নয়।
সেতু এত জোরে ঝাকানো ঠিক না। সেতুর অবস্থা বেশি সুবিধার না।

২০| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: তবে ক্যামেরা থাকতে মোবাইল দিয়ে ছবি তোলার পক্ষপাতি আমি না।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: আসলে এটা বোকামি করে ফেলেছি।
ক্যামেরা সাথে করে নিয়ে গিয়েও মোবাইল দিয়ে ছবি তোলা খুব বোকামি হয়েছে।

২১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৩

শিখা রহমান বলেছেন: রাজীব চমৎকার ছবি ব্লগ। ক্যাপশনগুলোও ভালো লেগেছে। আশা করি সবাই সুন্দর সময় কাটিয়েছেন বান্দরবানে।

শুভকামনা। ভালো থাকবেন।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুন ভুরমন.....:(

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: জ্বী ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.