নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দূর্নীতি

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৬



দুর্নীতি যারা করছে, তারা ইচ্ছামত করছে।
কোন শাস্তি হয় না। পার পেয়ে যাচ্ছে। সুতরাং তারা বেপোরোয়া হয়েছে। পৃথিবীর যেসব দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সেগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১২ তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফগানিস্তানে। এরপরই বাংলাদেশের অবস্থান। দুর্নীতি যে একটা শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধে যে সবার জন্য আইন সমান, সেই ধারণা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতি দমন কমিশন সম্প্রতি কিছুটা সক্রিয় হলেও তাদের তৎপরতা নিম্ন এবং মাঝারি পর্যায়ে। তারা উচ্চ পর্যায়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন না। হয়তো আইনের দুর্বলতা ও সীমাবদ্ধতা আছে।

বিশ্বে এমন কোন দেশ নেই যেখানে দুর্নীতি হয় না।
শেখ মুজিব দুর্নীতিকে দেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখন দেশ পরিচালনা করছেন। দুর্নীতির বিরুদ্ধে তিনিও সোচ্চার। দুর্নীতির কারণে প্রতি বছর কমপক্ষে ২০ হাজার কোটি টাকার জিডিপি (মোট দেশজ উৎপাদন) হারাচ্ছে দেশ। দুর্নীতি করে তারাই যারা সরকারের সঙ্গে যুক্ত। সুতরাং সরকার যদি প্রশ্রয় না দেয় তাহলে দুর্নীতি কমবে। কেন দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না? যে দল ক্ষমতায় বা সরকারে থাকে, তাদের দলের নেতাকর্মীরা কিংবা দলীয় ছত্রছায়ায় অনেকেই দুর্নীতি করেও পার পেয়ে যায়। বিএনপির আমলে ফালু কালু মালু খুব দূর্নীতি করেছে। কি হয়েছে তাদের? তারা তো বেশ ভালোই আছে। এখনও দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। দামী গাড়ি হাকাচ্ছেন।

দুর্নীতিবাজদের বাংলার মাটি থেকে উত্খাত করা কখনও সম্ভব না।
মানুষ চোর হয় বাধ্য হয়ে, প্রায়ক্ষেত্রেই। সমাজে যখন অভাব, চোরের অভাব হবে না সেইটাই নিয়তি। অভাব মোচনের জন্যে যা করা লাগবে সেইটাই করবে মানুষ। একবাক্যে, অভাবই দুর্নীতিকে বাড়ায়। শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান ছাড়া দেশের প্রতিটি সরকার প্রধান দুর্নীতিগ্রস্ত। সাধারণ খেটে খাওয়া মানুষ গুলি দুর্নীতি পরায়ন না! দুর্নীতিগ্রস্ত হচ্ছেন শিক্ষিত সমাজের একটি বিশেষ অংশ যারা সংখ্যাই কম। যাদের সকলেই প্রায় সরকারি কর্মকর্তা ও কর্মচারী? দূর্নীতি কিছু দিনের জন্য সুখী হাওয়া যায়, চিরস্থায়ী সুখের জন্য প্রয়োজন সততা, ন্যায়নিষ্ঠা সত্যবাদিতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা।

'বাংলাদেশিরা এতো দুর্নীতিগ্রস্ত কেন?
দেশের প্রতি ভালবাসা না থাকায় দুর্নীতি পরিমান বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি মহান যীশুকে স্পর্শ করতে পারে নি আর তিনি তাঁর শিষ্যদেরও তাঁর মতো হতে শিখিয়েছিলেন। তিনি সফল। দুর্নীতিবাজরা ক্ষমতাসীন রাজনৈতিক দলের পরিচয় কেনে অথবা সরসরি যুক্ত থাকে। দূর্নীতিবাজরা ধরা পড়ার পর রাজনৈতিক দল তাদের অস্বীকার করে বা বহিস্কার করে। কিন্তু তাতে কিছুই হয় না। কয়েকদিন পর আবার স্বাভাবিক হয়ে যায়। দূর্নীতির কিছু ভালো দিক আছে। দূর্নীতিবাজরা দূর্নীতির টাকা দিয়ে নানান রকম ব্যবসা প্রতিষ্ঠান খুলেন। তাতে অনেক লোকের কর্মসংস্থান হয়। আমার পরিচিত একজন এক দূর্নীতিবাজের ছত্রছায়ায় থেকে গ্রামে তিনতলা বাড়ি করে ফেলেছেন। ঢাকায় বিশাল ফ্লাট ভাড়া থাকেন পরিবার নিয়ে। বেশ আছেন এখন।

