নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই শহরের মানুষ গুলো!!!

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১



''যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো।''

ঢাকা শহরের মানুষ গুলো খুব বেশি অমানবিক। এই শহরের মানুষের মন থেকে মায়া দয়া উঠেই গেছে। এক যুগ আগেও এই শহরের মানুষের মধ্যে মায়া মমতা ছিল। কিন্তু এখন কেউ কারো বিপদে এগিয়ে আসে না। কেউ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে না। সবাই নিজের ইয়া নফসি নিয়ে ব্যস্ত। সত্য কথা বলতে কি- এই শহরে আমার দম বন্ধ হয়ে আসে। রাস্তা ঘাট যেমন নোংরা, তার চেয়ে হাজার গুন বেশি নোংরা মানুষের মন মানসিকতা। মানুষ সৃষ্টির সেরা জীব, তারা এমন কেন হবে? মনুষ্যত্ববোধ কারো মধ্যে দেখি না। যদিও অনেকে ভাব দেখায়- তার মধ্যে অনেক মনুষ্যত্ব আছে। আসলে এটা ফেক। সবাই মুখোশ পড়ে ঘুরছে। মুখোশ গুলো দেখতে দেখতে আমি বড্ড ক্লান্ত।

আমি বেকার। কোনো কাম কাজ নাই। তাই সারাদিন রাস্তায়- রাস্তায় থেকে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। বাস্তব অভিজ্ঞতা। আমি এখন দশ মিনিট কারো সাথে কথা বললে তাদের মন মানসিকতা বেশ বুঝতে পারি। বাসে উঠে অনেক ভদ্রলোক ভাড়া না দিয়ে নেমে যায়। মাত্র পাঁচ বা দশ টাকা ভাড়া। চিন্তা করে দেখুন! নিজের চোখে দেখলাম আমার আগের অফিসের এক লোক বাসে উঠলো এবং তার গন্তব্যে ভাড়া না দিয়ে নেমে গেল। এর মধ্যে কন্টাকটর ভাড়া চাইলে- উনি বললেন, ভাড়া দিয়েছি। অথচ আমি তার পেছনের সিটে বসে দেখলাম উনি ভাড়া দেন নি। অথচ এই ভদ্রলোককে দেখেছি অফিসে বিরাট ভাব দেখাতো। বলতো তার নিজের বাড়ি আছে। লোকাল বাসে উঠেন না। ব্যাংকে অনেক টাকা আছে। খুব নামাজওয়ালা লোক।

আজ সন্ধ্যা সাত টায় মৌচাক মার্কেট এলাকায় দেখলাম- দুইজন ছেলেকে কমপক্ষে পনের জন লোক মিলে মারছে। খুব নিষ্ঠুরভাবে মারছে। দুইজন ছেলে বিকটভাবে চিৎকার দিচ্ছে, তাদের চিৎকারে কারো কোনো মায়া লাগছে না। সমানে মেরেই যাচ্ছে। কি অপরাধ করেছে ছেলে দু'টো? হয়তো চুরী করেছে, অথবা মোবাইল নিয়ে দৌড় দিয়েছে। তার জন্য এইভাবে মারতে হবে? দেশে কোনো আইন নাই? যারা মারছে তারা যদি এই ছেলে দু'টাকে চাকরির ব্যবস্থা করে দেয়- আমি নিশ্চিত ছেলে দু'টো চুরী করবে না। চাকরি দেবার মতো ক্ষমতা কারো নাই অথচ মাইর দেওয়ার বেলায় সবাই আছে। এই শহরের মানুষ একটি বার কেন ভাবে না- ছেলে দু'টো কেন চুরী করেছে? কি করলে তারা চুরী করবে না। তাদের সহযোগীতা করার জন্য কেউ নাই।

গতকালের রাতের ঘটনা। মহাখালী বাস স্ট্যান্ডে। এক পিক-আপ আর সিএনজি চালকের মধ্যে তুমুল লেগে গেছে। দুইজন দু'জনের কলার চেপে ধরে একজন আরেকজনকে খুব মারছে। একজনের নাক দিয়ে রক্ত পড়ছে, একজনের ঠোট কেটে রক্ত পড়ছে। ভয়াবহ অবস্থা। দশ মিনিট হয়ে গেছে। রাস্তার সব লোকজন তাদের মারামারি দেখছে। মনে হচ্ছে সবাই দুইজনের মারামারি খুব এঞ্জয় করছে। কিন্তু কেউ তাদের মারামারি বন্ধ করার চেষ্টা করছে না। ঢাকা শহরের প্রতিটা জায়গায় এরকম ঘটনা অহরহ ঘটছে, রোজ ঘটছে। শেষে আমি নিজে গেলাম তাদের মারামারি ছুটাতে। অনেকক্ষন চেষ্টা চালানোর পর আমি তাদের মারামারি বন্ধ করতে সক্ষম হলাম। এই কাজটা আমি নিয়মিত করি। অন্য সবার মতো এড়িয়ে যেতে পারি না।

