নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ব্লগার রাজীব নূর

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯



একটা সত্য কথা বলি- ছোটবেলা থেকেই আমার নায়ক হওয়ার ইচ্ছা ছিল। খুব ইচ্ছা ছিল। আমি সত্যি সত্যি নায়কদের মতো চলাচল করতাম। চুল উলটো করে আচড়াতাম। কিন্তু কিছুক্ষন পর চুল গুলো সামনে এসে পড়তো। তাই পানি দিয়ে ভিজিয়ে উলটো করে আচড়াতাম। অনেকক্ষন আর সামনে আসতো না। একজন বুদ্ধি দিল চুল উলটে না আঁচড়িয়ে, চুল সামনে ঝুলে থাকলেই বেশি ভালো লাগে। তখন চুল আমার ইয়া বড় ছিল। ঝুটি করা যেত। বাতাসে উড়তো। লাল শার্ট আর জিন্স প্যান্ট পড়তাম। কেডস পড়তাম। হাতে থাকতো ঘড়ি। প্রচুর মুভি দেখতাম। নায়কদের ফলো করতাম। এফডিসি'তে গিয়ে ঘন্টার পর ঘন্টা শূটিং দেখতাম। কিন্তু কখনও কোনো পরিচালক বলেনি- এই ছেলে তুমি অভিনয় করবে?


যে আমলে নায়ক হতে চেয়েছিলাম। সেই আমলের ছবি।

গলির মোড়ে আড্ডা দিতাম। সেখানে নায়কদের মতো আচারন করতাম। কোনো মেয়ে রিকশা না পেলে দৌড়ে তাকে রিকশা খুঁজে দিতাম। কেউ রাস্তায় ময়লা ফেললে- কঠিন প্রতিবাদ করতাম। বিশেষ বিশেষ দিনে খিচুড়ির আয়োজন করতাম। যেমন ২১শে ফেব্রুয়ারীতে। ১৬ ডিসেম্বরে। ইংরেজী নববর্ষতে বোমা ফুটাতাম রাত ১২টার পর (যে গলির মোড়ে আমার আড্ডা ছিল)। সেখানে একটা পাচ তালা বাড়ির দোতালায় এক মেয়ে থাকতো। দারুন রুপসী। কিন্তু সমস্যা হলো মেয়ের বাপ হুজুর। মেয়েটা কখনও বেলকনিতে আসতো না। কিন্তু আমি জানি মেয়েটা বেশ কয়েকবার এসে আমাকে উঁকি দিয়ে দেখে যেত। আমি আমার এসিসটেন্ট দিয়ে মেয়েটার জন্য আইসক্রীম, চকলেট চিপস পাঠাতাম। ওর বাবার বদলি হয়ে গেল। ওরা চলে গেল রাজশাহী।


সেই সময় মাথার চুল অনেক লম্বা ছিল।

সেই সময় আমি দেখতে আসলেই নায়কদের মতোন ছিলাম। আমার চেহারা ছবি ভালো। অবশ্য আমাদের বংশে সবাই খুব সুন্দর। আমার বাপ চাচাদের সবার চেহারা-নকশা দুর্দান্ত। আমার নানী আমার আব্বাকে দেখেই বলেছিল এত সুন্দর ছেলে আমি কখনও দেখি নাই। একদম নায়ক। নায়কের চেয়ে সুন্দর। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো দেখতে। কিন্তু দুঃখের বিষয় এক বছর মার্কেটিং এ চাকরি করে আমি শেষ। আমার রুপ যৌবন, গায়ের রঙ সব শেষ। একেবারে শেষ। এখন কাইল্লা হয়ে গেছি। চোখ মূখ হয়ে গেছে রুক্ষ। চেহারার মধ্যে কোনো লাবন্য নেই। আমার মা মাঝে মাঝে দুঃখ করে বলে, আমার কি ছেলে- কি হয়ে গেছে। রাজপুত্তুর ছিল এখন রিকশাওয়ালাদের মতো হয়ে গেছে।

