নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিক্রমপুর

০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৪



বিক্রমপুর দেশের ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত।
দেশের আর কোনো জেলায় এত প্রাচীন ঐতিহ্য নেই। বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে ৯৮২ অব্দে বৌদ্ধ ধর্মগুরু এবং বিশ্বখ্যাত জ্ঞানতাপস অতীশ দীপঙ্কর জন্মগ্রহণ করেন। দীপঙ্কর একটি নির্দিষ্ট ধর্মের জন্য সারা পৃথিবী ভ্রমণ করেছেন। আজও চীনে তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। এখনো চীন-জাপানসহ বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বিক্রমপুর ভ্রমণ করতে আসেন।

বাংলা সাহিত্যে বারবার বিক্রমপুরের কথা এসেছে।
মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে একটি অবিস্মরনীয় নাম। তিনি সিরাজদিখান থানার মালবদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায় ৩৬টি উপন্যাস ১৭টি গল্পসংকলনে প্রায় ১৭৭টি ছোটগল্প লিখেছেন। এর মধ্যে পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা, সহরতলী, অহিংসা, হলুদ নদী সবুজ বন, দিবারাত্রির কাব্য প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটি নোবেল প্রাপ্তির উপযোগী বলে মনে করি। সমালোচকগণ এটি পৃথিবীর শ্রেষ্ঠতম দশটি উপন্যাসের একটি বলে মতামত দিয়েছেন। ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাসে মানিক বিক্রমপুরকে পটভূমি হিসেবে গ্রহণ করেন। এখানে লৌহজং থানার গাওদিয়া গ্রামের কাহিনী অর্ন্তভুক্ত করা হয়। উপন্যাসটিতে শশী কুসুমের প্রণয়কাহিনী গাওদিয়া গ্রামকে অবলম্বন করে গড়ে ওঠে। তাদের এই ক্লাসিক্যাল মানব সম্পর্ক শিল্পময় মর্যাদায় উত্তীর্ণ হয়।

জগদীশচন্দ্র বসু শ্রীনগর থানার রাঢ়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জগদ্বিখ্যাত বিজ্ঞানী হিসেবে পরিচিতি পান। জগদীশ চন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। রবীন্দ্রনাথ তাঁকে বিভিন্নভাবে বিজ্ঞানচর্চায় উৎসাহিত করেছেন। জগদীশ চন্দ্র গাছের মধ্যে জীবনের অস্তিত্বজ্ঞাপক আবিষ্কারের জন্য বিশ্ব পরিচিতি লাভ করেন। তাঁর এই অসামান্য কৃতিত্ত্বের জন্য রবীন্দ্রনাথ রীতিমত বিস্ময়বিষ্ট হন। এবং কবিতার ভাষায় বন্ধু জগদীশজন্দ্রকে উৎসাহ প্রদান করেন।

বিক্রমপুর বাংলাদেশের একটি ঐতিহাসিক অঞ্চল।
প্রাচীনকাল থেকেই এই অঞ্চল বৌদ্ধ জ্ঞানচর্চার জন্য এবং পরবর্তী সময়ে সাংস্কৃতিক প্রভাবের জন্য সুপরিচিত ছিল। ১৭৮১ সালের একটি মানচিত্রে দেখা যায়, কালী গঙ্গা নদী এ অঞ্চলের মাঝখান দিয়ে প্রবাহিত যা অঞ্চলটিকে দুটি অংশে বিভক্ত করেছিল। উত্তর বিক্রমপুর এবং দক্ষিণ বিক্রমপুর। মোগল শাসনামলে মুন্সিগঞ্জের নাম ছিল ইদ্রাকপুর। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি নদীর দ্বীপ জেলা মুন্সিগঞ্জ।

বিক্রমপুরের পটভূমিতে মুক্তিযুদ্ধের এক দুর্দান্ত উপন্যাস লিখেছেন মাহমুদুল হক, 'খেলাঘর'।
বিক্রমপুরের কৃতী লেখক কবি ভাষাবিজ্ঞানী এবং অধ্যাপক ড. হুমায়ুন আজাদ বিক্রমপুর নিয়ে লিখেছেন তাঁর অসামান্য গ্রন্থ 'ফুলের গন্ধে ঘুম আসে না', দীর্ঘ কবিতা 'বিক্রমপুর'।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'উজান' উপন্যাসে আছে বিক্রমপুরের কথা।
প্রফুল্ল রায় বজ্রযোগিনীর, তাঁর 'কেয়াপাতার নৌকো' উপন্যাসে আছে বিক্রমপুরের কথা।
সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর বিখ্যাত উপন্যাস 'পূর্বপশ্চিম'-এ লিখেছেন মালখানগরের কথা।

