নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চিড়িয়াখানা (ছবি ব্লগ- ১)

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৪

১।
চিড়িয়াখানার প্রতিটা প্রানোকে অসহায় বলে মনে হলো।

২।
এই প্রানীটি মনে হয় ক্ষুধার্ত।

৩।
কেউ বাদাম বা পপ কর্ন ছুড়ে দিলে খুব খুশি হয়। যদিও লেখা আছে তাদের কোনোপ্রকার খাবার দেওয়া যাবে না।

৪।
চিড়িয়াখানার ভেতরে প্রচুর হকার। এই হকার পানি বিক্রি করে। বাইরে থেকে চিড়িয়াখানার ভেতরে দাম বেশী।

৫।
এই লোক ময়ূরের পেখম বিক্রি করছে।

৬।
পুরো চিরিয়াখানায় কোনো প্রানীর মধ্যে জৌলস ভাব নেই। সব গুলো প্রানী কেমন মনমরা।

৭।
এই লোক আমড়া বিক্রি করছে।

৯।
এক লোক মাছ ধরছে। বেশ কিছু মানুষ দাঁড়িয়ে তার মাছ ধরা আগ্রহ নিয়ে দেখছে।

১০।
মিঠা প্রানীর কুমিড়। একটূও নড়াচড়া করে না।

১১।
পুরো চিড়িয়াখানার ম্যাপ। হাটার পর গুলো ভাঙ্গা। ধুলোমাখা। রাস্তাও সমান নয়, ভাঙ্গা। আরামে হাঁটার কোনো উপায় নেই।

১৩।
হাতী আমার খুব প্রিয় প্রানী। আগে হাতির পিঠে চড়ার ব্যবস্থা ছিল। আজ দেখি সেই ব্যবস্থা নেই।

১৪।
পাখিটার চোখে মুখে অনেক রাগ। পাখিটাকে দেখে মনে হয় সে ভালো নেই।

১৫।
চিড়িয়াখানার ভেতরের প্রবেশ পথ।

১৬।
চিড়িয়াখানারর ভেতরে একটি লেক।

১৭।
বাঘের খাচায় একজন সেলফি তুলছে। খুবই মুহুর্ষ একটা বাঘ। খাঁচা গুলো এমন করে বানানো যে স্পষ্ট দেখা যায় না।

১৮।
শিশুদের খেলা ধূলা করার জন্য ছোট্র একটা পার্ক আছে। শিশুরা খুব দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে।

১৯।
গাধা। সত্যি কথা বলতে কি এই চিড়িয়াখানা সংরক্ষের দায়িত্বে যারা আছে তাদেরকে আমার গাধা বলে মনে হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে। প্রবেশ মূল্য ত্রিশ টাকা। এই চিড়িয়াখানা কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় না? প্রানী গুলোর কি ভালো যন্তের ব্যবস্থা করা যায় না? চিড়িয়াখানায় কর্তা ব্যাক্তিদের একটা অফিস দেখলাম। বেশ চকমকা। কিন্তু প্রানীর গুলোর অবস্থা এরকম ঝকমকা হতে পারলো না?

২০।
চিরিয়াখানায় প্রবেশ করেই দেখি তারা মসজিদের জন্য চাঁদা তুলছে। গত বিশ বছর ধরে দেখছি- মসজিদের জন্য, বাসে, লঞ্চে, ঘাটে, ফুটপাতে, বাজারে, মার্কেটে টাকা নিয়েই যাচ্ছে। তাদের মসজিদ নির্মান কি শেষ হয় না?

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬

হাবিব বলেছেন: অসাধারণ সব ছবি । খুব সুন্দর। ভালো লেগেছে। রাজীব ভাই ভাই কবে গেলেন? আমাকে বললে আমিও যাইতাম।

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: ছবি গুলো তোলা মোটেও ভালো হয়নি।
ফ্রেম, লাইট কিছুই ঠিক নেই। মোবাইল দিয়ে তলেছি। ছবি হিসেবে এগুলো খুবই নিম্মমানের হয়েছে।

গতকাল গিয়েছি। মানে শুক্রবার।

২| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

নজসু বলেছেন: খুব সুন্দর।

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

টিয়া রহমান বলেছেন: ছবি গুলো আর ছবির ক্যাপসন গুলো সেরকম হয়েছে

২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!! ইয়েস!!!

৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অনেক আগে গিয়েছিলাম, সেখানে গিয়ে নিজে না হারিয়ে, আসার পথে নিজের আই ফোনটাই হারালাম!

হরিণগুলোর ছবি কিন্তু আপনি দেননি! সেখামে সব চেয়ে সুন্দর লেগেছে হরিনগুলো! এখনো ওরা আগের মত দলবদ্ধ হয়ে হাটে কিমা জানি না!

তা আপনার শ্বশুরববাড়ি কি মিরপুরের আশপাশে?

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: আইফোন!!!!!

