নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সিনেমা

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২২



গত একমাস ধরে অদ্ভুত সব সিনেমা দেখছি, যেমন- তামিল, মালায়ালাম, তেলেগু ইত্যাদি। কোনো কোনোদিন একটানা তিনটা মুভিও দেখেছি। চরম বিনোদন। একটুও বিরিক্ত লাগেনি। তবে সুরভি খুব বিরক্ত। সে এতটাই বিরক্ত যে বালিশ নিয়ে পাশের রুমে চলে গেছে। গেছে যাক, আমিও ডাকিনি। আমি সিনেমা শেষ করে চুপ করে ঘুমিয়ে পড়েছি। গত একমাস এরকমই চলেছে। এত এত্ত মুভি দেখে আমার মাথা গেছে ভোঁতা হয়ে। কেমন টাল-টাল লাগে। অদ্ভুত একটা ফিলিংস। চারটা মুভির ঘটনা আজ বলব। তবে ছবির নাম বা নায়ক নায়িকা কে কিছুই জানি না। কিন্তু আমার মুভি বুঝতে কোনো সমস্যা হয় নাই।

১। ছোট একটা বাচ্চা স্কুলে যাচ্ছে গ্রামের পথ ধরে। বাচ্চাটার কাঁধে স্কুলের ব্যাগ, হাতে পানির ফ্ল্যাক্স। বাচ্চাটা তার গন্তব্যে পৌঁছানোর আগেই স্কুলের গাড়ি এসে অন্য বাচ্চাদে নিয়ে চলে যায়। বাচ্চা দূর থেকে দেখল স্কুলের গাড়ি এসে চলে গেল। শেষে বাচ্চাটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। চোখে পানি টপ টপ করে পড়ছে। টিক এমন সময় একটা লোক পিক-আপ ভ্যান নিয়ে সে বাচ্চা মেয়েটার সামনে থামলো। ড্রাইভার বলল, খুকি কাদছো কেন? কি হয়েছে। মেয়েটা চোখের পানি মুছতে মুছতে বলল, স্কুলের গাড়ি চলে গেছে। ড্রাইভারের খুব মায়া লাগল। সে বলল, খুকি তুমি আমার গাড়িতে আসো। আমি তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছি। মেয়েটা গাড়িতে উঠে বসে। ড্রাইভার অন্যপথ দিয়ে গাড়ি নিয়ে যায়। তখন মেয়েটা বলে আমার স্কুল তো এই পথে না। ড্রাইভার বলে- এই পথ দিয়ে তাড়াতাড়ি হবে। মেয়েটা বলে তাহলে ঠিক আছে। এইখান থেকে সিনেমা শুরু---

২। বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়া হয়েছে। ছেলে মেয়েকে আলাদা ভাবে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। মেয়ে ছেলেকে বলছে- পরিবারের চাপে আমি রাজী হয়েছি কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই না। ছেলে বলল, কেন আমাকে বিয়ে করতে চাও না? আমাদের গ্রামে আমরাই ধনী। আমার বাবা গ্রামের পঞ্চায়েত প্রধান। আশে পাশে দশটা গ্রামে আমাদের অনেক সুনাম। মেয়েটা বলল, আমি চাই আমার স্বামী হবে সেলিব্রেটি। স্বামীকে নিয়ে রাস্তায় বের হলে লোকজন লাইন দিবে সেলফি তোলার জন্য। কিন্তু তুমি তো সেলিব্রেটি না। ছেলেটা খুব মন খারাপ করলো। এই ছেলেই সিনেমার নায়ক।

ছেলে মন খারাপ করে সারাদিন বাসায় থাকলো। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হলো। সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। তখন মাইকে শুনতে পায় স্কুল মাঠে বিশাল সমাবেশ হচ্ছে। শহর থেকে বড় বড় মন্ত্রীরা এসেছেন। খুব জমজমাট অবস্থা। নেতারা বক্তব্য দিচ্ছেন আর হাজার হাজার জনতা তালি দিচ্ছে। ঠিক এমন সময়- তারা আড্ডা রেখে সমাবেশে গেল। নায়ক বন্ধুদের বলল, আমাকে সেলিব্রেটি হতে হবে। বন্ধুরা বলল, তুই থাকিস গ্রামে। গ্রামে সেলিব্রেটি হওয়া যায় না। নায়ক বলল, দ্যাখ কিভাবে সেলিব্রেটি হই। মাটি থেকে একটা ইটার টুকরা তুলে নিয়ে- সরাসরি মন্ত্রীর কপাল ঢিল মারল। ঢিল লেগে মন্ত্রীর কপাল ফেটে রক্ত। পুলিশ এসে নায়ককে ধরলো। একদল সাংবাদিক নায়ক এর ছবি তুলল। সারা দেশের মানুষ তাকে চিনে ফেলল। এইভাবে সিনেমার শুরু-

৩। নায়ক নায়িকাকে বলছে, আমি তোমাকে এখন ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা সারা জীবন থাকবে না। বড়জোর এক বা দুই বছর। কিন্তু নায়িকা নায়কের কথা কিছুতেই মেনে নিচ্ছে না। নায়িক বলছে আমাকে সারাজীবন ভালোবাসতে হবে।
নায়ক বলছে- না, সম্ভব না।
নায়িকা বলল, ঠিক আছে তুমি আমাকে তিনদিন তোমার সাথে থাকতে দাও।
নায়ক বলল, কেন?
নায়িকা বলল, আমি তোমাকে বুঝতে চাই।
এইবার নায়ক রেগে-মেগে বলল, ও এই কথা। তাহলে চলো আমার সাথে।

