নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকর সাদা মিথ্যা- ১০৬

২৩ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৪



১। আকাশে ওড়ার সময় একটি কবুতরের সঙ্গে একটি কাকের দেখা হল।
কবুতর কাককে জিজ্ঞেস করল: ‘তুমি কোথায় যাচ্ছ?’
কাক বলল: ‘আসলে আমি কোথাও যেতে চাই না। কিন্তু কেউ আমার কণ্ঠ পছন্দ করে না। তাই সবার কাছ থেকে দূরে কোথাও চলে যাচ্ছি।’ কবুতর বলল: ‘তোমার প্রচেষ্টা ব্যর্থ হবে। কারণ, তুমি যেখানেই যাও সেখানেই কেউ না কেউ থাকবে এবং তোমার কণ্ঠস্বরও পরিবর্তিত হবে না।’

২। ভালবাসা বড়ই আজব!! যদি ছেলেটি বোঝে তাহলে মেয়েটি বুঝবে না। আবার যদি মেয়েটি বোঝে তাহলে হয়তো ছেলেটি বুঝবে না। কিন্তু যখন দুজনই বোঝে, তখন আর এই পৃথিবী বুঝতে চায় না!

৩। যখন তুমি কোনো বড় জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি বড় হয়ে যাবে; আবার যখন তুমি কোনো ছোট জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি ছোট হয়ে যাবে। তাই বলি, মানুষের মন ছোট-বড় হয় না, ছোট-বড় হয় তার চিন্তা।

৪। মানুষের জীবনে জ্ঞান বা ভালো পরামর্শ হলো মূল্যবান পাথরের মতো। এ-জিনিস যতো বেশি সম্ভব সংগ্রহ করা উচিত। জ্ঞান যত বেশি হবে, মানুষ ততো আলোকিত হবে, হবে মনের দিক দিয়ে ধনী। অবশ্য জ্ঞানের পিপাসা কখনো মেটে না। আফসোস থেকেই যায়। কিন্তু যতোটা সম্ভব জ্ঞান অর্জন করে যাওয়া উচিত। সেক্ষেত্রে দিন শেষে আফসোসের মাত্রা কম হবে।

৫। এক সময় ঢাকা শহরের আকাশে অনেক চিল দেখা যেত। দোকান থেকে খাবার আনার সময় প্রায়'ই ছোঁ মেরে নিয়ে যেত। আজকাল আর দেখা যায় না। তার মানে চিল বসতে পারে এমন সব গাছপালা কেটে ফেলা হয়েছে। পাখি কমেছে। জীবজন্তু কমেছে। বাড়ছে শুধু বড় বড় দালান। সামনে আমাদের ভয়াবহ দুঃসময়।

৬। সারাদিন অফিস শেষ করে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, রাতের খাবার হোটেল খেয়ে- অনেক রাতে বাসায় ফিরলেন। বাসায় কেউ নেই। খালি বাসা। আপনার পরিবার গেছে তার বাপের বাড়ি।
আপনার বিছানায় বিশাল এক সাপ! বিষাক্ত সাপ। এই সাপ ছোবল দিলে অথবা আপনাকে পেচিয়ে ধরলে মুহুর্তের মধ্যে মৃত্যু নিশ্চিত।
আপনি জানেন না আপনার বিছানায় সাপ। আপনি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে, বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়লেন। তারপর....

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বলেন কি। তবে কাকেরর কণ্ঠস্বর অবশ্যই মিষ্টি । সেটা শোনার মত মন থাকতে হবে।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: ভরা পেটে সবই ভালো লাগে।

২| ২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৬

ইসিয়াক বলেছেন: আমি জ্যান্ত জোড়া সাপ এর উপরে শুয়েছিলাম। সাপের শরীর ভীষণ ঠান্ডা হয়। ৬নং টা পড়ে আমার এখনো ভয়ে অন্য রকম অনুভূতি হচ্ছে। সেই কথা আর ভাবতে চাই না। উফ্‌্‌্‌্‌্‌্‌।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: সেই ঘটনাটা লিখেই ফেলুন।

৩| ২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৩

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: সিনেমার নায়ক নায়িকাদের প্রতি আমার কখনই আগ্রহ সৃষ্টি হয়নি।
এক বন্ধু আমাকে প্রায়ই বলতো, আমি নাকি দেখতে আমির খানের মতোন।

এ ব্যপারে একটা পোষ্ট হয়ে যাক । হিহিহি

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
কোনো এক সময় লিখব।

৪| ২৩ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



আপনার মাঝে সাপের ভয় কাজ করছে

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: সব সাপ বিষাক্ত না।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: সব সাপ বিষাক্ত না।

৫| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

নীলপরি বলেছেন: ৪নং বেশ লাগলো ।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছোটবেলা থেকেই মানুষের সাপের প্রতি ব্যাপক ভীতি তৈরি হয়।

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: গ্রামের ছোট ছেলে মেয়েরা সাপ নিয়ে খেলা করে। আমি নিজের চোখেই দেখেছি।

৭| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

শাহিন বিন রফিক বলেছেন:



২নং কি আপনার জীবন থেকে নেওয়া?

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: না।

৮| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১০

শায়মা বলেছেন: তারপর সাপটা শ্রীদেবী হয়ে তোমাকে নাগিন নাচটা দেখাতে মেঝেতে নামলো! :)

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: হা হা হা-----

৯| ২৩ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: কাক নাকি একবার ময়ুর হতে চেয়েছিলো। কিন্তু মুশকিল হলো, তার তো পেখম নেই। কী আর করার! ময়ুরের মতো বেঁকে বেঁকে হাঁটতে শুরু করলো, মানে নাচার প্রচেষ্টা আর কী! একসময় দেখা গেল, সে স্বকীয়তা হারিয়ে ফেলেছে। মানে, আগে যে রকম হাঁটতো, সে রকম পারছে না। কষ্টের না ব্যাপারটা?

