নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী

২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪



(গতকাল সুরভি বলল, আব্বা অসুস্থ। আমাদের দেখতে যাওয়া উচিত।
আমি বললাম, তুমি যাও। আমি তো তোমাকে কখনও মানা করি নাই।
সুরভি বলল- গত দুই মাস আমি একা একা পাঁচ বার গিয়েছি। বিয়ের পর জামাই ছাড়া কোথাও গেলে ভালো দেখায় না। তোমাকে যেতে হবে।
আমি বললাম- ঠিক আছে যাবো। তা তোমার আব্বার হয়েছে কি?
সুরভি বলল, জ্বর ঠান্ডা কাশি।)


আজ শুক্রবার। কাল অনেক রাতে ঘুমিয়েছি। একটা তামিল মুভি দেখেছি। মুভির নাম 'কালা'। মুভিটা মন্দ নয়। সকাল ৮ টায় সুরভি ঘুম থেকে ডেকে তুললো। সুরভি'র আমাকে ঘুম থেকে ডাক দেওয়ার স্টাইলটা একটু অন্যরকম। ফ্যান বন্ধ করে দিল, জানালা খুলে দিল। গরম লাগলো, আবার একঝাক আলো এসে চোখে পড়লো। সাথে ঘুম ভেঙ্গে গেল। সুরভি আমাকে এইভাবেই ঘুম ভাঙ্গায়। আমি বললাম, এত সকালে উঠে কি করবো? আরেকটু ঘুমাই। সুরভি বলল, আব্বা, ভাইয়া নাস্তা না খেয়ে বসে আছে। যাই হোক, দ্রুত রেডি হয়ে নিলাম। কিন্তু সুরভি সাজুকাজু করতে করতে সাড়ে দশটা পার করে ফেলল। এদিকে সুরভির ভাই, ভাবী আর আব্বা একটু পরপর ফোন দিয়ে যেতেই লাগলো।

বাসা থেকে উবারে করে মিরপুর-১ চলে এলাম। ভাড়া নিল ৫৮০ টাকা। অবশ্য আমার বড় ভাইয়ের গাড়ি নিতে পারতাম। কিন্তু ড্রাইভার ছুটি নিয়েছে। বারোটায় সুরভিদের বাসায় এসে পৌছালাম। নাস্তা করলাম। সত্যি সত্যি তারা এতক্ষন না খেয়ে বসে ছিলেন। তারপর জুম্মার নামাজ পড়তে গেলাম সবাই মিলে। দুইটায় বাসায় ফিরলাম। একসাথে সবাই মিলে লাঞ্চ খেলাম। সাড়ে তিনটায় আমি সুরভিকে বলে ওদের বাসা থেকে বের হলাম। সুরভি বলল কোথাও যাও। আমি বললাম, আমার কাজ আছে। ঝটপট কাজটা সেরে আসি। তুমি তোমার বাপ ভাইকে সময় দাও। আমি এক ঘন্টা পর চলে আসবো। আসলে আমার কোনো কাজ নেই। আমি চুপি চুপি চলে গেলাম চিড়িয়াখানায়। চিড়িখানায় দুই ঘন্টা একা একাই ঘুরে বেড়ালাম।

সন্ধ্যায় সুরভিদের বাসায় ফিরলাম। সুরভিকে বললাম, রেডি হও। সন্ধ্যা হয়ে গেছে। তখন আমার শ্বশুড় মশাই বললেন, রাতে খেয়ে যাবে। পড়লাম বিপদে। মুখের উপর তো আর মানা করে দিতে পারি না শ্বশুরকে। এদিকে টিভিতে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের খেলা হচ্ছে। সুরভি তার ভাই ভাবীর সাথে চুটিয়ে আড্ডা দিচ্ছে। আর আমি এতক্ষন শ্বশুরের সাথে বসে খেলা দেখছিলাম। এই মাত্র উঠে এসে সামুতে বসলাম। মনে হয় না আজ ১০/১১ টার আগে বের হতে পারবো। সুরভি প্রচন্ড খুশি। সে তার বাপ ভাইয়ের সাথে প্রচন্ড আহ্লাদ করছে। আমি সামুতে টাইপ করে যাচ্ছি। সুরভি এসে বলল, বাসায়ও সারাদিন সামু খুলে বসে থাকো। এখানে সামু! যাও সবার সাথে কথা বলো। গল্প করবো।

