নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নদী ভাঙ্গন

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩



দেশের মোট জনগনের বিশাল একটি অংশ এখন বন্যায় নিমজ্জিত, হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, অনেকের বাসস্থান পানিতে তলিয়ে গেছে, অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে, কেউ কেউ কয়েকদিন ধরে না খেয়ে আছে, অনেকেই আবার পেটের জ্বালা সহ্য না করতে পেরে, সাহায্যের দাবীতে রাস্তায় নামছে, নদী ভাঙন রোধের দাবিতে চিৎকার করছে । কিন্তু কেউ নেই !

পিঁপড়েদের চলাচল দেখে একটা গ্রামের লোক অনুমান করেছিল, বন্যা আসছে । বন্যা সত্যিই এসেছিল। দক্ষিন আমেরিকার গ্রামের লোকেরা বাতাসের গতি দেখে নির্ধারণ করতে পারে- প্রচন্ড সামুদ্রিক ঝড় আসছে। চীনের মানুষেরা বন্য প্রানীর হাবভাব দেখে ভূমিকম্পের পূর্বাভাস নির্ধারণ করতে পারে । মানুষের জ্ঞান যন্ত্রপাতিকেও হার মানায় । সব দেশের মানূষের জ্ঞান-অনুভূতি- কৌশল জানতে ইচ্ছা করে । কত কিছু করতে ইচ্ছা করে- জানতে ইচ্ছা করে । কিন্তু আজকাল বারবার মনে হয়- আইন-কানুন, অবহেলা, উদাসীনতা, স্বার্থ-হিংসা আর রাজনীতি যেন হাত-পা বেঁধে বাক্সে বন্দী করে রাখতে চায় ।

আমাদের দেশে নদীর সংস্কার করা হয় না। অধিকাংশ নদীই খড়ার মৌসুমে খাঁ খাঁ করে। তখন জমি চাষে সমস্যা হয়।কেন প্রতি বছরই হবে বন্যা অথবা কোথাও খড়া ? সময় মত বাঁধ দেওয়া হলে বা খাল কাঁটা হলে অনায়াসে কাজে লাগানো যায় জলের মত মহার্ঘ সম্পদ। এখনও এ দেশের কত উষর ভূমি এক আকাশ তেষ্টা নিয়ে চেয়ে আছে বুদ্ধিমান মানুষের দিকে। অথচ মানুষ চুপ করে আছে ! এটা কি পলিটিকস ? না কি স্বার্থ ? অস্টেলিয়ায় নদীর সংখ্যা কত কম, সেখানে চাষীদের পানি পয়সা দিয়ে কিনতে হয় ।তবুও কখনও পানির অভাবে চাষ বন্ধ থাকে না ।আমাদের দেশের মানুষ যেন জানেই না- নদীকে কিভাবে ব্যবহার করতে হয় ।এতকাল পৃথিবীতে বাস করেও মানূষ- পৃথিবীর ধন সম্পদ লুটপাট- তছনছ করেছে। বোকা মানূষ ধরতেই পারেনি, এই পৃথিবীর সঙ্গে তার সম্পর্ক কি? মানুষ কি দেখে না- পাখি যখন এক দেশ থেকে অন্য দেশে উড়ে যায় তখন তার পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না ।মানুষ কেন সারা পৃথিবীর কথা ভাবে না ? চিৎকার করে বলতে ইচ্ছা করে- পৃথিবীর কথা ভাবো, পৃথিবী ছোট একটি গ্রহ, তার অফুরন্ত সম্পদ নেই। যা আছে, যেটুকু আছে তাকে যত্ন করে সঞ্চিত রাখো । জাপানে ভূমিকম্প হলে উদাসীন থেকো না আমেরিকা, আফ্রিকায় দুর্ভিক্ষ হলে তার ক্ষুধা যেন স্পর্শ করে চীন কে। চীনে মহামারী হলে তা যেন উব্দিগ্ন করে রাশিয়াকেও।

কেবল বুদ্ধিমান হলেই চলে না, সে বুদ্ধিকে কাজে লাগানোর জন্য পরিশ্রম করতে হয়। নইলে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। অন্যদিকে বোকামী করার পরও ভাগ্য গুনে দু'একবার বিপদ থেকে রক্ষা পাওয়া গেলেও বোকামীকে কেউই পছন্দ করে না। তাই আমাদের সবাইকে বুদ্ধিমান ও পরিশ্রমী হতে হবে।

আমি পৃথিবীর সব মানষকে বলতে চাই- আমি রাজনীতি বুঝি না । আমি জানি না অর্থনীতির কুট তত্ত্ব- আমি শুধু চাই- সবাই সবাইকে ভালোবাসুক।সবাই মিলে দেশের জন্য কাজ করুক-হিংসা এবং স্বর্থপরতা ভুলে গিয়ে ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নদী ভাঙন দিয়ে শুরু করে এক পৃথিবী এক রাষ্ট্রের কনসেপ্ট দিয়ে শেষ করলেন। ভালো লাগলো।

সবাইরে বাসো রে ভালো, নইলে মনের কালো ঘুচিবে না।
এই তত্ত্ব আজ আর খাটে না। সবাইরে ল্যাং মারা, হাঁটু গুঁড়িয়ে দেয়া, পুড়িয়ে মারাই আজ বড়ো কাজ; আর এসব করে স্বার্থ হাসিল করাটাই হলো মুখ্য উদ্দেশ্য।

একটা সুন্দর নির্মল পৃথিবী কোথায় পাবেন?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: তাহলে উন্নত কোনো দেশে চলে যেতে হবে।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

সাইন বোর্ড বলেছেন: দেশকে শুধু ভাল বাসলেই হবেনা, দেশকে সঠিক পথে চলারও ব্যবস্থা করতে হবে ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

তানভীর তুর্য্য বলেছেন: নদী নালা খাল বিল নিয়ে জাতীয় বাজেটেও কোন পরিকল্পনা চোখে পড়েনা। ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: নৌ পরিবহন মন্ত্রী করে কি?
উনি একটা নন্দী ভাঙ্গন রোধে একটা স্থায়ী ব্যবস্থা নিতে পারেন না?

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

পল্লব কুমার বলেছেন: সকল প্রানী সুখি হোক
শক্তিশালী কি দূর্বল, ক্ষুদ্র বা বৃহৎ, দৃশ্য বা অদৃশ্য, কাছের বা দূরের, জীবিত বা জন্ম প্রত্যাশী
সকলেই সুখি হোক!

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর পোস্ট

নদী ভাঙ্গন কোনকোন মানুষকে নিঃস্ব করে দিয়ে যায়,
সমবেদনা জানানো ছাড়া আমার মতো সাধারণ মানুষের আর কিইবা করার আছে ভাই!

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: অনেক কিছু করার আছে।
পৃথিবীর অনেক দেশে নদী ভাঙ্গন রোধ করা গেছে।
নদী ভাঙ্গন এর স্থায়ী সমাধান আছে।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই আমিও চাই আমাদের দেশের নদী ভাঙ্গনটা বন্ধ হোক।
কিন্তু কি করার থাকে যদি সরকারের বাজেট সব স্থানীয় নেতা এমপির পকেট শক্ত করে তাহলে বাঁধ শক্ত হবে কি দিয়ে!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: সোচ্চার হতে ভবে।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

মাহমুদুর রহমান বলেছেন: দিন দিন বাংলাদেশ ডুবে যাচ্ছে পানির তলায়।সরকারের জরুরী পদক্ষেপ নেওয়া উচিৎ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: সবাই ব্যস্ত। নদীর দিকে তাকানোর সময় কারো নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.