নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটা মেয়ে সিগারেট খেলে সমস্যা কি!

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:২৯




ফেসবুকে একটা ভিডিও নিয়ে তুমুল ঝড় হচ্ছে।
ভিডিও টা আমি দেখেছি। এক জোড়া তরুন তরুনী সিগারেট খাচ্ছিলো। গল্প করছিলো। অতি সাধারণ ব্যাপার। তখন এক লোক এসে মেয়েটার উপর খুব রেগে গেলো। লোকটার মাথায় নামাজের টুপি। মেয়েটার অপরাধ সে কেন সিগারেট খাচ্ছিলো। ঘটনাটা রাজশাহীতে ঘটেছে। বুঝলাম না ঐ লোকের সমস্যা কি? কেউ না খেয়ে থাকলে কি ঐ লোক তাকে খাবার দিয়ে আসে? কেউ টাকার অভাবে চিকিৎসা না করাতে পারলে কি সেই লোক তাকে চিকিৎসা করায়? কেউ বেকার থাকলে কি এই লোক তাকে চাকরি পাইয়ে দেয়? এই ধরনের লোকেরা অমানুষ টাইপ।

ঐ লোকটা কমপক্ষে একটা থাপ্পড় দেওয়া দরকার ছিলো।
রাজশাহী সার্কিট হাউসের পাশে ফুটপাতে ওই তরুণ-তরুণী বসে ধূমপান করছিলেন। মেয়েটি শাড়ি ও ছেলেটি টিশার্ট-প্যান্ট পরা ছিলেন। প্রচন্ড হাসি খুশি প্রানবন্ত দেখতে। মুহূর্তের মধ্যে সেখানে ১৫-২০ জন মানুষ জোড় হয়। সবাই একজোট হয়ে ওই তরুণ-তরুণীকে ওই স্থান ত্যাগ করার জন্য চাপ দিতে থাকে। যদিও মেয়েটা ততক্ষনে সিগারেট ফেলে দিয়েছে। আসলে এই দেশে মেয়েরা স্বাধীন না। কিছু বদমাশ পরিবেশ নষ্ট করে দেয়।

হ্যা জানি, ধূমপান খারাপ।
নারীপুরুষ নির্বিশেষে স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকারক, সন্দেহ নাই। শুধুমাত্র নারী হওয়ার কারণে ধূমপানের জন্য পুরুষতান্ত্রিক নিপীড়ন-হেনস্থার শিকার হবে নারীরা! এটা মেনে নেয়া যায় না! পৃথিবীর সকল সমাজে কমবেশি ধূমপায়ী নারীরা রয়েছেন। আমার দাদী লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতেন। আমি তাকে সিগারেট সরবরাহ করে দিতাম। একবার দাদী বাথরুমে সিগারেট খেতে গিয়ে পা পিছলে পড়ে হাত ভেঙ্গে ফেলেছিলেন। বান্দরবানে দেখেছি প্রায় সব বয়স্ক আদীবাসী মহিলারা সিগারেট খাচ্ছে।

সেদিন গুলশানে এক ব্যাংকে গিয়েছি।
লাঞ্চ টাইম ছিলো। ছাদে বিশাল ক্যান্টিন। সবাই খাওয়া দাওয়া করছে। আমিও সেখানেই খেলাম। খাওয়া শেষে বেশ কয়েকটা মেয়ে আমাদের সাথে সিগারেট ধরালো। তাদের সিগারেট খাওয়া দেখে বুঝলাম এটা তাদের দীর্ঘদিনের অভ্যাস। যাই হোক, রাজশাহীর ঘটনাটি প্রায় সব পত্রিকাতেই এসেছে। খুব দুঃখজনক ঘটনা। ছেলে মেয়েটা দারুন ভদ্র ছিলো। রাগী ছেলেমেয়ে হলে- ওই লোকোকে কলার ধরে দুই টা লাগাতো। ঐ লোক বেঁচে গেছে।

তরুণীকে হেনস্তাকারী ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ।
তরুণীকে হেনস্তার পেছনের ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম শহীদ হোসেন বারেক। বর্তমানে তিনি ঠিকাদারি করেন। ছেলে মেয়ে দুজন অভিযোগ করলে পুলিশ হয়তো ব্যবস্থা নেবে। ব্যবস্থা নেওয়াই উচিত। যাদের কাছে ছেলেরা ধূমপান করলে খারাপ লাগে না কিন্তু মেয়েরা করলে জাত যায়, সমাজ রসাতলে যায় ভাবেন তারা আসলে হেফাজত। তাদের মূল কনসার্নের জায়গা হলো নারী কেন সমাজের তথাকথিত নিয়ম ভেঙ্গে পুরুষের মতো খোলা ময়দানে সিগারেট খাবে?? নারীর জায়গা ঘরে, নারী কেবল ঘরে থাকবে, সংসার করবে, বাচ্চা উতপাদন করবে আর স্বামীর কথা মেনে চলবে।