আমার এক বন্ধু একদিন বলল, তুই নায়ক হতে পারছি না। তোর উচ্চারণ ঠিক না। আমার মন প্রচন্ড খারাপ হলো। আসলেই কিছু কিছু শব্দ উচ্চারণ করতে পারি না। আরেক বন্ধু বলল, নায়ক হবার জন্য পয়সাওয়ালা মামা-চাচা লাগে। তোর তো এরকম কেউ নেই। চিন্তা করে দেখলাম আসলেই কেউ নেই। আর থাকলেও তারা আমাকে হেল্প করবে না। আমার এক চাচা বেশ কিছু সিনেমার প্রডিউসার ছিলেন। সে যাই হোক, এক আকাশ কষ্ট নিয়ে সিনেমার নায়ক হবার স্বাদ বাদ দিলাম। রঙ্গিন জগত থেকে ফিরে এলাম বাস্তব জগতে। মুভি দেখা বাদ দিলাম। নায়কদের স্টাইল নকল করা বাদ দিলাম। প্রবেশ করলাম বইয়ের জগতে। সেই জগত থেকে আজও বের হতে পারি নাই। আর বের হতে চাইও না।

আমাদের সামুর ব্লগার ''সোনাবীজ; অথবা ধুলোবালিছাই'' (খলিল মাহমুদ ভাই) সেদিন এক পোষ্টে আমার চেহারা নিয়ে পোস্টার করেছেন। তার এই পোস্টার দেখে খুব মজা পেয়েছি। সেই পোস্টারের সুবাদে আমি চলে গিয়েছি বহু বছর আগের যুগে। তার এক পোস্টার পুরোনো অনেক কথা মনে করিয়ে দিল। আজও তিনি আরেকটা পোস্টার করেছেন। এই পোস্টার দেখেও আমি মুগ্ধ! বেশ আনন্দ পাচ্ছি। নিজেকে মিথ্যামিথ্যি নায়ক ভাবতেও আমার ভালো লাগে। হয়তো অনেকে আমাকে ক্লাউন মনে করতে পারেন। অথবা আমাকে নিয়ে হাসাহাসি করতে পারেন। কিন্তু আমি যে আনন্দ পেয়েছি সেটা মিথ্যা নয়। আমি ''সোনাবীজ; অথবা ধুলোবালিছাই'' (খলিল মাহমুদ) ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। কিছুক্ষনের জন্য হলেও আমাকে আনন্দ দেওয়ার জন্য।

মন্তব্য ৬৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

চাঙ্কু বলেছেন: এখন ট্রাই করেন। সামু একজন নায়ক ব্লগার পাইবো ;)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

সনেট কবি বলেছেন: খুব মজা পেলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: হাহাহা এই জীবনে তোমার আশা পূর্ণ হলো!!!! কিন্তু তোমাকে প্রথম পোস্টারে নায়ক নায়ক লাগছে সত্যি। কিন্তু দ্বিতীয় পোস্টারটায় ছবিটা একটু হাবলু হাবলু হয়ে গেছে। নায়কের বাবা বাবা লাগছে .... :P

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---
অসুবিধা নাই। মেকাপ করে সব ঠিক করে ফেলব।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: আপনি সামু ব্লগের নায়ক।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
চায়ের দাওয়াত।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপ‌নি তো আমা‌দের কা‌ছে সব সময়ই নায়ক।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: কি খাবেন বলেন?

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: ভাই আপনি নায়ক হলে এন্টি হিরোর রোল আমাকে দিয়েন

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

বলেছেন: আপনি সামু ব্লগের যুবরাজ "

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: হাহা হা-----

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী এই ব্লগের নাম্বার ওয়ান ব্লগার আপনি। আপনি যে-সময়ে রবীন্দ্রনাথ সিরিজ পাবলিশ করা শুরু করেন, তখন থেকেই আমি আপনার ফ্যান। কীভাবে যেন ফেইসবুকেও আপনার সাথে কানেক্টেড হইয়া গেলাম। কিন্তু ও আল্লাহ, আপনি না দেন কমেন্টের কোনো উত্তর, ফেইসবুকেও কোনো রিসপনস করেন না (তখন ফেইসবুকে কমেন্টের নীচে লাইক/রিপ্লাই বাটন ছিল না) এবং ইনবক্সেও কোনো জবাব দেন না :( ক্ষিপ্ত হলাম খুবই :( তারপর বাকিটা আমরা চোখের সামনেই দেখছি :)

