নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭


১। প্রজাপতি খুব চঞ্চল হয়। স্থির হয়ে এক জাগায় বসতেই চায় না।


২। মানুষের সাথে সাথে গাছেরও মৃত্যু হয়।


৩। ঘরে এগুলো থাকলে দেখবেন, কেমন একটা মায়াবী পরিবেশ তৈরি হয়।


৪। স্বরসতী মেলায়।


৫। যখন আমরা খুব ঘুরে বেড়াতাম।


৬। দশ বা বিশ বছর আগেও ওরা ছিল, আজও আছে। অথচ দেশ উন্নয়নের মহাসড়কে।


৭। এই ছবিটা কেপচার করতে আমাকে খুব বেগ পেতে হয়েছে।


৮। সবুজ রঙ চোখকে আরাম দেয়।


৯। ছবিটা চারুকলা থেকে তুলেছিলাম।


১০। শেওলা। গাজীপুর ন্যাশনাল পার্ক।


১১। হাতি। ঢাকা চিড়িয়াখানা।


১২। নৌকা আছে, মাঝি নাই। হি হি হি---


১৩। ছোট ছোট জুতো। তবে জুতো কেউ পড়তে পারবে না।


১৫। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি।


১৬। এক যুগ আগের ছবি। আজও পার্কে গেলে ওদের দেখতে পাওয়া যায়।


১৭। সুযোগ পেলেই ওরা বেড়ে উঠতে চায়। অথচ ওদের কেউ এই সুযোগটা দেয় না।


১৮। বন্ধু যখন শত্রু।


১৯। যৌথ ব্যবসা। ইনকাম ভালোই। তবে কষ্ট আছে।


২০। করমচা। লবন দিয়ে খেতে ভালোই লাগে।

মন্তব্য ৫৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ ছবিব্লগ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

স্রাঞ্জি সে বলেছেন:

রাজীব ভাই দারুণ ক্লিক।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

রুপকার বাংলাদেশ বলেছেন: oshadharon legechhe apner ei blog ti. Amio photography te interested. Ami product photographer hishebe achi akti company te. Jodio eti ekti software development company . Amra product photography o kori.

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: খুব ভালো।
আমিও একসময় কিছু প্রোডাক্ট ফোটোগ্রাফী করেছি।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

স্রাঞ্জি সে বলেছেন:

ছবি গুলো কখন কার.......


১৭ নং ++++

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: এ ছবি গুলো গত বারো বছরের বিভিন্ন সময়ে তোলা।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

এ.এস বাশার বলেছেন:



এই রকম ছবি যে তুলতে পারে এবং ক্যাপসন দিতে পারে সে নিশ্চয় একজন অসাধারন ব্যক্তিত্ব ও কমল মনের।
কিছু না মনে করলে চা অথবা কফি খেতে চাই একদিন আপনার সাথে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: আমি খুবই সাধারন একজন মানুষ।
অবশ্যই চা খাবো। আমি কফি খাই না।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সবগুলি ছবিই সুন্দর। ৩ নং ছবিগুলি কিসের ধরতে পারছিনা। ৫ নং হাতটা কি সুরভী ভাবীর?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: রাজীব নুর বলেছেন: ৩ নং জিনিসটার নাম ভুলে গেছি। এগুলো ঘর সাজানোর জন্য।
৫ নং অবশ্যই সুরভির হাত।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: ৩ নং জিনিসটার নাম ভুলে গেছি। এগুলো ঘর সাজানোর জন্য।
৫ নং অবশ্যই সুরভির হাত।

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

এ.এস বাশার বলেছেন: আপনার সাথে কি ভাবে স্বাক্ষাত করব বুঝতেছি না...

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: আয়োজন করে দেখা করার দরকার নাই।
হুট করে একদিন দেখা হয়ে যাবে।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


৭নং, কোন যায়গায়, কিসের ইমারত?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: ওস্তাদ বিপদে ফেলে দিলেন।
আহারে অনেক আগের ছবি। এখন ঠিক মনে করতে পারছি না জায়গাটার নাম।
তবে এতটুকু মনে আছে একটা গ্রুপের সাথে ফোটোওয়াকে গিয়েছিলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: মুড়াপাড়া রাজবাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মাহমুদুর রহমান বলেছেন:
৬। দশ বা বিশ বছর আগেও ওরা ছিল, আজও আছে।
এদের দেখলে খুবই মায়া লাগে।
অথচ দেশ উন্নয়নের মহাসড়কে
যারা একথা বলে তার যদি কোন একদিন ছদ্দবেশে রাস্তায় বের হয়ে দেখত,তাহলে বুঝতো আসলে সে কতটুকু সফল।
খুবই দুঃখজনক।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: সহমত।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর সুন্দর ছবি তুলেছেন ভাই, ভালো লাগলো

