নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী - ২৭

২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৪



খুব বেড়াছেড়ার মধ্যে আছি।
আব্বা বারডেম হাসপাতালে ভর্তি। তার প্রচুর মাত্রায় ডায়বেটিকস। এর মধ্যে আবার পায়ের বুড়ো আঙ্গুকে ইনফেকশন হয়েছে। ইনফেকশন প্রায় হাড়ে ছড়িয়ে পড়েছে। এক ডাক্তার তো বলেই দিয়েছেন পা কেটে ফেলতে হবে। অবশ্য আব্বাকে যে ডাক্তার চিকিৎসা করেন সে বিদেশ আছে। দুই একদিনের মধ্যেই ফিরবেন। এখন আব্বা অপেক্ষায় আছেন, তার ডাক্তার হয়তো বলবেন- না, পা কাটতে হবে না। আব্বার খুব মন খারাপ। আব্বার চেয়ে বেশি আমার মন খারাপ। যদিও আব্বার উপর আমার অনেক রাগ। তিনবার হাসপাতালের সামনে গিয়ে আব্বাকে না দেখে ফিরে এসেছি। অবশ্য মোবাইলে কথা বলেছি। সুরভি নিয়মিত আব্বাকে দেখতে যাচ্ছে।

এ মাসে চার টা বিয়ের দাওয়াত আছে।
আমার একটা বিয়েতেও যাওয়ার ইছা নাই। অথচ চারটা বিয়েতেই যেতে হবে। এর মধ্যে একটা বিয়ের অনুষ্ঠান নারায়গঞ্জ। কিছু দিন আগে বাসার চারজন সদস্যের ডেঙ্গু হলো। এর আগে মা হাসপাতালে থেকে এলেন সাত দিন। এখন আব্বা হাসপাতালে। হাসপাতালে আব্বার প্রতিদিন তের হাজার টাকা খরচ। আমার বাপ কোনো দিন টাকা পয়সা জমায় নাই। সারা জীবন সে জমিদারি করেছে। দুই একটা উদাহরন দেই, ভিক্ষুককে সে কখনও পাঁচ টাকা, দশ টাকা দিত না। বলতো পাচ-দশ টাকায় কি হয়? আব্বা একশো টাকা করে দিত। বাসায় পড়ার লুঙ্গিটা পর্যন্ত আব্বা দোকান থেকে আয়রন করিয়ে আনতো। দুই হাত ভর্তি করে বাজার করতো।

এদিকে আমার পকেট শূন্য।
বছরের শুরুতে সুরভিকে কথা দিয়েছিলাম এ বছর মালোশিয়া অথবা থাইল্যান্ড বেড়াতে নিয়ে যাবো। বছর শেষ হতে চলল। এখন, মালোশিয়া না পারি অন্তত পক্ষে কোলকাতা তো নিয়ে যেতে হবে। আমার একটা দোষ হলো- আমি কথা দিলে কথা রাখি। কথা না রাখতে পারলে আমার নিজের মেজাজ'ই প্রচন্ড খারাপ হয়। পরী অক্টোবরে যাবে অস্টেলিয়া বড় ভাই-ভাবীর সাথে। এদিকে সুরভির বাবার ডেঙ্গু। মাঝে একদিন গিয়ে দেখেও আসছি। সুরভির ভাই ভাবী যাবে চেন্নাই ডাক্তার দেখাতে। বাংলাদেশে থেকে নাকি চেন্নাইয়ে চিকিৎসার মান অনেক উন্নত এবং খরচও কম।

সুরভিকেও ডাক্তার দেখাতে হবে।
হরমনে সমস্যা দেখা দিয়েছে। আমার নিজেরও শরীর ভালো না। গ্যাস্ট্রিক। প্রচন্ড পা চাবায়। দাঁতের ডাক্তারও দেখাতে হবে। তবে আমি আছি বেশ। বই পড়ছি। মুভি দেখছি। ব্লগিং করছি। রাস্তায় হাঁটছি। সময় পেলে আকাশের দিকে তাকিয়ে নানান রকম চিন্তা ভাবনা করছি। রাস্তার পাশের দোকান থেকে চা খাচ্ছি। সুরভি বলে, তোমার চা খেতে ইচ্ছা করলে আমাকে বলবে। আমি চা বানিয়ে দিব। রাস্তার নোংরা কাপে চা খাওয়ার দরকারটা কি? আমি বলি, এই নোংরা কাপে প্রতিদিন হাজার হাজার লোক চা খায়। আমি খেলে সমস্যা কি? সুরভি আমার কথা শুনে রেগে যায়। মাঝে মাঝে সুরভিকে রাগাতে বেশ লাগে।

