নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৬১

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭



১। চার্লস ব্যাবেজকে যদি কম্পিউটারের জনক বলা হয় তবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিঃসন্দেহে আমাদের দেশের আধুনিক ব্যাংকিং এর জনক বলা যেতে পারে। একটু গভীর দৃষ্টি নিয়ে রবীন্দ্রনাথের কবিতাগুলোর দিকে তাকালেই আমরা দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের দেশের আধুনিক ব্যাংকিং এর স্বপ্নদ্রষ্টা।

২। এল ছাগলের বাচ্চা পানি খাচ্ছিল । সিংহ এসে বলল, কি রে চেংড়া হারামজাদা । তুই পানি নোংরা করছিস কোন সাহসে ! আবার দাড়িও নাড়ছিস । তোর সাহস তো কম না !

৩। পৃথিবীতে শক্তিমান লোকগুলোর ওপর ইদানিং খুব রাগ হয় আমার ।আমাদের হাতে সময় অনেক কম- তাই চটপট বন্ধুত্ব করা ঠিক নয় । বন্ধুত্বের জন্য সমান সমান হওয়া খুব প্রয়োজন ।লোকে বুঝতেই পারে না আমার চোখে গোয়েন্দার পর্যবেক্ষন আছে । ছেলে গুলো চাকরী ছাড়া আর কিছু বুঝতে চায় না ।আর চালাক লোকগুলো তাদের খাটিয়ে মারে ।সমাজে পাপী মানূষের সংখ্যাই বেশী এবং পাপীরাই সমাজ চালায় ।

৪। তুমি পানির মত হতে চেষ্টা কর, যে কিনা নিজের চলার পথ নিজেই তৈরী করে নেয় ।পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে | - হযরত আলী (রাঃ)

৫। সহজ সরল সত্য হলো- বয়স বাড়লে সবার'ই নানান অসুখ বিসুখ হয়। এই অসুখ থেকে কারো'ই নিস্তার নেই। হোক সে মন্ত্রী বা রিকশাওয়ালা।
কথা হচ্ছে সব ধনী লোক গুলো চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যায়। লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই রকম একটা হাসপাতাল কি আমাদের দেশে বানানো যায় না? তাহলে দেশের টাকা দেশেই থাকল আর মুমূর্ষ অবস্থায় টানা হেচড়ার মধ্যে পড়তে হবে না।

৬। সুখ ব্যাপারটা কি ভেবে পাই না।
প্রিয় খাবার গুলো দিয়ে পেট ভরে খেলে সুখ? প্রিয় মানুষের সাথে সমুদ্রে বা পাহাড়ে বেড়ানো- সুখ? ব্যাংকে প্রচুর টাকা থাকলে সুখ? দেশ বিদেশ ঘুরে বেড়ালে সুখ? নিজের সন্তান সুস্থ সবল থাকলে সুখ?

সুখ পরিমাপ করার কি কোনো যন্ত্র আবিস্কার হয়েছে? ধর্ম গুলো সুখ নিয়ে কি বলে? আইনস্টাইন বা রবীন্দ্রনাথ কি সুখী মানুষ ছিলেন? রবীন্দ্রনাথ তো বলেছেন- 'এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়...'।

দার্শনিক এরিস্টটল বলেছেন- 'জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না'। একজন লেখককে জিজ্ঞেস করলাম- সুখ ব্যাপারটা আসলে কি? লেখক বললেন- ' সুখ অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো। একেক মানুষ একেকভাবে একে উপভোগ করে।'

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


৫ নং, জিল্লুর রহমান সাহেব আমাদের প্রেসিডেন্ট ছিলেন, মরলেন বিদেশি হাসপাতালে গিয়ে; ওখানে কবর দেয়ার দরকার ছিলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: ভবিষ্যতে ঐ হাসপাতালে আরও মরবে।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুখ একটা আপেক্ষিক বিষয়।
কে কিসে সুখ পাবে তা বলা মুসকিল।
কেউ দুধ বিক্রি করে মদ খায় এটাতে তার সুখ!
আবার কেউ মদ বিক্রি করে দুধ খায় যেখানে তার সুখ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