আপনি আজও নায়ক। সবদিক থেকেই। আপনি সুরভিত নায়ক :) বুঝছেন তো ব্যাপারটা? :) এবং আশা করি আমাদের মধ্যে নায়ক হিসাবেই থাকবেন।

অনেক অনেক শুভেচ্ছা পরীর প্রিয় বাবার জন্য।

আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী এই ব্লগের নাম্বার ওয়ান ব্লগার আপনি। আপনি যে-সময়ে রবীন্দ্রনাথ সিরিজ পাবলিশ করা শুরু করেন, তখন থেকেই আমি আপনার ফ্যান। কীভাবে যেন ফেইসবুকেও আপনার সাথে কানেক্টেড হইয়া গেলাম। কিন্তু ও আল্লাহ, আপনি না দেন কমেন্টের কোনো উত্তর, ফেইসবুকেও কোনো রিসপনস করেন না (তখন ফেইসবুকে কমেন্টের নীচে লাইক/রিপ্লাই বাটন ছিল না) এবং ইনবক্সেও কোনো জবাব দেন না :( ক্ষিপ্ত হলাম খুবই :( তারপর বাকিটা আমরা চোখের সামনেই দেখছি :)

আপনি আজও নায়ক। সবদিক থেকেই। আপনি সুরভিত নায়ক :) বুঝছেন তো ব্যাপারটা? :) এবং আশা করি আমাদের মধ্যে নায়ক হিসাবেই থাকবেন।

অনেক অনেক শুভেচ্ছা পরীর প্রিয় বাবার জন্য।



আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী এই ব্লগের নাম্বার ওয়ান ব্লগার আপনি। আপনি যে-সময়ে রবীন্দ্রনাথ সিরিজ পাবলিশ করা শুরু করেন, তখন থেকেই আমি আপনার ফ্যান। কীভাবে যেন ফেইসবুকেও আপনার সাথে কানেক্টেড হইয়া গেলাম। কিন্তু ও আল্লাহ, আপনি না দেন কমেন্টের কোনো উত্তর, ফেইসবুকেও কোনো রিসপনস করেন না (তখন ফেইসবুকে কমেন্টের নীচে লাইক/রিপ্লাই বাটন ছিল না) এবং ইনবক্সেও কোনো জবাব দেন না :( ক্ষিপ্ত হলাম খুবই :( তারপর বাকিটা আমরা চোখের সামনেই দেখছি :)

আপনি আজও নায়ক। সবদিক থেকেই। আপনি সুরভিত নায়ক :) বুঝছেন তো ব্যাপারটা? :) এবং আশা করি আমাদের মধ্যে নায়ক হিসাবেই থাকবেন।

অনেক অনেক শুভেচ্ছা পরীর প্রিয় বাবার জন্য।

আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী এই ব্লগের নাম্বার ওয়ান ব্লগার আপনি। আপনি যে-সময়ে রবীন্দ্রনাথ সিরিজ পাবলিশ করা শুরু করেন, তখন থেকেই আমি আপনার ফ্যান। কীভাবে যেন ফেইসবুকেও আপনার সাথে কানেক্টেড হইয়া গেলাম। কিন্তু ও আল্লাহ, আপনি না দেন কমেন্টের কোনো উত্তর, ফেইসবুকেও কোনো রিসপনস করেন না (তখন ফেইসবুকে কমেন্টের নীচে লাইক/রিপ্লাই বাটন ছিল না) এবং ইনবক্সেও কোনো জবাব দেন না :( ক্ষিপ্ত হলাম খুবই :( তারপর বাকিটা আমরা চোখের সামনেই দেখছি :)

আপনি আজও নায়ক। সবদিক থেকেই। আপনি সুরভিত নায়ক :) বুঝছেন তো ব্যাপারটা? :) এবং আশা করি আমাদের মধ্যে নায়ক হিসাবেই থাকবেন।

