নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ২

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪২



ভোর সাত টায় ঘুম থেকে উঠেছি।
অনেক সময় নিয়ে দাঁত ব্রাশ করেছি। মাড়ি ছিলে গেছে। গোসল শেষ করে, নাস্তা না করে বাসা থেকে বের হয়েছি। ফেসওয়াশ মাথায় মেখেছি আর শ্যাম্পু মুখে মেখেছি। এই বোকামির জন্য নিজের উপর নিজের খুব রাগ লেগেছে। এই রাগের কারনে সকালে বাসা থেকে নাস্তা না খেয়ে বের হয়েছি। নিজেকে শাস্তি দিয়েছি। সকাল সাড়ে ৮ টায় বাসা থেকে বের হয়েছি। ভেবেছিলাম আজ সারাদিন বোটানিকেল গার্ডেনে থাকব। বাসে উঠেছি কিন্তু কাওরান বাজার গিয়ে বাস থেকে নেমে পড়েছি।

সকাল দশটায় রিহাবের অফিসে গেলাম।
যার কাছে গেলাম সে দেখা করে না আমার সাথে। এর আগে অনেকবার এসেছি- কিন্তু দেখা করে না। পিয়নকে দিয়ে খবর পাঠিয়েছে সে মিটিং এ আছে। মিটিং কখন শেষ হবে ঠিক নাই। বুঝতে পারছি, পুরাই মিথ্যা কথা। বেশির ভাগ অফিসের লোকজন দেখা করে না। গেলেই পিয়ন বলে, স্যার মিটিং এ আছে। মিটিং কখন শেষ হবে ঠিক নাই। অর্থ্যাত আপনি চলে যান। সব অফিসের অবস্থা এই রকম। একই ডায়লগ। স্যার মিটিং এ, অথবা স্যার বিদেশে গেছে। আমার প্রচন্ড রাগ লাগে। ইচ্ছা করে তাদের কলার চেপে ধরি।

চলে গেলাম ধানমন্ডি।
সেখানে বিরাট জ্যাম। অসংখ্য মানুষ। সবাই নমিনেশন ফরম সগ্রহে ব্যস্ত। যারা নমিনেশন ফরম নিতে আসছে তারা সাথে করে বিরাট এক দল নিয়ে আসছে। অসংখ্য বাইক। পিক-আপে সাউন্ড সিস্টেম। খুব গান বাজনা হচ্ছে। হিন্দী গানের সুর নকল করে মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে লেখা গান। সবার হাতে পোস্টার, ফেস্টুন আর ব্যানার। আমি মিশে গেলাম এই ভিড়ের মধ্যে। আমিও তাদের সাথে স্লোগান দিচ্ছি। নৌকা-নৌকা করে চিল্লাচ্ছি। গাড়ি, বাস আর বাইকের বিকট হর্ন, মানুষের গ্যাদারিং। খুব'ই বাজে অবস্থা।

নমিনেশনওয়ালাদের সাথে মিলে, আমি চোখ মুখ খিচিয়ে স্লোগান দিচ্ছি। ভালো করে লক্ষ্য করে দেখলাম- সবাই আমার দিকে কেমন চোখে যেন তাকাচ্ছে। মনে হয় আমার নৌকা-নৌকা চিৎকার তাদের ভালো লেগেছে। দুপুর দুইটা বাজে। খুব ক্ষুধা লেগেছে। অবশ্য কিছুক্ষন আগে সুরভি ফোন করে বলেছে- বাসায় চলে আসো। ডাল-ভাত যা রান্না করেছি খেয়ে যাও। আমি মানা করে দিয়েছি। ধানমন্ডি থেকে বাসায় যেতেও আড়াই ঘন্টা সময় লাগবে। যাই হোক, ক্ষুধার্থ পেটে চিৎকার দিয়ে আরাম পাচ্ছি না। মাঠে নামতে হয় ভরা পেটে। পকেটের অবস্থাও ভালো না। কি যে করি!

এমন সময়, একজন আমার কাছে এসে বলল, আপনি রেস্টুরেন্টে গিয়ে খাবেন, না আপনার জন্য পার্সেল? আমি খুব ব্যস্ততার সাথে বললাম। স্লোগান রেখে যাই কি করে? পার্সেল। পার্সেল। কিছুক্ষনের মধ্যে এক লোক আমার হাতে এক বাটি মোরগ পোলাউ আর একটা পানির বোতল দিয়ে গেল। অনেকের সাথে মিলে-মিশে রাস্তায় দাঁড়িয়ে আমরা খেয়ে নিলাম। আমরা সাধারন কর্মী। আমাদের অনেক দায়িত্ব। খেয়ে-দেয়ে আমি ধানমন্ডি থেকে চলে এলাম। সাইন্স ল্যাবের ব্রিজের উপর দাঁড়িয়ে ভাবলাম- পকেটে ত্রিশ হাজার টাকা থাকলে আজ ঠিকই একটা নমিনেশন ফরম কিনে নিতাম।