২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: কাক কিন্তু ভালো।
সে আমাদের অনেক উপকার করে।

১০| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দোয়েল পাখির চেয়েও অনেক বেশি উপকারী পাখি।

২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:১৯

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৫৩

সুপারডুপার বলেছেন: আপনার ব্লগ পড়ার পর কাকের ডাক ইন্টারনেটে খুঁজতে গিয়ে যা পেলাম : =p~ =p~ =p~
Detail: Click This Link
=< কাককে যদি ক্রো ক্রো শব্দ করে ডাকতে শুনেন তাহলে শ্রবণ কর্তার জন্য খুবই শুভ হয়।

=< যদি কাক কেয়া কেয়া শব্দ করে ডাকে এই অঞ্চলের মানুষের জন্য অমঙ্গলজনক হয়ে থাকে - সমাজের কোন বিশিষ্ট ব্যক্তির মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে।

=< কাক যদি কল কল শব্দ করে ডাকে তা হলে দেশের জন্য মঙ্গলজনক নিত্য প্রয়োজনীয় জিনস আরো সুলভ হয়। অর্থাৎ উৎপাদন বেশি হয়।

=< কাক যদি কুঁই কুঁই শব্দ করে ডাকে তাহলে শ্রবণকারীর ধননাশ ঘটে এবং কষ্ট পায়।

=< কাক কি কি শব্দ করে ডাকলে তা শ্রবণকারীর জন্য অতীব অশুভ হয়ে থাকে কোন অঘটনও হতে পারে।

=< কাক কোঁন কোঁন শব্দ করে ডাকলে তা পরিবারের জন্য খুবই মঙ্গলজনক, পরিবারের কোন সদস্যের আকস্মিক মৃত্যু হতে পারে।

=< কাক যদি ক্রোড়ন শব্দ করে তাহলে ঘরে ঝগড়া ও অশান্তি হয়ে থাকে বা বিনা কারণে আপনার প্রতিবেশীর সাথে বিবাদ হতে পারে।

=< কাক যদি ক্রেন ক্রেন শব্দ করে ডাকে তাহলে খুব শীঘ্রই কোন সুন্দরী নারীর সাথে আপনার অন্তরঙ্গ সম্পর্ক হবে।

=<আর যদি কাক ক্লীন ক্লীন শব্দ করে ডাকে তাহলে বুঝতে হবে শীঘ্রই আপনার কোন নিকট আত্মীয়ের মৃত্যু হবে।

তাই মনোযোগ দিয়ে কাকের ডাক শুনুন। =p~ =p~ =p~

২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২১

রাজীব নুর বলেছেন: ওরে বাবা----

১২| ২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার প্রথম পোষ্টে মন্তব্য করা হয়নি। তাই আজ এসে মন্তব্য করে গেলাম।

২৪ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইজান।
ভালো থাকুন।

১৩| ২৪ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: ছয় নম্বর বাদে বাকিগুলো ভালো লাগলো। দুই নম্বরটির পরিশীলতা অত্যন্ত ব্যাপক।
আর ছয় নম্বরটা নিয়ে ভাবতে চাইনা। খুব বিদঘুটে লেগেছে।হাহাহা

২৪ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: দাদা, ধন্যবাদ।
আসলে আমি তো আপনার মতোন করে লিখতে পারি না।
আমি বুঝি আমার লেখা খুব এলোমেলো আর অগোছালো। তারপরও যে আপনি আমার লেখা পড়েন বা মন্তব্য করেন এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার।

১৪| ২৪ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আসলে আমি যেটা বলতে চাইছিলাম 6 নম্বরে বেডে সাপের আগমন আমার কাছে কেমন অস্বস্তিকর লাগছিল। ব্যক্তিগতভাবে আমি সাপকে প্রচন্ড ভয় পাই। একবার উড়িষ্যা বেড়াতে গিয়ে চন্দনেশ্বর বিচে যাওয়ার পথে রাস্তায় গাড়ি রেখে আমাদের একটি জঙ্গলের মধ্যে ঢুকতে হয়েছি। পথে যেতে যেতে দেখেছিলাম উইপোকার বড় বড় টিভি। কোন একটি স্থানে একজন সাপুড়ে তার মধ্যে হাত চালিয়ে বড় কুচকুচি একটা সাপ বার করলেন। কাল মোটা কেঁচোর মত চকচক করছিল সাপটি। আমার প্রচন্ড ভয় করেছিল দৃশ্যটি দেখে। সেদিনও সাপুড়ে বলেছিলেন সাপটি নাকি নির্বিষ। কিন্তু এমন বিদঘুটে চেহারা যে আমি রীতিমত ভয় পেয়ে গেছিলাম।

ভায়ের লেখা আমার বরাবরই ভালো লাগে। নতুন করে আর কিছু বলার নাই। কিছু কিছু লেখার কনটেন্ট ভীষণ ভালো। সুতরাং এই নিয়ে মান অভিমানের কোন প্রশ্নই ওঠেনা ।

২৪ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: দাদা, সাপে বিষ থাক আর না থাক। সাপ আমি প্রচন্ড ভয় পাই।

মান অভিমান না দাদা। আপনি আমার পোষ্ট পড়েন। মন্তব্য করেন এটা আমার খুব খুব খুব ভালো লাগে। খুব আণন্দ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.