বি টিভি কি হিজড়া টিভি?
বিটিভিতে সংবাদে বলে, ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরছে। এদিকে অন্য প্রাইভেট চ্যানেল খবরে বলছে, প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভরতি হচ্ছে। বিটিভির এরকম মিথ্যা বলার কারন কি? বলুক মিথ্যা। আমার কি? এদিকে বাজারে প্রচুর ইলিশ মাছ। এবার নাকি বহু ইলিশ ধরা পরেছে। অথচ একটা ইলিশের দাম কমপক্ষে এক হাজার টাকা। আমার বাসায় দশ জন সদস্য। দুইটা ইলিশ তো লাগেই। মানে দুই হাজার টাকা। আমি শুধু চিন্তা করি দরিদ্র মানূষেরা কিভাবে খেয়ে পড়ে বেঁচে আছে? চাষ করা মাছের কেজিও কমপক্ষে পাচশো টাকা। আমি ভুলে যাই, দেশ উন্নয়নের মহাসড়কে বলেই তো খাবারের দাম বেশি। মানুষের আয়ু বেড়েছে, মানে খাবার ভালো। কেউ খাবারে কিচ্ছু মেশায় না।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৯

ইসিয়াক বলেছেন: আপনার আব্বার আশু রোগ মুক্তি কামনা করছি ।
ধন্যবাদ

২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: ডায়বেটিকস খুব ভয়াবহ রোগ। এই রোগ থেকে মুক্তি নাই।

২| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৫

ইসিয়াক বলেছেন: রাজীব ভাই ,বাইরের চা বলেন আর ভাজাভুজি বলেন সবই বিষ , রোগজীবানুর বাসা । ভাবী ঠিকই বলে এসব খাবার পরিহার করুন । আপনাদের সবার সুস্বাস্থ্য ও সমস্ত বিপদ মুক্ত হোক এই কামনাই করি ।।
ধন্যবাদ

২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: লাভ কি মরতে তো হবেই। বাসার খাবার খেলেও করবো, বাইরে খাবার খেলেও মরবো।

৩| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৪

মুক্তা নীল বলেছেন:
আজকের ডাইরিতে কয়েকটি বিষয় একসাথে লিখেছেন। দোয়া করি আপনার আব্বা দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং পরে সুরভীভাবিকে নিয়ে ঘুরে আসুন । বাইরে চা খাওয়া , দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এসব বন্ধ হবে না।

২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

৪| ২১ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনি শক্ত হোন, আপনার সামনে অনেক সমস্যা।

গ্যাষ্ট্রিক হলে, আপনাকে চা একেবারে বন্ধ করে দিতে হবে, খাবার কম করে খেতে হবে, মসলা একেবারে বন্ধ, খাবার ৫ মিনিট আগে ও খাবারের ১০ মিনিট পরে, সামান্য জিনজার এইল, বা সেভেন-আপ খাবেন; দোকানের কোন খাবার খাবেন না; কিছুক্ষণ পরপর পানি খাবেন।

২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: স্যলুট আপনাকে একদম ডাক্তার এর মতো কথা গুলো বললেন।
অবশ্যই মেনে চলবো। কিন্তু সমস্যা হলো ভুলে যাই যে!

৫| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, আপনার আব্বার সুস্বাস্থ্য কামনা করছি এছাড়া আপনাকে সকল প্রকার চিন্তা থেকে মুক্ত থাকার জন্য অনুরোধ করছি।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: চিন্তা এমন এক জিনিস, না করতে চাইলেও কখন যে টুক করে মাথার মধ্যে এসে পড়ে!