নূর মোহাম্মদ নূরু বলেছেন, " সুখ একটা আপেক্ষিক বিষয়। কে কিসে সুখ পাবে তা বলা মুসকিল। কেউ দুধ বিক্রি করে মদ খায় এটাতে তার সুখ! আবার কেউ মদ বিক্রি করে দুধ খায় যেখানে তার সুখ "

-এগুলো পুরানো দিনের কথা,।
আধুনিক যুগে সুখ হচ্ছে, সামাজিকভাবে, নিজের অধিকার ও কর্তব্য পালন করে, শান্তিতে থাকা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: পুরান চাল ভাতে বাড়ে।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: ৫ নম্বরটায়,কারা জানি বলেছিল বাংলাদেশ এখন ধনী দেশ বাংলাদেশে কোন ফকির নাই এমন একটা এডভারটাইস প্রচার করেছিল বিটিভি।দেখেছিলেন? না দেখলে দেখে নিবেন।আমার মনে হয় বাহিরের দেশগুলোকে নিজেদের অবস্থান তুলে ধরতেই তাদের সিঙ্গাপুরে যাওয়া।
আর নাহলে ডাক্তারদের উপর তাদের ভরসা নাই,কারন সেখানেও সরকারদল বিরোধী দল উভয়ই আছে।কিছু একটা ঘটে যেতে পারে এমন শঙ্কা তাদের মধ্যে কাজ করে প্রতিনিয়ত।তাই তারা সিঙ্গাপুরে যায়।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: ৫ নং প্রসঙ্গে বলবো, কলকাতার রুবি হসপিটলে গতবছর ফেব্রুঃতে আমার আমার অন্তরঙ্গ সুহৃদ চোয়ালে ক্যান্সারজনিত কারনে ভর্তি হয়। সপ্তাহ দুয়েক পরে অপারেশন হয় ড. গৌতম মুখার্জীর অধীনে। বেশকিছু দিন পরে ছুটি হয়। তবে একমাস পরে রেডিও ও কেমোথেরাপি নিতে পার্শ্ববর্তী এলাকায় থাকতে বাধ্য হয়। স্বস্তিক লজ নামে এলাকার একটি লজে দিনপ্রতি ১৫০০ টাকা করে থাকতে বাধ্য হয়েছিল। ৬টা কেমো ও ২৯ টা রেডিও নিতে প্রায় দুমাস সময় লেগেছিল। আমি ঐ সময় প্রায়ই বিশেষ অনুমতি নিয়ে ওর ওখানে যেতাম। যেটা বলার জন্য এতকিছু, ঐ এলাকাটাকে এক টুকরো বাংলাদেশ বলে মনে হয়েছিল। আমার বন্ধু যে ফ্লোরে ছিল ঐ ফ্লোরেতো বটেই বাকি সব রোগি ছিল বাংলাদেশের।

গতবছর ১৯ সেপ্টম্বর বন্ধু চিরবিদায় নিয়েছে। প্রায় ১৪ লক্ষ টাকা শেষ করেও ওর বাবামা সন্তান ফিরে পায়নি। পরে অনুনান করেছিলাম মিথ্যে আশায় ওদেশ থেকে এরকম হাজার হাজার মানুষ সর্বস্বান্ত হচ্ছে চিকিৎসার নামে প্রতারকদের কাছে।

আমার বন্ধু আবার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব আপজাল হোসেনের খালাতোভাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য দাদা।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

করুণাধারা বলেছেন: ৪,৫ বেশি ভাল লেগেছে।

গতকাল আমি পান্থ পথ দিয়ে যাচ্ছিলাম। দেখি একটু পর পর একেকটা হাসপাতাল। এত হাসপাতাল ঢাকায়, কিন্তু ভালো চিকিৎসা কোথায় হয়?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে হাসপাতাল, শপিংমল আর মসজিদের অভাব নেই।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
আধুনিক যুগে সুখ হচ্ছে, সামাজিকভাবে, নিজের অধিকার ও কর্তব্য পালন করে, শান্তিতে থাকা

