নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের হুমায়ূন আহমেদ

১৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৬



১। হুমায়ূন আহমেদ একবার ঠিক করলেন তাঁর বাবার কবর পিরোজপুর থেকে উঠিয়ে নুহাশ পল্লীতে নিয়ে আসবেন। সবার সাথে আলোচনা করে কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেললেন।
তখন ঘনিষ্ঠ একজন প্রশ্ন করলেন, স্যার তাহলে পিরোজপুরে আপনার বাবার খালি কবরটা কি হবে? হুমায়ূন আহমেদ একটু ভাবলেন, তারপর গম্ভীর গলায় বলেন- 'টু-লেট জুলিয়ে দিলেই হবে'।
(যদিও পরে তাঁর বাবার কবর নুহাশ পল্লীতে আনা হয়নি বড় বোনের প্রবল আপত্তির কারনে।

২। হুমায়ূন আহমেদের একটা স্বপ্ন ছিলো। তা হলো একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা। আমি অপেক্ষায় আছি কবে সেটার কাজ শুরু হবে..... কবে আমরা একটি ক্যান্সার হাসপাতাল দেখতে পারবো... স্যার নিজেও মনে হয় অপেক্ষায় আছেন। একসময় কিছু ছেলে মেয়ে খুব লাফালাফি করছিল ক্যান্সার হাসপাতাল করবে বলে। আজ তারা কোথায়?

৩। বাংলাদেশ গর্ব করতে পারে এমন একজন লেখক- হুমায়ূন আহমেদ। তিনি নেই এই কথা মনে পড়লেই কোত্থেকে যেন এতগুলো কষ্ট এসে জমে বুকে।
আমার সবচেয়ে প্রিয় লেখক। হয়তো আজীবন লিখলেও উনার সম্পর্কে আমার সব অনুভূতি বোঝাতে পারব না। কোনোদিন না।
শব্দের এই যাদুকরের কাছে আমাদের অনেক ঋণ। একবার ভাবুন, হুমায়ুন আহমেদ বলে কোনো লেখকের জন্ম হয়নি। তাহলে কেমন হত?

৪। আমি নিজে হুমায়ূন আহমেদ স্মরনে বেশ কিছু গল্প লিখেছি এই সামু ব্লগে। গল্প গুলো সামুর ব্লগাররা বেশ পছন্দ করেছেন। হুমায়ূণ আহমেদের মতো এত সুন্দর করে সহজ সরল ভাবে আর কেউ লিখতে পারে না। সহজ সরল সত্য কথা হলো, বাংলাদেশে হুমায়ূন আহমেদের মতো কোনো লেখক নেই। বহু লেখককে দেখেছি, হুমায়ূন আহমেদকে নিয়ে আজে বাজে কথা বলতে। অথচ যখন সেই আজে বাজে কথা বলা লেখকটা যখন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলো- হাসি মুখে সেই পুরস্কার গ্রহন করলো। হা হা হা ----

প্রিয় হুমায়ূন আহমেদ আমাদের কাছে আপনি-
কখনও হিমু, কখনও শুভ্র কখনও বা মিসির আলি
শত দুঃখ-কষ্টের মধ্যে এক টুকরো আনন্দ আপনি
অনেক যত্ন নিয়ে পরম মমতায় লিখেছেন গল্প উপন্যাস
আপনার মৃত্যু নেই, নেই এবং নেই...
আপনার সাজানো বাগানে আপনি আছেন
বাংলার বুক থেকে-
কোনো শকুন আপনাকে মুছে ফেলতে পারবে না
নো নেভার
কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বলি পরিস্কার-
আমাদের মনের নরম ঘরে আপনাকে দিয়েছি স্থান।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৫

