নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৬২

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০



১। এই শহরে আমার কোথাও যাওয়ার জায়গা নেই। থ্রি কমরেডস- এর মতন বন্ধু আমার একজনও নেই। কোনো-কোনো সন্ধ্যায় ইচ্ছা করে- ঘরে না ফিরে, কোথাও বসে খুব আড্ডা দেই।

পুরো শহরটাকে একটা সবুজ ঘাসে ভরা মাঠ মনে করে- আমি শুধু এক রাস্তা থেকে আরেক রাস্তায় হাঁটতেই থাকি। নানান রকম চিন্তা-ভাবনা করতে করতে- রাস্তার পাশের চায়ের দোকান থেকে চা খাই। চিন্তা ভাবনা থেকে মুক্তির জন্য- চায়ের দোকানে থাকা লোকদের সাথে তর্কাতর্কীতে মেতে উঠে- সব চিন্তা ভাবনা ভুলে যাই।

২। মসজিদ নির্মাণের জন্য অর্থ সাহায্য চাইলো মসজিদের ঈমাম। সবার আগে এগিয়ে এলেন এক যৌনকর্মী, বললেনঃ এই নিন দশ হাজার টাকা।
যদিও টাকা আমাদের খুবই প্রয়োজন, - বললো ঈমাম, - তবে নোংরা পথে অর্জিত এই টাকা আমি গ্রহণ করতে পারছি না।
উপস্থিত কয়েকজন মুসল্লি সেই সময় চিৎকার করে বললোঃ নিয়ে নিন, হুজুর ওগুলো আমাদেরই টাকা।

৩। মুসলিম বিদ্বেষ, ঘৃণা এবং আক্রমণেই বঙ্কিমের লেখার মূল চারিত্র্য। অপরদিকে মীর মশাররফ হোসেন-তাঁর সাহিত্যের বিষয়বস্তু মুসলিম ঐতিহ্য থেকে গ্রহণ করলেও তাঁর ভাষা এবং তাঁর প্রকাশে অন্য ধর্ম কিংবা অন্য জাতির প্রতি ঘৃণা ও বিদ্বেষের চিহ্নমাত্র নেই।

৪। গ্রামের মেয়েদের নিজের হাতে সেলাই করা নকশীকাঁথা দেখেছেন ? একটা কাঁথার মধ্যেই মেয়েরা তাদের সারা জীবন তুলে ধরে। কাঁথার মধ্যে ভেসে উঠে- সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ভালোবাসা-উসাসীনতা, চাওয়া-পাওয়া। সেই হিসেবে প্রতিটা নকশীকাঁথা যেন এক একটা উপন্যাস।

৫। বুদ্ধি হওয়ার আগে বহু লোক বিয়ে করে ফেলে। তারপর অভাব। ঝগড়া। তালাক।

৬। আমরা এমনই এক সমাজে বাস করি- যেখানে আমরা নিজেদের সম্বন্ধে যতটুকু জানি, তার চেয়ে অনেক বেশি জানে অপরে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

মোঃ মাইনুল হোসেন তুষার বলেছেন: এই সমাজে মানুষ নিজেকে জানে অন্যের কাছ থেকে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: এটাই মনে হয় আমার পোষ্টে আপনার প্রথম মন্তব্য।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

জাহিদ অনিক বলেছেন: ভালো লিখেছেন----
আমার বুদ্ধি বেশি-- বিয়ে করতাম না =p~ B:-/

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: বিয়ে করবেন। কিন্তু এখন না।
৩৫ বছরের পর। আর এতদিনের মধ্যে আশা করি আপনি বেশ কিছু টাকার মালিক হয়ে যাবেন।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

স্রাঞ্জি সে বলেছেন:

ডায়েরীর শেষ পাতা কবে আসবে........

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: যেদিন আমার মৃত্যু হবে।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

স্রাঞ্জি সে বলেছেন: সেই পাতায় কি লিখা থাকবে

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: কিছু লেখা থাকবে না।
শুধু সাদা থাকবে।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

কিশোর মাইনু বলেছেন: ২ নম্বরটা মারাত্মক।

৬ নাম্বারটা দূঃখজনক।

৫ নাম্বারটা মনে রাখব। বিয়ে করমুনা সহজে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ২, ৬, ৫
হুম।
ভালো থাকুন।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব ভাল লিখেছেন

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১

তারেক_মাহমুদ বলেছেন: ১নং টা খুব মনে ধরেছে, আপনার মত আমারো একই অবস্থা আগে কত বন্ধু ছিল আর এখন একজনও নেই, অনেকদিন প্রাণখুলে আড্ডা দেওয়া হয় না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকদের সাথে আড্ডা না দিয়ে একা থাকা অনেক ভালো।

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

পদ্মপুকুর বলেছেন: সবগুলো ঠিকই বলেছেন। একেকজনের পর্যবেক্ষণ ক্ষমতা একেকরকম। আপনার এই ধারাটাও ইউনিক, যদিও হুমায়ুন আজাদ প্রবচনগুচ্ছ লিখেছিলেন।

আহমদ ছফার একটা লেখায় পড়েছিলাম, বঙ্কিম হাজী মুহম্মদ মুহসীন ট্রাস্টের বৃত্তি নিয়ে পড়াশুনা করেছিলেন। একজন মুসলিমের দয়ায় পড়তে হওয়ার গ্লানিটা তিনি ভূলতে পারেননি, যেটা কালক্রমে ঘৃণায় পর্যবেশিত হয়েছিলো এ কারণেই তাঁর লেখার মূল উপজীব্য ছিলো মুসলিম বিদ্বেষ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

তানভির জুমার বলেছেন: রি-পোষ্ট লিখে দেওয়া উচিত ছিল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: রাজাকার হলেও যুদ্ধাপরাধী না।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: শেষেরটা চিরন্তন সত্য একটি কথা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

সূর্যালোক । বলেছেন: আপনি অনেক ভাল লিখেন । ব্লগে আসার আগে আপনার লেখা অনেক পড়েছি ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ব্লগে আসার আগে??
সেটা কিভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.