নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নবী রাসুল

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩



হযরত আলী (রাঃ) স্ত্রীর উপর রাগ এলে ওযু করেন, মাটিতে গড়াগড়ি দিয়ে নিজের ক্রোধ দমনের চেষ্টা করেন।

আল্লাহ তাআলা সর্বযুগে সব জাতির কাছে নবী-রাসুল প্রেরণ করেছেন। তবে চার জন শ্রেষ্ঠ রাসূলের নিকটে আল্লাহ প্রধান চারটি 'কিতাব' প্রদান করেন। আদম (আঃ) থেকে মুহাম্মাদ (সাঃ) যুগে যুগে যে অসংখ্য নবী রাসূল প্রেরন করেছেন তাদের মধ্য থেকে মাত্র ২৫ জন নবীর নাম আল্লাহ পবিত্র কুরআনে গুরুত্ত্বের সাথে উল্ল্যেখ করেছেন একজন নবীর গায়ে মোট ৪০ জন পুরুষের সমান শক্তি থাকে। অনেক নবীর আশ্চর্যজনক শারিরীক শক্তির কথা কোরআন হাদীসে পাওয়া যায়। যেমন দাউদ আলাইহিস সাল্লাম উনার সময়ের কাফের বাদশাহ জালুতকে জিহাদের ময়দানে মাত্র ৩ টা পাথরের টুকরার আঘাতে হত্যা করে ফেলেছিলেন। যদিও বাদশাহ জালুতের পুরা শরীর লোহার বর্ম দ্বারা ঢাকা ছিল।

ইসলামের অনুসারীরাও বিশ্বাস করেন তাদের কয়েকজন নবী-রাসুলের আল্লাহর অনুগ্রহে অলৌকিক ক্ষমতা ছিল, যাকে বলা হয় 'মাজেজা'। রাসুলদের জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যেমনঃ হযরত নুহের কিস্তি দ্বারা উদ্ধার, হযরত মুসা তার কওমকে নিয়ে সমুদ্র পারি দেওয়া। যে কোনো নবীর জন্মের সময় ও তার কিছু আগে এবং পরে অলৌকিক নানা ঘটনা ঘটেছে, যাতে সাধারাণ মানুষ আল্লাহর নবীকে মেনে নেয়ার জন্য প্রস্তুত হতে পারে।

হযরত মুসা আলাইহিস সাল্লাম বনী ইসরাইল বংশের এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ফেরাউনের গোত্রের একব্যক্তিকে সামান্য একটা চড় মেরেছিলেন। আর মুসা আলাইহিস সাল্লামের সামান্য একটি চড়ের আঘাতেই ঐ ব্যক্তিটি মারা যায়। খন্দকের যুদ্ধে পরিখা খননের সময় যেই পাথর সকল সাহাবীরা সম্মিলিত ভাবেও ভাঙতে পারছিল না সেই পাথর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাত্র ৩ টা হাতুড়ির আঘাতে চূর্ন বিচূর্ন হয়ে যায়।

মক্কার রুকানা নামক একজন বড় কুস্তিগীর ছিল। যাকে হযরত ওমর রাযিয়াল্লাহু আনহু থেকে শুরু করে কেউ কুস্তিতে হারাতে পারেনি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই রুকানা কুস্তীগীরকে পরপর ৩ বার কুস্তিতে হারিয়েছিলেন যা দেখে মক্কার সকল কাফেররাও অবাক হয়ে গিয়েছিল। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শারিরীক শক্তি আমাদের থেকে অনেক অনেক বেশি ছিল এতে কোন সন্দেহ নাই। একজন পুরুষ যদি তার শারিরীক শক্তির তুলনায় একটি বিয়ে করেন তাইলে তো সেই হিসাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আরো অনেক গুলি বিয়ে করার কথা।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০০

ইসিয়াক বলেছেন: ব্যস্ততা। দুপুরে কথা হবে।
শুভসকাল

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: ব্যস্ত থাকা ভালো।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কিতাব গুলো কি আল্লাহ সুবহানাতায়ালা মুদ্রিত বই আকারে দিয়ে ছিলেন? তিনি যদি মুদ্রিত বই আকারে পাঠাতেন তাহলে সেটাই হত সবচেয়ে ভালো একটি ব্যাপার।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা----------

এখন কি মুখে তুলে খাইয়ে দিতে হবে??!!

