নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৭০

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭



১। হাসান রাজার একটি গানের লাইন- ''ঘুড্ডি উড়াইলো মোরে মৌলা'র হাতে ডোরী''
ভাবার্থ হলো- একটি ছেলের হাতে সূতায় বাঁধা উড়ন্ত ঘুড়ি যেরুপ, আল্লাহর হাতে মানুষও সেরুপ।
অর্থাৎ মানুষ যখন আত্মাতে নিবিষ্ট হয়, তখন সে সৃষ্টিকর্তার সঙ্গে তার সম্পর্ক খুঁজে বেড়ায়।

২। বাংলাদেশ গর্ব করতে পারে, এমন একজন মানুষের আগামীকাল জন্মদিন।
তিনি আমাদের হুমায়ুন আহমেদ। অসামান্য জাদুকর। এমন সম্মোহনী শক্তি নিয়ে আর কেউ আসেননি। হুমায়ূন আহমেদে মুগ্ধ হয়ে ছিলাম এবং থাকব সারা জীবন। শব্দের এই যাদুকরের কাছে অনেক ঋণ আমাদের। এই যাদুকর যা লেখেন, তাতেই মুগ্ধ হয়ে যাই। একবার ভাবুন, হুমায়ুন আহমেদ বলে কোনো লেখকের জন্ম হয়নি।

৩। চাকরী-ব্যবসা এসব কিছুই না। বেঁচে থাকার জন্য আপনাকে কাজ করতে হচ্ছে। কিন্তু দিন শেষে আপনি কি পাচ্ছেন? বছর শেষে? অথবা শেষ জীবনে? আমি বলতে চাচ্ছি- আপনার জীবনে আপনার সঞ্চয় কি? আমি টাকা পয়সার কথা বলছি না। নিজের শান্তির জন্য, নিজের আত্মার শান্তির জন্য আপনি কি করেছেন? আপনার আত্মার খোরাক কি? আমি মনে করি- একজন ব্লগারের আসল সম্পদ হলো তার লেখা গুলো। একসময় যখন বুড়ো হয়ে যাবেন- তখন অনুভব করবেন টাকা পয়সা কিছুই না। কামাই করেছেন আর খরচ করেছেন। কিন্তু ব্লগের লেখা গুলো আপনাকে শান্তি দিবে, আনন্দ দিবে। আপনি মরে গেলেও, আপনার লেখা গুলো থেকে যাবে। মানুষ আপনার লেখা পড়বে। শ্রদ্ধাভরে আপনাকে স্মরন করবে।

আমি আমার কথা বলি- আমার জীবনে শান্তি হলো, লেখা আর পড়া। এক সময় যখন বুড়ো হয়ে যাবো- তখন এই লেখা গুলো আমাকে আমাকে অতীতে নিয়ে যাবে। আমার লেখা! আমার নিজের লেখা! অর্থ্যাত আমার চাকরির কথা কেউ মনে রাখবে না। ব্যাংকে কত টাকা আছে- সেটা নিয়েও মানুষ মাথা ঘামাবে না। কিন্তু আমার লেখা যুগ যুগ ধরে থাকবে। মানুষ পড়বে। কাজেই আমার লেখা গুলোই আমার সম্পদ। শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেব একটা দামী কথা বলেছেন, ''সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ।'' ঠিক তেমনি আমি বলতে চাই- ব্লগারদের জন্য তার লেখা গুলোই সম্পদ। লেখা গুলোই তাকে যুগ যুগ বাঁচিয়ে রাখবে।

বৃদ্ধ বয়সে গিয়ে দেখবেন- কেউ আপনার চাকরি বা ব্যবসার কথা মাথায় রাখবে না। আপনি কত টাকার মালিক তাও কেউ মনে রাখবে না। কিন্তু লেখা গুলো থেকে যাবে, মানুষ পড়বে। কাজেই বলা যায় এই লেখা গুলোই আপনার সম্পদ। কাজেই হেলাফেলা না করে- মন দিয়ে লিখুন। ভালো কিছু লিখুন। এমন কিছু লিখুন- যে লেখা পড়লে মানুষের ভালো লাগবে, উপকারে আসবে, হতাশা কাটবে। দেশের প্রতি ভালোবাসা জন্মাবে। খুব খেয়াল রাখবেন, বর্তমানে যা লিখছেন- ভবিষ্যতে গিয়ে যেন এই লেখা গুলোর জন্য আপনাকে লজ্জা পেতে না হয়। মনে রাখবেন- প্রচুর পড়লেই, প্রচুর লিখতে পারবেন। ভালো লেখার প্রধান শর্ত এবং রহস্য হচ্ছে- পড়া। প্রচুর পড়া। পড়ার কোনো বিকল্প নেই।

মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯

সাত সাগরের মাঝি ২ বলেছেন: আপনার লেখা নিয়মিত পড়ি

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: গুড।

৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

আরোগ্য বলেছেন: তিন নং লেখাটা খুব ভাল লাগলো।
কেমন আছেন রাজীন্দ্রনাথ ভাই,?

