নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৬৬

১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৮



১। এক লোক পানিতে ডুবে যাচ্ছিল।
জানে না সে সাঁতার। সে অনেক্ষন চিৎকার করল কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে বাঁচানোর মত। পানিতে খাবি খেতে খেতে তার হাতে একটা মাছ ধরা পড়ল। সে মাছটাকে জোরে ডাঙ্গার দিয়ে ছুঁড়ে মেরে বলল, "আমি তো সাঁতার জানি না রে, তাই নিজের জীবন বাঁচাতে পারলাম না। কিন্তু তোকে মরতে দিব না, তুই অন্তত নিজের জীবনটা বাঁচা!

২। কেউ হয়তো চায়, উনার ড্রইংরুমে একটা হরিণের কাটামুণ্ডু শিং উঁচিয়ে ভয় দেখাক। আমি চাই, আমার ড্রইংরুমে একসেট রবীন্দ্রনাথ থাকুক।

৩। তোমাকে নিয়ে যে ছোটখাটো তামাশা করেছি ক্ষমা করো হে বিধাতা, আমাকে নিয়ে যে তোমার বিরাট ঠাট্রা ক্ষমা করে দেবো আমিও তা।

৪। সমস্ত পৃথিবী আজ স্বার্থের বেড়াজালে বন্দি। সমাজ ভাববাদের অন্ধকারে নিমর্জ্জিত। আলোর একান্ত অভাব। শুধু নক্ষত্রের আলোয় পৃথিবী আলোকিত হয় না,জ্ঞানের আলোরও প্রয়োজন আছে।

৫। একটা বট গাছের তলায় দুইটা লোক বসে ছিলো। একজন অন্ধ আর একজন বোবা। প্রশ্ন হলো ওই গাছ থেকে একটা আম পড়লে কে আগে পাবে?

৬। বুদ্ধিজীবি হতে হলে টকশো করতে হয়। বেশ কয়েকটা টকশো করতে পারলেই আপনি ব্যপক পরিচিতি পাবেন, সবচেয়ে বড় কথা আপনি বুদ্ধিজীবি হয়ে যাবেন। যদি কোনো চ্যানেল আপনাকে না ডাকে তাহলে টাকা দিবেন। বাপ বাপ করে আপনাকে ডাকবে।

৭। ভালোয় ভালোয় ভালো হয়ে যান। আপনি কোন দল করেন বা কতো বড় পদে থেকে কোন দায়িত্ব পালন করে দেশ ও মানুষকে উদ্ধার করছেন তা দেখার টাইম নাই। যতো অর্থ দুর্নীতি করে যতোজন ধনী হয়েছেন, তাও ফিরিয়ে দেন দেশ ও মানুষকে। নয়তো ভোগ করে যেতে পারবেন না। আপনাদের ভোগ করতে দেয়া হবে না।
আমরা কে কোন দলকে সাপোর্ট করি সেটা বিবেচ্য নয়।বিবেচ্য বিষয় হলো দেশকে এই মুহূর্তে দুর্নীতি ও রাহু মুক্ত করতে হলে মাননীয় প্রধান মন্ত্রীকে সহযোগিতা করতে হবে।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৯

এম ডি মুসা বলেছেন: রীতিমতো নিজের জীবন না বাঁচিয়ে
তবুও লোভ ছাড়া হয়না।
৫ অন্ধে পাবে।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: ৫ ভুল বললেন।

২| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: ১। এক লোক পানিতে ডুবে যাচ্ছিল।
জানে না সে সাঁতার। সে অনেক্ষন চিৎকার করল কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে বাঁচানোর মত। পানিতে খাবি খেতে খেতে তার হাতে একটা মাছ ধরা পড়ল। সে মাছটাকে জোরে ডাঙ্গার দিয়ে ছুঁড়ে মেরে বলল, "আমি তো সাঁতার জানি না রে, তাই নিজের জীবন বাঁচাতে পারলাম না। কিন্তু তোকে মরতে দিব না, তুই অন্তত নিজের জীবনটা বাঁচা!
--এটা ভালো।

২। কেউ হয়তো চায়, উনার ড্রইংরুমে একটা হরিণের কাটামুণ্ডু শিং উঁচিয়ে ভয় দেখাক। আমি চাই, আমার ড্রইংরুমে একসেট রবীন্দ্রনাথ থাকুক।
--রাজীব সৃজনশীল মানুষ।

