নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ঘটনা

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৮




আজকের একটি ঘটনা।
বিরাট বিপদে পড়ে গিয়েছিলাম। প্রতিদিনের মতো আজও সন্ধ্যায় হাঁটতে বের হয়েছিলাম। হাঁটতে হাঁটতে খিলগাও তিলপা পাড়া চলে গিয়েছি। এক ডজন কলা কিনেছি। সকালে নাস্তার জন্য রুটি, ডিম আর জেলি কিনেছি। অনেকখানি হাঁটার কারনে বেশ ক্লান্ত লাগছিলো। একটা চায়ের দোকানে বসলাম। এই চায়ের দোকানে প্রায়ই আমি আসি। চা খাই। গল্প করি। আজ দুইজন পরিচিত লোককে চায়ের দোকানে দেখলাম। তারা আমাকে দেখতে পেয়ে, ডাকলো।

রাস্তার পাশেই এই চায়ের দোকান।
সব সময় এই চায়ের দোকানে ভিড় থাকেই। এক কাপ চা দশ টাকা নেয়। যাই হোক, চায়ের দোকানে পরিচিত দুইজন বলল, দেশের কি পরিস্থিতি রাজীব সাহেব? আমি বললাম, হুজুররা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলছে। হুজুররা অনেক উজাইছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হুজুরদের মোটেও ঠিক হয় নাই। ধার্মিকদের জ্ঞান এখন মানব সভ্যতাকে সাহায্য করছে না। আমি বেশ জোরে কথা বলি সব সময়। আশে পাশের লোকজন আমার কথা হয়তো শুনছিলো। যদিও সেদিকে আমার নজর নেই।

আমি একটানা বলে গেলাম।
ভাস্কর্য একটা নান্দনিক বিষয়। এটা তৈরি করলে কেউ কাফের হয়ে যায় না। ওয়াজ আমাদের জাতিকে কোনোভাবে সাহায্য করে না। হেফাজত হচ্ছে অশিক্ষার ফসল, আগাছা। হেফাজত নামক ভন্ডদের আর একবার মার খাওয়ার সময় হয়েছে। ফতোয়া দিয়ে দেশ চলে না। দেশে হাজারো ইসলাম বিরোধী কর্মকাণ্ড ঘটছে- বলাৎকার হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বেশি, ঘুষ-দুর্নীতিতে এখনো শীর্ষদের কাতারে, ধর্ষণ-মাদকে আমরা নাজেহাল। সেসব নিয়ে কথা নেই; ওরা আছে ভাস্কর্য নিয়ে।

দুই হুজুর আমার কথা খুব মন দিয়ে শুনছিলেন।
আমি তাদের একটুও খেয়াল করি নাই। হঠাত তারা আমার পাশে এসে দাঁড়ালেন। ক্ষিপ্ত মেজাজ তাদের। মারমুখো ভঙ্গি। এক হুজুর বললেন, হুজুররা কি জিনিস সামনের দিন গুলোতে দেখবেন। এত সহজে আমরা থামবো না। আমরা চাইলে সব তছনছ করে দিতে পারি। আমি বুঝতে পারছি, এই দুই হুজুর ইচ্ছে করে ঝামেলা পাকাতে চাচ্ছেন। আমি কি করবো বুঝতে পারছি না। আমি আরেক কাপ চায়ের অর্ডার দিলাম। একটা সিগারেট ধরালাম।

হুজুর বললেন, কি এখন কথা বলছেন না কেন?
এতক্ষন তো খুব ফটফট করছিলেন! আমি বললাম, আমি তো আপনাদের সাথে কোনো কথা বলি নাই। আমি আপনাদের দেখিও নাই। আমি আমার পরিচিত লোকদের সাথে আলাপ করছিলাম। হুজুর রেগে গিয়ে বললেন, আমি চাইলে এখন আপনি এই গলি থেকে বের হতে পারবেন না। একটা ফোন দিলে এত ছেলে আসবে, আপনাকে ফু দিলেও আপনি উড়ে যাবেন। এমন সময় একটা পুলিশের গাড়ি আসে। তখন হুজুর দুইজন চলে যায়। আমিও বাসায় চলে আসি।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৪৮