ভুয়া মফিজ বলেছেন: সম্পূর্ণরুপে একমত।।

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: হাজার শুকরিয়া।

২| ১৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:০৭

ইসিয়াক বলেছেন: অসম্ভব ভালো লাগা।অসম্ভব ভালো লাগা
অসম্ভব ভালো লাগা।অসম্ভব ভালো লাগা
অসম্ভব ভালো লাগা।অসম্ভব ভালো লাগা
অসম্ভব ভালো লাগা।অসম্ভব ভালো লাগা
অসম্ভব ভালো লাগা।অসম্ভব ভালো লাগা
অসম্ভব ভালো লাগা।অসম্ভব ভালো লাগা
অসম্ভব ভালো লাগা।অসম্ভব ভালো লাগা

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৪| ১৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: খুব ভালো। জামশেদ চরিত্রটি আমারো ভীষণ ভালো লেগেছিল। অনুভবে মুগ্ধতা।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: দাদা কোন জামশেদ?
মানে কোণ বইয়ের?

৫| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:



ক্যানসার হাসপাতাল করতে হবে তরুণ ডাক্তারেরা ও ব্লগারেরা মিলে

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: হিমু পরিবহন নামে একটা সংগঠন খুব লাফালাফি করেছিল একসময়। তারা আজ কোথায়?

৬| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর অসাধারণ একটি পোস্ট।

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: হে হে
অশেষ শুকরিয়া ভাই।

৭| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৯

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: ওনার বই একবার হাতে ধরলে শেষ না করে উঠার উপায় নেই।

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: ইয়েস রাইট।

৮| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমায়ুন আহমেদ বিরোধী ছিলেন আরেক হুমায়ুন। তিনি হুমায়ুন আজাদ। হুমায়ুন আহমেদের নাম না নিয়ে তিনি সমালোচনা করতেন। উনার উপন্যাসকে বলতেন, ওগুলো কোন উপন্যাস নয়, ওগুলো অপন্যাস...

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের একজন লেখক আরেকজন লেখককে উপহাস করতে ভালোবাসেন। আজও একই অবস্থা।

৯| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: বরেণ্য কথাশিল্পী হুমায়ুন আহমেদ কে স্মরণ করে লেখা আপনার এ শ্রদ্ধাঞ্জলি ভাল লাগলো।

২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ২০ শে জুলাই, ২০১৯ রাত ১:২৩

সেতুর বন্ধন বলেছেন: আপনার সাথে একমত।

২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১১| ২০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিভাবে সামুতে ঢুকলাম জানিনা ! আপনার পোস্টে ভালো লাগা নিন।
আমাদের লেখায় , কথায় , চিন্তায় হুমায়ুন আহমেদ বারবার ফিরে আসবেন। এটাই নিয়তি!

২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: সামু ওপেন হয়ে গেছে।
আমিও আমার বাসা থেকে ভিপিএন ছাড়াই চালাতে পারছি।

১২| ২০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাই,

প্রতিমন্তব্যে আবার আসা। হুমায়ূন আহমেদ রচিত বিশ্ব বিখ্যাত থ্রিলার অমানুষে' 13 বছরের একটি মেয়ে এ্যানির দেহরক্ষীর ভূমিকা নিয়েছিল বাংলাদেশের জামশেদ। গল্পে অসম্ভব উত্তেজনায় সুন্দরভাবে গল্পকার বিষয়টির পরিসমাপ্তি ঘটিয়েছেন। উপন্যাসে জামশেদ চরিত্রটি গোটা বাঙালি জাতির প্রতিনিধি। অসম্ভব আত্মপ্রত্যয় সৎ কর্তব্যনিষ্ঠার মাধ্যমে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যেভাবে উনি দায়িত্ব পালন করে গেছেন তা এক কথায় অতুলনীয়।
অন্তরের কুর্নিশ এহেন জামশেদকে।
উপন্যাসটি পড়ার জন্য অনুরোধ রইল।

২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: দাদা, অমানুষ উপন্যাসটি হুমায়ূন আহমেদের লেখা নয়।
তিনি এটা অনুবাদ করেছেন।
হুমায়ূন আহমেদ নিজেই বলেছেন, 'একবার অর্থকষ্টে পড়েছিলাম। তখন কিছু অনুবাদের কাজ করেছি।'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.