এ অঞ্চলের মানুষ সগর্বে বলে, আমি বিক্রমপুরের লোক।
মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতি নামে একটি সংগঠন আছে, প্রায় ৭০ বছরের পুরনো। পৃথিবীর বিভিন্ন বড় শহরে যেখানে মুন্সীগঞ্জ বিক্রমপুরের লোক আছে সেখানে এই সমিতির শাখা আছে। দেশব্যাপী বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার জনপ্রিয়। আমার হাতের কাছে বিক্রমপুর নাম ধারণ করা চারটি পত্রিকা আছে, 'মাসিক বিক্রমপুর', 'আমাদের বিক্রমপুর', 'সাপ্তাহিক বিক্রমপুর বার্তা', 'মাসিক বিক্রমপুর সমাচার'। ১৯২০ থেকে ১৯২৬ সাল পর্যন্ত নিয়মিত প্রকাশিত হতো 'বিক্রমপুর পত্রিকা', সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ গুপ্ত ।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি ঢাকার লোক। তাই আলাদা করে কিছু লিখলাম না, হুম।

০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: ভাইরে আমিও ঢাকার লোক। এই শহরেই জন্ম, এই সহরেই বেড়ে ওঠা। বাপ দাদার বাড়ি বিক্রমপুর। বছর এক আধবার গ্রামে যাই।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

রোকনুজ্জামান খান বলেছেন: বিক্রমপুরের অনেক অজানা রহস্য জানা হলো।

০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: না এগুলো রহস্য নয়।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৩

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক কিছু জানালেন --------------

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: ওকে।
কিন্তু বেশি জানলে সমস্যা আছে।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: সেই বিখ্যাত গান ," বিক্রমপুরে বাপের বাড়ি ছিল একদিন পদ্মার পাড় " -সেটাও সেই বিক্রমপুর কে নিয়ে।তাছাড়া আরো একটি কথা প্রচলিত আছে ," বিক্রমপুইরা পুলা ৮০ টাকা তোলা "।আর মুন্সিগঞ্জ/বিক্রমপুরে আলুর জন্য বিখ্যাত।

তাছাড়া ,শিল্প-সাহিত্য এবং আরো অনেক কারনেই মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর বিখ্যাত ।আর সেই বিখ্যাত এলাকার ছেলে রাজিব ভাই ও ব্লগে ব্লগার হিসাবে বিখ্যাত।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: আমি অতি নাদান, অতি তুচ্ছ ব্লগার।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিক্রমপুরের পোলা।
আড়াই টাকা তোলা।


বিক্রমপুরের পোলা।
আড়াই টাকা তোলা।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: হাস্যকর কথা।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

শাহ আজিজ বলেছেন: ওই গ্রামে একটি বৌদ্ধ স্তূপ খনন শুরু হয়েছিল গত শতাব্দিতে , তা কি আছে না গায়েব হয়ে গেছে ?

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: গায়েব হয়ে গেছে।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



বিক্রমপুরের লোকজন শিক্ষিত ছিলেন, এঁরা কলকাতায় পড়ালেখা করতেন।

০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: বিক্রমপুরের লোকজন ভালো। হাস্যমূখি। মহিলারা ভালো রান্না জানেন। স্বামীকে খুব ভালোবাসেন।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অত যে বিক্রমপুরের মেয়েদের গুনগান করছেন,মোরে চেনেন

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: না আপানকে চিনি না। চিনিয়ে দিন।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৭

মনিরা সুলতানা বলেছেন: নিজ জেলা বা জন্মস্থান নিয়ে সবার ই অহংকার থাকে।
আমিও গর্বিত বিক্রম্পুইরা।

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: হে হে হে---
চিমটী।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমি অনাহুত ভাবে বিক্রমপুইরা পোস্টে এসে পড়লাম। আমাগো ভানু বিক্রমপুইরা পোলা ছিল বলে জানি। রান্নাতেও নাকি বিক্রমপুইরার জুড়ি নেই...
একদিন ভাইয়ের বাসায় গিয়া খাইয়া আসবো।

০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: অবশ্যই আসবেন। আমি খুশি হবো।

১১| ০৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৬

ইসিয়াক বলেছেন: বিক্রমপুইরা পুলা ৮০ টাকা তোলা

০৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: তাই নাকি???

১২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৬

অক্পটে বলেছেন: আমার ভারী বিক্রমপুরের। আহা কিযে স্বাদ তার রান্নার। নারায়ণগঞ্জ আর বিক্রমপুর খুব কাছাকাছি তাইনা রাজীবদা?

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: বিক্রমপুরের মানুষের রান্নার হাত ভালো।
হ্যা কাছাকাছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.