নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শিক্ষণীয় গল্প নয়

১২ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৯



বিয়ের অনুষ্ঠানে বর তার প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে দেখতে পেলেন। বহুদিন পর ছোটবেলার শিক্ষককে দেখে ছুটে গিয়ে বললেন, স্যার, আপনি কি আমায় চিনতে পারছেন?
শিক্ষক বললেন, 'না বাবা, দুঃখিত। আমি তোমায় ঠিক চিনতে পারছি না।
ছেলেটা বলল, স্যার, আমি আপনার ছাত্র। আপনার মনে থাকার কথা, থ্রি-তে পড়ার সময় আমাদের এক সহপাঠীর দামী একটা কলম চুরি হয়েছিল। সেই সহপাঠী কাঁদতে কাঁদতে আপনাকে নালিশ করল। আর আপনি সব ছাত্রকে চোখ বন্ধ করে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বললেন। তারপর একজন একজন করে চেক করতে শুরু করলেন। আমি ভয়ে কাঁপতে শুরু করি। কারণ, কলমটি আমার পকেটেই ছিল!

আমি যে কলমটি চুরি করেছি তা জানাজানি হওয়ার পর আমি যে লজ্জার মুখোমুখি হব, আমার শিক্ষকরা আমার সম্পর্কে যে ধারণা পাবেন, স্কুলে সবাই আমাকে যে চোর বলে ডাকবে আর আমার মা-বাবার কী প্রতিক্রিয়া হবে- এসব ভাবতে ভাবতে আমার মরে যেতে ইচ্ছে করছিল! এরপর যখন আমার পালা এল আমি অনুভব করলাম আমার পকেট থেকে আপনি কলমটি বের করছেন। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম আপনি কিছু বলছেন না বরং বাকি শিক্ষার্থীদের পকেট চেক করে চলছেন!

পরে যখন অনুসন্ধান শেষ হল, আপনি আমাদের চোখ খুলতে বললেন আর সবাইকে বসতে বললেন। ভয়ে আমি বসতে পারছিলাম না। কারণ, আমার মনে হচ্ছিল একটু পরেই আপনি আমাকে ডাকবেন। না, আপনি তা না করে কলমটি সবাইকে দেখালেন আর কিছু না বলেই মালিককে তা ফেরত দিয়ে দিলেন!
কলমটি যে আমি চুরি করেছি আপনি তা কখনও কাউকে বলেন নি। আর আমাকেও বলেন নি কিছু!
স্যার, আপনি সেদিন আমার মর্যাদা রক্ষা করেছিলেন।
এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর কখনও অন্যের জিনিস ছুঁয়েও দেখব না।

স্যার, ঘটনাটা কি মনে পড়ছে এখন? আপনার এটা ভোলার কথা না!
স্যার জবাব দিলেন, হ্যাঁ! ঘটনাটা খুব ভালভাবেই মনে আছে আমার। তবে কার পকেটে কলমটি পাওয়া গিয়েছিল তা কখনো জানতে পারি নি। কারণ, যখন আমি সবার পকেট চেক করছিলাম তখন আমি ইচ্ছে করেই তোমাদের মতো নিজের চোখও বন্ধ করে রেখেছিলাম।



(সংগ্রহ)

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


ভালো উদাহরণ

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৪২

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনার পোস্ট গুলোতে আগে অনেক মন্তব্য অযত্নে পড়ে থাকতো।
বদ অভ্যাসটা দেখি এখন কেটে গেছে।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: জ্বী কেটে গেছে।
এর জন্য সোণাবীজ ধুলোবালি ধন্যবাদ প্রাপ্য।

৩| ১২ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এটাকে বলে ন্যায় বিচার।
এক জন ন্যায় বিচারক অন্ধ হন।
'তিনি দেখেন না।
এক জন ন্যায় বিচারক বধির হন।
তিনি শুনেন না।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৪| ১২ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এমন শিক্ষনীয় গল্প খুব কম দেখা যায়।এক শিক্ষায় জীবনের মতো শিক্ষা হয়ে গেল।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: আপই জ্ঞানী মানুষ ।

৫| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:২৩

স্থিতধী বলেছেন: এমন অনেক শিক্ষক একত্রে দেশ বদলে দিতে পারেন

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: ইয়েস। ভালো শিক্ষকেরা দেশ বদলে দিতে পারেন।

৬| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: পড়তে পড়তে কেমন জানি দুর্বল হইলাম

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: পোষ্ট সার্থক।

৭| ১২ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৩

কামরুননাহার কলি বলেছেন: আমার দেখা সবচেয়ে সেরা উদাহরণ

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৮

নেওয়াজ আলি বলেছেন: স্যালুট এমন স্যারকে। । এখন হলে ....

১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো শিক্ষক সমাজের সম্পদ।

৯| ১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: জ্বী কেটে গেছে।
এর জন্য সোণাবীজ ধুলোবালি ধন্যবাদ প্রাপ্য।


আপনার প্রথম পোস্টে আমি মন্তব্য করেছিলাম।
আপনি সেটার জবাব দেননি।

১২ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: স্যরি বড় ভাই।
ক্ষমাপ্রার্থী।

১০| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১:৩৩

বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার। আসলে শাসন বা শোষণের ভয় দেখিয়ে মানুষকে ভাল করা যায়না। অনেক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেও মানুষকে মানুষ হওয়ার সুযোগ দেওয়া যায়। আইনের একজন ছাত্র হিসেবে কত আইন কানুন-ই পড়লাম। এখনও প্রতিনিয়ত পড়ি কিন্তু সব কথার আসল কথা হল মানবিকতা আর নৈতিকতা। ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১:৪৫

রাজীব নুর বলেছেন: মানবিকতা আর নৈতিকতা এরচেয়ে সুন্দর কিছু দুনিয়ায়তে নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.