নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৭২

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১১:৩৯



১। পাঁচ অক্ষরের একটা ইংরেজি শব্দ, যার সাথে আরো দুইটা অক্ষর যোগ করলে শব্দটা বরং আগের চেয়ে আরো ছোট হয়ে যায়। শব্দটা কি?

২। ধর্মের আফিমে লক্ষ লক্ষ লোককে আজও উন্মাদ করা যায়- এই আধুনিক যুগে এসেও!

৩। দুইজন ধূমপায়ীর একজনের লাইটারের আগুনে অন্যজন সিগারেট ধরালেই একে অপরের বন্ধু হয়ে যায়!

৪। মেয়েদের একটা ব্যাপার খুব অদ্ভুত। তারা খুব সহজেই নিষ্ঠুর হয়ে যেতে পারে না। তারা চায় একই সাথে তার চারপাশের মানুষগুলোকে খুশি রাখতে। তারা দুই দিকেই সব্যসাচি হতে চায়, অর্থাত্‍ দুই নৌকায় পা দিয়ে রাখে। সুতরাং সবসময় তাদের মধ্যে একটা দ্বিধা কাজ করে । সবাইকে খুশি রাখতে গিয়ে কখন যে সে তার প্রিয় মানুষকে কষ্ট দিয়ে ফেলে বুঝতেই পারে না। কিন্তু ধ্রুব সত্য হচ্ছে আপনি কখনই পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষকে খুশি রাখতে পারবেন না। সুতরাং তাকেই খুশি রাখুন যে আপনার কাছে অনেক বেশি মূল্যবান।

৫। একটি গাছ দিয়ে কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরী করা যায়, আবার একটি মাত্র ম্যাচের কাঠি দিয়ে কয়েক লাখ গাছ পুড়িয়ে দেওয়া যায়।

৬। ঢাকা শহরে সবচেয়ে অভাবী শ্রেণী হলো বাড়িওয়ালারা। প্রতিবছর বাড়িভাড়া না বাড়ালে তাদের পেটের ভাত জোটে না।

৭। আলী ও নিনু একটি বিশ্বখ্যাত উপন্যাস। এটি প্রথম প্রকাশ পায় জার্মান ভাষায় ১৯৩৭ সালে, ভিয়েনা থেকে। এ-বই অনূদিত হয়েছে ২৯টি ভাষায়, ৮৭টিরও বেশি সংস্করনে। টাইম ম্যাগাজিনে বইটি নিয়ে লেখা হয়েছে- প্রগাঢ় প্রেমের অনবদ্য দলিল। দুটি ভিন্ন সংস্কৃতির অবিশ্বাস্য সুন্দরতম দ্বন্দ্ব ও সহাবস্হান।

৮। সুর্য পূর্ব দিকে উঠে পশ্চিম এসে ডুবে যায়। চাঁদ উঠে অন্ধকার পৃথিবীকে আলোকিতো করতে। কেন হয় এসব?
আমার জানতে ইচ্ছা করে না। এসব জেনে ফেলা মানেই পৃথিবীর প্রতি ভালোবাসা থাকবে না আর, পৃথিবীর মানুষের এ পৃথিবীর প্রতি আর আগ্রহ থাকবে না। এসব থাক না অজানা।

৯। যখন আমাদের কথা বলা উচিত তখন আমরা নীরব থাকি।
আমাদের যখন নীরব থাকা উচিত তখন আমরা কথা বলি।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১১:৫৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রথমটার উত্তর short । এর সাথে দুটি অক্ষর er যোগ করলে হয় shorter । ফলে এটা আগের চেয়ে ছোট হয়ে যায়।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৩:৪৬

রাজীব নুর বলেছেন: না এটা না।

২| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১১:৫৪

পদাতিক চৌধুরি বলেছেন: মোটের উপর ভালো-মন্দে মেশানো।
একে পারবোনা। চেষ্টা করা বৃথা তাই...
দুই নো কমেন্ট।
তিন অভিজ্ঞতা নাই।
চার বিতর্কিত।
পাঁচ বিষয়টি বোঝার...
ছয় সম্ভবত ভাই ঢাকা শহরের একজন বাড়িওয়ালা।
সাত বিষয়টি খুবই চিত্তাকর্ষক। তবে লেখকের নামটি জানতে ইচ্ছে করছে।
আট এই কারণে ছোটবেলার আমার পড়াশুনা করতে ইচ্ছে হতোনা। লেখাপড়া শেষ নাই, লেখাপড়া শেখা বৃথা তাই।
নয় আমাদের মধ্যে স্ববিরোধিতা সকল সময় বিরাজমান।

০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: দাদা অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। smaller
২। ভোগ বিলাসিতার আফিমও কম যায় না।
৩। ধূমপায়ীদের মধ্যে বন্ধুত্ব হওয়া সহজ।
৪। সুরভি ভাবীর সাথে কোনও গণ্ডগোল হোল নাকি?
৫। সব দোষ বারুদের। কাঠি আর গাছ নিমিত্ত মাত্র।
৬। চমৎকার বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন
৭। বাংলা ভাষা সম্ভবত অষ্টম, ভাষাভাষী লোকের সংখ্যা অনুযায়ী। বইটা নিশ্চয়ই বাংলাতে আছে।
৮। এসব আপনি স্কুলে থাকতেই জেনেছেন তাই এখন আর ভুলতে পারবেন না।
৯। আমরা সুবিধাবাদী তাই এমন করি।

০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: সাড়ে চুয়াত্তর আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

৪| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনি ঢাকার অর্থনীতি, ব্যবসায়িক, সামজিক, পরিবেশ, মানুষের জীবন নিয়ে লিখলে কেমন হয়?

০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: আমি যা জানি তা লিখতে পারি না।৷ কিছু লিখলেই তা কারো না কারো বিপক্ষে যাবেই।

৫| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৩:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবককিছু মিলিয়েইতো লিখছে, এখানে কি নেই।
২, ধার্মিক কখনো আধুনিক হয় না
৩, ধূমপায়ীদের ভাল দিক
৮, একটা জ্ঞানের কথা অন্যটা ভাবের কথা।
৯, অন্যায় দেখলে কথা বলাউচিত,অন্যে কথা বললে নীরব থাকাউচিত

০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: হুম ঠিকই বলেছেন।

৬| ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৩০

বিএম বরকতউল্লাহ বলেছেন: মিথ্যেরা হয় সাদা
কী যে বলেন দাদা!

০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: মিথ্যা দুই রকম হয় সাদা আর কালো।

৭| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৪

দেবদাস বাবু বলেছেন: যত আধুনিক হচ্ছে ততই আরো ধর্মান্ধতা বাড়ছে, বিশেষ করে অনলাইনগুলোতে দেখলে বোঝা যায়।

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: সহমত।

৮| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:২০

ভুয়া মফিজ বলেছেন: ব্লগ দার্শনিক......রাজীব নুর!!! :)

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: এক হিসেবে প্রতিটা মানুষই দার্শনি।

৯| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৬। আপনার তো আর বাড়ি ভাড়া দিতে হয় না।
আপনার চিন্তা কি ।
আপনি থাকেন বিনা ভাড়ায়।
হোটেল পিত্রালয়।

০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ভাড়া দিতে না হলেও আমার অন্যান্য অনেক খরচ আছে।

১০| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা বাসা ভাড়া করে থাকে তাদেরও কিন্তু অন্যান্য খরচ আছে।
অন্যান্য খরচ খালি আপনার একার নয়।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!!!!
আপনার সাথে পারা যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.