যাই হোক, আগামীকাল ছবি ব্লগ পোষ্ট দিব। আজ চিড়িয়াখানায় গিয়ে অনেক ছবি তুলেছি। আজ বিদায় নিচ্ছি। শ্বশুর মশাই ডাকছেন। তার সাথে বসে বাংলাদেশের খেলা দেখি। ক্রিকেট তার প্রিয় খেলা। সে খুব উত্তেজিত। শরীরে জ্বর নিয়ে খেলা দেখছেন। আর প্রচন্ড কাশি দিয়েই যাচ্ছেন। আসলেই তার শারীরিক অবস্থা ভালো না। আরও কি কি যেন তার শারীরিক সমস্যা আছে- তিনি আমাকে আর সুরভিকে বলেন নাই। যাই হোক, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।

মন্তব্য ৪৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি ভাবিকে একদিন পোস্ট দিতে বলেন। আমরা উনার সাথে আড্ডা দেব।:P

এতরাতে বের হবার কী দরকার! শ্বশুর বাড়ীতে আজ থেকে যান।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫১

রাজীব নুর বলেছেন: আপনি তো আমার শ্বশুরের মতো কথা বললেন।

২| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

আরোগ্য বলেছেন: আশা করি রাজীব ভাইয়ের আজকের দিনটা ভালোই গেল। ছবি ব্লগের অপেক্ষায় রইলাম।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: ছবি ব্লগ আজ পেয়ে যাবেন।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

কলাবাগান১ বলেছেন: ওয়াইফের বাড়ী যেতে উবারের ভাড়া কত নিল সেটা বলে আপনি নিজেকে একটু ....।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: হা হা হা--
না ভাই কোনো ভাব নেই নাই।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

হাবিব বলেছেন: আপনাদের জীবন আলোকময় হোক। ভালোবাসা টিকে থাকুক আজীবন। আমিন ।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ স্যার।
আমাদের হাবীব স্যার।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

ইসমত বলেছেন: ভাই আমরা তো কাছেই ছিলাম, একটু আওয়াজ দিতেন; না হয় চিড়িয়াখানায় একটা জম্পেস আড্ডা জমাতাম!

জেনে ভালো লাগলো মিরপুরের জামাই আপনি।

আর আজই সম্ভবত প্রথমবার হেডলাইনের সাথে লেখার মিল পেলাম। ;)

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:


শ্বশুর বাড়ীর বেড়ানোর গল্প শোনার পর, ব্লগ জানতে চায়, আপনার শালী টালী এখনো অবিবাহিত আছেন নাকি?

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪

রাজীব নুর বলেছেন: কোনো শালী নাই

৭| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৩

ঢাবিয়ান বলেছেন: শশুরবাড়ীতে কি কি খাইলেন? B:-)

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: খাবার ভালো ছিল।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী বলেছেন: 
শ্বশুর বাড়ীর বেড়ানোর গল্প শোনার পর, ব্লগ জানতে চায়, আপনার শালী টালী এখনো অবিবাহিত আছেন নাকি?


চাঁদগাজী ভাই এসব কী বলে! ভাই আপনার অনেক বয়স হয়েছে এসব নিয়ে আপনি ভাববেন না! এই আপশনটা আমাদেরকে দেন!

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

রাজীব নুর বলেছেন: বাহ!!!!!

৯| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: শ্বশুরের সাথে বসে খেলা দেখা- ভালোই ব্যাপারটা। শাশুড়ি কেমন আদর-যত্ন করলেন, জানাবেন।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৬

রাজীব নুর বলেছেন: উনি সুরভির বিয়ের অনেক বছর আগে মারা গেছেন।
সুরভি যখন অর্নাসে ভরতি হয়েছে তখন।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫

করুণাধারা বলেছেন: ভালই লাগলো আজকের ডায়েরি পড়তে।

পরী কোথায়? আপনার গল্প সুরভীময়, মাঝে মাঝে পরীর দেখাও যেন পাই!!

কালকের ছবিব্লগ এর অপেক্ষায় রইলাম।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৭

রাজীব নুর বলেছেন: পরী আমার বড় ভাইয়ের সাথে মাওয়া গিয়েছে। বেড়াতে।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

মীর সাজ্জাদ বলেছেন: এত সুন্দর একটা দিন কাটালেন, জানি না এমন দিন আমার জীবনে কবে আসবে।

এখনো তো বিয়েই করিনি।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: ৩৫ বছরের আগে বিয়ে করবেন না।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক শুভ কামনা। হাসি-খুশি থাকেন, সুস্থ থাকনে ও ভালো থাকেন। এই কামনা।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন প্রভা।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:২৫