হরিনের ছবি তুলেছি। পরের পোষ্টে দিব।
শ্বশুরের বাড়ি থেকে ৪০/৫০ টাকা রিকোশা ভাড়া।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

আরোগ্য বলেছেন: রাজীব ভাই প্রাণীগুলো দেখে বহুদিনের ক্ষুধার্ত মনে হচ্ছে। দান বক্সে টাকা দিয়ে মোল্লাদের ভুড়ি না বাড়িয়ে খাবার কিনে প্রাণীগুলোকে দেয়া দরকার।

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: কিন্তু লেখা আছে প্রানীকে খাবার দিবেন না।

৬| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর ছবি ব্লগ।

শুভকামনা রইল

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩

এ.এস বাশার বলেছেন: আপনার ছবি তোলার হাত নিয়ে কোন কথা হবেনা বস। সেই হইছে...

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: কি যে বলেন।
এই সব ছবি আমি মন দিয়ে তুলি নাই।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


বানর, পাখী, হাতী, কুমীর এই ধরণের প্রাণী চিড়িয়া খানায় রাখা ঠিক নয়; হয়তো সাফারীতে রাখলে ঠিক হতো

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: অসংখ্য শিশু কিশোরের বাপ মা তাদের সন্তানদের দেখানোর জন্য নিয়ে আসে। এখনও যে এখানে এত এত লোক আসে আপনি না দেখলে বিশ্বাস করবেন না।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮

বাকপ্রবাস বলেছেন: চিড়িয়া খানায় মানুষ রাখা হয়না কেন?

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: মানুষ তো পশু না।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪

চোরাবালি- বলেছেন: পশুদের খাবার যখন মানুষকে খায় তখন পশু ভালো থাকবে কি কবে??

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: তা ঠিক। পশুদের বরাদ্দ মাংস তারা হয়তো ভাগ বাটোয়ারা করে নিয়ে নেয়।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: পশুপাখিদের বন্দি করে রাখা আমার কাছে বড্ড অমানবিক মনে হয়।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: অমানবিক মনে হলেও এটা আপনার আমার জন্য কতখানি নিরাপদ তা কি বুঝতে পারছেন?
সুন্দরবনের কাছের গ্রাম গুলোতে কিছু দিন পর পরই বাঘ হানা দেয়।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

সাইফুল১৩৪০৫ বলেছেন: প্রথম কথা হচ্ছে বন্যেরা বনে সুন্দর। এটা অস্বীকার করার কিছু নেই। তবে চিড়িয়াখানা কেন? আসলে চিড়িয়াখানা, সাফারি পার্ক এগুলোর কিছু লক্ষ্য ও উদ্দেশ্য আছে।
চিড়িয়াখানার প্রাণীগুলোকে খাবার দেওয়া মোটেও উচিৎ নয়। বাঘের খাঁচা একটু প্রোটেকটেড করতে হয়। নইলে পাবলিকের হাত হারানোর সম্ভাবনা থাকে। কুমির নড়াচড়া করবে না এটাই স্বাভাবিক। যা-ই হোক, ছবিগুলো অনেক সুন্দর লাগছে।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: আপনার কথা মেনে নিলাম। কিন্তু আমি মনে করি ওডের পুরোপুরি যত্ন হচ্ছে না। সব গুলো পশু কেমন ফেকাশে। ওদের চোখ মুখ দেখলেই বুঝা যায় ওরা ভালো নেই।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

মাহমুদুর রহমান বলেছেন: পশুপাখিগুলোর মনমরা থাকার কারনও আছে,কারন তারা বুঝতে পেরেছে যে তারা ভুল শহরে চলে এসেছে।যেখানকার মানুষগুলো খুব বেশী অমানবিক।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: সব মানুষ অমানবিক না।
অল্প কিছু মানুষ এখনও মানবিক।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

জাহিদ অনিক বলেছেন:
আমি শেষ কবে গেছিলাম চিড়িয়াখানা !
মে বি ২০১০/১১ তে ----------

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: সময় পেলেই চলে যাবেন। একা যাবেন।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

কে ত ন বলেছেন: বাঘের খাঁচায় আগে জালি ছিলনা। বছর বিশেক আগে এক টোকাইকে ধরে টেনে ছেচড়ে শিকের ভেতর নিয়ে যুবরাজ নামে এক বাঘ দর্শনার্থীদের সামনে খুব মজা করে খেয়েছে। তারপর কর্তিপক্ষ বাঘের খাঁচায় জালি দিয়ে দেয়।

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: জালি দিতেই হবে। আমাদের লোকজন খুব অভদ্র। তারা বাউন্ডারি পার হয়ে একদম গ্রীলের কাছে চলে যায়।

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫১

সোহানী বলেছেন: আমার ভিজিটের ছবি দেখেন..........
বান্দরের খাঁচার সামনে একদিন ;).;);););) ...... ঢাকা চিড়িয়াখানার /:)/:)/:)

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এখন চিরিয়াখানা তে নতুন কি কি প্রাণী আসছে? জানেন কি? আগে তো কিছু বিলুপ্ত প্রাণী নিয়ে এসেছে শুনেছি


ভালো ছবি গুলো

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: নতুন কোনো প্রানী নাই।
তবে উঠ এনেছে।

১৮| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ছবিগুলো খুব সুন্দর হয়েছে স্যার। একা গিয়েছিলেন নাকি?

০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: জ্বী একাই গিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.