নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ডাক্তারি জানার চেয়ে জরুরী হলো সাঁতার জানা, কথাটা মনে রাখবেন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫২


হঠাৎ বৃষ্টি শুরু হলো- মসজিদের বারান্দায় আশ্রয় নিলাম । তখন এ দৃশ্যটি চোখে পড়ল । কি মনে করে ক্যামেরা বন্দী করে ফেললাম।

১। ঢাকা শহর নরকে পরিণত হয়েছে। অলি-গলি আর বড় রাস্তা সবই একই অবস্থা। ঢাকার রাস্তায় গতকাল যারা বের হয়েছে তারা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছে...। যে কোনো সময় মৃত্যুও হয়ে যেতে পারে। অবিভাবকহীন শহর। গতকাল পানিতে ডুবে গিয়েছিলাম। সবাই আমার ছবি তুলেছে কিন্তু কেউ হাত বাড়িয়ে দেয়নি। এই শহরের মানুষ গুলো খুব বেশি নিষ্ঠুর।

২। রেসলিং খেলায় সবাই একটা বেল্টের জন্য মারামারি করে, কিন্তু কেউই প্যান্ট পরে না।

৪। সত্য ও জ্ঞান অনুসন্ধানে ইবনে আল-হাতেমের উক্তিঃ আমি নিরন্তর জ্ঞান ও সত্য খুঁজে বেড়িয়েছি, এবং আমার উপলব্ধি হলো, স্রষ্টার দ্যুতি ও নৈকট্যলাভের জন্য জ্ঞান ও সত্যানুসন্ধানের চেয়ে উত্তম কোনো পথ নেই ।

৫। প্রাচীন পৃথিবীর বিখ্যাত এক জ্ঞানী মানুষ—এরিস্টোটল তাঁর নাম—বৈজ্ঞানিক যুক্তিতর্কের সাহায্যে একদা প্রমাণ করেছিলেন, উপর থেকে দুটি বস্তু ছেড়ে দিলে ভারী বস্তুটি সর্বদা হালকা বস্তুর চেয়ে আগে মাটিতে পড়বে। ৩২২ খ্রিস্টপূর্বাব্দে মারা যান এরিস্টোটল, কেটে যায় প্রায় ২০০০ বছর। আর এই সুদীর্ঘকাল টিকে থাকে এরিস্টোটলের পড়ন্ত বস্তুর মতবাদ।

কিন্তু ১৫৮৯ খ্রিস্টাব্দে হঠাৎ ক্ষেপে উঠেন ইটালির একজন বিজ্ঞানী, গ্যালিলিও গ্যালিলি: ভুল করেছেন এরিস্টোটল!স্তম্ভিত হলেও পরীক্ষালব্ধ ফলাফল মেনে নেয় বিজ্ঞান জগত: হ্যাঁ, এরিস্টোটল ভুল। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে হালকা ভারী কোনো ব্যাপার না, সব একই গতিতে নীচে পড়ে।

৬। বাঙালি লেখকদের শুধু লেবুর শরবত খাওয়াই নিয়ম। কোনো পার্টিতে গেলে লেখকরা বলেন- না, আমার চলে না' অথবা আমার অভ্যাস নেই। একবার শরৎচন্দ্র মদ খাওয়ার কমপিটিশন দিতে গিয়ে এক বিদেশীকে প্রায় মেরেই ফেলেছিলেন, কিন্তু নিজের লেখায় মধ্যে কোথাও সে কথা স্বীকার করেননি।

৭। আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

কাউয়ার জাত বলেছেন: আচ্ছা মবে রাখব?

আচ্ছা আকাশটা নীল দেখায় কেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: আপনি তো আমার মেয়ের মতো প্রশ্ন করলেন !!

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

কাউয়ার জাত বলেছেন: আপনি শিরোনাম ঠিক করুন। নাকি 'মবে' রাখবেনই বুঝাতে চাচ্ছেন?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: স্যরি।
ঠিক করে দিয়েছি।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ ডাক্তারি জানার চেয়ে জরুরী হলো সাঁতার জানা, কথাটা মবে রাখবেন
শিরোনাম ঠিক করেন।( মনে )


পুনশ্চঃ
চাঁদগাজী হবেন না। (শিরোনামের ভুল ধরিয়ে দিলেও কানকাটা হবেন না। পোস্ট পড়ার আগ্রহ হারিয়ে যায়।)



আপনার দায়সারা প্রতিউত্তর আমার ভালোলাগে না। এর পর থেকে হয়তো পোস্ট পড়বো, কিন্তু মন্তব্য করবো না।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: কেমন আছেন?
আসলে ছদ্মনাম দেখলে ভরসা পাই না।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

বাকপ্রবাস বলেছেন: দেরে দে গেলাস ভরে দে
আমারে মাতাল করে দে

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: আহা !!