দেশ উন্নয়নের মহাসড়কে অথচ দেশের মানুষজনের মন মানসিকতার কোনো উন্নতি হলো না। একটা মেয়ে রাস্তায় দেখলেই কেন তার দিকে কুৎসিত ভাবে তাকাতে হবে? এই কুৎসিতভাবে তাকানোর শিক্ষা তাকে কে দিল? তার মা? তার বাবা? তার স্কুল? তাদের যদি মেয়ে দেখতে এত'ই ভালো লাগে- তাহলে তারা নেটে সার্চ দিয়ে মেয়ে দেখুক। কুৎসিতভাবে তাকানোর সময় কি তাদের একটিবার মনে হয় না(?)- আমারও তো মা আছে, বোন আছে, স্ত্রী আছে, কন্যা আছে? আর এভাবে তাকানোর কি আছে? তারা তো রক্ত মাংসের মানুষ। ভীন গ্রহের কোনো প্রানী না। আর যদি তাকাতেই হয়, তাহলে নিজের মা, বোনের দিকে যে চোখে তাকান সেভাবে তাকান। সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি।

মন্তব্য ৭৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৯

রাকু হাসান বলেছেন:


করুণ বাস্তবতার কথা লিখলেন । মারধরের সময় আপনার অবস্থান কি ছিল ?

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: আমি গিয়েছিলাম ছেলে দু'টো সাহয্যে করতে। কিন্তু কিছুই করতে পারিনি।

২| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০০

খাঁজা বাবা বলেছেন: এই শহরে মানুষ গুলি এত পরিমান ধোকা খেয়েছে যে কাঊকে আর বিশ্বাস করতে পারছে না। কেউ বিপদে পরলেও এগিয়ে যায় না উল্টো নিজেই ধোকা খাওয়ার ভয়ে। আজকাল মানুষ পাশের ফ্লাটের মানুষ কেও চেনে না। ব্যস্ত জীবন ও ভয় মানুষ কে আত্মকেন্দ্রীক করে তুলেছে।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: এটা ফাঁকির কথা।

৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

হাবিব বলেছেন:



মনুষ্যত্ব আমাকে ক্ষমা করে দিও,
তোমার দয়ার বীজ ওদের শরীরে নেই।
তুমি আজ বড়ই অসহায়।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৪| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের সব এলাকার দুষ্ট লোকগুলো ক্রমেই ঢাকায় জমা হয়ে আসছে

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: একটা সত্য কথা বলেছেন।
১০০% সত্য কথা।

৫| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

মিখু হোসাইন তিতু বলেছেন: সাত কোটি সন্তানেরে হেমুগ্ধ জননী,
রেখেছ বাঙালি করে মানুষ করনি।


খুব ভালো লিখেছেন পুরোটা।

ছবিতে জেব্রা ক্রসিং দেখতে পাচ্ছি কিন্তু এর ব্যাবহার দেখছি না।

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: ছবিটা আজ দৈনিক বাংলা এলাকা থেকে তুলেছি।
ঢাকা শহরের মানুষ নিয়ম মানে না। আর নিয়ম না মানাটা তারা বড় বাহাদুরি মনে করে।

৬| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

বে-খেয়াল বলেছেন: বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন , অসাধারন বেশ ভালো লাগলো।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: একটু খেয়াল টেয়াল রাখবেন চারিদিকে।

৭| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮

আরোগ্য বলেছেন: অধিকাংশ মানুষের মনুষ্যত্ব গাড়ির কালো ধোঁয়ার সাথে উড়ে গেছে।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৮| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিপদে পড়লে আমিও কাউকে সাহায্য করি না। ভয় পাই প্রতারিত হওয়ার। এক সময় দেশের ঢাকার বায়ু দূষিত ছিল, এখন দূষিত মন...

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: নতুন প্রজন্মের জন্য কিছু তো করতে হবে।

৯| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫

ঢাবিয়ান বলেছেন: ছবিটা দারুন হয়েছে। প্রানপ্রিয় ঢাকা শহড়।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: ছবিটা আজই তুলেছি, আমার মোবাইল দিয়ে।

১০| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমরা নিজেরা এতোই ভিতু যে। কাউকে সাহায্য করবো তো দূরের কথা। নিজেরা নিজেদের সাহায্য করবো সেটাও পারিনা।।।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: সাহসী মানুষদের গল্প পড়তে হবে।

১১| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫

নজসু বলেছেন: আমরা ক্রমাগত বিবেকহীন হয়ে যাচ্ছি।
হারিয়ে যাচ্ছে মানবতা।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: সুজন ভাই সমস্যা যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে সমাধানটাও খুজে বের করুন।

১২| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩

ঢাকার লোক বলেছেন: দৈনিক বাংলার ইন্টারসেকশন এর ছবি ! দারুন উঠিয়েছেন ছবিটা !!