আমি সাজিদ বলেছেন: চায়ের দোকানে রাজনৈতিক আলাপ করা আর ফেসবুকে রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত নয়। সময়টা ভালো না। শাহেদ জামাল, এই সমাজ সিরিজগুলো নিয়েই থাকুন। ফুল পাখি প্রজাপতি গল্প বলুন। স্ট্রেস কমান।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৫

রাজীব নুর বলেছেন: সহমত।

২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫২

জিকোব্লগ বলেছেন:



হুজুরতো ঠিকই বলেছেন। আপনার অবস্থা সলিড না।
আপনি হচ্ছেন ভোলাটাইল। ফু দিলেতো উড়ে যাবেনই।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৬

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


আরবের ভয়ংকর সমাজ ব্যবস্হা ও গোত্রে বিভক্ত বেদুইনদের রাজ্য গঠনের জন্য ধর্ম তখন কাজ করেছিলো; আজকের সমাজের জন্য ইহা গৃযুদ্ধের সহায়ক।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৫৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:০৪

ফটিকলাল বলেছেন: সাহস থাকা ভালো কিন্তু সবখানে সেটা দেখানো বোকামী। আল্লাহ না করুক কবে পত্রিকার শিরোনাম হন! একটু সাবধানী হলে ক্ষতি কি!

সতর্ক হলে সবকিছুই ঠিক থাকে। সাবধানি হবার অনুরোধ করছি। হুজুরদ্বয় ঠিকই বলেছেন। তারা জড়ো হলে আপনার লাশের চিহ্ন পাওয়া যাবে না। নিজের জন্য না হলেও আপন পরিবারের জন্য হলেও লাগাম দিন। বাস্তব জীবনের সাথে ব্লগিং ও আবেগকে দূরে রাখুন

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:১২

রাজীব নুর বলেছেন: সহমত।
ঠিক বলেছেন। বিরাট বিপদের হাত থেকে বেঁচে গেছি।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:০৬

রানার ব্লগ বলেছেন: দেশ এখন পাগল ছাগল উন্মাদের দখলে এটা পরিকল্পিত সৃষ্টি। সাবধান থাকুন। আপনার আমার মা বাবা ভাই বোন আছে এদের নাই, দেখেন না এরা কথায় কথায় মা বাবা তুলে গালাগাল করে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:২০

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
আসলে হুজুররা যে আমার কথা শুনছিলো- সেটা আমি বুঝতে পারি নাই।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:১২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: হুজুরগুলো সাংঘাতিক।আল্লাহ আকবর বলে এরা যেকোন কিছু করে ফেলতে পারে।সাবধানে চলাফেরা করবেন;সাবধানের মাইর নাই।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: চায়ের দোকানে হুজুরদের দেখলে আমি এরকম আলাপ করতাম না।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:১৪

কলাবাগান১ বলেছেন: আপনার বানানো গল্প ভাল হয়েছে...ভিডিও নিদেন পক্ষে একটা ছবি দেন তাহলে বিশ্বাসযোগ্য হবে

মানুষকে অনেক উপদেশ দেন কিন্তু নিজে মানেন না...আবার বলবেন না যে মাস্ক পরেই আপনি দুকাপ চা খেয়েছেন....

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: হ্যা আজকাল সবা প্রমান চায়।
মাস্ক ছাড়া ভাইরে যাই না। মাস্ক পড়ে কি চা খাওয়া যায়?

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:১৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এরা অমানুষ।নিজের এলাকার বাইরে গিয়ে রাজনৈতিক আলাপ সাবধানতার সাথে করতে হবে।আপোস করার দরকার নেই,কিন্তু আলাপে কৌশলী হতে হবে।আপনার পরিচিত যে দুইজন ছিল তাদের ভূমিকা কি ছিল।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: আসলেই এরা অমানুষ।
চায়ের দোকানে নানান রকম বিষয় আলাপ হয়।
আমার সাথের দুইজন হুজুরের অগ্নিরুপ দেখে পালিয়েছে।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৫

ইসিয়াক বলেছেন: সাবধানে থাকুন। অযথা মাঠ গরম করে নিজের বিপদ ডেকে আনবেন না। আপনার সাথে লোকদুটি কি করছিলো? তারা কেন প্রতিবাদ করলো না।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: তারা হঠাত ভেনিস হয়ে গিয়েছিলো।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৩২