অনেক অনেক শুভেচ্ছা পরীর প্রিয় বাবার জন্য।



০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মুই হেকালে বরিশাল আছলাম; নুতন বিয়া করছি -বৃশুধবার কালে মুই ছোটি লইয়্যা যেকালে লঞ্চে উঠলাম-মোর পনচ্ গেল খুইল্গা; মোর আপন বউডা মোরে কইল তুমি কোম্মে আছো-মুই কইলাম সূরভী-৭তে আছি-অম্মি গঠ্ কইরগ্যা মোবাইলডা বন্দ করল: সক্কালে বাসাই আইস্যা বেল টেপলাম-বউ মোরে ধ্বাক্কা দিয়া কইল তোমার সুরভী কোম্মে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ফানি।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ওবে আপনি প্রতিটি ব্লগ পরেন বা না পরেন কমেন্ট করেন--সে হিসাবে আপনি ব্লগার নাম্বার ওয়ান ১০০%

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রডিউসার চাচা কোন ছোট খাটো রোল দিতে পারেনি?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: বিরাট বদ। দেয়নি।
ইচ্ছা করলে দিতে পারতো।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি আজীবনের নায়ক; এখনো সিনেমার নায়ক হওয়ার প্রচুর সম্ভাবনা আছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পড়ে অত্যাধিক খুশি হয়েছি।
কারন আপনি অন্য সবারে মতো না। খুব হিসাব করে কথা বলেন।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনি সিনেমার নায়ক হলে, আমার ফার্ম ফান্ডিং করবে।

একটি সায়েন্স ফিকশন ছবির জন্যে নায়ক খুঁজছি। আগ্রহী হলে জানাবেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: আপনি কি পরিচালক?

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আমি পরিচালক হলে নিশ্চিত নায়ক বানিয়ে দেবো

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

শায়মা বলেছেন: ১৪. ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১ ০

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আমি পরিচালক হলে নিশ্চিত নায়ক বানিয়ে দেবো

আর আমি পরিচালক হলে নায়ক আর নায়িকা - রাজীবভাইয়া আর সুরভী ভাবী! :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: সব আমরা আমরাই। ভেরি গুড।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪০

কোয়েজার বলেছেন: এই একটা জিনিষ আমার কাছে ফাউল মনে হয়। কেন একজন পরিচালককেই খুজে নিতে হবে আপনাকে। হিরো আলমের কথা মনে নাই ? হিরো আলমকে আমি শ্রদ্ধাকরি। সে নিজেই নিজেকে চিনিয়েছে। আপনার মাঝে প্রতিভা থাকলে আশেপাশে কি ক্যামেরার অভাব আছে নাকি। ভাল প্লট জোগাড় করে ছোট ছোট ক্লিপস বানিয়ে প্রচার করেন। ইউ টিউব আছে ফেইসবুক আছে। মানুষের মনে জায়গা করে নিতে পারলে কি আর পরিচালকের অভাব থাকে ? কি যে বলেন আপনারা মাঝে মাঝে। ব্লগে এসে হা হুতাস করেন। মনে হয় সকল দোষ ঐ পরিচালক ব্যাটার।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: হা হুতাশ করছি না।
মুল ব্যাপারটা আপনি বুঝতে পারেন নি। অথবা আমিই বুঝাতে সক্ষম হইনি।


ভালো থাকুন।

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

ক্লে ডল বলেছেন: পোস্টের নাম হওয়া উচিৎ ছিল "ব্লগার নায়ক রাজীব নুর"। :)

দিন শেষে কিন্তু যার যার জগতে সে নিজেই হিরো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ঠিক বলেছেন। আগে বললে নামটা বদলে দিতাম।

ভালো থাকুন।

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

কাওসার চৌধুরী বলেছেন:



রাজীব ভাই নায়িকা হিসেবে ব্লগে কোন পছন্দের কেউ থাকলে হাঁক দিয়েন আমরা হেল্প করবো; আপনি সামুর সুপারস্টার৷আমরা আমরাই আপনার ছবি হলে গিয়ে দেখলে আপনি এক লাফে হিট হয়ে যাবেন৷