মন্তব্য ৬২ টি রেটিং +১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রকাশ্যে সিগারেট খাওয়া ণিষেধ।এ ছাড়া কিছু মারফতি সমস্যা আছে।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: প্রথম কথা হলো সিগারেট খাওয়া খুব খারাপ। তারপরও আমাদের দেশে যেখানে সেখানে লোকজন সিগারেট খাচ্ছে।
এখন একটা মেয়েকে কেন অপমান করা হবে?
লোকটা তো রাগারাগি না করে সুন্দর ভাবে বুঝিয়ে বলতে পারতো- বোন, প্লীজ সিগারেট খাবেন না। তাও আবার রাস্তায়। তাহলে ঘটনা এতদূর গড়াতো না।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৫২

কলাবাগান১ বলেছেন: "লাঞ্চ টাইম ছিলো। ছাদে বিশাল ক্যান্টিন। সবাই খাওয়া দাওয়া করছে। আমিও সেখানেই খেলাম। খাওয়া শেষে বেশ কয়েকটা মেয়ে আমাদের সাথে সিগারেট ধরালো" কয়জন মেয়েমানুষ এক ব্যাংকের একটা ব্রান্চে কাজ করে... তার মাঝে কয়জন সিগারেট খায়??? বেশ কয়জন!!!! এখন আবার বলবেন না যে আপনি যে অফিসে গিয়েছিলেন সেটা ছিল হেডঅফিস....
প্রমান থাকলে দেখান তখন বিশ্বাস করব।


০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: প্রথম কথা হলো- আমি মিথ্যা বলি নাই।
যা বলেছি একদম সত্য বলেছি। আমি মিথ্যা লিখতে পারি না। রুচি হয় না।
প্রমান অবশ্যই আছে। সেখানে সেই ব্যাংক আছে, সেই ক্যান্টীন আছে।

আপনি যা জানেন না, বা যা দেখেন নি তা বিশ্বাস করতে আপনার কষ্ট হয়।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪৪

কবিতা ক্থ্য বলেছেন: কলাবাগান- সব কিছু কি প্রমান দিয়া হয় বাবা?

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: হ্যা আজকাল সবাই প্রমান চায়।
দেশের মানুষ এত এত মিথ্যা বলে যে, একটা সত্য কথাও আজকাল মানুষ বিশ্বাস করতে চায় না। প্রমান চায়।
বিশ্বাস দুনিয়া থেকে উঠেই গেছে।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৬

আমি সাজিদ বলেছেন: কলাবাগান১ ভাই কিন্তু সবসময় আপনার মিথ্যাগুলো ধরে ফেলেন।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: উনি কোনো এক কারনে আমাকে পছন্দ করেন না। তাই আমার সব কথাই তার কাছে ফালতু লাগে এবং মিথ্যা মনে হয়।
আসলে এটা আমারই ব্যর্থতা। তার কোনো দোষ নেই। তবে একদিন হয়তো তার ভুল ভাঙ্গবে। আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে আমার ভালোই লাগে।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪৮

কলাবাগান১ বলেছেন: উনি মালেয়শিয়া তে ছিলেন তিন মাস কিন্তু সেখানকার বিশ্ববিদ্যালয়ে নাকি এক বছর পড়েছেন!!!!!! ধরিয়ে দিলে বলেন যে উনি অংকে কাচা!!!!!

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: শুনুন আমি শুধু মালোশিয়া না। আমি মরিসাস এবং সৌদিও গিয়েছি।
হ্যা লেখার খাতিরে মানে একটু কম বেশি লিখতে হয়।

আসলেই আমি অংকে কাঁচা। এজন্য আমাকে অনেকবার ঠকতে হয়েছে। এখনও ঠকি।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ভুলভাল ভ্রান্ত ধারণা মিথ্যা কথাগুলো পড়ে পড়ে আপনার উপর শ্রদ্ধা চলে গেছে। এখনো সময় আছে শুদ্ধ হয়ে যান ।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: কিছুদিন ধরে আপনিও কলাবাগানের মতো আচরন করছেন।
আমি খুব করি নাই। চুরী বা দূর্নীতি করি নাই। ঘুষ খাই নাই। ধর্ষন করি নাই।

আপনি কি শুদ্ধ মানুষ? দুনিয়াতে কি শুদ্ধ মানুষ আছে?
আমাকে শ্রদ্ধা করতে হবে না। আমাকে ঘৃণা করুন। যদি তাতে আপনি আনন্দ পান।

আচ্ছা, আপনি কি সরকারী চাকরিজীবি?