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: এই ছবি তুলতে কোনো কষ্ট হয়নি।
২৪ তলা বিল্ডিং এর ১৩ তলায় উঠেছি। নিচে নামার জন্য লিফটের জন্য অপেক্ষা করছি। তখন জানালা দিয়ে তুলেছি।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

টিয়া রহমান বলেছেন: সাত কোটি সন্তানেরে হেমুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি।
একদম ঠিক কথা বলেছেন ভাইয়া, কারো কারো চোখের চাহনিতে মনে হয় গিলে ফেলবে

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: ওরা শুয়োরের বাচ্চা।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঢাকায় সহজ সরল লোক বেশিদিন থাকতে পারে না। যারা থাকে তারা চতুর। চালাকচতুর লোক স্বার্থপর টাইপের হয়।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: সব চালাক চতুর আর স্বার্থপর। বুদ্ধিমান লোক নেই।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০৯

মাহমুদ আল ইমরোজ বলেছেন: গত কয়েকদিন ধরেই এই রকম কিছু চিন্তা করছিলাম, আজকে আপনার লেখা পেয়ে আশঙ্কাটা দৃঢ় হলো.... ইয়া নফসি ইয়া নফসি

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: সাবধান থাকতে হবে।

১৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী,
তখন ঢাকার অবস্হা এমন ছিল না ।
এখন মুগ্ধ জননী নাই এবং ১৬ কোটি সন্তানের চাপে
আমরা চিড়ে চ্যাপটা ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: আহ হা-------
তাহলে সমাধান নাই?

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: আহ হা-------
তাহলে সমাধান নাই?

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই ভাল লিখেছেন।
অনেক আগে দেশ নিয়ে ব্লগে কিছু লিখেছিলাম তখন কে যেন বলেছিল,এসব লিখে কি হবে?
আসলেই ভাল কিছু লিখে কিছু হচ্ছে না।তাই আজকাল এসব নিয়ে লিখতে ইচ্ছে করে না।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

সাইন বোর্ড বলেছেন: কেউ যদি চালাক ও ধূর্ত হতে না পারে তবে সেটাকে তার দূর্বলতা হিসেবেই দেখা হয় এখন ।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: সব কিছু নষ্টদের দখলে চলে গেছে।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

আমি ৎৎৎ বলেছেন: ঢাকা শহর
আজব শহর, অভিনয়ের শহর, ভন্ডামীর শহর, ফালতু শহর..................
.......................................

আরও কিছু ছিল লিখলাম না,

যদিও এই শহরে আমার জন্ম, এই শহরে আমার সব, তারপরও আপনার প্রতিটা কথা সত্য,,,,,,,,,,,
ভাল লাগেনা থাকতে এই শহরে,,,,,,,,

ভাল থাকুন।

২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২০| ২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৪

শিখা রহমান বলেছেন: রাজীব নাগরিক সভ্যতা কিছুটা স্বার্থপরতা মানুষের মাঝে বুনে দেয়। তবে জনসংখ্যার ভার বইতে গিয়ে নাগরিক মানুষগুলো দিন দিন অমানবিক হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু মানুষের ওপরে বিশ্বাস হারাতে ইচ্ছা করে না।

ভালো থাকুন। শুভকামনা।

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: ঠিক আছে বোন, মানুষের প্রতি বিশ্বাস রাখুন আর প্রতারিত হোন।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

আঁধার রাত বলেছেন: পাশের গ্রামের কলিমুদ্দিনের ছেলের লাইনের খবরও জানতে পারতাম। আর এই একই মানুষ আমি যখন ঢাকায় তখন আমার পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের নামটাও জানি না।
গ্রামে ঘটন আমি তখন সবার খোঁজ খবর রাখি নিজেদের নিরাপত্তার জন্য। ইট পাথরের এই শহরে পাশের ফ্ল্যাটে বাস করা, দেওয়ালের ওপারে বাস করা মানুষটার নামও জানি না সেটাও নিরাপত্তার জন্য।

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: নিরাপত্তা নাই। যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে।

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: নিরাপত্তা নাই। যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার?

