নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি খুব সুখী

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৬




ধরে নিলাম, বিশ্বের সবচেয়ে দামী গাড়িটির মালিক আপনি
স্বর্ণের বা ডায়মন্ডের অনেকগুলো হাত ঘড়ি আছে আপনার
পৃথিবীর সেরা ব্যান্ডের পোষাকে আপনার আলমারি ভর্তি
আপনার গাড়ি, বাড়ি, জমি, সম্পত্তির কোনো অভাব নেই
এতকিছুর পরও জীবন আপনাকে অসুখী করে তুলবে!
কারণ আপনি মৃত্যুকে জয় করতে পরবেন না!
ভাগ্য ভালো হলে, বড়জোর একশ বছর বাঁচবেন
দুইশো বছর তো নয়।

পৃথিবীর সব ধনীর একটাই আক্ষেপ-
তারা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি মৃত্যুকে জয় করতে চাই!
মৃত্যুকে জয় করা যায় না, তবে অমর হয়ে থাকা যায়
মহৎ কোন একটি ভালো কাজের মধ্য দিয়ে! .
সবচেয়ে বড় সত্য হলো- মানুষ এই কারণে অসুখী নয় যে,
তারা মৃত্যকে জয় করতে পারে না
মানুষ অসুখী কারণ তাদের চাওয়া-পাওয়ার শেষ নেই।

আমার কোনো চাওয়া পাওয়া নেই
দুনিয়াতে আমার কোনো সম্পদ নেই
কিন্তু আমি সুখী!
আমি খুব সুখী, কারন আমি ডাল- ভাত হাসি মুখে খাই
আমি খুব সুখী, কারন আমি বাসে ঝুলে-ঝুলে গন্তব্যে যাই
আমি খুব সুখী, কারন আমার আলমারি ভর্তি জামা কাপড় নেই
আমি খুব সুখী, কারন ব্যাংকে আমার কোনো টাকা নেই
আমি খুব সুখী, কারন আমার ঘরে এসি নেই
আমি খুব সুখী, কারন এত নেই-নেই এর মাঝেও স্ত্রীর মুখে হাসি
আমি খুব সুখী, কারন সারাদিন বাইরে কাজ শেষ করে
ঘামে ভেজা ক্লান্ত শরীরে- বাসায় ফেরার পর, স্ত্রী দৌড়ে এসে জড়িয়ে ধরে!
আমি খুব সুখী কারন, বিছানায় মাথা রাখ মাত্রই আমি ঘুমিয়ে যেতে পারি
আমি খুব সুখী কারন, কলমি শাক দিয়ে এক থালা ভাত খেয়ে ফেলতে পারি
আমি খুব সুখী কারন, আমার কোনো পাওনাদার নেই
আমি খুব সুখী কারন আমি কোনোদিন দূর্নীতি করি নাই
আমি খুব সুখী কারন, আমার জাহান্নামের ভয় নেই।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে কোন মানুষই ইচ্ছা করলে সুখ অনুভব করতে পারে ।
এটা অনেকটাই ব্যক্তিগত কৌশল মাত্র।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: আপনি অনেক ভুলের মধ্যে আছেন বড় ভাই। আপনার কাউন্সিলিং দরকার।

২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধ্যানে গিয়ে 'আমি খুব সুখী' এই অটোসাজেশন বার বার দিলে আমাদের অবচেতন মন নিজেকে সুখী ভাবতে থাকে। ইংরেজিতে বলতে হবে ' everyday in every way I am getting better and better'. তবে সব দুঃখ এই সাজেশনে ভোলা যাবে না।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৩| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আপনি অনেক ভুলের মধ্যে আছেন বড় ভাই। আপনার কাউন্সিলিং দরকার।


আগে তো ভুলগুলো বলেন। ভুল গুলো বোঝার চেষ্টা করি ।
তারপরে না হয় কাউন্সেলিং করবেন।

সেই মানুষই সেরা যে অন্য মানুষের ভুল সহজভাবে ধরিয়ে দেয় এবং সেটা শুধরানোর উপায় বের করে দেয়।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: সে তো অনেক কথা। সব বলতে গেলে ঝগড়াও হয়ে যেতে পারে। একদিন লাইভ এ আসবো আপনার সাথে। তখন না হয় সব আলোচনা হবে।