মাহবুবুল আজাদ বলেছেন: যাই হোক সময়টা ভালই তো যাচ্ছে। নির্মল জীবন। আল্লাহ আপনাদের ভাল রাখুক, দোয়া রইল।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১

আখেনাটেন বলেছেন: সত্যি সত্যি তারা এতক্ষন না খেয়ে বসে ছিলেন। তারপর জুম্মার নামাজ পড়তে গেলাম সবাই মিলে। দুইটায় বাসায় ফিরলাম। ---- এ যে টুকরো টুকরো নিশিকালো মিথ্যা-৭০। সুন্দর! সুন্দর! লেখাতে আরো একটু সতর্ক হওয়া উচিত রাজিব ভাই। X(

অামিও মসজিদ থেকে দুটোই বাসায় ফিরে ব্লগ খুলে দেখি রাজিব নুরের মন্তব্যে ব্লগ পাড়া ছয়লাব। ভাইজান কি ইদানিং মসজিদেও ব্লগিং করছেন নাকি!!!?? |-)

ভাবীর জন্য শুভকামনা রইল। বুঝা যাচ্ছে বড় মনের মানুষ তিনি। কিন্তু সঙ্গীটি...সুখী হোন জীবনে। :(

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: পোষ্ট আগেই খসড়া লিখে রেখেছিলাম।
আর মোবাইলে ছোট ছোট নোট লিখে রাখি।
তারপর গুছিয়ে পোষ্ট দিয়ে দেই।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো আপনার আজকের ডায়েরী পড়ে। পরিবারের সবার সাথে মিলে মিশে থেকে সংসার ধর্ম পালন করাও একটা ইবাদত।

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যাদ।
সুন্দর মন্তব্য করার জন্য।
ভালো থাকুন।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯

নীল আকাশ বলেছেন: আখেনাটেন কি ছাই পাশ ধরছেন? ;) লেখকের লেখার স্বাধীনতা বলে কিছু আছে না.....?
রাজীব ভাই চিড়িয়াখানার একটা জম্পেস ব্লগ পোষ্ট চাই, কত দিন ঢাকা চিড়িয়াখানায় যাই না, তবে মনে দু:খ নেই, টিভি খুললেই মন ভরে যায়......
শুভ কামনা রইল!

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যাদ।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৬

মীর সাজ্জাদ বলেছেন: কেন ভাই ৩৫ বছরের আগে বিয়ে করবো না কেনো? কারণটা একটু খুলে বলেন ভাই। কিছু পরামর্শ দেন আমাকে।

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: একজন মানূষের পুরোপুরি বুদ্ধি না হলে- কখনই বিয়ে করা উচিত নয়।
তাছাড়া ছেলেদের একজন পাকালোক হতে সময় লাগে।
এদিকে ৩৫ বছরে টাকা পয়সাও ভালো বেশ জমে যাবে।

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পাঠ করিয়া বিমুগ্ধ হইলাম।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চাঁদগাজী বলেছেন: শ্বশুর বাড়ীর বেড়ানোর গল্প শোনার পর, ব্লগ জানতে চায়, আপনার শালী টালী এখনো অবিবাহিত আছেন নাকি?

কয়লার ময়লা না যায় ধুইলে
খাসলত তেমনি যায়না মরলে!!
চোখে দেখেনা, শালীর খবর ঠিকই নেবে !!

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: না না। উনি মজা করেছেন।
এতটুকু মজা করতেই পারেন। তা না হলে ব্লগিং করে আনন্দ পাওয়া যাবে না।

২০| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মাহমুদুর রহমান বলেছেন: গতকালে ডায়েরিটা আজকে পড়লাম।খুব ভালো লেগেছে।
আমার বাসার পাশেই চিড়িয়াখানা,অনেক বছর যাই না।কারন পশুপাখি গুলার সাথে তারা যে আচরন করে সেটা খুবই অমানবিক।
পশুপাখির খাদ্য তার নিজেদের মধ্যে বন্টন করে নেয়,বা বিক্রিও করে।এর মধ্যে বেচে যাওয়া অংশ পশুপাখিগুলোকে দেয়।খুবই খারাপ লাগে।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: সরকারের চিড়িয়াখানার দিকে নজর দেওয়া উচিত।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

জাহিদ অনিক বলেছেন:
ডায়েরী পড়তে ভালোই লাগে

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: ঠিক করেছি এখন থেকে নিয়মিত ডায়েরী লিখব।

২২| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

তারেক ফাহিম বলেছেন: সুখি দাম্পতি।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: তা অবশ্যই।
১০০%।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.