কেউ শান্ত পুকুরে মৎস শিকার করে শিকারী, আবার কেউ উত্তাল সাগরে ঝঢ় ঝঞ্ছা পায়ে দলে মৎস শিকার করে
সে ও শিকারী। গাজীসাব দেশের দ্বায়বদ্ধতা উপেক্ষা করে কর্তব্য কাজে গাফিলতি করে বিদেশে বসে নিজের শান্তি খুঁজে !!
এটাই তার কাছে সুখ !! হায়রের পরাধীনতার সুখ !! তৃতীয় শ্রেনীর নাগরিকের সুখ !! কৃতদাশের সুখ !!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: আমি কি কিছু বলব?

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো বলেছেন ভাই, সুন্দর আলোচনা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

মিথী_মারজান বলেছেন: কবিগুরু আধুনিক ব্যাংকের স্বপ্নদ্রষ্টা কিভাবে ঠিক বুঝলাম না।
৪,৫ ভালো লেগেছে।
৬ নং এ সুখের ব্যাখ্যয়য় লেখকের বলা ফিঙ্গারপ্রিন্টের ব্যাখ্যাটা খুব সুন্দর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে এসেছেন মন্তব্য করেছেন আমি খুব খুশি।

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৯

সৈয়দ ইসলাম বলেছেন: সুখ, সে বড়ই অদ্ভুত প্রিয়তমার সাথে করহা বললাম, কই সুখ ত পেলাম না!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: অন্যের সুখের জন্য আনন্দে রজন্য কিছু করুন তবেই সুখ পাবেন।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪১

সাইন বোর্ড বলেছেন: অাপনার ৬টা পয়েন্টে ভাবনার ভিন্নতা থাকলেও মূল থিমটা যদি এক জায়গায় এসে মিলিত হতো তবে পাঠকের বুঝতে ও মন্তব্য করতে সুবিধা হতো, একই পোস্টে এরকম বারোয়ারি ভাবনায় পাঠক বিভ্রান্ত হয় এবং কোন থিমই পাঠক স্থির ভাবে মাথায় নিতে পারে না, এতে করে অাপনার এত কষ্ট সাধ্য লেখা কতখানি স্বার্থক হয়, জানি না । কোন লেখা বেশিবার পঠিত হবার অর্থ এই নয় যে লেখাটি সব সময় সার্থক লেখা হবে । এসব ভার্চুয়াল জগতে যে যত বেশি সময় দেবে তার পাঠক একটু বেশি হবে, এটাই স্বাভাবিক । ভাবনাটা অামার একান্তই ব্যক্তিগত, এখানে অন্যের দ্বিমতের যথেষ্ট সুযোগ অাছে ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ। আপনার সাথে আমি পুরোপুরি সহমত।

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

জাহিদ অনিক বলেছেন:



সুখ তুমি কি আমার জানতে ইচ্ছে করে-- বড়ো জানতে ইচ্ছে করে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: কবি সাহেব কেমন আছেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: কবি সাহেব কেমন আছেন?

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: টাকার গরম থাকলে আপনিও দেশের বাইরে চিকিৎসা করাবেন। আসলে দেশেও চিকিৎসা ব্যবস্থা অত খারাপ না...
সুখ তুমি কী বড় জানতে ইচ্ছা করে...- রুনা লায়লা...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: চিকিৎসার আরও উন্নতি হওয়া দরকার।

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

জাহিদ অনিক বলেছেন:
লেখক বলেছেন: কবি সাহেব কেমন আছেন?
ভালো আছি ভাই। আশা করি আপনিও ভালো আছেন ভাবী আর পরীকে নিয়ে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: সত্যিকথা বলতে কি সুরভি আর পরীকে নিয়ে আল্লাহর রহমতে বেশ ভালো আছি।
হাজার বার আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.