নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বের অপেক্ষায় বসে থেকো না, তুমি তোমার কাজ করে যাও

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫৪




আমি খুব ফুর্তিবাজ মানুষ।
যতদিন বেঁচে থাকব হাসি আনন্দ নিয়েই বেঁচে থাকতে চাই। আচ্ছা, আমি যদি হুট করে মরে যাই? তখন মানুষ আমার বিচার করবে- লোকটা ভালো ছিল, কেউ বলবে লোকটা বদ ছিল। মৃত্যু ব্যাপারটা খুব অদ্ভুত এবং রহস্যময়! সব প্রিয় মানুষ ছেড়ে কোথায় চলে যাব কে জানে! মৃত্যু চিন্তা তো খুব স্বাভাবিক চিন্তা। এই চিন্তাই তো মানুষকে জীবনের প্রতি আগ্রহী করে তোলে। মৃত্যুর পর কবরে মুনকার আর নকীর সাহেব আমার জীবন তচনচ করে দিবেন। নানান রকম প্রশ্ন করবে, উত্তর কি দিতে পারবো? যদি নিউটনের সুত্র গুলো জিজ্ঞেস করে তাহলে সমস্যা নাই। খুব সহজেই বলে দিতে পারবো। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব সম্পর্কে জিজ্ঞেস করলে কিছু বলতে পারবো। এই সব দিয়ে মুনকার আর নকীর আমাকে আটকাতে পারবে না।

আমার মৃত্যুর পরের অবস্থাটা নিয়ে আমি খুব চিন্তা করি।
আমার মা আর সুরভি খুব কাঁদবে। কিছুদিন পাগলের মতো হয়ে যাবে শোকে। সুরভি আমার মৃত দেহ নিয়ে যেতে দিবে না, খাট ধরে চিৎকার করে কাঁদবে। তবে এই তীব্র শোক এক সময় কেটে যাবে। চোখের পানি মুছে একসময় হেসে উঠবে। এক সময় আমার কথা আর তার মনেই থাকবে না। এমনকি আমার বাবা, মা, ভাই তাদের কাছেও আমার অভাবটা মুছে যাবে। শোক মানুষের দীর্ঘদিন থাকে না। দিন যত যায়, শোক তত হালকা হতে থাকে। একজন শোকার্ত ব্যক্তি হয়তো কল্পনা করতে পারেন, মৃত ব্যক্তির কথা শোনা যায়, উপস্থিতি অনুভব করা যায় কিংবা তাকে দেখা যায়।

মৃত্যুর পর আমি কি ভূত হয়ে যাবো?
নাকি শুধু মাত্র আত্মা হয়ে ঘুরে বেড়াবো। যেভাবেই হোক আমি আমার প্রিয় মানুষদের সাথে থাকতে চাই। প্রিয় মুখ গুলো না দেখে থাকতে পারব না। মুনকার আর নকীরের কাছ থেকে আমার আত্মা কবে ছাড়া পাবে? মৃত্যুর পর কেয়ামত পর্য্যন্ত রূহের অবস্থান- আসমানে না যমীনে? পৃথিবীতে মানুষ পা ফেলেছে ২ লাখ বছর আগে। বিজ্ঞানের দৃষ্টিতে মৃত্যুর পর মানুষের অস্তিত্ব বিষয়ে কোনো গবেষণা তেমনভাবে হয়নি। সাধারণত হৃৎপিণ্ড কাজ বন্ধ করে দিলেই মৃত বলে ধরে নেওয়া হয়। যারা ধর্ম তৈরি করেছে তারা সবাই একটা বড় ভুল করে গেছে।

মানুষের জীবন আসলে একটা চক্র।
এই চক্ররের শেষ নেই। একটা মানুষ জন্মায়, বড় হয়, লেখাপড়া শিখে, রোজগার করে, বিয়ে করে, সন্তান হয়, টাকা জমায়, বাড়ি করে, তারপর বুড়ো হয়ে একদিন মরে যায়। এই সামান্য কর্মকান্ডের জন্য আমাদের জন্মানোর খুব দরকার ছিল না। জন্মালাম কেন? কে আমাকে বুঝিয়ে দিবে অর্থহীন এই জীবনের প্রকৃত মানে? দার্শনিক এরিস্টটোলের কাছে জীবনের মানে ছিল সুখী হওয়া। আলভার্ট কেমুসের কাছে জীবনের একমাত্র মানে ছিল- জীবনের মানে না খোঁজা। পৃথিবীতে মানব জাতিকে পাঠানোর নির্দিষ্ট কারন কি? আমাদের সবার চোখেই বড় স্বপ্ন থাকে। বাস্তবতা একসময় হানা দেয়, যা আমরা হতে চাই তা আর হয়ে ওঠা হয় না।

I’m asking why
Nobody gives an answer
I’m just asking why
Just tell me why
Why it has to be like this


---—Enigma’s song ‘Why’

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি মরে গেলে কষ্ট লাগবে তখন ব্লগে প্রতিদিন আপনার পোস্ট পাবোনা।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: এটা কোনো বিষয় না।

২| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:২৭

নেওয়াজ আলি বলেছেন: যাহা কিছু জীবনে পেয়েছি তাই সন্তুষ্ট থাকাই সুখ । সুন্দর জীবন গড়লে পরিবারের সাথে অন্যরাও কাঁদে মরণের পর।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: জ্বী আলি ভাই।

৩| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহ্‌ বলেছেন 'ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু'
অর্থ; আমি জীন ও মানুষকে সৃষ্টি করেছি এজন্য যে তারা আমারই এবাদত করবে।