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের সব মানুষেরই রাগ বেশী। তাহলে তো 16 কোটি মানুষ সব সময় মাটিতে গড়াগড়ি খাবার কথা। রাগ কমানোর একটি ভালো উপায় হলো পুকুরের পানিতে নেমে গোসল করা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে পুকুর কম।
বাথটাবে নামলে হবে??

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: পত্তম পত্তম ভাববেছিলাম যে লোকটার হইলো কি। শেষে এসে বুঝলাম যে ল্যাঞ্জা সোজা সোজা ভাব হইলেও সোজা রাখা কঠিন!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


নবীদের সাথে সৃষ্টিকর্তার কি যোগাযোগ ছিলো?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: হা হা হা----------

এখন কি মুখে তুলে খাইয়ে দিতে হবে??!!

আপনার এই মন্তব্যটি কোন লজিক নেই। একেবারেই অপ্রাসঙ্গিক একটি মন্তব্য করেছেন। ধন্যবাদ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: আসলে আমার গেছে আউলায়ে।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

ঢাকার লোক বলেছেন: নবী রসুল পীর আউলিয়াদের "মাজেজা" সম্বন্ধে আমাদের সমাজে অনেক গল্প চালু আছে যার অধিকাংশই বানোয়াট ভিত্তিহীন! এগুলোর সত্যতা সম্বধে ভাল করে জেনে নিবেন।
তাছাড়া, ঢাকার জনজীবন, আপনার ক্যামেরায় তোলা ছবি সম্পর্কিত লেখাগুলোইত বেশ হয়!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে হাত চুলকায় তাই এমন লেখা প্রসব হয়ে যায়।
এরপর থেকে সাবধান হবো।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:১৭

শাহিন-৯৯ বলেছেন:




আমার মনে আপনার এই ধরণের লেখা থেকে বিরত থাকা উচিত, আর ইসলামের বিষয় যদি লিখেন তাহলে কিতাবের নাম পৃষ্ঠাসহ দিবেন। ওয়াজ শুনে তা নিয়ে লেখা ঠিক হবে না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: সহমত।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন:
ঢাকার লোক বলেছেন: নবী রসুল পীর আউলিয়াদের "মাজেজা" সম্বন্ধে আমাদের সমাজে অনেক গল্প চালু আছে যার অধিকাংশই বানোয়াট ভিত্তিহীন! এগুলোর সত্যতা সম্বধে ভাল করে জেনে নিবেন।
তাছাড়া, ঢাকার জনজীবন, আপনার ক্যামেরায় তোলা ছবি সম্পর্কিত লেখাগুলোইত বেশ হয়! - সহমত।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।
একমত।

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৩১

গরল বলেছেন: এটা কি কোন রম্য পোষ্ট নাকি ঠিক বুঝলাম না B:-) :-P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: বহু আগের ঘটনা তো, এ যুগে রম্যই মনে হয়।

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নবী ও রাসূলদের ক্ষমতা সম্পর্কে সব মুসলিমই জানেন। তাই এখানে হাস্য-রস বা সন্দেহের অবকাশ নেই।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: জ্বী অবশ্যই।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১০

খোলা মনের কথা বলেছেন: আপনি জাতে মাতাল তালে ঠিক রাখা ম্যাঁওম্যাঁও ব্লগার। ইনিয়ে বিনিয়ে এটা ওঠা লিখেন আবার যখন সিগন্যালের কাছে এসে ধরা খেয়ে যান তখন আমি বুঝি না বা মাথায় ঢুকে না এমন কথা গুলো বলে মন্তব্য মুড়ো মারেন। কেউ কিছু বোঝে না তাই মনে করেন? নিজেকে অনেক চালক মনে করলেও নিন্ম শ্রেণীর চালাক লোক আপনি....

১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: চালাক তো হতে চাই নি। বুদ্ধিমান হতে চেয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.