নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পিঁপড়া

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৯



কয়েকদিন আগের কথা, সুরভি গিয়েছে মিরপুর।
বাসায় আমি একা। সারাদিন বাইরে ঘুরে ফিরে রাতে বাসায় ফিরলাম। আসার সময় হোটেল থেকে হাফ প্লেট কাচ্চি কিনে নিলাম। রাতে খাবো। শরীর খুব ক্লান্ত। বিধ্বস্ত। দ্রুত খেয়ে, দ্রুত বিছানায় গেলাম। সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। রাত দুইটা ঘুম ভাঙ্গল পিঁপড়ার কামড়ে। লাইট অন করে দেখি আমার বিছানায় হাজার হাজার পিঁপড়া। লাল পিঁপড়া। আমাকে কামড়ে শেষ করে দিয়েছে। আমি খালি গায় ঘুমাই। ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস। রাত দুইটায় সুরভিকে রেগে মেগে ফোন দিলাম। সুরভি বলল, তোমার ভাইয়ের ছেলে মেয়েরা হয়তো বিছানায় বসে মিষ্টি জাতীয় কিছু খেয়েছে। আর তুমি বিছানা পরিস্কার না করেই শুয়ে পড়ছো। যাই হোক, বিছানা ঝাড়তে গিয়ে দেখি, তোসকের নিচে পর্যন্ত হাজার হাজার পিঁপড়া। শেষে বাধ্য হয়ে পাশের রুমে গিয়ে ডিভানে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসে না। মোবাইলে একটা পিঁপড়ার গেমস নামালাম। তারপর টিপে টিপে হাজার হাজার পিঁপড়া মারলাম।

পবিত্র কোরআনে একটি সুরার নাম হচ্ছে নমল যার অর্থ পিঁপড়া। বাইবেলেও পরিশ্রমী হওয়ার জন্য পিঁপড়ার কাছে যেতে বলা হয়েছে! পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী পিপড়া। বিশ্বে পিঁপড়ার প্রায় ১২ হাজার প্রজাতি রয়েছে। এই প্রাণীটি তার শরীরের ওজনের চেয়েও ২০ গুণ বেশি ওজন বহন করতে পারে! পিঁপড়াদেরও একজন রাণী থাকে যার থেকে লক্ষাধিক বাচ্চা হয়। পিঁপড়ার কান নেই। সারাজীবন ধরে রাণী পিঁপড়া শুধু খায়, ঘুমায় আর ডিম পাড়ে। তার সেবার জন্য রয়েছে শ্রমিক পিঁপড়া। এদের কাজ হলো ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করে আনা। আর সেই খাবার পাহাড়া দেয়ার দায়িত্ব থাকে সৈনিক পিঁপড়াদের ওপর। অনেকে হয়তো ভাবতে পারেন- তুচ্ছ একটি প্রাণী সম্পর্কে জেনেই-বা কী লাভ? কোনো প্রানীকেই অবহেলার চোখে দেখতে নেই। আমার তো দুনিয়ার সব প্রানী সম্পর্কে জানার অনেক ইচ্ছা আছে।

পিঁপড়া ফসলের ক্ষতি করে এবং দালান-কোঠার ধ্বংস সাধন করে। পুরুষ পিঁপড়াদের একমাত্র কাজ নতুন রানীর সঙ্গে যৌন মিলন। মিলনের অল্প দিন পরেই এদের মৃত্যু ঘটে। বড় আকারের শ্রমিকেরা সেনা পিঁপড়া নামে পরিচিত। পিঁপড়া কখনই ঘুমায় না। পিঁপড়াদের মধ্যে যোগাযোগ হয় নানাভাবে। যখনই দুটি পিঁপড়ার সাক্ষাৎ ঘটে, তারা নিজেদের অ্যানটিনার সাহায্যে একে অন্যের ঘ্রাণ নেয় অথবা ফেরোমোন (pheromone) নামে এক ধরনের রাসায়নিক সংকেত ব্যবহার করে। পিঁপড়া নিয়ে রেজাউর রহমান একটা বই লিখেছেন। চমৎকার বই।

পিঁপড়ার জীবনকাল ৮ বছর। তবে রাণী পিঁপড়া ১৫ বছরেরও অধিক সময় পর্যন্ত বাঁচতে পারে। পিঁপড়া হচ্ছে এমন একটি প্রাণী, যে সব ধরনের প্রকৃতিক দুর্যোগ সহ্য করেও লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে বেঁচে আছে। চিনির বয়াম সবগুলোর ঢাকনা ভালো করে আটকে রাখলেও পিঁপড়া উঠবেই। পিঁপড়া শসার স্বাদ একেবারেই পছন্দ করে না। একটা পিঁপড়া মারা গেলে অন্য পিঁপড়া তাকে মুখে করে নিয়ে যায়। এটার কারন কি বলতে পারবেন? অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য নিয়ে যায় নাকি? অনেক সময় বৃষ্টির পানি বা বন্যার জলে পিঁপড়াদের কলোনি ভেসে যায়। এমন পরিস্থিতে একা বেঁচে থাকার চেষ্টা না করে দলীয়ভাবে সবাই মিলে বেঁচে থাকার চেষ্টা করে। এটি পিঁড়ার দেহের উপর আরেকটি পিঁপড়া উঠে, একে অপরকে আঁকড়ে ধরে এরা এক ধরনের ভেলা বানায়। আর এই ভেলা ভাসতে থাকে পানিতে।