মানুষ হোল আল্লাহর খলিফা বা প্রতিনিধি।

'স্মরণ করো, যখন তোমার প্রভু ফেরেশতাদের বলেছিলেন : আমি পৃথিবীতে খলিফা বানাতে/নিযুক্ত করতে চাই।' -সূরা ২ বাকারা : আয়াত ৩০।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: হাস্যকর কথা।

ইবাদত করে মানুষের রুটি রুজি হয় না। মানুষকে বেঁচে থাকার জন্য খেতে হয়। আয় করতে হয়। একযুগ ইবাদত করলেও মানুষের ঘরে খাবার চলে আসবে না। সস্তা আবেগের কথা এই আধুনিক যুগে বাদ দিতে হবে।

৪| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ নিজেই ঈশ্বরের স্রষ্টা।
মানুষ নিজেই ঈশ্বরকে তৈরি করে।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: রাইট। বড় ভাই।

৫| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


মানুষের কষ্ট হয়, যখন ১ জন মানুষ বুঝেন যে, তার সময় ফুরিয়ে গেছে; মৃত্যু কখন হয়, মানুষ জানে না।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: মৃত্যুর ঠি আহ মুহুর্তে মানুষ বুজতে পারে সে মারা যাচ্ছে।

৬| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মুজিব রহমান বলেছেন: মৃত্যু সম্পর্কে বিজ্ঞানীরা কথা বলেছেন। আত্মার অস্তিত্ব বিজ্ঞান খুঁজে পায়নি এবং তারা বলেন, প্রাণির চলার জন্য আত্মার প্রয়োজন নেই। এসব ভাবনাটা চেতনার সাথেই মিলে থাকে। যারা ভূত বিশ্বাস করে না তারা রাতে রাস্তায় ভূত দেখেও না। যারা বিশ্বাস করে তারাই দেখে। বাস্তবিক ভূত বলে কিছেু নেই।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: আমি ভূত ভয় পাই। অথচ ভূত বলে কিছু নাই।

৭| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যতদিন সম্ভব সুন্দরভাবে বেঁচে থাকতে হবে।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: জ্বী।অবশ্যই।

৮| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩ নং প্রশ্নের উত্তর দেখে মনে হয় ,” তোমার সবই ছিল জানা”

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: হে হে----

৯| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




শিরোনামের সাথে লেখার সাজুয্য না থাকলেও বক্তব্য ফিলোসোফিকাল।
বাস্তবও বটে!

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: শিরোনাম কোনো বিষয় না। ভিতরের জিনিস টাই আসল।

১০| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩২

অন্তরা রহমান বলেছেন: বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু খুব বড়জোর এক বছর...

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: না এতটা হবে না। আরো কম হবে।

১১| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার প্রার্থিব জীবনের আচরণই আপনাকে রিটার্ন করা হবে।
আপনি যে ভাবে ভাবছেন তার আগে যদি এমনটা ভাবেন আপনাকে যাদের ভালো বাসেন তাদের কেহ চলে গেলে আপনার মনের দখলটা কেমন যাবে তখনই এই উত্তরটাও সহজ হয়ে যাবে।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি।

ধন্যবাদ। ভালো থাকুন।

১২| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ৩:০০

কানিজ রিনা বলেছেন: পৃথিবীর মানুষ যখন নরকের দ্বারে দাঁড়িয়ে আছে। মানুষ যখন পৃথিবীটাকে নরক বানিয়ে ফেলেছে। তখন পৃথিবীর পরের জীবন কিভাবে স্বর্গ হবে? আমরা যদি এই পৃথিবীটাকে স্বর্গ বানাতে না পারলাম তখন পরের জীবন স্বর্গ হবে কি করে?

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৩:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

১৩| ১৪ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার,

কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোথেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকে না?
হাতির কেন পালক নেই?
গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই?
সোডার বোতল খুল্লে কেন ফসফসিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি, মাথায় যাদের টাক পড়ে?
ভূত যদি না থাককে তবে কোথেকে হয় ভূতের ভয়?
মাথায় যাদের গোল বেধেছে তাদের কেন 'পাগল্ কয়?

কতই ভাবি এ-সব কথা, জবাব দেবার মানুশ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই!

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম।

১৪| ১৫ ই আগস্ট, ২০২০ সকাল ৯:২৩

বিপ্লব06 বলেছেন: ব্রাউজিং হিস্টিরি ডিলিট কইরা মরতে পারলেই হপে!

আচ্ছা, মুনকার-নকিররে বলা যায় না যে "নো-কমেন্ট, উত্তর দিমু নাহ!"? এমনিতেও, লাউ ওমনিতেও কদু!!!

১৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: উত্তর না দিতে পারলে মুনকার আর নকীর মারবে। খুব মারবে।

১৫| ১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:৩২

জাওয়াত আররাজ বলেছেন: সবকিছুতেই বড় সন্দিহান।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪০

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

১৬| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৯

সাহাদাত উদরাজী বলেছেন: মৃত্যু নিয়ে অনেক চিন্তা করি, ভেবে কুল পাই না। তবে চরম সত্য এই যে, আপনার লাশ খাটিয়াতে থাকাবস্থায় আপনার পাশেই কেহ হাসবে! শোক চার দিন, কিছু মানুষ সব সময়েই মনে রাখবে, তেমন প্রকাশ করবে না, সে হচ্ছে পিতামাতা (যদি বেঁচে থাকেন) ও সন্তানেরা।

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.