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিড়ি মদ সিগারেট থেকে দূরে থাকাই শ্রেয়। এগুলো খেয়ে জাতে ওঠার চেষ্টা একেবারেই বোকামীর পরিচয়।






আপনি বিড়ি খান তাই বলে সবাইকে খেতে উৎসাহিত করবেন এটা ঠিক না । আর একটা কথা, আপনি সবসময় স্ববিরোধী কথা বলেন; স্ববিরোধীতা দ্বিমূখী আচরন যাহা মোটেই ভালোনা।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: বিড়ি আর সিগারেট এক না। বিড়ি অতি সস্তা।
একটা সিগারেট ১৪ টাকা। পনের টাকা দিলে এক টাকা দোকানি ফেরত দেয় না। চাইলে হয়তো একটা চকলেট ধরিয়ে দেয়। অর্থাৎ একটা সিগারেট ১৫ টাকা। অবশ্য বিড়ি সিগারেট খাওয়া ঠিক না।

কেউ বিড়ি সিগারেট খাক সেটা আমি ভুলে চাই না।
স্ববিরোধী কথা আমি বলি না। আপনারা আমার দুই পথের কথা এক পথে আনতে গিয়ে আমাকে ভুল বুঝেন। দুই পথ একসাথে মিলাতে গিয়ে আপনারা আমাকে মিথ্যাবাদী বানান।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: <<<ঐ লোকটা কমপক্ষে একটা থাপ্পড় দেওয়া দরকার ছিলো।

<<<হ্যা জানি, ধূমপান খারাপ।


-----কথাগুলো পরস্পর বিরোধী হয়ে গেল না!!

খোলাস্থানে ধুমপান নিষেধ -এটা সরকারি আইন -

<লোকটি নিষেধ করায় আপনার কাছে অভ্দ্র হয়ে গেল!! আর যে ছেলেমেয়ে ধুমপান করেছে - তারা আপনার কাছে ভদ্র মনে হয়েছে।


---শীতকালে একটা রোগ ও রোগীর প্রভাব বাড়ে - এবার শীতটা একটু ঝেঁকে আসছে- আর আপনার উর্বর মস্তিস্কের প্রমান বিগত কয়েকটি লেখায় দেখতে পেয়েছি।

---- আপনার ইদানিংকার লেখা ও ব্যক্তিগত বিভিন্ন আচরণের বহি:প্রকাশ ব্লগাররা দেখতে ‍শুরু করেছে।

---নিজের ভবিষৎতে কোন অবস্থানে দেখতে চান এ বিষয়ে নিশ্চয়ই চমৎকার কিছু উপহার দিবেন- এ অপেক্ষায়!!

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: খোলাস্থানে ধুমপান নিষেধ- এই কথা আমরা সকলেই জানি। কিন্তু মানি না।
একটা ছেলে মেয়ে পার্কে বসে বাদাম খেতে পারবে, সিগারেট খেলে সমস্যা কোথায়? তারা তাদের পয়সা দিয়ে সিগারেট খাচ্ছে। সে মেয়ে যদি না খেয়ে থাকে তাকে কি আপনি খাবার কিনে দিবেন? যেহেতু দিবেন না, সেহেতু সে সিগারেট খেলেও আপনাদের কিছু বলা মানায় না।

ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা থেকে সাবধান থাকুন।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: কলাবাগান পারেনও বটে: রাজীব যে বেশ ভালোই মিথ্যুক, মতান্তরে একটু-আধটু কল্পনাবিলাসী, এ তো ব্লগের সবাই জানি! :)

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: না আমি মিথ্যুক নই। মিথ্যা বলে যেহেতু আমার কনো লাভ হয় না, তাই আমি মিথ্যা বলি না।
আমার সমস্যা হলো- নিজের কথা গুলো গুছিয়ে বলতে পারি না। তাই সবার কাছে অপরাধী। অথচ আমি সহজস অরল জীবন যাপন করি।
হ্যা আমাকে কল্পনাবিলাসী বলতে পারেন।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৯

নেওয়াজ আলি বলেছেন: ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । ভালো লেখা সত্য লেখা মন মননের উপকার ।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: আমি তুচ্ছ মানুষ। সত্য বলি বা মিথ্যা বলি তাতে জগতের কিছুই আসে যায় না।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

যেহেতু পাবলিক প্লেসে ধূমপান বেআইনি সে ক্ষেত্রে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে।
তবে অন্য স্থানে ধূমপান করলে মনে হয় না কোন সমস্যা।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি দয়া করে সবার সাথে গাঁ ভাসিয়ে দিবেন না।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২

তারেক ফাহিম বলেছেন: আপনার দাদীকে সিগারেট সরবারহ করে দিতেন, কত বছর বয়স ছিলো আপনার?