যদি আমার দূর্নীতি করার সুযোগ থাকতো-
আমি কোনো দিনই দূর্নীতি করতাম না। অসৎ হওয়ার ইচ্ছা আমার নাই। তাছাড়া ইহ জগতের কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই। গাড়ি, বাড়ি, নারী, ফ্লাট, জমিজমা আর ব্যাংক ব্যালেন্স নিয়ে আমার কোনো আবেগ নেই। এসব আমি কোনো দিনই চাই নি। আমি মনে করি, অল্প কিছু দিন আমাদের আয়ু এত টাকা দিয়ে আমি কি করবো? সামান্য তিনবেলা পেট পুরে ডাল ভাত খেতে পারলেই আমি খুশি। দূর্নীতি করলে অনেক ভয় কাজ করে। আমার কোনো ভয় নেই। যা খাই তাতেই মজা পাই। বিছানায় মাথা রাখলেই মুহুর্তের মধ্যে ঘুমিয়ে যাই। এবং এই জন্য আমার জীবন আনন্দময়। প্যারা মুক্ত জীবন।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



আফগানীরা বউ ফেলে বিশ্বব্যাপী কাবুলীওয়ালা নামে ২ পয়সার ব্যসা করতো; বাংগালীরা বউ রেখে আরব যায় উট চরাতে; মিল আছে।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: শুনুন, বাঙ্গালীর সংখ্যা অনেক। দুই চারজন উট চরাতে গেলে তাতে কিছুই যায় আসে না।
সবাই যে বৌ ফেলে যায় তাও না।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৯

আমি সাজিদ বলেছেন: কার কাছে বিচার চাইবেন? সর্ষের মধ্যে ভূত সমন্ধে মনে হয় আপনার ধারনা আছে। সামনে আরও কড়াকড়ি আসছে অনলাইন অফলাইন আর যোগাযোগ মাধ্যমে। এখন যা বলার বলে ফেলুন। আসছে দিন খারাপ।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: হায় হায়--- কি বলেন। অনলাইনে কড়াকড়ি হলে তো আমার সমস্যা। আমি কিছু দুষ্টলোককে কুৎসিত গালি দিতে চাই।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আবার আপনার উপরে !!
গাড়ীর চাকা বারে বারে ঘুরে!!!

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: সব আল্লাহর ইচ্ছা।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

জাহিদ হাসান বলেছেন: দুর্নীতি বন্ধ করতেই হবে।

০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: দূর্নীতি কোনো দিন বন্ধ হবে না। নো নেভার।

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " শুনুন, বাঙ্গালীর সংখ্যা অনেক। দুই চারজন উট চরাতে গেলে তাতে কিছুই যায় আসে না। সবাই যে বৌ ফেলে যায় তাও না। "

-জাপানী, জার্মান, সিংগাপুরের লোকজনও বিদেশে কিছু সময় কাজ করেন; শুধুমাত্র বড় ধরণের প্রফেশালদের বাইরে যেতে দেয়া হয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আমাদের তো কিছু করার নাই।
দরিদ্র দেশ। মানুষ বেশি। উপায় নাই। মেধা নাই। যাও দুই চাইর জনের মেধা আছে, তারা বিদেশেই থেকে যায়।


৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৩৭

অনল চৌধুরী বলেছেন: দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ প্রতি মিনিটে উন্নত হতো, সবাই এর সুফল লাভ করতো।এখন শুধু চোররা ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত হয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: সরকার প্রতিটা অঞ্চলের তিন জন করে দূর্নীতিবাজ ধরলেও তো পারে।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা সরকারী চাকরি করেন তারা বেতন নিয়ে ভাবেন না।
তারা উপরি আয় মানে ঘুষের টাকা খরচ করে কূল পান না।
ঘুষকে আমরা মেনেই নিয়েছি মনে হয়।
কেউ এখন আর এটাকে খারাপ বলে না।

ঘুষ এখন অনেকটাই স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে । আপনি যদি কখনো বাংলাদেশে যান এবং আপনার যদি কোন সরকারী অফিসে কোন কাজ থাকে আপনি সরেজমিনে বিষয়টি পর্যবেক্ষণ করতে পারবেন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি একবার এক পুলিশকে ঘুষ দিয়েছিলেন। এটাও একটা বড় মাপের দুর্নীতি। আপনি এটা করতে পারেন না। কেননা, আপনি এক জন সচেতন মানুষ।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: পাসপোর্ট করেছি। ভেরিফিকশনে পুলিশ বাসায় এসেছে। আমার কাগজপত্র সব ১০০% সঠিক। কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু পুলিশ নানান ঘাইঘুই শুরু করেছে। শেষে কিছু টাকা দিলাম।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন, " শুনুন, বাঙ্গালীর সংখ্যা অনেক। দুই চারজন উট চরাতে গেলে তাতে কিছুই যায় আসে না। সবাই যে বৌ ফেলে যায় তাও না। "


মালয়েশিয়াতে প্রায় ১২ লাখ বাংলা কামলা আছে। তাদের বেশীর ভাগই একাকী জীবন যাপন করে। তাদের কোন পারিবারিক জীবন নেই।
আফসোস।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: ১২ লাখ মনে হয় হবে না। সংখ্যাটা আরো অনেক কম হবে।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৯

