নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মনের কথা শুনতে হয়, মনই তো ঈশ্বর

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯



১। মার্কিন লেখক মার্ক টোয়েন একবার বলেছিলেন, একজন লেখাপড়া জানা মানুষ আর একজন লেখাপড়া না জানা মানুষের মধ্যে পার্থক্য কি যদি লেখাপড়া জানা মানুষটা একটা ভালো বই না পড়লেন? এখন প্রশ্ন হলো, ভালো বই কোনটা?

সাধারণ অর্থে বলা যেতে পারে, যে কোন বিষয়ের ওপর লেখা যে কোন বই-ই হতে পারে ভালো বই, যদি তাতে থাকে সে বিষয়ের নূতন কোন উদ্ঘাটন বা চিন্তা। যে কোন বইয়ের ভালো বই হবার জন্য দুটি আবশ্যক বৈশিষ্ট্য থাকতেই হবে। এগুলো হলো, নূতনত্বের পরশ এবং দৃষ্টিভঙ্গির পরিচ্ছন্নতা। মনসতাত্ত্বিকভাবে একশ পাতার কোন কঠিন বইয়ের থেকে হাজার পাতার সহজ বই পাঠকের কাছে বেশি গ্রহণযোগ্য হয়।

অনেকে বলেন, বই পড়ে আমি অনেক আনন্দ পাই! অর্থাৎ, যে-বই আনন্দদায়ী সে বই ভালো বই। কথাটা পাঠাভ্যাস তৈরির জন্য ভালো তবে তা বইয়ের ভালোত্ব বিচারের জন্য যথেষ্ট নয়। আমরা যদি বইয়ের ভিতর নিছক আনন্দ খুঁজি তবে তা নেহায়েত নির্বুদ্ধিতা হবে কারন বইয়ের জগত জানাবার ও জানবার জগত।

যদি আনন্দের কথা বলা হয় তবে আনন্দধারায় ধন্য এ ভূবনে আনন্দের উপাদান ও উপকরণ সর্বত্র ছড়ানো, শুধু তাকে খুঁজে নিতে হবে।

২। প্রশঃ এটা কোন বইয়ের অংশ?


৩। একটা গান খুব খুঁজতেছি, গানের লিরিক মনে নাই, গানের শিল্পীদের নাম মনে নাই, কোন সিনেমার গান তাও মনে নাই, শুধু মনে আছে নদী খাল বিল, নৌকা, জাহাজ ভেসে বেড়াচ্ছে, আর পুরুষ ও নারী কন্ঠে দুইজন বাংলাদেশ নিয়ে গান গাইছে।

৪। মেয়ে মানুষে আর পুরুষ মানুষে তফাত থাকবে না, তাই কি হয় ? তফাত আছে, প্রকৃতির তফাত । কিন্তু ক্ষমতার নয় । পুরুষ মানুষ চালায়, মেয়ে মানুষ চলে- এই তো চলে আসছে চিরকাল । আসলে পুরুষ মানুষের মধ্যে যা আছে, মেয়ে মানুষের মধ্যে তা নেই । আবার মেয়ে মানুষের মধ্যেও এমন কিছু আছে যা পুরুষের নেই । এক হিসেবে দু'পক্ষই সমান । যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি তো আহাম্মক নন। সমান সমানই দিয়েছেন দু'জনকে, তবে রকমটা আলাদা । তবে মেয়ে মানুষ যদি পুরুষের সঙ্গে গায়ের জোরে পাল্লা দেয় বা পুরুষের যা জন্মগত গুন সেইটা নিয়ে বাড়াবাড়ি করে, তা-হলে তো হেরেই যাবে । আবার মেয়ে মানুষের যা বিশেষ গুন সেখানে পুরুষ ভেড়া। ঈশ্বর দু'জনকে দু'রকম ভাবে গড়েছেন-এইটা বুঝতে হবে ।

৫। অফিসের বস পিয়নকে একটা ম্যাচবাক্স কিনে আনতে বললেন। পিয়ন দোকান থেকে ম্যাচবাক্স কিনে এনে দিল বসকে। জ্বালাতে গিয়ে বস দেখলেন, একটা কাঠিও জ্বলছে না।
বসের রাগত কণ্ঠঃ ‘কী এনেছিস রে বোকা? একটা কাঠিও তো জ্বলছে না!’
পিয়নের উত্তরঃ ‘কী যে বলেন স্যার? প্রত্যেকটা কাঠি আমি নিজে জ্বালিয়ে দেখেই ম্যাচটা এনেছি স্যার।’

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই সব ঠিকঠাক। শিরোনামে আবার গেঞ্জাম মনে হইতাছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: আসলে আমি শিরোনাম দিতে পারি না।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: মনই ঈশ্বর

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

সনেট কবি বলেছেন: ৫ নং ভাল লেগেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী অনেক ধন্যবাদ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: হা হা , আপনার ৫ নং কৌতুকটা ভালো লেগেছে

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সার্থক হলো পোষ্ট।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: লেখা ভালো লেগেছে, সাথে কৌতুক =p~

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ঝুরি।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

বাকপ্রবাস বলেছেন: সব কাঠি জ্বালানোর পর বসকে জ্বালানো বাকি ছিল, সেটাই হল অবশেষে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

ব্লগ মাস্টার বলেছেন: ছবিতে মেয়েটির কি বিবাহ হইছে ? দেখতে বেশ সুন্দর । তার জন্য একজন সুন্দর পাত্রের দোয়া করছি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: না, বিয়ে হয়নি।
মেয়েটির নাম নীলা। নীলাঞ্জনা।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

আমিন রবিন বলেছেন: ৩/ এই পদ্মা, এই মেঘনা ...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

রাজীব নুর বলেছেন: জ্বী।
ধন্যবাদ।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মিঠু পারভেজ বলেছেন: খামে লিখা বাপের নাম কিন্তু চিঠিটা আসলে ছেলের প্রতি লেখা!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

সাইন বোর্ড বলেছেন: দুপুরে কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে বুঝলাম, অাজ খুব গরম পড়ছে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: সারাদিন প্রচন্ড রোদ!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: সারাদিন প্রচন্ড রোদ!

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আরোগ্য বলেছেন: ১ পড়ে প্রমথ চৌধুরী এর সাহিত্যে খেলা মনে পড়লো।
৪, নিতান্তই সত্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৪ নং উচ্চ মার্গীয়। বাকীগুলো চলে...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪২

মাহমুদুর রহমান বলেছেন: পুরুষ এবং নারী একে অন্যের পরিপূরক।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: জ্বী ছোটবেলা বইয়ে পড়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.