নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যেখানেই যাও তুমি, আকাশ কিন্তু একই রঙের

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২



১। লোকে যে কেন বসন্তের গুনগান করে বুঝতে পারি না । কালিদাসও করেছিলেন । বসন্তের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই । কিন্তু শরৎ সবার ঊর্ধ্বে । সারা বছর শরতের দেশ থাকলে আমি সেখনকার সিটিজেনশীপ নিয়ে নিতাম । হে প্রভু, আমি যেন শরতে মরি !
শরৎটাকে অনুভব করতে জানতে হয় ।ঢাকায় প্রকৃতি নেই, তবু ভালো করে খেয়াল করে দেখো- আকাশ কী অলৌকিক নীল এবং রোদ কী স্বচ্ছ !! শরতে দারুন মোহময় সকাল অথবা বিকেলটা কোনো ফোটোগ্রাফার কি তার ক্যামেরায় বন্ধী করতে পারবে ? কোনো ফোটোগ্রাফারের সাধ্য নেই তা ছবিতে ফুটিয়ে তোলার । কোনোও মহৎ শিল্পী পারবে না, কবিও পারবে না, কেউ পারবে না। এখন মনে হচ্ছে-পৃথিবীতে সবচেয়ে বড় আটিস্ট হলো- প্রকৃতি ।

২। একজন নবীর গায়ে মোট ৪০ জন পুরুষের সমান শক্তি থাকে। অনেক নবীর আশ্চর্যজনক শারিরীক শক্তির কথা কোরআন হাদীসে পাওয়া যায়।যেমন দাউদ আলাইহিস সাল্লাম উনার সময়ের কাফের বাদশাহ জালুতকে জিহাদের ময়দানে মাত্র ৩ টা পাথরের টুকরার আঘাতে হত্যা করে ফেলেছিলেন। যদিও বাদশাহ জালুতের পুরা শরীর লোহার বর্ম দ্বারা ঢাকা ছিল। হযরত মুসা আলাইহিস সাল্লাম বনী ইসরাইল বংশের এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ফেরাউনের গোত্রের একব্যক্তিকে সামান্য একটা চড় মেরেছিলেন। আর মুসা আলাইহিস সাল্লামের সামান্য একটি চড়ের আঘাতেই ঐ ব্যক্তিটি মারা যায়।
খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় যেই পাথর সকল সাহাবীরা সম্মিলিত ভাবেও ভাঙতে পারছিল না সেই পাথর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাত্র ৩ টা হাতুড়ির আঘাতে চূর্ন বিচূর্ন হয়ে যায়। মক্কার রুকানা নামক একজন বড় কুস্তিগীর ছিল। যাকে হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু থেকে শুরু করে কেউ কুস্তিতে হারাতে পারেনি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই রুকানা কুস্তীগীরকে পরপর ৩ বার কুস্তিতে হারিয়েছিলেন যা দেখে মক্কার সকল কাফেররাও অবাক হয়ে গিয়েছিল। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শারিরীক শক্তি আমাদের থেকে অনেক অনেক বেশি ছিল এতে কোন সন্দেহ নাই। একজন পুরুষ যদি তার শারিরীক শক্তির তুলনায় একটি বিয়ে করেন তাইলে তো সেই হিসাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আরো অনেক গুলি বিয়ে করার কথা।

৩। কবি জীবনান্দ দাশের মত হলো- সকলেই কবি নয়, কেউ কেউ কবি।
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মত হলো- সকলেই কবি, কেউ কেউ নয়।
কবিতা অনেকেই লিখেন, কিন্তু শিল্পের বিচারে সব কবিতা উর্ত্তীণ হয় না। সে কারণে অবশ্য কবিতা লিখলেও সকলেই কবি নন। সে যাই হোক, কিছু কবিতাপ্রেমী মানুষ আছে যারা কবিতা লিখেন, কবিতা পড়েন, কবিতা ভাবেন। বাংলা কবিতার শুরু যে কবিতা, সেই চর্যা পদের কবিতাগুলো সুর করে গাওয়া হতো। বৌদ্ধ সহজিয়া সাধকেরা গাইতেন। কবিতা ও গানের সম্পর্ক তাই যমজের মতো।