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: কি যে বলছেন বড় ভাই। লজ্জা লাগে।

আচ্ছা, দেখি জানাবো।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

লোকনাথ ধর বলেছেন: হাহাহা। স্মৃতিচারণ পড়ে বেশ ভালো লেগেছে। আমার এগুলো পড়তে দারুণ লাগে। এমন লেখা কি আপনার আরও আছে?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আছে। অনেক আছে। সামুতেই আছে।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১

কাইকর বলেছেন: নায়ক ভাই

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: এই যে আসল পরিচালক এসে পরেছেন।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার তৃতীয় ছায়াছবিতে সানি লিয়ন আর পামেলা এন্ডারসন থাকছে তো ?? ;)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: একসময় পামেলা'কে আমার বেশ লাগত।
এর পর সালমা হায়েক।

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১

জসীম অসীম বলেছেন: ব্লগার রাজীব নূর ভাই,
আমি আপনার এই লেখা পড়ে রোমাঞ্চ অনুভব করছি। ভালো লেগেছে। বিশেষ করে আমার জীবনেও নায়ক হওয়ার বাসনা ছিল। 1987 সালে আমি অভিনেত্রী সুচন্দাকে এক চিঠি লিখেছিলাম। তারপরের কান্ড তো আরও অভাবনীয়। কিন্তু আমার বাবা সরকারি চাকুরি করতেন। তিনি উৎসাহ দিলেন না। তারপরেও আমার ইচ্ছে দমে যায়নি। এমনকি ঢাকায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে গিয়ে সেই আবেগ আরও অধিক তীব্রতর হলো।
আমিও আপনার মতো অনেক মুভি দেখেছি, এমনকি চলচ্চিত্র সাংবাদিক লিয়াকত হোসেন খোকনের শরণাপন্ন হয়েছি, বাংলাদেশ টেলিভিশনে অভিনয় বিভাগে 1992 সালে অডিশন দিয়েছি, তারও আগে ঢাকায় কয়েকটি নাট্যদলের সঙ্গে যুক্ত থেকে নিয়মিত থিয়েটার করেছি, আবৃত্তি সংগঠনে যুক্ত হয়ে আবৃত্তি শিখেছি, নরেন বিশ্বাসের উচ্চারণ অভিধান থেকে প্রতিদিন প্রায় 50টি নতুন শব্দের উচ্চারণ রপ্ত করেছি...ইত্যাদি কিছুই বাদ দেইনি। কিন্তু একদিন মনে সাধ জাগলো আমি পায়ে হেঁটে বিশ্বভ্রমণ করবো।
যেই ভাবা সেই শুরু হলো এর প্রস্তুতি। প্রতিদিন প্রায় 15/20 কি.মি পথ আমি হেঁটে শরীরকে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালালাম।...সে অনেক দীর্ঘ পরিভ্রমণের গল্প। একবার (2006 সালের 18 ডিসেম্বর) বাংলাভিশন টেলিভিশনের একটি অনুষ্ঠানে আমার দেওয়া সাক্ষাৎকারেও আমি সেই কথা বলতে চেষ্টা করেছি। ...। শেষ কথা হলো, পরে আমি আর নায়ক তো নয়ই, এমনকি কিছুই হতে আর পারিনি। আমার মতামতের সঙ্গে ছবিটি দিলাম, তখন 1987 সাল। আমার নায়ক হওয়ার তীব্রতর স্বপ্ন দেখার দুর্বিনীত বছর। আজ আমি সেসব দিনের কথা ভাবলে সত্যি বিস্মিত হই।
সোনাবীজ, অথবা ধুলোবালিছাই (খলিল মাহমুদ) ভাইকে আমিও আন্তরিক অভিনন্দন জানাই আপনার ইচ্ছা বা আবেগের দিনগুলোকে রঙসমূহকে এভাবে জাগিয়ে দিয়ে বা প্রকাশিত করার জন্য। সোনাবীজ, অথবা ধুলোবালিছাই এর স্পর্শে যেন আমরাও আরও প্রাণবন্ত হতে পারি। শুভ কামনা নিরন্তর। অব্যাহত ভালোবাসা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ওরে বাবা গ্রেট।
এই মন্তব্যটা পোস্ট আকারে দেন। আরও বেশি মানুষ পড়বে। আনন্দ পাবে।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: এতো সুন্দর সুন্দর পোস্টার এবং পোস্টারের সুবাদে পোস্ট-জীবনগল্প পড়বার সুযোগ করে দেওয়ার জন্য ব্লগার সোনাবীজ অথবা ধুলোবালিছাইকে ধন্যবাদ।

