নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকর সাদা মিথ্যা- ১০৫

১৪ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৮



১। একদিন পার্কে একটা কাপল ডেটিং করতে গেছে।
গিয়ে দেখে সেখানে এক বৃদ্ধ চোখ বুজে বসে আছে। ছেলেটি বললো, দেখো কেমন স্বভাব বুড়োর। এত সুন্দর জায়গায় বুড়ো চোখ বুজে বসে আছে।‘
বুড়োর নাম জালালউদ্দিন রুমী। উনি চোখ খুলে উত্তর করলেন।
'কেউ কেউ চোখ বুজেও অনেক বেশী সৌন্দর্যের সন্ধান পায়।'

২। আসলে জীবনের কোন উদ্দেশ্য নেই। কারণ, এই জীবনটা আমরা চেয়ে নেইনি। কিংবা এ জীবনের সৃষ্টিতে আমাদের কোন হাত নেই। এটি প্রকৃতি/ঈশ্বর দ্বারা সৃষ্ট। মানুষের কাজ হলো যার যার পরিবেশের সাথে খাপ খাইয়ে জীবনকে পরিচালিত করা, জীবিকার সন্ধান করা, সমাজ ও পরিবার নিয়ে বসবাস করা, মহাবিশ্বকে বুঝার ব্যর্থ চেষ্টা করা। সংসারের মিথ্যা মোহে আটকে থেকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করা।

জীবন নিজেই প্রকৃতির চক্রের অংশ। মানুষের প্রচেষ্টা জীবনকে সুন্দর ও অর্থবহ করা।

৩। * ঢাকা: বুড়িগঙ্গা নদীর তীরে।
* চট্টগ্রাম: কর্ণফুলী নদীর তীরে।
* কুমিল্লা: গোমতী নদীর তীরে।
* রাজশাহী: পদ্মা নদীর তীরে।
* কুষ্টিয়া: গড়াই নদীর তীরে।
* বাংলাবান্দা : মহানন্দা নদীর তীরে।
* বরিশাল: কীর্তন খোলা নদীর তীরে।
* খুলনা: ভৈরব ও রূপসা নদীর মিলনস্থলে।

৪। ছোট্র একটা স্বপ্নের কথা বলি।
প্রতিদিন আমরা কত স্বপ্ন দেখি- কিন্তু কিছুই মনে থাকে না। তবে আজকের স্বপ্নটার কথা খুব মনে আছে।

আমি একটা নদীতে নামছি একটু একটু করে। প্রথমে হাঁটু পর্যন্ত। তারপর কোমর পর্যন্ত। পরে একেবারে বুক পর্যন্ত। পানি কি ঠান্ডা! গভীর রাত। চারিদিকে ফকফকা জোছনা। তীব্র জোছনায় নদীর পানি ঝকমক করছে। নদীর পাড় ঘেঁষে বিশাল বিশাল পাহাড়। সাঁতার কাটার বদলে আমি একটু একটু করে ডুবে যাচ্ছি।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৫

ভুয়া মফিজ বলেছেন: আপনার স্বপ্নের কথা বলছি।
নিজের জায়গায় বাংলাদেশকে, অথবা টু বি মোর প্রিসাইস.....ঢাকা শহরকে কল্পনা করেন। তাহলেই স্বপ্নের মানে বুঝতে পারবেন। :)

১৪ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: নো নিড।

২| ১৪ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


রুমি কি জন্মের সময়ও বৃদ্ধ ছিলেন? রুমির ছবি যেখানে দেখি, সব সময়ই বৃদ্ধ

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: জুয়ান কালে কেমন ছিলেন তা কেউ জানেন না। বুড়া কালেও এক শিল্পী তার ছবি এঁকেছেন।

৩| ১৪ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩১

ঢাবিয়ান বলেছেন: ভাল লাগল নদীর কথা মনে করিয়ে দিয়ে। জানিনা এখন কি অবস্থা কিন্ত একটা সময়ে আমাদের নদীগুলো ছিল অসহ্যকর রকমের সুন্দর।

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সব নদী গুলোরই করুন অবস্থা।

৪| ১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

ইসিয়াক বলেছেন: তারপর কি হলো ............

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: আসবে।

৫| ১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: আহা নদী 8-| 8-| এই ঈদের ছুটিতে নদী দেখতে যাওয়ার ইচ্ছে আছে, তবে অবশ্যই বুড়িগঙ্গা নদী না ।

জীবন মানে শুধুমাত্র ইহকালকে বিবেচনা করলে আসলেই জীবনের কোন উদ্দেশ্য নেই তবে পরকালের কথা চিন্তা করলে জীবনের মানে একটাই, পরকালের জীবন শান্তিতে কাটানোর ব্যাবস্থা করা ।

কিছু কিছু স্বপ্ন এত সুন্দর মনে হয় স্বপ্নেই বসবাস করি ।

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: একটা ব্যাপার লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের নদী গুলোর নাম অনেক সুন্দর।

৬| ১৪ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নবী ইব্রাহিমের মত স্বপ্ন দেখতে শুরু করুন । তিনি স্বপ্ন দেখেছিলেন বলি আপনি ৮০ হাজার টাকা দিয়ে গরু কিনে কোরবানি করতে পারলেন।

স্বপ্ন নিয়ে প্রচুর পড়াশোনা করুন‌ দেখবেন যে স্বপ্ন আসলে মস্তিষ্কের কিছু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া কিছুই নয়। স্বপ্নের সাথে কোন ঐশ্বরিক যোগাযোগ নেই।

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: স্বপ্নের আছে অলৌকিক ক্ষমতা।

৭| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২২

যাযাবরের ডাইরি বলেছেন:
হটাৎ করে ৩ নম্বর টা কোথা থেকে এলো? ঠিক ধরতে পারলাম না।

১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: উড়ে উড়ে
ঘুরে ঘুরে
চলে এলো।

৮| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৪

আখেনাটেন বলেছেন: আপনি স্বপ্ন দিনে দ্যাখেন নাকি রাতে। রাতের স্বপেন সমস্যা নেই। আর দিনে দেখলে সেটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে কয়ে দিলুম।

সাবধান থাকবেন। :((

১৫ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২৬

রাজীব নুর বলেছেন: আমি সবচেয়ে বেশি স্বপ্ন দেখি জেগে থেকে।

৯| ১৫ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩০

আনমোনা বলেছেন: চোখ বুজে সৌন্দর্য দেখা শিখতে সারা জীবন পার হয়ে যায়।

স্বপ্নটা বাড়িয়ে নিন। দেখুন ডুবে যেতে যেতে আবার ভেসে উঠেছেন, সাঁতার কাটছেন।

১৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ১৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্বপ্ন তো স্বপ্ন ই।

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: স্বপ্ন আসুক সত্যিই হয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.