৪। পৃথিবীর ঋণ তুমি কতটা শোধ করেছো ?
আমার মনে হয়- এই পৃথিবীর কাছে প্রত্যেকটা মানুষই নানা ভাবে ঋণী । যে যেমনই হোক, যত বড় বা ছোট, তার উচিত সেই ঋণ একটু করে শোধ করা । রোজ শোধ করা । যে-মানুষ পৃথিবীর ঋণ শোধ করে না, কিন্তু সুখ ভোগ করে, ঐশ্বর্য সঞ্চয় করে- সে একজন লুটেরা ।আর যাই করো, শুধু নিজেকে নিয়ে থেকো না মানুষ ।
মানুষ চোখ দিয়ে দেখে, বুদ্ধি দিয়ে বিচার করে । কিন্তু চোখ আর বুদ্ধিই তো সব নয় । অনুভব করতে হয়। ভাবতে হয় । বিশ্বজগতের সঙ্গে নিজেকে একাকার করে দিতে হয় ।
ছোট ছোট বাচ্চাদের সাথে তাদের খেলনা দিয়ে খেলতে আমার অনেক ভালো লাগে । ব্যাটারি চালিত ভিডিও গেমস, রিমোট চালিত গাড়ি অথবা হেলিকাপাটার- বাচ্চাদের সাথে খেলায় মেতে উঠি। তাতে আমার মাথার ভার কমে যায়, মন হালকা হয় । শৈশবের পৃথিবীটা অনেক সুন্দর । বড় হয়ে গেলেই পৃথিবীটা বিচ্ছিরি হয়ে যায় ।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

স্রাঞ্জি সে বলেছেন:

আপনার দর্শনে প্রকৃতি মুগ্ধ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: আহা !!!

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

সুদীপ কুমার বলেছেন: ভালো লিখেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


যীশুকে সামান্য কয়েকজন রোমান সৈনিক ধরে নিয়ে যায়, পরে হত্যা করে; বেশী শক্তি মক্তি ছিল বলে মনে হয় না

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: কি বলেন!!!
তিনি অন্ধকে সারিয়ে তুলতে পারেন। কুষ্ঠ রোগীকে সারিয়ে তুলতে পারতেন।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শরৎকাল আমারও খুব পছন্দের।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: কাশফুলের কাছে গিয়েছিলেন?

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর করে আলোচনা করেছেন, শুভ কামনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫

সোনালী ঈগল২৭৪ বলেছেন: চির শরতের দেশ আছে কিনা জানি না , তবে চির বসন্তের শহর আছে , ইকুয়েডর এর রাজধানী কুইটো হচ্ছে চির বসন্তের শহর

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: দাঁড়ান নেটে সার্চ করে বিস্তারির জানছি।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪

বলেছেন: সম্ভাবনাময় দর্শনীক

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: কে??
আমি???

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাললাগা রেখে গেলুম।
আপনার ক্যামরাটা ভাল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: এখন ক্যামেরা নষ্ট।
এটা অনেক আগের তোলা।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

সনেট কবি বলেছেন: অতিশয় চমৎকার! শেষ মেস আমার ভাতিজার কাছে না জানি চক্রেটিসও হেরে যায়। সময় আছে। আল্লাহ তার মঙ্গল করুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: :) শিশুদের সাথে খেলতে আমারও অনেক ভালো লাগে।
আলাইহিস সাল্লাম
বিনীতভাবে, আ'লাইহি ওয়াসাল্লাম এ সংশোধন করে নিবেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আগেরকার দিনে অনেক নবীকে কাফেরা হত্যা করেছে। কোন নবীই অস্বাভাবিকতা দেখাতে পছন্দ করতেন না, কিন্তু পরিস্থিতি বাধ্য করলে ব্যতিক্রম কিছু দেখাতেন। এটাকে ইসলামের পপরিভাষায় মোজেজা বলে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪২

আরোগ্য বলেছেন: ১.বর্ষার রাতের রিমঝিম শব্দ মনোমুগ্ধকর।
২.নবীজীর ঘটনা জানতাম না।
৩.কবি নই তবুও মাঝে মাঝে লিখি।
৪.প্রকৃতি সবচেয়ে বড় পাঠশালা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: ১,২,৩,৪ অনেক ধন্যবাদ।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: আমি অনেকদিন ধরে আমার ভায়ের এরকম টুকরোটুকরো পোস্টগুলি পড়ি আসছি। কিন্তু আজকের পোস্টটি আমার এখনও পর্যন্ত বেস্ট লাগলো। চারটি পদই অত্যন্ত দার্শনিকগুনে পূর্ণ মনে হল। ++

নিরন্তর শুভকামনা প্রিয়ভাইকে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: আহা দাদা।
অনেক ধন্যবাদ।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩২

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: প্রকৃতি হলো শিল্প। যিনি তাকে সাজিয়েছেন তিনিই শিল্পী। যারা শিল্প সৃজন করেন- শিল্প দেখেই তাদের মন ও মনন উপলদ্ধি করা যায়। কিন্তু প্রকৃতির শিল্পরহস্য উপলদ্ধি করা সাধ্যাতীত, ঠিক যেমন তার শিল্পীকে উপলদ্ধি করাও। তবে তিনি আছেন। অবশ্যই আছেন। আমি সেই শিল্পীর কাছে মাথা নতো করি যার শৈল্পিক ছোঁয়ায় আমাদের এ জগৎ এতো সুন্দর।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: শৈশব আসলে ই স্মৃতিময়!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

জাহিদ অনিক বলেছেন:




জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি সব কিছু ভুলে যেন করিলেম দেন তুমিও তো বেশ আছো, ভালোই আছো কবিতায় পড়া সেই বনলতা সেন।।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: আহা !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.