সুন্দর লিখেছেন স্যার। নারী মর্যাদা দেশের মর্যাদা, জাতির মর্যাদা, সকলের মর্যাদা।
প্রিয় লেখককে বিগত বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া দোস্ত।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া দোস্ত।

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২

মাহমুদুর রহমান বলেছেন: আগে মানুষ চুরি করতো পেটের দায়ে আর এখন চুরি করে গাজার টানে।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: গাজা খাওয়ার জন্য চুরী করতে হবে কেন?
গাজা কত টাকা? এক পোটলা ত্রিশ টাকা হবে। তারপরও ধরে নিলাম একটা পোটলা ১০০ টাকা। এখন ১০০ টাকা চুরী করার কি আছে?

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দিন দিন ভয়াবহতা আরও বাড়বে।

২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: তা তো অবশ্যই।

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০০

জাহিদ অনিক বলেছেন:

এই শহরটা সত্যি খারাপদের বা দুষ্ট লোকদের দখলে চলে গেছে।আমরা যারা বেঁচে আছি এখানে তারাও একদিন নষ্ট হব। হতে বাধ্য।

ছবিটা সুন্দর

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: তাহলে ভবিষ্যত প্রজন্মের কি হবে?
ছবিটা আমার মোবাইল দিয়েই তুলেছি। লিফট যদি দেরী না করতো তাহলে ছবিটা তোলা হতো না।

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: এই কুৎসিতভাবে তাকানোর শিক্ষা তাকে কে দিল?
অশিক্ষিত, মূর্খ, নিম্নআয়ের লোকগুলোকে আমরা কেন শেখাই না, কিভাবে তাকানো উচিত, কিভাবে নয়?
আমাদের কোন দোষ নাই?

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: অবশ্যই আমাদের দোষ আছে।
শুধু অশিক্ষিত না বহু শিক্ষিত ব্যাক্তিও কুৎসিত ভাবে তাকায়।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: অবশ্যই আমাদের দোষ আছে।
শুধু অশিক্ষিত না বহু শিক্ষিত ব্যাক্তিও কুৎসিত ভাবে তাকায়।

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

এ.এস বাশার বলেছেন: ভালো লাগলো আপনার ভাবনা.....কিন্তু দুঃখের বিষয় হল ... যারা নেটে মেয়ে/ ওইসব দেখে তারাই রাস্তায় মেয়ে দেখলে কুৎসিত ভাবে মেয়েদের দিকে তাকাই আমার মনে হয়.....তবে এদের বাহিরেও কিছু লোক আছে......

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

২৮| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গাজী সাহেব জথার্থ বলেছেন, ঢাকা শহর দুষ্ট আর নির্দয় লোকদের আখড়ায় পরিণত হচ্ছে।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: গাজী সাহেব অভিজ্ঞ মানুষ।
তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

২৯| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপরের ছবিটা খুব শক্তিশালী ক্যামেরায় ধারণ করা। আপনি উঠিয়েছেন?

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: জ্বী ছবিটা আমার মোবাইল দিয়ে তুলেছি।
নোভা থ্রি আই।

৩০| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

সনেট কবি বলেছেন: জনাব গাজীর সথে সহমত।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: সহমত না হয়ে কোনো উপায় নাই।

৩১| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: এটা উপমহাদেশের একটা জ্বলন্ত সমস্যা । রূঢ় বাস্তব বটে ।

তবুও তার মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে ।

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: দাদা কেমন আছেন?
খুব ঘুরে বেড়াচ্ছেন!

৩২| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২১

আরোহী আশা বলেছেন: মানুষ গুলো কেন এতো মায়া ছাড়া হয়?

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: যে দেশে রজনী নাই সেই দেশের এক মানুষ পেয়েছি !

৩৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

জগতারন বলেছেন:
ছবি সুন্দর, লেখকের মনন-এর শুভকামনা সুভেচ্ছা জানাই।
কিছু দিন আগে দেশে গিয়ে ৩০ দিনের মতো ছিলাম তার মধ্যে ঢাকায় ৫/৬ দিন, আমার কাছে মনে হয়েছে এ এক আজাব-এর স্থান।

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: "দেশের লোককে শিশুকাল হইতে মানুষ করিবার সদুপায় যদি নিজে উদ্ভাবন এবং তাহার উদ্যোগ যদি নিজে না করি- তবে আমরা সর্ব-প্রকারে বিনাশপ্রাপ্ত হইব, অন্নে মরিব, স্বাস্থ্যে মরিব, বুদ্ধিতে মরিব, চরিত্রে মরিব-ইহা নিশ্চয়।" - রবীন্দ্রনাথ ঠাকুর

৩৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

চাঙ্কু বলেছেন: আমরা দিনকে দিনকে অমানুষ হয়ে যাচ্ছি!! :(

২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: এখন উপায়।

৩৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: লেখায় পুরো বাস্তবতাকে তুলে ধরেছেন।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
লেখায় বর্তমান অবস্থাটাই তুলে ধরতে চেয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.