আপনি আসলেই সুন্দর ছিলেন; আছেন ভাই। শুভ কামনা আপনার জন্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২৫

চঞ্চল হরিণী বলেছেন: আরে রাজীব ভাই আপনার লাল শার্ট পরা ছবি দেখে আমি ফিদা হয়ে গেছি :D । সত্যিই দারুণ হ্যান্ডসাম ছিলেন :>। চাঁদগাজী ভাই ঠিক বলেছেন, চাইলে আপনি এখনো নায়ক হতে পারেন ;) । আর রুপালি পর্দায় যেমন তেমন অনেক মানুষের পর্দায় তো আপনি নায়ক সেই কবেই হয়েছেন :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: কি যে বলেন !!
আমি সাধারন একজন ব্লগার।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি প্রযোজনা করছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

সাহাদাত উদরাজী বলেছেন: আমি ভাগ্যে বিশ্বাসী! এই কারনে মিঃ আলম হিরো হয়, আর তার চেয়ে কয়েক হাজার গুনে গুনান্নিতকে লোকে চিনে না! সবই কপাল!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: আমি ভাগ্যে বিশ্বাসী না। কর্মে বিশ্বাসী।

২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

কোয়েজার বলেছেন:

কথাগুলো আপনাকে আঘাত করার উদ্দেশ্যে বলা হয়নি। তবুও আপনি কষ্ট পেয়ে থাকলে আমি অতিশয় দুঃখিত। অনেকটা আবেগ আর অভিমানের বহিঃপ্রকাশ আমার এই মন্তব্যটি। নিঃসন্দেহে আপনার প্রবন্ধটি একটি স্মৃতিচারণা মাত্র।

আমাদের দেশে প্রতিভাবান লোকের অভাব নেই। কিন্তু সেই প্রতিভার যথেষ্ট মূল্যায়ন হয়না। ফলে নিজের পেট চালনার তাগিত থেকে অনেকেই প্রতিভার জলাঞ্জলি দিয়ে মার্কেটিং অফিসার হয়ে যান। আবার অনেকেই আছেন যারা হাল না ছেড়ে প্রচেষ্টা চালিয়ে যান। এটি খুবই ভাল একটি ব্যাপার।

প্রসঙ্গের একটু বাইরে যাচ্ছি। মনে করি আমার কাছে একটি মই আছে এবং আমি একটি উঁচু দেয়াল টপকাতে চাই। যদি আমি মইটি লম্বালম্বিভাবে দেয়ালের সাথে স্থাপন না করে মাটির সমান্তরালে ফেলে রাখি তাহলে কি দেয়াল টপকাতে পারবো? তারমানে এটি স্পষ্ট যে খালি উপকরণ থাকলেই হয়না, উপকরণের সঠিক ব্যাবহারও চাই। আমরা অনেক পরিশ্রমি জাতি কিন্তু উপকরণের সঠিক ব্যাবহার না জানার কারণে অবিশ্রান্ত পরিশ্রমের পরও এগুতে পারিনা।