৪| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে সামান্য পরিমাণ সুখী মানুষ আছেন, হয়তো; বেশীরভাগ মানুষের সুখ নেই।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের অল্প কিছু মানুষ সুখী।
বেশীর ভাগই অসুখী। সবচেয়ে মজার কথা- এই দেশে ধনীরাও সুখী না। এমন কি দূর্নীতি করে হাজার হাজার কোটী টাকার মালিক হয়েও তারা খুশী না।

৫| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আল্লাহকে স্মরণ রাখুন সর্বদা
তিনি যা করেন তা ভালোর জন্য
এই বিশ্বাস অন্তরে রাখুন। দেখবেন
সুখের কমতি নাই। অল্পতেই চাহিদা
পুরণ হবে। মনে আসবে প্রশান্তি।

পেয়ারাটা কি আপনার গাছের ??
এটার মালিক কে?

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: পেয়ারাটা আমার গাছের।

এবার অনেক পেয়ারা হয়েছে। অবশ্য যত্নটা অনেক করেছি। কিন্তু দুঃখের বিষয় কে বা কারা যেন সব গুলো পেয়ারা চুরী করে নিয়ে গেছে। খুব খারাপ লেগেছে আমার।

৬| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুখের আর কিছু বাকি রাখেন নাই।
সুখ বলতে যে যাহা বলে( বুঝে) তাহাই সুখ, রামেনদ্র সুনদর ত্রিবেদী
গাছের এমন সুন্দর পেয়ারা থাকতে আর কি চাই।

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: কিন্তু পেয়ারা গুলো সব চুরী হয়ে গেছে। ২৫ টা পেয়ারা। আমাদের বাড়ির চারদিকে চার টা বাড়ি। সব গুলো ছাদ একসাথে লাগানো। খুব যত্ন নিয়ে ছিলাম।

৭| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




সুখ কি বাজারে কিনতে পাওয়া যায়? দাম কতো?

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: না সুখ কিনতে পাওয়া যায় না।
সুখ তৈরি করে নিতে হয়। ভালোবাসা দিয়ে, মেধা দিয়ে, ভালোত্ব দিয়ে।

৮| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২২

শেরজা তপন বলেছেন: খুব ভাল- অবশেষে আমরা জানলাম আপনি একজন চরমতম সুখী মানুষ :)

০৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: সব কিছু মিলিয়ে আমি সুখী।

৯| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪৩

দেবদাস বাবু বলেছেন: সুখ দুঃখের মাঝেইতো মানুষের জীবন, তবে সুখে থাকতে মানুষ যথেষ্ট চেষ্টা করে।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বাবু ভাই।

১০| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫৯

কলাবাগান১ বলেছেন: মিথ্যা কথা বলা কমান...এটা কোন ছাদের পেয়ারা গাছ না...ভাল করে দেখলেই বুঝা যায় মাটিতে রোপা পাশে টিনের ছাদ...আপনার কোনদিন ২৫ টা পেয়ারাও ছিল না আর কেউ সব পেয়ারা চুরি ও করে নাই...মানুষ এত খারাপ হয় নাই (যারা ছাদ শেয়ার করে, তারা কোনদিন এটা করবে না)

গ্রীস নাকি গ্রামে চাষাবাদ? ঈদে কাজের মেয়েকে আপনার কিনে দেওয়া জামার ছবি দিলেন না যে (আপনি আর সুরভি ভাবী সহ)

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: এক কাজ করুন আপনি আমার বাসায় আসুন। নিজের চোখে দেখে যান। আপনার মনে অবিশ্বাসটা খুব বেশি।

১১| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৮

নাসরীন খান বলেছেন: সাধারণ।সহজ কথায় নিজের অভিব্যক্তির প্রকাশ।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক ধরেছেন।

১২| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: চারিদিকে শুধু নেই নেই নেই তার মধ্যে নিজেকে সুখি ভাবা খুব সহজ কথা নয়। ভায়েরে সুখীত্ব যেনো জীবনভর থাকে।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.