অধীতি বলেছেন: পুলিশের গাড়ি না আসলে তারা গাজি হতে পারত।আল্লাহ তাদের বানায় নায়।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: পুলিশ এর গাড়ি চলে আসাতেই ঘটনা বেশি দূর এগোয় নাই।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪০

ইল্লু বলেছেন: মজাটা কি জানেন,সারা পৃথিবী জুড়েই কিন্ত ধর্মের জোয়ার বেশ সোচ্চার।অনেকে একাত্মতার নামে বিভেদের মাত্রাটা আরও বাড়িয়ে দিচ্ছে।সবাই এক চিন্তাধারায় চলবে এটা কোনদিন সম্ভব না,তবে বিপরীত মতামতের কথা শোনার ধৈর্য থাকবে না,এটাকি ঠিক।আমরা বিচার করবো,কিন্ত বিচারের কাঠগড়ায় দাড়ালে বিভেদের সুর নিয়ে আসবো,কেন?ঐক্যতার নামে হাজারো দল আছে বিভেদের সুর নিয়ে।ধর্মের হাজারো মন্ত্র,হাজারো বিভাগ,হাজারো বিভাগ,হাজারো সুর,কার বলার অধিকার আছে কোনটা ভুল কোনটা ঠিক,শোনা থেকে বলার শক্তি আসে।আমাকে দেখ বলতে বলতে আমরা কেমন জানি পেছনে ছুটছি।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: এজন্য দায়ী আমাদের সরকার। এজন্য দায়ী আমাদের ধর্ম। এজন্য দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২৩

শাহ আজিজ বলেছেন: আর চায়ের দোকানে আলাপ নয় । পারতপক্ষে বাইরে এসব আলাপ করা ঠিক নয় ।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: এভাবেই মানুষের শিক্ষা হয়। আমি সাবধান হয়ে গেছি।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: না খুব সাহসি কাজ অনেক অভিনন্দন রাজীব দা

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

ফয়সাল রকি বলেছেন: সামু পরিবারের সবাই আপনাকে খুব ভালোবাসে।

০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: এটা আপনাদের মহানুভবতা।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

অপু তানভীর বলেছেন: দেশে আওয়ামীলীগের উপরে কেউ নাই । সো চিন্তার কোন কারণ নেই । মোল্লারা এই রকম চিল্লায় সব সময়ই । ২০১৩তে যখন আওয়ামীলীগের অবস্থা নড়বড়ে ছিল তখনও এই মোল্লারা কেমন নেচেছিল মনে আছে নিশ্চয়ই । সবাই ভেবেছিলো এবার বুঝি আর রক্ষা নাই । শেষে মোল্লারা কানে ধরে মাঠ ছেড়েছিল । আর এখন তো দেশে আওয়ামীলীগ ছাড়া আর কিছু নেই ।মোল্লারা নাচছে কারণ আওয়ামীগীল তাদের নাচতে দিচ্ছে । মোল্লাদের দিকে পাবলিকের ফোকাস থাকলে অন্য অনেক দিকেই কারো নজর থাকে না যা সরকারের জন্য ভাল ।
সো চিল । টেনশন নাই !

০৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: একদম খাটি কথা বলেছেন।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৪

তারেক ফাহিম বলেছেন: পাত্র দেখে কন্যা দান, সেটা আপনি ভুলে গেলেন।

চা দোকানে এসব নিয়ে আলোচনা করলে বিপদে পড়াটা স্বাভাবিক।

আল্লাহর ভীতি মনে করিয়ে দেয়ার জন্য ওয়াজ নসিয়তের বিকল্প নাই।
তবে তা জোরে মাইক বাজিয়ে না।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: আমার জানা মতে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া মানুষের মধ্যে লেবার ক্লাস, ভবঘুরে, অশিক্ষিতদের সংখ্যা অনেকটাই বেশি। যেখানে ক্ষেত্রবিশেষে যুক্তি একেবারেই ধোপে টেকে না। বুঝতে পারছি ভাই আজ অল্পের জন্য রক্ষা পেয়েছে। তবে বাইরে এমন করে আর আলোচনা করে নিজেকে বিপদে না ফেলতেই পরামর্শ দেবো।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: একটা চায়ের দোকানে সব ধরনের লোকই থাকে দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.