জাহিদ হাসান বলেছেন: লেখক বলেছেন: পাসপোর্ট করেছি। ভেরিফিকশনে পুলিশ বাসায় এসেছে। আমার কাগজপত্র সব ১০০% সঠিক। কোথাও কোনো সমস্যা নাই। কিন্তু পুলিশ নানান ঘাইঘুই শুরু করেছে। শেষে কিছু টাকা দিলাম।


আমি তো নিজে সেধে চা-নাস্তার টাকা ধরায়া দিছি। আমি আপনার চাইতে বড় ক্রাইম করছি তাইলে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: আমি দুইটা পাসপোর্টের জন্য দুই হাজার টাকা দিয়েছি।
লোকটা তার সংসারের নানান অভাবের কথা বলতে শুরু করেছিলো। তখন দিয়ে দিলাম,।

১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৭

আমি সাজিদ বলেছেন: একনেকে এই করোনা কালে পুকুর খনন নিয়ে হাজার কোটি টাকার প্রকল্প হচ্ছে। শামুকের বিলুপ্তি রোধে শত কোটি টাকার প্রকল্প হচ্ছে। এদিকে বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশের পরিসংখ্যান আর ডেটার বিশ্বাসযোগ্যতা নেই৷ এই বিশ্বসব্যাংকের নিউজটা বাইরের ট্রাস্টওর্দি সব মিডিয়ায় আসলেও আমাদের সব মিডিয়ায় আসে নাই। ইচ্ছা করেই কিনা জানি না। এদিকে বাইরের সাহায্য সহযোগিতার টাকা আর সারা বিশ্বে ছড়িয়ে থাকা এক কোটি বাংলাদেশীর রেমিট্যান্সের টাকায় রিসার্ভ বাড়াটা খুব রং দিয়ে প্রচার করা হচ্ছে।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: যোগ্য, দক্ষ, সৎ এবং মেধাবী লোক নেই আমাদের। যা আছে সব চোর।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

আমি সাজিদ বলেছেন: একজন আছেন যিনি একুশ ঘন্টা দেশের জন্য কাজ করেন আর তিন ঘন্টা ঘুমান৷ তার লোকেরা প্রচার করে তিনি ছাড়া দেশের সবাই চোর।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: চোরের মিথ্যা বলে। তাকে খুশি করতে চেষ্টা করে। এরা দশ মিনিট কথা বললে ত্রিশ বার তার নাম নেন।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনারা সচেতন মানুষ হয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন। দুর্নীতিকে লালন-পালন করছেন ।

দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আপনাদের সাজেনা । পোস্ট প্রত্যাহার করে নিন।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: কি করতে বলেন আপনি?

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৭

কালো যাদুকর বলেছেন: আচ্ছা জিডিপির মোট কত ভাগ দুর্নীতি হয়? সেটা বের করতে ও কি দুর্নীতি হয়নি? হয়েছে বোধ হয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: হা হা হা

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি কোন সরকারী কর্মচারীকে ঘুষ দিয়েছেন এটা আমি মন থেকে মেনে নিতে পারি না।

এটা আমাকে যথেষ্ট কষ্ট দেয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: আরে ভাই উপায় ছিলো না।
তাছাড়া এমন কেউ আছে পাসপোর্ট করেছে আর ভেরিফিকেশোনের জন্য টাকা দেয় নি?

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২

ফারহানা শারমিন বলেছেন: (দারিদ্রের দুষ্টচক্র' নামে একটি বিশেষ অর্থনৈতিক অবস্থা বিরাজ করে, যা দেশের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে। অধ্যাপক র‌্যাগনার নার্কস বলেন, 'দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন কিছু শক্তির একত্রীকরণ যেগুলো পরস্পরের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে।' নার্কসের মতে, 'একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র।' অর্থাৎ A country is poor because it is poor। ) দারিদ্রের জায়গায় দুর্নীতি বসিয়ে দেন। কাহিনী ই একই। এটা দূর্নীতির দুষ্টচক্র । সহজে শেষ হবার নয়।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।
আসলে মানুষের চাহিদার যেমন শেষ নেই। ঠিক তেমনি দূর্নীতিও কোনো দিন শেষ হবে না।

১৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:২৮

অনল চৌধুরী বলেছেন: দুর্নীতিবাজদের ধরার কারো সময় বা ইচ্ছা নাই।
সবাই ক্ষতি করে সৎ-নীতিবানদের।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: তাই তো দেখছি।

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:৪৪

কূপমণ্ডূক বলেছেন: রাজীব নুর, আপনার কোন এক লেখায় পড়ছিলাম, শেখ মুজিব এবং জিয়াউর রাহমান কোন দুর্নীতি করেনি। সেটা খুঁজে পাচ্ছি না, মুছে ফেল্লেন নাকি?

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: না মুছি নাই। লেখাটা আছে।

১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫০

কূপমণ্ডূক বলেছেন: রাজীব নুর, আপনি সবসময় দুইপক্ষকেই খুশি রাখতে আগ্রহী, সামুব্লগে আপনিই টিকে থাকবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: দেখতে দেখতে ব্লগে ১০ বছর পার করে দিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.