নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হার্ট অ্যাটাক হলেই সবসময় বুকে ব্যথা হয় না

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৫



১। নিশীথিনী বসে আছে ধানমন্ডি লেকে । তার আশে-পাশে আরো অনেক মানূষ । সে খুব মন দিয়ে আশে পাশের সবার কর্মকান্ড দেখছে । কিন্তু তার পাশে যে একটা অচেনা ছেলে বসে আছে সেদিকে তার লক্ষ্য নেই । নিশীথিনী অনেকক্ষন পর ছেলেটিকে লক্ষ্য করে । ছেলেটি আপন মনে বাদাম খাচ্ছিল । ছেলেটির দিকে তাকিয়ে নিশীথিনী বলল- এত জায়গা থাকতে আপনি আমার পাশে এসে বসেছেন কেন ? ছেলেটি একটূ হেসে বলল- ম্যাডাম আমি আপনার পাশে এসে বসিনি, আপনি আমার পাশে এসে বসেছেন । আমি আধা ঘন্টা ধরে এখানে বসে আছি । আপনি তো আসলেন মাত্র । নিশীথিনী ধমক দিয়ে বলব- চুপ আর একটা কথা না । বদ পোলা ।

২। গতকাল রাতে স্বপ্নে দেখি- আমি আমার সব প্রিয় মানুষ ছেড়ে জঙ্গলে চলে গেছি। একা একা থাকি। ক্ষুধা পেলে বন থেকে ফল-টল সংগ্রহ করে খাই। রাতে চিন্তাহীন ঘুম দেই। বনের পশুদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে- তারা আমার কোনো ক্ষতি করবে না। ছেড়ে আসা কোনো প্রিয় মানুষের কথা ইচ্ছা করেই মনে আনি না। অনেক রাত পর্যন্ত নদীর ধারে টীলার উপর বসে থাকি। আকাশের তারা দেখি। ব্যাপক আনন্দ! হঠাৎ কোথা থেকে একটি মেয়ে এসে হাজির। মেয়েটাকে একটা বাঘ তাড়া করেছে- মেয়েটি আমার সামনে এসে, আমাকে বলল- বাঘ! বাঘ! আমাকে বাঁচাও ।
আমি বললাম কোনো ভয় নেই- আমি আছি। আমি মেয়েটির হাত ধরলাম, মেয়েটি ভয়ে কাঁপছিল। বাঘটি এসে আমাকে দেখে চলে গেল। এমন ভাব যেন- ওস্তাদ স্যরি...ভুল হয়ে গেছে। ক্ষমা করবেন। তারপর সারারাত মেয়েটির সাথে অনেক গল্প করলাম। মেয়েটির অনুমতি নিয়ে মেয়েটিকে অনেক আদর করলাম।

তারপর বনে আমাদের সংসার জীবন শুরু হলো। দুই বছরের মধ্যে তিনটা বাচ্চা হলো। প্রথম বছর দু'টা জমজ বাচ্চা পরের বছর একটা। খুব আন্দময় জীবন। জঙ্গলে জ্যাম নেই, লোডশেডিং এর চিন্তা নেই। চুরী, ছিনতাই এর ভয় নেই। দ্রব্যমুল্য বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা নেই। বৌ এর শপিং এর ঝামেলা নেই। মোবাইল নেই। হরতাল নেই। কেউ কুপিয়ে মেরে ফেলবে এই ভয় নেই।
বঙ্গোপসাগর থেকে মাছ ধরি বৌ আগুনে পুড়ে দেয়- ফরমালিন মুক্ত মাছ, আহ! ফরমালিন মুক্ত ফল। বাচ্চা গুলোও খুব নাদুস-নুদুস হয়েছে। রাতের বেলা বৌ গান গেয়ে ঘুম পাড়িয়ে দেয়- "ঐ পাথুরে শহর ছেড়ে সবুজ তেপান্তরে/ স্বপ্ন কিছু সাজিয়ে নিতে সুখের বন্যা ধারায়/ শেষ হবেনা কোন দিন যুগল পথচলা।"

৩। খবরের কাগজে পড়লাম, এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে। সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য আমি ছুটে চললাম- মধুমতি নদীতে।