বাইরের ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের দেখি ইউটিউবে প্রতিনিয়ত কতশত সৃজনশীল ভিডিও আপলোড করে। তাদের হাজার হাজার সাবস্ক্রাইভার। সেখানে কতশত মন্তব্য হয়। লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে কেউ কেউ। দেখে ভালো লাগে। মনে হয় আহা যদি আমার দেশের কেউ হতো ! কেউ যে নেই সেটা বলছি না। আছে কিন্তু তুলনামূলক কম, নগন্য। আমি বাংলা সিনেমা দেখিনা আজ অনেক দিন হলো। আমাকে গালি দেন সমস্যা নাই। কিন্তু আমারও কথা আছে। একবার, এভেঞ্জার, ম্যান অফ ষ্টিল জাতীয় ছায়াছবি দেখে নিলে অন্য কোনকিছু মুখে নিতে মন চায় না। কাহিনী ভালো হতে পারে কিন্তু এটা বুঝতে হবে কাহিনী মনের খোরাক হলে ভিজুয়াল এফেক্ট চোখের খোরাক। যাক আর অন্য প্রসঙ্গে যাচ্ছিনা। সকল কথার সারাংশ হল, যারাই আপনার মত নায়ক হবার ইচ্ছা পোষণ করেন তাদের বসে থাকলে চলবে না। কেউ যদি আপনাকে না দেখে তাহলে এমন কিছু করে দেখান যেন সবাই দেখতে বাধ্য হয়। কি করে দেখাবেন তা আপনি জানেন; আমি জানি না। আমি শুধু দেখবো কি দেখালেন। ভালো লাগলে আমি আপনাকে মনে ঠাই দিবো, না লাগলে চেষ্টা চালিয়ে যাবার পরামর্শ দিবো পাশে থাকবো।

পোষ্টটি অত্যান্ত ভাল। শুধু খারাপ লেগেছিলো এটি ভেবে যে, হয়তো এটি আরেকটি প্রতিভার হত্যাকান্ড। একটু রাগ রাগও লাগছিলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
খুব সুন্দর করে মন্তব্যের উত্তর দিয়েছেন।

ভালো থাকুন।

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

কোয়েজার বলেছেন: আরেকটি কথা ভাইয়া, "আমার ছেলে রিক্সাওয়ালাদের মত হয়ে গেছে" এই টাইপ কথা-বার্তা লিখবেন না প্লিজ। এতে তাদের অপমান হয়। এই মানুষগুলো অনেক কষ্টে বেঁচে থাকে। বরং খুশি হোন, আপনার মা আপনাকে অনেক পরিশ্রমি বলেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
আসলে রাগে দুঃখে মাঝে মাঝে ভুলভাল লিখে ফেলি।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩

প্রামানিক বলেছেন: খালি পোষ্টার অভিনয় কোথায়?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: আহ হা
দুধের স্বাদ ঘোলে।

৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

সাদা মনের মানুষ বলেছেন: শেষের পোষ্টারটায় ভাইটামিন বেশী

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: কি জানি !!!

৩১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ!
সামুর রিয়েল হিরো!!
কিন্তু ভাই, মাত্র এক বছর মার্কেটিংয়ে চাকরি কইরাই আপনার অবস্থা কাহিল?
আমরা প্রায় দেড় যুগ ধইরা মার্কেটিংয়ে চাকরি কইরাও টিকে আছি।
অবশ্য এখন আপনার মতই অবস্থা!
নায়ক না, নায়কের বাপ.....................!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: আমার হোন্ডা ছিল না। লোকাল বাসে চলাচল করতে হতো।

৩২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০০

সামিয়া বলেছেন: মাশাল্লাহ ভাই তো দেখি পুরাই হিরো

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: বোন দোয়া করবেন।
আপনাদের যেন ভালো ভালো ছবি উপহার দিতে পারি।

৩৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬

ম ইসলাম বলেছেন: বাংলাদেশ চলচ্চিত্র চরম একটা প্রতিভা মিস করেছে! আফসোস! ধিক্কার জানাই এফডিসিকে আপনার মত একজন নায়ককে খুজে পায়নি বলে।
ভবিষ্যতে আমার নাটক সিনেমা বানানোর ইচ্ছে আছে! আপনার কথা অবশ্যই মনে রাখব।
শুভ কামনা আগামী দিনের জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

রাজীব নুর বলেছেন: একদম বড় ভাই এর মতো কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.