নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কোথায় যাবো! কোথায় যাবো!

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯



১। আমি খুব ভীতু মানুষ। কিন্তু কারো সাহস দেখলে আমার ভীষন ভাল লাগে।
ভীতু আর দুর্বলদের একটা অসুবিধে আছে, তারা কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের দিয়ে যে যা খুশি করিয়ে নিতে পারে। অবশ্য রবীন্দ্রনাথ বলেছেন- 'ওরে ভীরু, তোর ওপরে নেই ভুবনের ভার।'

২। দারিদ্যের সবচেয়ে বড় দোষ হলো- দারিদ্যে মানুষের নৈতিক চরিত্রটা বদলে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়। কিন্তু নজরুল লিখেছেন, 'হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান'। এটা একেবারে ফালতু কথা।

৩। ইনডিয়ান ফটোগ্রাফার রঘুবীর সিং খুব ভালো একটি কথা বলেছেন ফটোগ্রাফির বিগিনার এবং হতাশ ফটোগ্রাফারদের জন্য। তিনি যে কথাটি বলেছেন তার বাংলা এরকম -
ফটোগ্রাফি অনেকটা খনি এলাকায় সোনা খোঁজার মতো। বার বার আপনি খুঁজতে থাকবেন এবং কখনো হয়তো ছোট এক টুকরা পেতে পারেন।

৪। মানিক বন্দ্যোপাধ্যায় এর দিবারাত্রির কাব্য অনেকেরই পড়া। তারই বিশেষ একটা লাইন পড়ে মনে হয়েছিল - প্রচণ্ড বৃষ্টির এ রকম তুলনা কি করে কেউ ভাবতে পারে? চিন্তাই করতে পারি না!
মালতির খুব সরল মনের মেয়ে আনন্দ! আনন্দ সমুদ্রে প্রবল বৃষ্টি দেখে বলেছিল 'কি বৃষ্টি নেমেছে! সমুদ্রটা পর্যন্ত ভিজে যাবে' । যে সমুদ্র সীমাহীন জলের আধার - সেটা ভিজে যাবে !!!

৫। যে সব কবি ষাট-সত্তর পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে।

৬। বই হচ্ছে অভিজ্ঞতা।
এতকাল ধরে মানুষের জ্ঞানের যে অভিজ্ঞতা হয়েছে, তা বইয়ের পাতায় লিখে রাখা হয়েছে আমাদের জন্য। ভবিষ্যতে যারা আসবে, তাদেরে জন্য আমাদেরও কিছু রেখে যেতে হবে।

সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম' পড়া শুরু করেছি। যদিও আগে একবার পড়েছি। আমি যখন যে বইটা পড়ি, তখন মনে হয়, সেই লেখক আমার সামনে বসে আছেন। লেখকের নিঃশ্বাসের শব্দও যেন শুনতে পাই!

মন্তব্য ৫৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

বাকপ্রবাস বলেছেন: :D :D দারিদ্রতায় নজরুলকে বিদ্রোহী কবি বানিয়েছে তায় সেটা ওনার ক্ষেত্রে মহান।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: গুড।
শুধু উনার ক্ষেত্রে । সকলের ক্ষেত্রে নয়।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

কাউয়ার জাত বলেছেন: আমি কি ভালো আছি?

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই ভালো আছেন।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২

নতুন নকিব বলেছেন:



বহুমাত্রিক স্বাদের পোস্ট।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

রাজীব নুর বলেছেন: ৬ টা পয়েন্ট। একটা না একটা ভালো না লেগে উপায় নাই।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

সাদা মনের মানুষ বলেছেন: বই বড়ার নেশাটা এক সময় আমার খুবই ছিল, এখন আর সময় হয়ে উঠে না। তবে আমি একটা ব্যক্তিগত লাইব্রেরী করার স্বপ্ন দেখি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

রাজীব নুর বলেছেন: লাইব্রেরীটা ব্যাক্তিগত করবেন না। পাড়া প্রতিবেশির জন্য উন্মুক্ত রাখবেন।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

কাউয়ার জাত বলেছেন: কমেন্ট ঠিক আছে না? আপনার অনুকরণ করার একটু চেষ্টা করলাম আর কি!

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: পুরা ঠিক আছে।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

জাহিদ অনিক বলেছেন: শেষ লাইনটা ভালো লাগলো। এমনটা আমারও হয় মাঝেমাঝে-- মনে হয় লেখকের সাথে আড্ডা দিতে দিতে বইটা পড়ি

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: যে পুরুষ কখনো দুঃখকষ্ট ভোগ করেনি এবং পোড় খাওয়া মানুষ নয় মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না । কারণ দুঃখকষ্ট পুরুষকে দরদি ও সহনশীল করে তোলে।
- ডেনিস রবিনস

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: ডেনিস সাহেব খুব সুন্দর কথা বলেছেন।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২

জাহিদ অনিক বলেছেন:
আমি আজকে দিবা রাত্রির কাব্য সিনেমাটা দেখব। মাধবী মুখার্জিকে আমার বড়ো ভালো লাগে --



০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: আমিও দেখব।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

সনেট কবি বলেছেন: আমার বিষয়টা কি? একটু যদি বলেন!
আল-লাতীফ

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: পারব না চাচাজ্বী।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ ভাইয়া। আজকের লেখার সবগুলো বিষয় খুব ভালো লেগেছে ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কথা।
ভালো থাকুন।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

কাউয়ার জাত বলেছেন: সনেট কবির নতুন পদ্ধতি।

প্রত্যেকটা মন্তব্যের সাথে একটা সনেটের লিংক সম্পূর্ণ ফ্রিইইইইই।


আসেন আসেন একটু উকি দেন

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: পদ্ধতি টা ভালো।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওষুধের নাম ‘‌চুমু থেরাপি'‌, স্বঘোষিত ভগবান শ্রীঘরে

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: আহা !!!