৩। তোমাকে নিয়ে যে ছোটখাটো তামাশা করেছি ক্ষমা করো হে বিধাতা, আমাকে নিয়ে যে তোমার বিরাট ঠাট্রা ক্ষমা করে দেবো আমিও তা।
--হুমম।

৪। সমস্ত পৃথিবী আজ স্বার্থের বেড়াজালে বন্দি। সমাজ ভাববাদের অন্ধকারে নিমর্জ্জিত। আলোর একান্ত অভাব। শুধু নক্ষত্রের আলোয় পৃথিবী আলোকিত হয় না,জ্ঞানের আলোরও প্রয়োজন আছে।
--নব্য বিপ্লবী

৫। একটা বট গাছের তলায় দুইটা লোক বসে ছিলো। একজন অন্ধ আর একজন বোবা। প্রশ্ন হলো ওই গাছ থেকে একটা আম পড়লে কে আগে পাবে?
--রাজীব পাবেন, বটগাছের সকল আম তাঁর জন্য।

৬। বুদ্ধিজীবি হতে হলে টকশো করতে হয়। বেশ কয়েকটা টকশো করতে পারলেই আপনি ব্যপক পরিচিতি পাবেন, সবচেয়ে বড় কথা আপনি বুদ্ধিজীবি হয়ে যাবেন। যদি কোনো চ্যানেল আপনাকে না ডাকে তাহলে টাকা দিবেন। বাপ বাপ করে আপনাকে ডাকবে।
--বাস্তবিক বটে

৭। ভালোয় ভালোয় ভালো হয়ে যান। আপনি কোন দল করেন বা কতো বড় পদে থেকে কোন দায়িত্ব পালন করে দেশ ও মানুষকে উদ্ধার করছেন তা দেখার টাইম নাই। যতো অর্থ দুর্নীতি করে যতোজন ধনী হয়েছেন, তাও ফিরিয়ে দেন দেশ ও মানুষকে। নয়তো ভোগ করে যেতে পারবেন না। আপনাদের ভোগ করতে দেয়া হবে না।
আমরা কে কোন দলকে সাপোর্ট করি সেটা বিবেচ্য নয়।বিবেচ্য বিষয় হলো দেশকে এই মুহূর্তে দুর্নীতি ও রাহু মুক্ত করতে হলে মাননীয় প্রধান মন্ত্রীকে সহযোগিতা করতে হবে।
--অপরিপক্ব বিপ্লবী


১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ।

৩| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ৫। একটা বট গাছের তলায় দুইটা লোক বসে ছিলো। একজন অন্ধ আর একজন বোবা। প্রশ্ন হলো ওই গাছ থেকে একটা আম পড়লে কে আগে পাবে?

১ম কথা : বট গাছে আম না ধরলেও আম পরতে পারে।
২য় কথা : যদি কোনো কারণে আম পরে তাহলে কে আগে খাবে সেটা বলা যায় না। তবে লোক দুজনের সামনে আমটি পরলে আগে দেখবে বোবা লোকটি এবং সেই আগে তুলতে পারবে।
৩য় কথা : এবার বোবা লোকটির উপর নির্ভর করে কে আগে খাবে। বোবা নিজে আমটি না খেয়ে অন্ধকে দিয়ে দিতে পারে।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: ওরে বাবা---

৪| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৯

চাঁদগাজী বলেছেন:



দেশের দুর্নীতি, এটা সরকারের অর্থনীতির একটা নীতি

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: একটু বুঝিয়ে বলুন। বুঝতে পারছি না।

৫| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৫। একটা বট গাছের তলায় দুইটা লোক বসে ছিলো। একজন অন্ধ আর একজন বোবা। প্রশ্ন হলো ওই গাছ থেকে একটা আম পড়লে কে আগে পাবে?