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫২

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা , কয়েকবার চীৎকার করে স্লোগান দিয়েই তাহলে মোরগ-পোলাও কপালে জুটল। বেশ তাহলে নমিনেশন এর শেষ দিন পর্যন্ত প্রত্যেকদিন কোন না কোন দলের বা কোন প্রার্থীর হয়ে এমন স্লোগান দিলে এমন মোরগ পোলাও পাওয়া যাবে । ইস ! আমি তো তাহলে বেশ মিস করছি।

শুভ কামনা প্রিয় ভাই কে।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: আরে ওরা মনে করেছে আমি ওদের দলের লোক। এত মানুষ -এত মানুষ!!!

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: আরে ওরা মনে করেছে আমি ওদের দলের লোক। এত মানুষ -এত মানুষ!!!

২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হা হা হা , নমিনেশন পর্যন্ত চিন্তা ভাবনা
ওটা চাইতে গেলেও লবিং লাগে ।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে দুইটা জিনিস লাগে এক লবিং
দুই, টাকা।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওয়াও! টাইমিং টা ঠিকই ছিল। মোরগ পোলাও...

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: ফাউ খাবার।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

আরোগ্য বলেছেন: মোরগ পোলাও কেমন ছিলো?

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: মন্দ নয়।

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৫৯

আরমান শুভ বলেছেন: বিপদে যে সাহায্য করে হ্মুদার সময় যে খাওয়ায় তাকে দেবদূত মনেহয়।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলছেন।

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

নজসু বলেছেন:



‌এবার ক্রিকেটার, চিত্রাভিনেতা সকলেই দেখি নমিনেশন পাবার আশায় উদগ্রীব।

শুভ সকাল ভাই।
শুভ হোক আপনার দিন।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: রাজনীতির মতোন জিনিস নাইরে ভাই।
অনেক মজা।

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

চাঙ্কু বলেছেন: স্লোগান দিয়ে তাহলেতো অন্তুত দুপুরের খাবারটা পেলেন।

আপনার চাকরির কি এখনো কিছু হয়নি?
শুভ কামনা থাকল!!

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: চাকরি করবো না। ব্যবসা করবো।
ইচ্ছা আছে প্রকাশনী দেবার।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: চাকরি করবো না। ব্যবসা করবো।
ইচ্ছা আছে প্রকাশনী দেবার।

৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

হাবিব বলেছেন: হা হা হা...............মজা পেলাম

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: আমিও মজা পেয়েছি।

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: হা হা হা...
৭ সকাল ভোর নয়।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
মনে রাখব।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: আসলে চারিদিকে এত কুয়াশা। তাই মনে হয়েছে ভোর।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: আসলে চারিদিকে এত কুয়াশা। তাই মনে হয়েছে ভোর।

১০| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

ফেইরি টেলার বলেছেন: " ভালো করে লক্ষ করে দেখলাম - সবাই আমার দিকে কেমন চোখে যেন তাকাচ্ছে "

আপনার স্লোগান শুনে বুঝতে পেরেছে আপনি কর্মী নন :#)

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: হতে পারে।
কিন্তু স্লোগান তো ভালোই দিয়েছি। যেভচাবে চোখ মুখ খিচিয়ে চিৎকার করেছি, কারো বুঝার কথা নয় যে আমি কর্মী নই।

১১| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: মানুষের যখন একটু প্রমশন হয় তখন একধাপ নীচের মানুষগুলোকে রাস্তার ধুলিকনা মনে করে।

ফ্রি ফ্রি বিরিয়ানি পেলে অনেক বড় বড় সম্পদশালীরাও মিশে যায় সাধারন মানুষের মাঝে।ভালো করেছেন বাসায় যান নি।

১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: একটু প্রমশোন পেলে দেমাগে আর মাটিতে পা পড়ে না।

১২| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

কালো_পালকের_কলম বলেছেন: নৌকা তাইলে আপনারে ফ্রি বিরিয়ানি দিল....

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: হুম দিলো।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনি নমিনেশন পেলে খুব মজা হতো। B-)

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: রাজনীতি না করলেও আমি দেশকে ভালোবাসি।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

জাহিদ অনিক বলেছেন: হায় হায় ! আমি তো প্রায়দিনই ৩২ নাম্বার যাই- পরেরদিন নির্ঘাত পার্সেল চেয়ে নিতে হবে।

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: কেমন আছেন কবি?

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: কেমন আছেন কবি?

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭

জাহিদ অনিক বলেছেন:
লেখক বলেছেন: কেমন আছেন কবি?

ভাল আছি রাজীব ভাই। আশা করি আপনিও ভালো আছেন।
শুভ সন্ধ্যা

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: শুভ সকাল আমি ভালো আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.