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ 'হে দারিদ্র, তুমি মোরে করেছো মহান'। এটা একেবারে ফালতু কথা।
.. কী সব ফালতু বকছেন?
কথাটা আপেক্ষিক এবং তাৎপর্যপূর্ণ। জীবনের চড়াই উৎরায়ে আপনি যা শিখবেন, দশটা বই পড়ে সেটা পাবেন না। বিশ্বাস না হয় চাকরিটা ছেড়ে দিয়ে দ্যাখেন! বসন্তের কোকিলদের চিনতে অসুবিধে হবে না...:D



(প্রথম মন্তব্যটা ইচ্ছে করেই দিয়েছি।(dw.com থেকে) আপনার মত তারছেঁড়া।
আপনি অন্য পোস্টে দুলাইন পড়ে মন্তব্য করবেন। হোক সেটা অপ্রাসঙ্গিক; পড়ে, বুঝে মন্তব্য করবেন। সব পোস্টে তারছেঁড়া মন্তব্য দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। লেখকরাও বিভ্রান্তিতে পড়ে...)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: পড়লাম।

৫ নং পয়েন্ট নিয়েঃ
দূরে গেলে আমাদের মায়া,মমতা, সম্মান এমনিতেই বেড়ে যায়। মরে গেলে তো কথাই নেই। এটা জাতিগত অভ্যাস।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

ভুয়া মফিজ বলেছেন: সুনীল গঙ্গোপাধ্যায়ের 'পূর্ব-পশ্চিম' পড়া শুরু করেছি। যদিও আগে একবার পড়েছি। আমি যখন যে বইটা পড়ি, তখন মনে হয়, সেই লেখক আমার সামনে বসে আছেন। লেখকের নিঃশ্বাসের শব্দও যেন শুনতে পাই!
সুনীল গঙ্গোপাধ্যায় চেইন স্মোকার ছিলেন, সিগারেটের গন্ধ পান? ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ !!!

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১১

কিশোর মাইনু বলেছেন: ৪ আর ৬ ভাল লেগেছে।

৪/সমুদ্র ভিজে যাবে #:-S :#) :`> কথাটি কোন দিক দিয়ে জানি খুবই মারাত্তক একটি বাণী মনে হচ্ছে আমামার।
৬ নাম্বারের কাজটি করার চেষ্টা করছি ব্লগে- যা জানি সব তুলে রাখছি।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: চেষ্টা অব্যহত রাখুন।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: পাঁচমিশালি পোস্ট বেশ ভালো লাগলো।



শুভকামনা প্রিয় ভাইকে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।

১৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

তারেক_মাহমুদ বলেছেন: বই হচ্ছে একটি অভিজ্ঞতা, এই কথা খুবই দারুণ লাগলো।
মরার আগে অন্তত একটা বই লিখে রেখে যেতে চাই।
সুন্দর পোষ্ট। +

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: একটা বই না। অনেক গুলো বই লিখতে হবে। যে বই পড়ে মানুষ আনন্দ পাবে।

১৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

সপ্রসন্ন বলেছেন: মানিক বন্দ্যোপধ্যায় এর বইয়ের লাইনটা।। আসলেই চমৎকার
আর বাসাবোর নাভানা বিল্ডিং এর ছবিটা ভাল আসছে, বিশালত্ব ফুটে ঊঠেছে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: এটা বাসাবোতে না।

২০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

সপ্রসন্ন বলেছেন: হাহা, দুখিত, বলতে ভুল হয়েছে, শাজানপুর পেরিয়ে রাজারবাগ মোড়ে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪০

কাওসার চৌধুরী বলেছেন:



রাজীব ভাই, আপনার এই টাইপের পোস্টগুলো আমার খুব ভাল লাগে৷সবচেয়ে ভাল লেগেছে (২), (৫)৷

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

২২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

শিখা রহমান বলেছেন: সুনীলের 'পূর্ব পশ্চিম" আমারও খুব প্রিয়। বার বার পড়ার মতোই উপন্যাস। (৪) নম্বরটা ভালো লেগেছে।

শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন, দারুণ বলেছেন ভাই।

দারিদ্র্যের মাঝে বিবেক অনুভূতি আর প্রকৃত মানুষ হওয়ার ঔষধ আছে ভাই

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

বলেছেন: দারিদ্যের সবচেয়ে বড় দোষ হলো- দারিদ্যে মানুষের নৈতিক চরিত্রটা বদলে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়।
সবচেয়ে ভাল লেগেছে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: রাইট।

২৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

বলেছেন: দারিদ্যের সবচেয়ে বড় দোষ হলো- দারিদ্যে মানুষের নৈতিক চরিত্রটা বদলে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়।
সবচেয়ে ভাল লেগেছে

২৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

২৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০১

মাহমুদুর রহমান বলেছেন: কথাগুলো বড্ড ভালো লেগেছে,দাদা।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

২৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৫

মোছাব্বিরুল হক বলেছেন: রবিন্দ্রনাথ আপনাকে ভার মুক্ত করে দিয়ে গেছেন। কবি গুরুকে আপনার ধন্যবাদ জানানো উচিৎ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ তো ওস্তাদেরও ওস্তাদ।

২৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো :)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

সামিয়া আক্তার শেহা বলেছেন: দারিদ্র তাকে মহান বানিয়েছে।
বাকিদেরকে না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ঠিক কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.