নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই সমাজ- ৩১

১২ ই আগস্ট, ২০২০ ভোর ৪:১৪



আমি কখনও দুপুরে ঘুমাই না।
ঘুম আসে না। আজ দুপুরে ভাত খেয়ে বিছানায় যেতেই শুনলাম পাশের বাসায় খুব কান্নাকাটি হচ্ছে। মনটা খুব খারাপ হলো। নিশ্চয় রফিক চাচা মারা গেছেন। শুনেছি তিনি খুব অসুস্থ। অথচ গত সপ্তাহে তার সাথে বাজারে দেখা হয়েছিল। তার দুই হাত ভরতি বাজার। আমাকে জোর করে ধরে চা খাওয়ালেন। নানান রকম গল্প করলেন।

মৃত্যু একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
যদিও নিত্যনৈমিত্তিক। তবু প্রতিটি মৃত্যুই যেন মানুষকে কিছু বলতে চায়। মৃত্যু নিয়ে ভাবতে-ভাবতে সিড়ি নিচে নামতেই এলাকার দু'টো ছেলের সাথে দেখা। তাদের বললাম, যাও মসজিদ থেকে খাট নিয়ে আসো। রফিক চাচা মারা গেছেন। হুজুরকে বলো- মাইকে যেন একটা ঘোষনা দিয়ে সবাইকে জানিয়ে দেন।

রফিক চাচার ঘরে ঢুকেই দেখি দুই ভাইবোন খুব কাঁদছে।
দশ বারো বছরের দু'টো ছেলে মেয়েকে কাঁদতে দেখে খুব মায়া লাগছে। তাদের কি শ্বান্ত্বনা দেব আমি? এই রকম পরিস্থিতিতে আমি একেবারেই সামাল দিতে পারি না। তবু ছেলেমেয়ে দু'টোর মাথায় হাত রেখে বললাম, কান্না করো না। আল্লাহর কাছে দোয়া করো। সবাইকেই একদিন চলে যেতে হয়। আমরা আছি তোমাদের সাথে।

এমন সময় আমাকে প্রচন্ড অবাক করে দিয়ে- রফিক চাচা ঘরে ঢুকলেন। ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কান্নাকাটি কিসের? ছেলেমেয়ে দু'টো বাবাকে জড়িয়ে ধরে বলল- টিকটিকি দেখে খুব ভয় পেয়েছি বাবা। তাই কান্নাকাটি করছি। আমি কি করবো বুঝতে পারছি না! একটা দৌড় দিয়ে কোথাও পালিয়ে যাওয়া দরকার এই মুহুর্তে।

আমি আস্তে করে, চোরের মতোন সিড়ি দিয়ে নিচে নেমে এলাম। ছেলে দু'টো আমার কথা রেখেছে- নিচে নেমেই দেখলাম মৃত মানুষকে বহন করার খাট। শুনতে পেলাম, মসজিদের মাইকে ইমাম সাহেব বলছেন, অদ্য বেলা তিন ঘটিকায় রফিক সাহেব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ আছর তার জানাজা অনুষ্ঠিত হবে।

আমি দৌড়াচ্ছি।
চোখ মুখ খিচিয়ে দৌড়াচ্ছি। রফিক সাহেব আমার পেছনে। তার হাতে একটা লাঠি। আমি জানি, রফিক চাচা আমার সাথে দৌড়ে পারবেন না। ছোটবেলায় স্কুলে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে একটা কাঁচের প্লেট পুরস্কার পেয়েছিলাম। এই বুড়ো বয়সে রফিক চাচা বেশ ভালো দৌড়াতে পারেন। অবশ্য আমি তার চেয়ে ভালো দৌড় পারি।

(রিপোষ্ট)

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৪৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: এই নিয়ে অন্তত আরও ৩ বার পোস্টটি পড়েছি আগে।

এই নিয়ে অন্তত আরও ৩ বার পোস্টটি পড়েছি আগে।

এই নিয়ে অন্তত আরও ৩ বার পোস্টটি পড়েছি আগে।

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: না তিনবার পড়েন নি।
এর আগে পোষ্ট টি একবার দিয়েছি।

২| ১২ ই আগস্ট, ২০২০ ভোর ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



রিপোষ্ট করার দরকার কেন,আপনি ঢাকায় যা দেখেন , সেটা থেকে সামান্য লিখলেই ছলে।

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: ওকে আর রিপোষ্ট করবো না।

৩| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ কল্পনিক রাজীব দা

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: কাল্পনিক না, বাস্তব।

৪| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার অনেক ধৈর্য্য।

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: হতে পারে।

৫| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৬

অরণি বলেছেন: এই ব্লগে থেকে আপনার কি পরিমান ইনকাম হয়? Please don't mind.

১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: ব্লগ থেকে ইনকাম করেই তো আমার সংসার চলছে।

৬| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৪

অরণি বলেছেন: মজা করলাম। আপনি খুব ভালো মানুষ।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: সত্যি?
কি খাবেন বলুন?

৭| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষের মৃত্যু নিয়ে কৌতুক করতে নেই।
পৃথিবীতে মানুষ একবারই আসে।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আমি বারবার আসবো। একবার আসলে আমার পোষাবে না।

৮| ১২ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর রম্য রচনা (তবে মৃত্যু নিয়ে তামাশা না করাই উত্তম)। রি পোস্ট হলেও আমার জন্য আনকোরা।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: সাড়ে চুয়াত্তর মুভি টা আবার দেখলাম। ভালো লেগেছে। সহজ সরল সুন্দর একটা সিনেমা।

৯| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৪

সোহানাজোহা বলেছেন: মজাদার গল্প। খুবই মজাদার গল্প।

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: বাস্তব গল্প।

১০| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৫

ইসিয়াক বলেছেন: অরণি বলেছেন: এই ব্লগে থেকে আপনার কি পরিমান ইনকাম হয়? Please don't mind.

ব্লগে থেকে কারো কোন ইনকাম নাই। কিন্তু মনের শান্তি আছে।ভালো লাগা আছে।

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: বন্ধু ঠীক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.