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

সামিয়া আক্তার শেহা বলেছেন: পড়ে ভাল লাগল।
জ্ঞানের কথা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

বিথী আক্তার বলেছেন: ভাল লিখেছেন।
আমাদের দেশ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

মলাসইলমুইনা বলেছেন: নদীমাতৃক দেশে শিরোনাম হয়তো ঠিক আছে কিন্তু নদী পথে যাত্রীবাহী লঞ্চ ডুবে যখন হাজার যাত্রী মারা যাবার জোগাড় হবে তখন কিন্তু ডাক্তারের উপস্থিতিও জরুরি I আসলে মনেহয়, এই দুটো ব্যাপার কম্পেয়ার না করাই ভালো করলে আপেল আর অরেঞ্জের তুলনার মতো হয়ে যায় মনে হয় I

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

ওমেরা বলেছেন: সাঁতার না জানলে তো জীবনের ষোল আলাই মিছে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: অথচ আমি নিজেই সাঁতার জানি না।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

ক্স বলেছেন: পৃথিবী গ্রহের বেশিরভাগ অংশ নীল, তাই বাইরে থেকে পৃথিবীর বায়ুমন্ডলকে নীল দেখায়, আর ভেতর থেকে আকাশকে নীল দেখায়।

বুধ গ্রহের বায়ুমন্ডল গোলাপি, শুক্র গ্রহের হলুদ, মঙ্গল গ্রহের কমলা, ইউরেনাসের সবুজ, নেপচুনের বেগুনী। তাই ঐসব গ্রহ থেকে তাদের আকাশও ঐ ড়োকোম দেখায়।

পৃথিবী গ্রহের বেশিরভাগ অংশ নীল, তাই বাইরে থেকে পৃথিবীর বায়ুমন্ডলকে নীল দেখায়, আর ভেতর থেকে আকাশকে নীল দেখায়।

বুধ গ্রহের বায়ুমন্ডল গোলাপি, শুক্র গ্রহের হলুদ, মঙ্গল গ্রহের কমলা, ইউরেনাসের সবুজ, নেপচুনের বেগুনী। তাই ঐসব গ্রহ থেকে তাদের আকাশও ঐ রকম দেখায়।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

মাহমুদুর রহমান বলেছেন: উপর থেকে দুটি বস্তু ছেড়ে দিলে ভারী বস্তুটি সর্বদা হালকা বস্তুর চেয়ে আগে মাটিতে পড়বে।এটা ভূল মতবাদ নয়।কারন বাতাসের বাধা আছে।
তবে যদি মুক্তভাবে ছাড়ে তাহলে গতি একই থাকবে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: জ্বী। ঠিক।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

আকতার আর হোসাইন বলেছেন: পড়লাম আবার... আপনারাও পড়ুন সুকুমার রায়ের সেই বিখ্যাত কবিতাটি...


ষোল আনাই মিছে
- সুকুমার রায়
বিদ্যে বোঝাই বাবুমশাই চড়ি সখের
বোটে,
মাঝিরে কন, ''বলতে পারিস সূর্যি কেন
ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন
আসে?''
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফ্যালিয়ে
হাসে।
বাবু বলেন, ''সারা জীবন মরলিরে তুই
খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি
আনাই মাটি।''
খানিক বাদে কহেন বাবু, ''বলতো দেখি
ভেবে
নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে
নেবে?
বলতো কেন লবণ পোরা সাগর ভরা
পানি?''
মাঝি সে কয়, ''আরে মশাই অত কি আর
জানি?''
বাবু বলেন, ''এই বয়সে জানিসনেও তা কি
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই
ফাঁকি!''
আবার ভেবে কহেন বাবু, '' বলতো ওরে
বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ
চুড়ো?
বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে
কেন?''
বৃদ্ধ বলে, ''আমায় কেন লজ্জা দেছেন
হেন?''
বাবু বলেন, ''বলব কি আর বলব তোরে কি
তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই
বৃথা।''
খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে
ফুলে,
বাবু দেখেন, নৌকাখানি ডুবলো বুঝি
দুলে!
মাঝিরে কন, '' একি আপদ! ওরে ও ভাই
মাঝি,
ডুবলো নাকি নৌকা এবার? মরব নাকি
আজি?''
মাঝি শুধায়, ''সাঁতার জানো?''- মাথা
নাড়েন বাবু,
মূর্খ মাঝি বলে, ''মশাই, এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব করো
পিছে,
তোমার দেখি জীবন খানা ষোল আনাই
মিছে!''

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

খায়রুল আহসান বলেছেন: শিরোনামের সাথে পোস্টের কথাগুলোকে মেলাতে পারলাম না। তবে ৭ নং অনুচ্ছেদের জন্য পোস্টে প্লাস + +
সুকুমার রায়ের সেই বিখ্যাত কবিতাটি এখানে তুলে দেয়ার জন্য আকতার আর হোসাইনকে আন্তরিক ধন্যবাদ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে আসলেই খুশিতে মনটা ভরে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.