খানসাবের জন্য আমটা বরাদ্দ দিলাম।
আপনি নিয়ে মজা করে খাব্নে। আমাদের
কোন আফসোস নাই। লাগলে আওয়াজ দিয়েন
দুধ পাঠিয়ে দেবো !!
=p~

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: আমি শুধু হিমসাগর আমি খাই। অন্য কোনো আম খাই না।
তাছাড়া দুধ দিয়ে আম আমি খাই না।

৬| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ব্লগে লেখার কারণে আপনি সুস্থ্য আছেন।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।

৭| ১২ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি কি এখনো বেকার আছেন।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: জ্বী।
ক্ষমতাবান মামা চাচা যার নেই সে তো বেকারই থাকবে।

৮| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:০৮

নেওয়াজ আলি বলেছেন:
১) মানুষ লোভী। ২) গান মনকে কে সতেজ ও সজীব রাখে। ৬)এখন সাহেদ এবং ডাঃ সাবরিনা সবচেয়ে বড় বুদ্ধিজীবী । ৭) ধরা না পড়লে সোহাগী আর ধরা পড়লে মাগী।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।

৯| ১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। একটা মেয়ে পানিতে ডুবে যাচ্ছে। একটা লোক পানিতে নেমে সাতার কেটে তাকে উদ্ধার করলো। সবাই খুব তার প্রশংসা করতে লাগলো। কিছুক্ষন পর লোকটা বলছে ' আমার প্রশংসা করেন ঠিক আছে। কিন্তু আমারে ধাক্কা দিয়া পানিতে ফেলাইসিল কে কন তো? ' :)
২। হরিনের কাঁটা মুণ্ডু ড্রয়িং রুমে রাখলে বন্যপশু হত্যার জন্য যে আইনে সালমান খানের বিরুদ্ধে মামলা হয়েছিল ওটা হবে।
৩। আল্লাহর প্রতি ধৃষ্টতা পূর্ণ মন্তব্য। এখনই তওবা করেন।
৪। চাঁদ আর সূর্য চোখে দেখেন না।
৫। গাঁজাখুরি কথা। বটগাছ থেকে আম পড়বে কিভাবে। রাত্রে আপনার ঘুম ঠিক মত হচ্ছে না।
৬। এটা একটা বাস্তব কথা বলেছেন। আমাদের রিজেন্ত এর মালিক এভাবেই বুদ্ধিজীবী হয়েছেন।
৭। প্রধানমন্ত্রিকে সহায়তা করার জন্য অনেক ধরণের লীগ আছে। বেশী কিছু বলা ঠিক হবে না। আকল মন্দকে লিয়ে ইশারাহি কাফি হেয়।

১২ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: ৬ রিজেন্ট এর মালিক নিশ্চয়ই শাহেদ একা না। আরো অনেকেই আছেন।
৭। প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে সারা দেশ। তিনি অবশ্যই এঁকে এঁকে সব দূর্নীতিবাজকে ধরবেন। তবে দুদক কোনো কাজের না।

১০| ১২ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০২

করুণাধারা বলেছেন: যে প্রশ্ন আমার মনে ছিল তা দেশপ্রেমিক বাঙালি করে ফেলেছেন, উত্তরও পেয়ে গেছি!

১২ ই জুলাই, ২০২০ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: কান্না।

১১| ১২ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

জুন বলেছেন: প্রথম ঘটনায় আমারও একটা জোক্স মনে পরলো। এক সাতার না জানা লোক পানিতে পরে চিতকার করছে "আমি সাতার জানি না, আমি সাতার জানি না"। দুই মাতাল তীরে বসে ছিল, লোকটার চেচামেচি শুনে একজন আরেক জনকে বলছে "সাতার জানে না ভালো কথা কিন্ত সেটা আবার এত চেচিয়ে চেচিয়ে বলার কি হলো! " /:)
আম পাবে বোবা লোকটা কারন সেতো চোখে দেখে।

১২ ই জুলাই, ২০২০ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: হা হা হা

১২| ১২ ই জুলাই, ২০২০ রাত ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বট গাছে একটি কাক বসেছিল। তার মুখে ছিল একটা আম। সেই ভুল করে আমটি নীচে ফেলে দিল।
এছাড়া বট গাছ থেকে আম পড়ার কোন উপায় দেখি না।

১২ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।

১৩| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫০

পান্হপাদপ বলেছেন: ভালোয় ভালোয় ভালো হোয়ে যাওয়া উচিত আমাদের ।

১৩ ই জুলাই, ২০২০ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১৪| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৩:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ও কিছু বাস্তবতা।

১৩ ই জুলাই, ২০২০ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.