নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৩৪

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮



১। সেইসব সহজ সারল্যর দিন মরে গেছে কবে। জীবন এখন বড়ই কমপ্লিকেটেড, কুটিল, জটিল এবং আর্বতময় হয়ে গেছে।

২। বাংলা সাহিত্যে কেবল মেয়েদেরই রুপের বর্ণনা থাকে। তবে কবিতার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটেছে। অনেক নবীনা মহিলা কবির কলমে পুরুষ এক বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। আফটার অল, প্রজাতি হিসেবে পুরুষও তো একেবারে ফেলনা নয়। তাছাড়া নারীর পূ্র্ণতার জন্য তো পুরুষকে দরকারও আছে। তবে কোনো বিশেষ পুরুষের সান্নিধ্য ছাড়াই হয়তো মেয়েরা ভবিষ্যতে পূ্র্ণতা পাবে। আধুনিক পৃথিবীতে আধুনিক নারীর সংখ্যা ক্রমশই বাড়তে থাকবে।

৩। চূড়ায় কি করে উঠতে হয় তা নিয়ে ভাবতে হয় না। চূড়ায় উঠতেই হবে, শুধু এটাই ভাবতে হয়।

৪। ধর্মের সমালোচনা মানুষকে মোহমুক্ত করে।
ফলে সে চিন্তা ও কর্মে জাগ্রত হতে পারে। মোহমুক্ত মানুষ তার সত্তাকে সুন্দর করে গড়ে নিতে পারে। সে তখন তার সম্বিত ফিরে পায়, বুঝতে পারে সে নিজেই সূর্য এবং নিজের অক্ষপথে আবর্তিত হয়। ধর্ম কেবল কাল্পনিক সূর্য বা মায়া-সূর্য। মানুষ যতক্ষন না চারিদিকে পরিক্রম করে ততক্ষন সে মায়া-সূর্য মানুষের চারিদিকে আবর্তিত হয়।

৫। সবকিছু বুঝলেই যদি যন্ত্রনার উপশম হতো!
অজস্র দুঃখ অপমানের গল্প শুনলেই যদি ফিরে আসতো অপার শান্তি!
সব কিছুই আ্মরা হিসাব করে মিলাতে চাই। আরে....বাবা মানুষের মন হলো হিসাবের বাইরের জিনিস। তবে মেয়েরা ক্ষমা করে আসছে বলেই টিকে আছে সমাজ- সংসার।

৬। বাঙালি ভাবপ্রবণ ও কল্পনাপ্রিয়।
তাই বাঙালি যখন কাঁদে, তখন কেঁদে ভাসায়। আর যখন হাসে তখন সে দাঁত বের করেই হাসে। যখন উত্তেজিত হয়, তখন আগুন জ্বালায়। তার সব কিছুই মাত্রাতিরিক্ত। কিন্তু কোনটাই দীর্ঘস্থায়ী নয়। কালো পিঁপড়ের মতো বাঙালি অতি চালাক। আমাদের দেশে চিরকাল নতুন চিন্তা জন্ম নিয়েছে। কিন্তু লালন পেয়েছে সামান্য। আমরা মহৎ পুরুষেদের মহা অবদানের ফলভোগে ধন্য হতে পারিনি। তবু যখন আমরা স্মরণ করি- রামমোহন, ঈশ্বরচন্দ্র, তীতুমীর, দুদু মিয়া, রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্গবন্ধু এদেশেরই সন্তান, তখন নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাই।

৭। কোনো মানুষই ভালো নেই, সুখে নেই।
মানুষের দিকে তাকালেই আমি তা টের পাই। আমি কান পেতে শুনি তাদের বুকে কত দুঃখ, কত ঝড়, কত না পাওয়ার হাহাকার। আমি জানি, তাদের কত বিপদ-আপদ, নানান রকম যাতনা পোহাতে হয়, কারো অর্থ কষ্ট, কারো পুত্র কন্যাকে নিয়ে, কারোবা ভুল মানুষ অনুপ্রবেশ করায় সংসার ভেঙ্গে গেছে, চাকরির লাঞ্ছনা, জীবিকার গ্লানি, লাছের মানূষের কপটতা। তাই, মানূষকে কখনো আমি দোষ দেই না। তার উপর মন খারাপ করি না। এই মানুষকে আমি কতবার আড়ালে দুহাতে মুখ ঢেকে কাঁদতে দেখেছি। কেউ যখন আমার দিকে চোখ তুলে তাকায়, আমি দেখি তার চোখে কত বর্ষা জমা হয়ে আছে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৩

ইসিয়াক বলেছেন: ৩নম্বরটা ভালো লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আসলেই জীবন বিচিত্র।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: হুম। এরকমই হয়।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪

রাশিয়া বলেছেন: ধর্মের আবার সমালোচনা কিভাবে করে? ধর্ম তো ধর্মই - বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আপনি ধর্মীয় রীতিনীতির সমালোচনা করতে পারেন। কিন্তু প্রতিটি ধর্মের উদ্দেশ্যই মহৎ। ধর্ম যারা পালন করে, তারা অন্যায় কাজ কম করে। ধর্মকে যারা অস্বীকার করে, তারা অন্যায় কাজও বেশি করে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: আমি তো মনে করি ধর্মওয়ালারাই দেশটারে খাইলো।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: খুব অল্প সময়ে এবং পরিশ্রমে ব্যতীত বিখ্যাত হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ধর্ম সমালোচনা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: তা-ও ঠিক।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৫

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আজকে সব গুলোই ভালো লাগলো। কিছু শেখা হল, কিছু জানা হল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৮

রুদ্র আতিক বলেছেন: উত্তেজনার আগুনে জ্বলে ওঠা এক শলাকা সিগারেটের স্থায়িত্ব বড় জোর পাঁচ মিনিট ! সত্যি আমাদের মাত্রা জ্ঞান কম, আরাম করে পুড়ে মরবার জন্যও তো সিগারেট ব্যাটাকে ন্যূনতম দশ মিনিট সময় দিতে হবে !

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

আমি সাজিদ বলেছেন: এই সিরিজটায় আপনি খুব সাবলীল। আমার মনে হয় আপনার বেশ গভীরতা আছে। ভালো থাকুন। ভালো রাখুন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.