নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লাইফ ইজ বিউটিফুল

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৮



অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।
মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়। অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। একজন চীনা বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী ২০০ কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি। এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন!

নিরেট সত্যটি হচ্ছে-
অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত।

আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ

১। দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
২। একটি মূল্যবান এবং দ্রুত গতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।
৩। প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
৪। কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।
৫। সারা জীবনের পরিশ্রমলব্ধ অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার কবরে যেয়ে প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।

করণীয় কী?

১। অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।
২। অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
৩। মানুষকে ক্ষমা করে দিন।
৪। রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে পাগলা বলে ডাকে।
৫। পিপাসার্ত না হলেও পানি পান করুন।
৬। সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।
৭। যতই বয়স হোক না আর ব্যস্ত থাকুন না কেন, জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে।
৮। ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
৯। সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশকে এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন।
১০। ধনী না হলেও তৃপ্ত থাকুন।
১১। মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টিজলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১০ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন।
১২। মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন। প্রকিতির রহস্য নিয়ে ভাবুন।
১৩। সর্বদা হাসিখুশি থাকুন। সুযোগ পেলেই কৌতুক পড়বেন, পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন। মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো পরামর্শ। সকলেরই ভালো থাকার জন্য চেষ্টা করা উচিত। সেই ভালো থাকার জন্য টাকা উপার্জন করতে হবে। তবে উপার্যনটা যেনো টাকা বারানোর জন্য না হয়, ভালো থাকার জন্য হয়।

০৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৭

রামিসা রোজা বলেছেন:
করণীয় কথাগুলো সঠিক ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩, ক্ষমা করে দিলে আর আইন আদালতের দরকার নেই ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ছোট ছোট অপরাধ ক্ষমা করা যেতে পারে।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:১০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যারা বড় অপরাধী তারা প্রথমে ছোট ছোট অপরাধই করেছে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: কেউই শখ করে মন্দ কাজ করে না।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৮

কবিতা ক্থ্য বলেছেন: অত্যন্ত মূল্যবান পরামর্শ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৮

এমেরিকা বলেছেন: আপনার মত দামী ব্লগার ফেসবুকে ভাইরাল হওয়া স্ট্যাটাস এভাবে ব্লগে কপি পেস্ট করে দেবেন - এটা সামু ব্লগের জন্য লজ্জার।

তবে সুস্থ থাকলেও যে চেকআপ করার কথা বলছেন, সেই চেকআপ করাবো কোথায়? অর্ডিনারি মানের কোন ক্লিনিকে গেলেও তো হাজার বিশেক টাকার বিল ধরিয়ে দেবে। নিজের রক্ত দিয়ে শুধু শুধু এইসব ক্লিনিককে ব্যবসা করার সুযোগ দেব কেন?

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: তাই বলে সুস্থ থাকার জন্য ব্যবস্থা নিবেন না?

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: সকল করণীয় বিষয়গুলি পালনীয়।আর ভাবনা (জানার চেষ্টা ) মাঝেই জীবনে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা পাওয়া যায়।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বেঁচে থাকার জন্য সামান্যতম টাকাও আয় করা আমার কাছে খুবই কঠিন লাগে।
ফেসবুকে মানুষ তো কত কিছুই কপি করে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: আসলে ভালো কিছু পড়লে আমার ইচ্ছা হয় ব্লগের সবার সাথে সেয়ার করি।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৫

এমেরিকা বলেছেন: সুস্থ থাকার জন্য তো হেলদি ডায়েট করছি, এক্সারসাইজ করছি, ঘড়ির কাঁটা ধরে চলছি। যতদিন ডাক্তারের কাছে না যাচ্ছি, ততদিন তো সুস্থই আছি মনে হচ্ছে।

০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: ''সুস্থ আছি'' এটা মনে করা ভুল। তাই নিয়মিত চেক আপ করাতে হবেই।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৬

অক্পটে বলেছেন: লেখাটি ভাল লাগল। এরকমের একটি লেখা আগওে আমি সেভ করে রেখেছিলাম। কোথায় রেখেছি এখন ভুলে গেছি। আপনারটা রাখলাম মন বিক্ষিপ্ত হলে এইরকম লেখা পড়ে নিজেকে আবার রিস্টোর করা যায়। ভাল থাকুন।

০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
মাঝে মাঝে এরকম হালকা লেখা প্রা দরকার।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫১

কলাবাগান১ বলেছেন: আপনি মিথ্যা লিখতে পারেন না ...শুধু অন্যের লিখা চুরি করে নিজের নামে চালিয়ে দেন...যখন কেউ ধরিয়ে দেন.। তখন বলেন হে হে হে হে

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: অন্যের লেখা চুরী করলে, আপনি আছেন। সেটা ধরিয়ে দিতে।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

কল্পদ্রুম বলেছেন: লাইফ ইজ বিউটিফুল নামের ইতালিয়ান সিনেমা আছে একটা।দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর ব্যতিক্রমী একটা গল্প।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: হ্যা অনেকবার দেখেছি।

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩

আহমাদ আল আমিন বলেছেন: কথাগুলো অনেক সুন্দর।

১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: ধনবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.