নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যেভাবে একটি কবিতার জন্ম

১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩০




দুপুর তিনটা। রাজারবাগ মোড়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য
বাস আসছে না। ঘটনা কি? এতো দেরী তো করার কথা না!
করুক দেরী। আমার ওত তাড়া নেই। সময় হাতে আছে বেশ
হে হে! বাস এলো, উঠলাম। ভাগ্য প্রসন্ন- সিট পেয়ে গেলাম!
রাস্তায় জ্যাম নেই মোটেও। হু হু করে বাস যাচ্ছে। আহা বেশ
মোবাইলে গেমস খেলায় ব্যস্ত আমি। হঠাত দেখি, একজন কবি-
বাসের হেন্ডেল ধরে দাঁড়িয়ে আছেন! আহঃ হা!! মাথায় ক্যাপ,
মুখে কাঁচা পাকা দাঁড়ি। কাঁধে তে ঝোলানো ব্যাগ তার
নাম ডাক আছে এই কবির বেশ, সত্যি করে বলছি আমি
কবিতাপ্রেমীরা তাকে সকলেই চিনেন, শ্রদ্ধা করেন অনেক
আমার খুব খারাপ লাগছে। ইচ্ছা করছে চিৎকার করে বলি-
আপনারা কবিকে বসতে দিন। কবি’রা দেশের আত্মা।
তাদের কষ্ট দিতে হয় না। খুব ভালোবাসতে হয়।
আমি জানি, এই কবির আর্থিক অবস্থা বেশ ভালো
ভালো চাকরীও করেন। টাকা পয়সাও আছে বেশ
হয়তো তার নিজের একটা কালো রঙের গাড়িও আছে
মনে পড়লো আমি নিজেই একবার তার অফিসে গিয়েছিলাম-
ছবি তুলতে। আমাকে জোর করে ধরে কফি খাইয়েছিলেন
কবির সামনের সিটে দু’জন ছেলেমেয়ে বসে খুনসুটি করছে বেশ
কবি মন দিয়ে তাদের দেখছেন। অথচ কবির দিকে নজর নেই
বুকপকেট থেকে নোটপ্যাড বের করে কি যেন টুকে নিলেন কবি
না, সিট খালি হচ্ছে না। কবি বসার জায়গা পাচ্ছেন না। আ হা রে
অগত্যা আমিই নেমে গেলাম বাস থেকে। কবি আমার সিটে বসলেন।



(আমি কবিতা লিখেতে পারি না। তবে কবিতার মতোণ করে কিছু লিখতে স্বাদ হয়। তাই এই প্রচেষ্টা।)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৬

ইসিয়াক বলেছেন: আমার ভালো লেগেছে। হা হা হা

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৭

অয়ন নাজমুল বলেছেন: গদ্য কবিতা লেখার চেষ্টা করেছেন মনে হয়। ভাল। তবে গদ্য বেশি হয়েছে। কবিতা কম হয়েছে। :p

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আরে মিয়া এটা আধুনিক কবিতা।

৩| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: সুন্দর কবিতা, লিখুন আরো ভালো লিখবেন এই প্রত্যাশায় - - - -

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে মনটা খুশিতে ভয়ে গেল।

৪| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


ঢাকার কবি, জনতার কবি, জনতার এক্সপ্রেসে চলেন।

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: উনি বেশ আধুনিক কবি। সম্ভবত কোনো প্রাইভেট ইউনিভাসিটির শিক্ষক।

৫| ১৮ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:৪৬

বলেছেন: কবিদের প্রতি তো আপনার বিরাগ জানতাম??

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: দুনিয়ার প্রতিটা মানূষের প্রতি আমার ভালোবাসা আছে।

৬| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবি কবিতার বিষয়বস্তু পেয়ে গেছেন বোধহয়!

ভালো প্রচেষ্টা। চালিয়ে যান।

১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:১৯

মাহমুদুর রহমান জাওয়াদ বলেছেন: আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একদিন আপনাকে অনেক উপরে নিয়ে যাবে আমার বিশ্বাস।

১৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: কবে?? কবে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.