নায়ক হেলিকাপ্টার থেকে নায়িকা লাথথি দিয়ে ফেল দিলো। নায়কও সাথে সাথে হেলিকাপ্টার থেকে লাফ দিয়ে নেমে নায়িকাকে বাচায়। এই ভাবে সিনেমার শুরু-

৪। নায়কটাকে মেরে ফেলা হয়। ভিলেন নায়ককে সিনেমা শুরুতেই মেরে ফেলে। ভয়াবহ অবস্থা। নায়িকা খুব কান্না করে। এদিকে নায়ক কিভাবে যেন মরে গিয়ে 'মাছি' হয়ে যায়। জীবন্ত মাছি। সে গাড়ির চেয়ে দ্রুত ছুটতে পারে। নায়ক মাছি হয়েই অদ্ভুত সব কর্মকান্ড করে।মাছি হয়েই নায়িকাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। বেশ কয়েকবার ভিলেনকে মারতে চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষমেষ অবশ্য গুন্ডাকে মারে। গুন্ডার টাকার গোডাউনে আগুন ধরিয়ে দেয়।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

বাকপ্রবাস বলেছেন: ভালই লাগল, কিছু সিনেমা দেখা হয়ে গেল বিনে পয়সায়।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: হা হা হা --------

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


এখন বুঝালাম, ভারতের আয় কেন দিনদিন বাড়ছে!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: হে হে হে ---------

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি কী যে সব লিখছেন না আজকাল!!!!;)
গরুর মাংসের পাঁচপদ নিয়ে পোস্ট দিন...:P



পুরো ঈদ গেল, না দেখলাম একটা নাটক, না দেখলাম সিনেমা। কী যে করি আজকাল।
আচ্ছা?
আমি কি বেঁচে আছি?

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: বেঁচে আছেন।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: একসময় স্কুল পালিয়ে সিনেমা দেখেছি।
আর এখন একটা পুরো সিনেমা দেখার মত সময় এবং ধৈর্য্য কোনটাই আমার নেই।
বড়জোর আধাঘন্টা থেকে ১ ঘন্টার একটা বাংলা নাটক বা টেলিফিল্ম দেখা যেতে পারে।
তবুও একজনের অতি অনুরোধে "বস-২" নামক একটা বাংলা সিনেমার কিছু অংশ গতরাতে দেখেছিলাম।
অল রাবিশ ! এগুলোকে সিনেমা বললে ডাস্টবিন হল বড় সিনেমা হল।
সংশ্লিষ্ঠ সবার চৌদ্দগুষ্টি উদ্ধার করছি, মনে মনে বকে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে সিনেমার মান ভালো না। একেবারেই ভালো না।
তবে কিছু কিছু নাটক টেলিফ্লিম খুব ভালো হয়। আপনি 'অজ্ঞাতনামা' দেখুন ভালো লাগবে।

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল করেছেন...... জীবন্টা পুরায় খাটাশ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য বুঝতে পারিনি।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

কলাবাগান১ বলেছেন: আপনার অবস্হা ২ নং নায়কের মত...যেভাবেই হোক সেলিব্রেটি হতে হবে.....বস্তাপচা সিনেমা দেখে দিনরাত কাটান আর ব্লগে এসে সবাইকে বই পড়ার কথা বলেন..দিনে নাকি ৪-৫ টা বই পড়েন!!!!!!! সিনেমা দেখলে বই ও পড়া যায় কিন্তু দিনে ৩-৪ টা সিনেমা দেখে..........আপনি মানুষ টা স্ববিরোধিতায় পরিপূর্ন

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: আসলে আপনি পুরো আমাকে ভুল বুঝেছেন। যখনই কেউ কাউকে বুঝে না, তখনই ভুল বুঝে ।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

বনসাই বলেছেন: ২ নম্বর মুভির নায়কের ভুতে আপনাকে ধরেছে; ব্লগে সেলিব্রেটি হওয়ার প্রয়াস আপনার মধ্যে বেশ জাগ্রত। আপনার ইদানিংকার লেখাগুলো পড়লে গুগল ট্রান্সলেটর এর মজা পাওয়া যায়।
কিসের মধ্যে কী পান্তা ভাতে ঘি।
বেশি ঘি খান।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: নো নেভার।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

শাহারিয়ার ইমন বলেছেন: মালায়াম মুভি চার্লি , বেঙ্গুলোর ডেস, ওস্তাদ হোটেল এই মুভিগুলো দেখেন ,ভাল লাগবে

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: আজই দেখব।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া

মন্ত্রীর কপালে ঢিল মারা সিনেমাটার নাম কি ?

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: স্যরি বোন সিনেমার নাম তো বলতে পারব না।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

জাহিদ অনিক বলেছেন: বাহ ! সেলিব্রেটি হবার তো দারুণ তরিকা ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: কেমন আছেন ভাইজান?

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

স্রাঞ্জি সে বলেছেন:

কেমন আছেন রাজীব ভাইয়া।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: আমি আল্লাহর রহমতে ভালো আছি। দোয়া করবেন।
আপনি কেমন আছেন? দিনকাল কেমন চলছে?

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

চাঙ্কু বলেছেন: হেগো মুভিতো দেখি ঢিসসুম ঢিসসুম মার্কা! ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: ঢিসসুম ঢিসসুম ছাড়া এরা মুভি বানায়।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

সাাজ্জাাদ বলেছেন: আমিও মাঝে মাঝে দেখি। কমেডিতে ভরপুর।
অন্য রকম বিনোদন পাওয়া যায়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: বেশ ভালো বিনোদন।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: :#) শেষের টা জোস ছিলো।
আর এসব উদ্ভট কাহিনীর সিনেমা পাগল এদেশের আমজনতা।বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: লক্ষ কোটি মানুষ ইউটিউবে এইসব মুভি দেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.