নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা কিছু ফালতু ছবি (ছবি ব্লগ)

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২১



আমি একজন ব্যর্থ মানুষ।
আমার জীবনটা পুরোটাই ব্যর্থ গেল। যদি আরেকবার এই পৃথিবীতে আসার সুযোগ পাই তাহলে এ জীবনে যে ভুল গুলো করেছি, সেই ভুল গুলো আর করবো না। আফসোস হয় আমার। খুব আফসোস হয়। এ জীবনে যত মুভি দেখেছি, বেশির ভাগই ফালতু মুভি দেখেছি। যত বই পড়েছি, বেশির ভাগ'ই ফালতু বই পড়েছি। সব মিলিয়ে সময়ের খুব বেশি অপচয় করেছি। অপ্রয়োজনীয় কাজে সুন্দর সময় গুলো অপচয় করেছি। এমন কি আমার জীবনে আমি যত ছবি তুলেছি তার বেশির ভাগ'ই ফালতু ছবি তুলেছি। নিজের উপরে আমার নিজের'ই খুব রাগ হয়। ইচ্ছা করে নিজের চুল গুলো টেনে সব ছিড়ে ফেলি। আল্লাহ যদি আমাকে আবার পৃথিবীতে পাঠান তাহলে এই জীবনের করা ভুল গুলো আর করবো না। নো নেভার। কাজেই প্রিয় ব্লগার আপনাদের বলি, সময়ের অপচয় করবেন। সময় খুব মূল্যবান। সময়কে আপনি অবহেলা করলে তার শাস্তি আপনাকে পেতেই হবে। এই শাস্তি এখন আমি পাচ্ছি। আসলে মানুষ তো ভুল করেই শিখে। আমিও ভুল করেই শিখেছি। যদিও সেই সময় গুলো আর ফিরে পাবো না।

১।
এই ছবিটা আমার বাসায় তোলা। সিড়ির কাছে। সুরভি ঘর, সিড়ি, ওয়াস রুম এবং রান্না ঘর এরকম গাছপালা দিয়ে ভরে ফেলেছে।

২।
আমার ভাবী। পদ্মা নদীতে বিশাল চড় পরেছিল, দেখতে গিয়েছিলাম।

৩। হান্ড্রেড পার্সেন্ট ফালতু ছবি।


কাঁচা মরিচ পেকে শুকনা মরিচ হয়ে গেছে।

৫।
আমি। এই ছবিটা তুলি বাংলা একাডেমি থেকে।

৬।
শরীয়তপুর যাওয়ার পথে। ফেরীতে।

৭।
আমার ভাগ্নী। ভাগ্নী বলল, মামা আমি একটা বাংলা সিনেমা পোজ দেই, তুমি ছবি তুলে দাও।


মাওয়া ঘাট।

৯।
ফালতু ছবি গুলো দেখি, আর আফসোস হয়।

১০।
নিদারুণ সময়ের অপচয়।

১১।
একসময় খুব অর্থকষ্ট গেছে। তখন বিয়ের অনুষ্ঠানের ছবি তুলে বেড়াতাম।

১২।
মামার কোলে ভাগ্নে।

১৩।
ধনী এলাকা গুলোতে আজও এরকম সাইনবোর্ড দেখা যায়।

১৪।
কোনো এক অনুষ্ঠানে। হোটেল সোনারগাও।

১৫।

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো। আপনার জীবন খাতেমা বিল খায়ের হোক। সুন্দর সমাপ্তি।

২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

২| ২২ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টের উত্তর দেবার জন্য অনেক ধন্যবাদ । :)

২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: এটা আমার দায়িত্ব।

৩| ২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

স্রাঞ্জি সে বলেছেন:

হাইরে রানু ভাই, দিলেন সব ফালতু মার্কা ছবি। দিলকুশ ভাই দিলকুশ।

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
আপনার দিলখুশ দেখে আমারও দিল খুশ।

৪| ২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

নতুন বলেছেন: আপনার বাড়ী শরিয়তপুর? আমার এক বন্ধুকে খুজছি, সাহাজ্য করতে পারবেন?