জাহাজ এর নাম স্টিব অস্টিন। আমি মধুমতি'র পাড়ে দাঁড়িয়ে সত্যি সত্যি দেখলাম, জাহাজটি অর্ধেক ডুবে গেছে। আমি একটি নৌকা ভাড়া নিয়ে জাহাজটির সামনে যেতেই- এক পুলিশ অফিসার বলল- না, জাহাজের কাছে যাওয়া যাবে না। নো, নেভার।

আমার নৌকার মাঝি বলল- আপনাকে আগেই বলেছিলাম- ওই জাহাজের সামনে যাওয়া নিষেধ আছে। পুলিশটি সমানে চিৎকার করে যাচ্ছে। আমি মাঝিকে সাহস দিয়ে চলে এলাম একদম জাহাজের সামনে। লাফ দিয়ে জাহাজে উঠে পড়লাম।

পুলিশ অফিসারটি বলল, সাহস করে চলেই যখন এসেছেন, তাহলে দুপুরে আমার সাথে ভাত খান, খুব খুশি হবো। মেন্যু অতি সামান্য। ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি, আর ডাল। হঠাত আমার মনে হলো- পুলিশ অফিসারটি চাচ্ছে- আমি যেন এই ডুবে যাওয়া জাহাজটির সাথে তলিয়ে যাই।

ভালো করে লক্ষ্য করে দেখলাম- পুলিশ অফিসারটি আমার পূর্ব পরিচিত। সে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলছে- ধ্রুন, আমার হাত ধরুন, নয়তো আপনি ডুবে যাবেন। সময় খুব কম। আমি এক আকাশ বিস্ময় নিয়ে পুলিশ অফিসারের চোখের দিকে তাকিয়ে আছি। ঠিক তখন কে যেন আমার কানে ফিস ফিস করে বলল- ''প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা''।

ঘুম ভেঙ্গে গেল। সারা শরীর ঘামে ভেজা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর চারটা। সুরভি গভীর ঘুমে। আমি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম, আকাশ ফরসা হতে শুরু করেছে। ভোরের আকাশ দেখা- দারুন একটা ব্যাপার।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমার টাইপ করতে ভালোলাগে না। আপনি আমার হয়ে একটা ভূতের গল্প লিখে দিন।


মমি নিয়ে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখব।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

সামিয়া আক্তার শেহা বলেছেন: ভাল লাগল।
জ্ঞানের কথা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

করুণাধারা বলেছেন: হার্ট অ্যাটাক নিয়ে কিছু বলবেন ভাবলাম, কিন্তু দেখি অন্য কথা। যা হোক, এটা পড়েও ভালো লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
অন্য কোনো লেখায় হার্ট এটাক নিয়ে লিখব।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: শিরোনামের সাথে ভিতরের মিল নেই তো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: আসলেই মিল নেই।
এটা কি এক রকমের প্রতারনা না?

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: শিরোনাম সাথে লেখার কোনো মিল নেই। কি জ্বালায় যে পড়লাম আপনার লেখা না পড়ে যেতে পারিনা আবার পড়লেও........

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

রাজীব নুর বলেছেন: এরপর থেকে সর্তক থাকবো।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

শুভ্র বিকেল বলেছেন: শরীর দুর্বল থাকলে নাকি স্বপ্ন দেখে,,,,,,,,,,,,,,,,
স্বপ্নগুলো সুন্দর, এমন স্বপ্ন দেখুন বারবার যাতে করে আমরা জানতে পারি। শুভকামনা প্রিয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

বাকপ্রবাস বলেছেন: ভোরের আকাশ আমাকে তোলপাড় করে। মনে হয় অনেক দূর চলে এলাম শূণ্য হাতে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শিরোনামের সাথে ভিতরের মিল নেই তো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: মিল নেই তো কি হয়েছে।
ভিতরের জিনিস ভালো না খারাপ সেটা বলেন।
আমি শিরোনাম সঠিক দিতে পারি না।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: শিরোনাম আর টপিকটা ভিন্ন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: দুঃখিত।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কলার কাঁদির বিষয়টা কী? B:-)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: জিন্দা পার্ক গিয়েছিলাম। সেখান থেকে এই ছবি তুলেছি।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫

নীল আকাশ বলেছেন: নিশীথিনি নামটা আমার মাথায় ঢুকিয়ে দিয়েছেন। আর কিছুতেই বের করতে পারছি না। এখন কি করি বলেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: নিশীথিনি নামটা রবীন্দ্রনাথের কাছ থেকে নিয়েছি।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

আরোগ্য বলেছেন: ২য় গল্পটা বেশ ভাল লাগলো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

খায়রুল আহসান বলেছেন: আসলেই, ভোরের আকাশ দেখা- দারুণ একটা ব্যাপার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: আমি এই ভোরের আকাশ দেখার জন্য। সমুদ্রে রাত্রি যাপন করেছি, নদীতে, পাহাড়ে, এম,অনকি রাস্তায়।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩০

অক্পটে বলেছেন: অনেকেই বলেছেন শিরোনামের সাথে ভেতরে মিল নেই। আচ্ছা মিল না থাকলে কী এমন সমস্যা? লেখা ভালো লেগেছে। স্বপ্নতরী। স্বপ্নপরী সবই আছে, আছে ভোরের নির্মল আকাশও।

আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের দেশ এখন শক্ত গণতন্ত্রের ভীতের উপর দাড়িয়ে আছে। তিনি বললেন আমাদের গণতন্ত্র যে কোন সময়ের চেয়ে এখন সুসংহত।
কথায় মিলনেই তাই বলে চলাতো থেমে নেই। তিনি বলেছেন আমরা শুনেছি, শুনে যাচ্ছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো মন্তব্য করার জন্য।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ''প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা''। কথাটা সুভাস মুখোপাধ্যায় বলেছেন। নিশীথিনী কাজটা কিন্তু ভালো করে নি। জঙ্গলে আপনার সংসার দারুণ উপভোগ্য মনে হলো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: হা হা হা---
ধন্যবাদ।

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১২

তারেক ফাহিম বলেছেন: রমজান মাস ছাড়া ভোরের আকাশ তেমন একটা দেখা হয় না :(

হার্ট এটাক নিয়ে কিছু লিখলেন না।

ছবিতে কলা ব্যাপারী আংকেলের ভুমিকা কি ছিল?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: আয়োজন করে ভোরের আকাশ দেখবেন। দেখা উচিত।
হার্ট এটাক নিয়ে সবাই কম বেশি জানেন, তাই নতুন কিছু বলার নাই।
জিন্দা পার্ক গিয়েছিলাম বেড়াতে। সেখান থেকেই ছবিটা তুলি।

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

নতুন নকিব বলেছেন:



আমি এই ভোরের আকাশ দেখার জন্য। সমুদ্রে রাত্রি যাপন করেছি, নদীতে, পাহাড়ে, এম,অনকি রাস্তায়।

--- সত্যিকারের প্রকৃতিপ্রেমি বলতে যা বুঝায়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: তা কিছুটা আছি।

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

জাতির বোঝা বলেছেন:
আমি এক জন রোগী। আমি জানি এর কি জ্বালা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: আমি খুব খুশি হবো যদি আপনি এ বিষয়টি নিয়ে কিছু লিখেন ব্লগে।

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: তাও ভাল যে, আপনি অনুমতি নিয়ে তাকে আদর করেছেন।
এখনকার পেলাপানতো অনুমতি নেয়ার প্রয়োজনই বোধ করেনা।
সবকিছু নিজের ভাগের মনে করে।
কিছু মনে করবেন না, আপনি বোধয়হয় কিল্ডারগার্টেনে পড়েন নাই। নাহলে অনুমতি নিয়ে কেউ আদর করে ?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকেন।

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

মাহমুদুর রহমান বলেছেন: আপনি এতো স্বপ্ন মনে রাখেন কি করে?তারপর সেগুলো গল্পকারে রুপ দেন। আমি তো ঘুম থেকে উঠলেই সারারাত ধরে দেখা সব স্বপ্নের কথা ভূলে যাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: হে হে
টেকনিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.