৬| ২১ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

মাহের ইসলাম বলেছেন: আপনি তো দেখি ভালো ভেজালে আছেন।

দোয়া করি, আল্লাহ্‌ আংকেলকে তাড়াতাড়ি সুস্থ করুন।
কাটাকাটি যেন না করতে হয়, সেটাই মনে-প্রানে কামনা করছি।

কথা দিয়ে কথা রাখতে পারা একটা বড় গুণ।
অনেকেই এই গুনের রহমত থেকে বঞ্চিত হয়ে যায় , মাঝে মাঝে।

ভাবী কি ভালো চা বানায়?
অবশ্য আমি নিজেও রাস্তার চা খুব পছন্দ করি।
ঢাকা কলেজের উলটা পাশে লোহার গেটের কাছে একজন বসে।
ঐদিকে গেলে, সেখানে এক কাপ চা না খেলে অতৃপ্তি রয়ে যায়।

শুভ কামনা রইল।
কলকাতা যান, আর অন্য কোথাও দোয়া করি যেন ভালো সময় কাটে।

ভালো থাকবেন।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ৮:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে একদম মায়ের পেটের ভাইয়ের মতো মন্তব্য করেছেন।

৭| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ৯:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো বিপদে আছেন দেখছি। তবে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: আমিন।

৮| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:২০

ঢাকার লোক বলেছেন: মনে হচ্ছে বিভিন্ন সমস্যার মাঝে আছেন, দোআ করি আপনার আব্বা শীঘ্র ভালো হয়ে বাসায় ফিরে আসুন, আর অন্যান্য ঝামেলারও আশু অবসান হোক !!

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৩৯

আনমোনা বলেছেন: ভালো থাকুন। মনে সাহস রাখুন।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়ের সময়টা এখন ভালো যাচ্ছে না। কিন্তু ধৈর্য হারালে চলবে না। ঠান্ডা মাথায় পরিস্থিতির সামাল দিতে হবে। আশা করি শীঘ্রই সব সমস্যা মিটে যাবে। আঙ্কেলের দ্রুত আরোগ্য কামনা করি।

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১১| ২১ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:
আপনার আব্বার আশু রোগমুক্তি কামনা করছি ।


অনেক কথার মাঝে আকাশে তাকিয়ে নানা কথা ভাবছি
এটাই ভাল লেগেছে বেশী । আপনার পরিবারের মত
এই নাগরিক জীবনে সকলেরই সমস্যা ।আপনার মত
তাই এখন আকাশের দিকে তাকিয়ে সভ্যতার প্রতি
রবিন্দ্রনাথের কবিতার কথাই মনে পড়ছে বেশী করে

দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর
হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,
দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি,
গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান,
সেই গোচারণ, সেই শান্ত সামগান,
নীবারধান্যের মুষ্টি, বল্কলবসন,
মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন
মহাতত্ত্বগুলি। পাষাণপিঞ্জরে তব
নাহি চাহি নিরাপদে রাজভোগ নব--
চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার,
বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার,
পরানে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন
অনন্ত এ জগতের হৃদয়স্পন্দন।


শুভেচ্ছা রইল

২১ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১২| ২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৪

নতুন নকিব বলেছেন:



আপনার বাবার আশু রোগমুক্তি কামনায় দুআ থাকলো। পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন।

২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: আমিন।

১৩| ২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৭

নতুন নকিব বলেছেন:



এক থেকে দেড় কেজি ওজনের একটি ইলিশের দাম হাজার টাকার উপরে। এদেশের গরিবদের জন্য এখন আর ইলিশ নয়।

২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: নিজের দেশের মাছ। বাম্পার ফলন মানে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়েছে। তাই এত দাম হওয়া উচিত না।

১৪| ২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গরীব মানুষ সব সমস্যার মূল। তাদেরকে প্রবাসে পাঠিয়ে দেয়া দরকার।

২২ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: প্রবাসে যেতেও টাকা লাগে।

১৫| ২২ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার পোস্ট কাল রাতে পড়েছি। লগ ইন করি নাই বলে মন্তব্য করা হয়ে উঠেনি
সরি

আল্লাহ আপনাকে আপনাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করুন।
নামাজ পড়বেন
আল্লাহ তাআলা সকল বিপদ থেকে বাঁচাবেন

২২ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.