পিঁপড়া কখনই ঘুমায় না। এরা পানির তলদেশে ২৪ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে। পিঁপড়ের পেট দুটো। একটিতে নিজের জন্য খাদ্য জমা রাখে, অন্যটিতে অন্যের জন্য! সূরা নামলের ১৮ নং আয়াতের বৈজ্ঞানিক ব্যাখ্যা
‘যখন সুলাইমান (আ.) এবং তার বাহিনী পিঁপড়ার উপত্যকায় পৌঁছল তখন একটি নারী পিঁপড়া বলল, হে পিঁপড়েরা! তোমাদের গর্তে প্রবেশ কর। এমন যেন না হয়, সুলাইমান এবং তার সৈন্যরা তোমাদের পিষে ফেলবে তোমরা তা টেরও পাবে না। সুলাইমান তার কথায় মৃদু হাসলেন...’
এ আয়াত থেকে পিঁপড়াবিদ্যার ৪টি সূত্র পাওয়া যায়।

বিশ্বে যত জনসংখ্যা রয়েছে তাদের ওজন আর সমস্ত পিঁপড়ার ওজন প্রায় সমান হবে! রাক্ষুসে পিঁপড়াগুলোকে দেখা মাত্র জঙ্গলের হাতি, গণ্ডার, জিরাফ, হায়েনা, এমন কি বাঘ বা সিংহ পর্যন্ত লেজ তুলে উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করে।

"ওই যে ‘পিপীলিকা পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি’।"


পাঁচ বছর আগে এই সামুতেই আমি একটা পিঁপড়া নিয়ে পোষ্ট দিয়েছিলাম। ইচ্ছা হলে চোখ বুলাতে পারেন।

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

আরোগ্য বলেছেন: বর্তমানে মানবজাতি পিঁপড়ার চেয়েও অধম। অনেক কিছু জানতে পারলাম।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: মানব জাতিকে গালি দিবেন না। মানব জাতি অনেক বড় ব্যাপার।

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: পিঁপড়া কে নিয়ে পুরো পোষ্ট। বাহ! ভালো লাগলো অনেক। অনেক কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম। আমাদের কিন্তু এখনো পিঁপড়ার কাছ থেকে অনেক কিছুই শেখার বাকি।

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: অবশ্যই পিপড়েদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৩

বাকপ্রবাস বলেছেন: পোষ্ট মনে ধরেছে।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

সূর্যালোক । বলেছেন: সাধারণ পিঁপড়ার অসাধারণ সব তথ্য ।ধন্যবাদ ভাইয়া

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন বোন।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৯

আরোগ্য বলেছেন: আমি তো মানবজাতিকে গালি দেইনি। বর্তমানে মানুষ যেভাবে মানুষ মারে সেই তুলনায় পিঁপড়াদের একতার প্রশংসা করলাম। আপনি হয়ত ভুল বুঝেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আসলে মানুষ খুব বেশি অমানবিক হয়ে পড়েছে।

৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! বেশ ভালো লাগলো আজকের পিঁপড়া কথন।

তাহলে আমার ভাই এখন সময় পেলে একটুআধটু হাদিস - কোরানও দেখছে। very good .

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: হাদীস কোরআন পড়ি।
আসলে যখন আমার খারাপ সময় আসে তখনই কোরআন হাদীস পড়ি।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

নজসু বলেছেন: পিঁপড়া সম্পর্কে এতো কিছু জানা ছিলনা।
পিঁপড়া ঘুমায় না জেনে অবাক হলাম।
সুন্দর একটা পোষ্ট ভাই।
আমার খুব ভালো লাগলো।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

চাঁদগাজী বলেছেন:


বাদশাহ সুলায়মান পশুপাখীদের ভাষা বুঝতেন?

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: হুম বুঝতেন।
তার একটা যাদুর লাঠিও ছিল। দুষ্টলোকদের শায়েস্তা করার জন্য। আমার এরকম একটা লাঠি দরকার।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০২

হাবিব বলেছেন:





পিঁপড়াবিদ্যা সিনেমাতে পিঁপড়ার দেখা না পেলেও আপনার লেখায় তার কমতি ছিল না। সুন্দর লেখা, পিঁপড়া সম্পর্কে অনেক অজানা আজ জানা হয়ে গেল।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার।

১১| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬

তারেক ফাহিম বলেছেন: ভালো লাগা।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পিঁপড়া বিদ্যা...

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: হুম।

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

কাছের-মানুষ বলেছেন: পিপড়া নিয়ে রিতিমত গবেষণাধর্মী পোষ্ট লিখেছেন।
পিপড়ারা কত দিন বাচে জানতাম না, আমি ভাবতাম এরা কম বাচে মশাদের মত!!

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: বাসা বাড়িতে পিপড়ারা খুব জ্বালাতন করে।

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সারাজীবন রানী পিপড়া খায়, ঘুমায় আর ডিম পাড়ে আবার বলছেন পিপড়ারা ঘুমায় না।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: না মানে, আমি বলতে চেয়েছি তারা আরাম প্রিয়।

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪০

রক বেনন বলেছেন: এরা পানির তলদেশে ২৪ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে। - অক্সিজেন ছাড়া??

০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: ছারপোকার চেয়ে এরাও কম যায় না।

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "ওই যে ‘পিপীলিকা পিপীলিকা
দলবল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি’।"

..................................................................................................
পিপীলিকা পিপীলিকা
সমাজবদ্ধ প্রানী
আমাদের অনেক কিছু শেখার আছে তাদের কার্যক্রম থেকে ।

০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: জ্বী, অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.