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি- ভালো নাই। আমি ভালো নাই।

৪| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: ১-খাঁটি কথা বলেছেন।
২-হুমায়ূন আহমেদের কথাগুলো খুব সাজানো গোছানো এবং প্রানবন্ত।এক কথায় অসাধারন।
৩-ইয়েস ভাই , ঠিক বলেছেন।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৫| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

পুকু বলেছেন: ভার্রচুয়াল দুনিয়া কচু পাতায় জল।বৃদ্ধ বয়েস পর্যন্ত দেখার ইচ্ছা রাখলে নিজের ডাইরিতে লিখুন।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: ব্লগে লিখলে সমস্যা কি?

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: ব্লগে লিখলে সমস্যা কি?

৬| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

সনেট কবি বলেছেন: ভাল লাগলো।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

৭| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩

ফেনা বলেছেন: " হাসান রাজার একটি গানের লাইন- ''ঘুড্ডি উড়াইলো মোরে মৌলা'র হাতে ডোরী''
ভাবার্থ হলো- একটি ছেলের হাতে সূতায় বাঁধা উড়ন্ত ঘুড়ি যেরুপ, আল্লাহর হাতে মানুষও সেরুপ।
অর্থাৎ মানুষ যখন আত্মাতে নিবিষ্ট হয়, তখন সে সৃষ্টিকর্তার সঙ্গে তার সম্পর্ক খুঁজে বেড়ায়।"

----এই একটা পয়েন্টেই ভাল লাগা।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৮| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




রাজীব ভাই,

লেখার কথা বলেছেন তাই লিখছি । তবে ভাল কিনা জানি না । তবে পড়তে ভালবাসি । প্রচুর পড়তে চাই ।

১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

মীর সাজ্জাদ বলেছেন: বাস্তবতা গুলো যেন রহস্যময়।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: রহস্যময় তো বটেই।

১০| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২১

সাইন বোর্ড বলেছেন: ভাল লেখার যে শর্তগুলো দিয়েছেন তার অন্যতম প্রধান শর্ত হলো ভাল মানুষ হতে পারা । ভাবনা ভাল লেগেছে ।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১১| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

আরমান শুভ বলেছেন: জ্ঞান শ্রেষ্ট সম্পদ। জ্ঞানীর জ্ঞানের বহর দেখে নিজেকে আগাছা মনে হয়।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: নিজেকে কখনও তুচ্ছ ভাববেন না।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: নিজেকে কখনও তুচ্ছ ভাববেন না।

১২| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লিখতে লিখতেই একদিন বুড়ো হয়ে যাবেন। হায়রে জীবন...

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: জীবন এরকমই।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

কাউছার হোসেন বলেছেন: আমাদের আত্নার শান্তির জন্য ভালো ভালো লিখা গুলো পড়া প্রয়োজন।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

আরোগ্য বলেছেন: লেখক বলেছেন: সত্য কথা
বলি- ভালো নাই। আমি
ভালো নাই।


ভালো আছি, ভালো থাকুন।
ব্লগের পাতায় কবিতা লিখুন।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: লিখব।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১১

বলেছেন: মুগ্ধ হলাম।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ২:২৮

জে এন হৃদয়০১ বলেছেন: আমি মুগ্ধ।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৪৬

অলিউর রহমান খান বলেছেন: আপনার কথা মনে রাখবো। লিখার ক্ষেত্রে আমিও যত্নশীল হতে চাই কিন্তু হয়ে উঠে না। না আছে সময় আর না আছে মেধা। তবে চেষ্টা করবো ভাই ভালো কিছু লিখার।
হুমায়ুন আহমেদের লিখা আসলেই অসাধারণ! সুন্দর ও স্বচ্ছ যা যে কাউকে আকৃষ্ট করবে চোখের পলকেই। আপনার লিখাটা ও সুন্দর ও প্রানবন্ত হয়েছে।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

কাছের-মানুষ বলেছেন: এই পোষ্টে আপনি একটি দামি কথা বলেছেন একসময় 'এই লেখাগুলো আমাকে অতীতে নিয়ে যাবে।' সত্যিই
পুরোনো লেখা দেখলে নস্টালজিক এবং সাথে ভাললাগা কাজ করবে।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: কাছের মানুষ হয়েই থাকুন।

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

শাহারিয়ার ইমন বলেছেন: হুমায়ূন আহমেদ অসাধারন প্রতিভা নিয়ে জন্মেছিলেন । তার মত ব্যক্তিকে বাংঙালি যুগযুগ ধরে মিস করবে

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: উনি ওস্তাদের ওস্তাদ।

২০| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

ওমেরা বলেছেন: শেষ প্যারাটা খুব ভালো লিখেছেন খুব ভালো লাগল।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

২১| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

নজসু বলেছেন:


আপনার লেখাগুলো আমি টাটকা টাটকা পড়তে পারিনা।
সময়মতো আসতে না পারার ব্যর্থতা আমারই।
তবে, যখনই পড়িনা কেন স্বাদ আর তৃপ্তির কমতি হয়না।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: আপনাদের জন্যই তো লিখি।

২২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: ভালো লাগলো! আপনার কোন কন্টাক্ট লিংক দেওয়া যাবে কী?

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: [email protected]

২৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: শেষের লিখাগুলো মন ছুঁয়ে দিলো......
শুভ কামনা রইলো।

১৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.