সে কোদাল পুরের বাসিন্দা, বাবা সরকারী চাকুরী করতো। ১৭/১৮ বছর হয় যোগাযোগ নাই।

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: না না। আমার বাড়ি বিক্রমপুর। মুন্সিগঞ্জ।
শরীয়পুর বেড়াতে গিয়েছিলাম।

৫| ২২ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


মোটামুটি

২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:০২

রাজীব নুর বলেছেন: মোটামোটিও না । জাস্ট ফালতু হয়েছে।

৬| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:০২

জুন বলেছেন: আমি একজন ধনী ব্যাক্তির কাছে শুনেছি মানিপ্ল্যান্ট থাকলে নাকি তার দারিদ্রতা ঘোচে না। তার বাসার ত্রী সীমানায় এই গাছ নাই :( কথাটি কতটা সত্য মিথ্যা জানি না ।
কুকুর হতে সাবধান লেখাটি প্রথম দেখা যায় পম্পেই (খৃষ্ট পুর্ব ৭৯ এ ভিসুভিয়াসের অগ্নুতপাতে ধ্বংস হয়ে যাওয়া ইতালীর সমৃদ্ধ নগরী) এক ট্র্যাজিক কবির বাসার দরজায় মোজাইকে লেখা। আমরা দেখেছিলাম সেটা ।
ছবিটি দেখেন রোমান অক্ষরে লেখা Cave canem

২২ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: মানিপ্ল্যান্ট দিয়ে তো আমার বাসা ভরা।

৭| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
- কৃষ্ণচন্দ্র মজুমদার

২২ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জীবন হউক অর্থবহ। যা গেছে তা নিয়ে না ভেবে এখন থেকে শুরু করুণ সত্যও সুন্দরের পথে চলা।

২২ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ২২ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ পোস্ট।

২২ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: তুচ্ছ পোষ্ট।

১০| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩৬

ইসিয়াক বলেছেন: আমার অনেক ভালো লেগেছে।
লেখা এবং ছবি দুটোই %%%+++্

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১০:৫৫

আপেক্ষিক মানুষ বলেছেন: ৯ নাম্বারটা উল্টা কেন :P শেষেরটা অসাধারণ!

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ইচ্ছা করেই উলটা করে দিয়েছি।

১২| ২২ শে জুলাই, ২০১৯ রাত ১১:৫৮

মুক্তা নীল বলেছেন:

রাজীব ভাই ,
৮, ১২ ও ১৫ ছবি অসাধারণ +++

২৩ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীতে কোন কিছুই তুচ্ছ নয়।

২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: আমি তুচ্ছ।

১৪| ২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ভালো লাগলো পোস্ট

২৩ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৫| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

তারেক ফাহিম বলেছেন: ভালোলাগছে্ রাজিব ভাই।


২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

১৬| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জীবন এডিট করা যায়না।
যা গিয়েছে তার জন্য আফসোস করে লাভ নাই।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: আমৃত্যু এই আফসোস আমার থাকবে।

১৭| ২৩ শে জুলাই, ২০১৯ রাত ৯:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট ভাই,

ছবি গুলো বেশ সুন্দর। তবে শুরুতে ইহজীবনের হতাশার অভিব্যক্তিতে বিষন্ন হলাম। জীবন কখনোই একখাতে বহে না। ভালো লাগা মূহুর্ত জীবন নিশ্চয়ই আছে।এই সময়ে হতাশা কাটাতে বেশি বেশি করে সুখানুভূতি গুলোকে মনে করা দরকার। পুরানো ফটো গুলোও মনের অবস্থা বদলে দিতে পারে।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: দাদা আপনি বরাবর খুব সুন্দর মন্তব্য করেন।
যা আমাকে মুগ্ধ করে।

১৮| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩০

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: পুরাই ফালতু

২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৮

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.