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

বনসাই বলেছেন: ছবিগুলো বরাবরের মতো ভালো, এবার ক্যাপশনগুলোও বেশ ভালো হয়েছে।

৩ নং ছবিটি সম্ভবত বাণিজ্য মেলার টার্কি স্টলে তোলা, এগুলো এক ধরনের ল্যাম্প; শোপিস।

৭ নং কোথায় মনে পড়লে জানাবেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: জ্বী ৩ নং বানিজ্য মেলা থেকেই তুলেছি।

৭নং ঢাকার আশে পাশেই। নারায়ন গঞ্জের আশে পাশেই। এখনও মনে করতে পারছি না। রুপবানমুড়া এই টাইপ নাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: মুড়াপাড়া জমিদার বাড়ি :
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মুড়াপাড়ায় রয়েছে প্রাচীন একটি জমিদার বাড়ি।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছবি সুন্দর হইয়াছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

সনেট কবি বলেছেন: সুন্দর পোস্ট

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

চাঙ্কু বলেছেন: ৬ নাম্বার ছবিটা দেখে মন খারাপ হয়ে গেল। কত কিউট নিষ্পাপ একটা মেয়ে কিন্তু মুখে হাসি নেই, বেঁচে থাকার সংগ্রামে হাসিটা হারিয়ে ফেলেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ওদের জন্য আমাদের কিছু করা উচিত।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ, ১৮ নং ছবিটা কি কোন নাটকের?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: কোনো নাটকের না।
আমার বন্ধুরা।
সব সাজানো।
মিথ্যা অভিনয়।

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছবি ব্লগে ভালোলাগা জানিয়ে গেলাম ভাই

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

সামিয়া বলেছেন: আপনি তো বেশ সুন্দর ছবি তোলেন, অসাধারণ সব ছবি অনেক অনেক ভালোলাগা ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: দূর কি যে বলেন!!
আপনি কত সুন্দর ছবি তুলেন।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১

ক্লে ডল বলেছেন: চাঙ্কু বলেছেন:" ৬ নাম্বার ছবিটা দেখে মন খারাপ হয়ে গেল। কত কিউট নিষ্পাপ একটা মেয়ে কিন্তু মুখে হাসি নেই, বেঁচে থাকার সংগ্রামে হাসিটা হারিয়ে ফেলেছে। " :(

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে গেলেও তাদের কেন কোনো পরিবর্তন হয় না??
এব্যাপারটা নিয়ে কেউ ভাবছে না কেন?

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এমন ছবি দেওয়ার জন্য হাত পা বেধে জোর করে কফি খাওয়া, বুঝবেন ঠ্যালা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: জোর করতে হবে না। এম০নিতেই কফি খাওয়াবো।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১

জাহিদ অনিক বলেছেন:
৩ নং এর জিনিসগুলো কি ?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ১২ নং মন্তব্যটা খেয়াল করুন।

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: ১২ নং মন্তব্যটা খেয়াল করুন।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

রাকু হাসান বলেছেন: ৫ নং দেখে খারাপ লাগলো । সবুজ দেখে প্রাণ জুড়ালো । বেশি পরিশ্রমের ফল ভাল হয় :) তার প্রমাণ ৭ নং ছবিটি ।খুব সম্ভবত এটা নারায়ণগঞ্জের মোড়াপাড়া বিশ্বদিব্যালয় কলেজ । এখানে জমিদার বাড়ি ছিল এক সময় । আপনার দেওয়া বই লিস্টগুলো দারুণ । :-B

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: ৭নং এর কথা ঠিকই বলেছেন।

বই গুলো সংগ্রহ করুন। আর পড়ুন।

২৬| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১২

Web design company in Bangladesh বলেছেন: Thank you for your useful blog. visit the follow link to get more information about the design. we are the leading web design company in Bangladesh

২৭| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:১৯

Web design company in Bangladesh বলেছেন: [url=https://www.bhavitrabd.com/]Web design company in Bangladesh[/url]

২৮| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২১

Web design company in Bangladesh বলেছেন: Thank you for your nice blog.. keep going on [surl=https://www.bhavitrabd.com/]Web design company in Bangladesh[/surl]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.