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: দশ এগারো বছর আগের কথা।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫২

সপ্তম৮৪ বলেছেন: ছেলে হোক মেয়ে হোক সবারই বিড়ি খেয়ে মরার অধিকার আছে

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: বিড়ি না খেলেও মরতে হবে।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

চাঁদগাজী বলেছেন:


সিগারেট বাংগালী মেয়েদের কমনীয়তা নষ্ট করবে।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: বহু বাঙ্গালী মেয়েরা এখন মদও খায়।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: এখন ত খায় তো

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: হুম।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৪

কথক আরমান বলেছেন: ঢাকা থাকাকালীন দেখেছি বস্তিথেকে আসা কিছু মেকাপ করা মেয়ে রাস্তায় রাস্তায় সিগারেট খায়, আমাদের সমাজে মেয়েদের প্রকাশ্য সিগারেট খাওয়া দৃস্টিসুখকর নয়, সব মেয়ের উচিৎ নিজের ও পরিবারের সম্মান রক্ষায় শালীনতা বজায় রাখা পতিতা হলে ভিন্নকথা, নিজ বাসায় বসে মেয়েরা সবকিছু খেতে পারে এতে কারো আপত্তি থাকার কথা নয়।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: হ্যা অণেক ভালো বলেছেন।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ঢাকায় এবং চট্টগ্রামে শতকরা ২০ভাগ মেয়ে সিগারেট খায়।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: যার ইচ্ছা খাক। মরুক। জেনে বুঝেই তো খাচ্ছে।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




অথচ যৌতুকের জন্য যখন নারী নির্যাতন হয় তখন এদের খোঁজ থাকে না ।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: সেটাই।

এই সহজ হিসাবটা তো তারা বুঝে না।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পাবলিক প্লেসে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ।
শাস্তির বিধানটা কঠর করা দরকার। পুরুষ-নারী উভয়ের জন্য।

০৯ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: এই দেশে নিয়ম কানুন কেউ মানে না।

২০| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরাই সিংঙ্গাপুরে গেলে নিয়ম-কানুনের আগা গোড়া সব মানি।
ঐখানে আইন প্রয়োগ হয় সরাসরি, আর ফাইনটাই মোটা অংকের।

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: সেটাই।'
আইন আমাদের আছে। কেউ তা মানছে না। শুধু আইন থাকলেই হয় না, আইনের প্রয়োগ থাকতে হয়।

২১| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে যারা মোটামুটি মদ খায় (সপ্তাহে ২ দিন), এদের ৯৫ ভাগ ৭০ বছর বয়স হওয়ার আগেই মৃত্যু বরণ করবে।

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: মদ সব শ্রেনীর মানুষই খায়।
সব জেনে বুঝে।

২২| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮

ঢাবিয়ান বলেছেন: সিগারেট খাওয়া স্বাস্থের জন্য ক্ষতিকর। আর নারী শরীরের জন্য বেশি ক্ষতিকর। গর্ভের শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে, মা স্মোকার হলে। স্বাস্থ্যগত দিক ছাড়াও তাকাই কালচারাল দিকে। আমাদের বাঙ্গালী কালচারে মেয়েদের সিগারেট খাওয়াটা অত্যন্ত দৃষ্টিকটু। পশ্চিমা কালচারে আমাদের জন্য কোন উদাহরন হতে পারে না। তাঁদের কালচারে যেটা শোভন আমাদের কালচারে সেটা অশোভন। নারী পুরুষ সাম্যতা ও আধুনিকতার দোহাই তুলে স্বাস্থের জন্য ক্ষতিকর এবং অশোভন কোন কালচারকে সাপোর্ট করাটা কোন ভাল মানূশের কাজ নয়।বখাটেপনা কখনই প্রশ্রয় পাবার বিষয়বস্তু নয়।

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৩| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

রানার ব্লগ বলেছেন: যেই পান করুক সিগারেট পরিত্যাজ্য দ্রব্য। আর যে সমস্যার সৃষ্টি হয়েছে এটা উনি মেয়ে বলে সম্ভব হয়েছে, ছেলে হলে ওই সময় ওই লোকের দাত গুলা মাটিতে গড়াগড়ি খেত।

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: সহমত।

২৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৩

এস এ মেহেদী বলেছেন: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে ছেলে হোক আর মেয়ে হোক। তবে, যে কেউ ধূমপান বিরোধী সচেতনতায় এগিয়ে আসতে পারে। কিন্তু সচেতনতা মানে তো এই নয়, "আপনি জোর করে কাউকে বাধ্য করবেন"
আপনি বুঝাতে পারেন, মানবে কি মানবেনা এটা তার নিজের বিষয়।

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

২৫| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭

গফুর ভাই বলেছেন: অই লোকটা মেয়ে কে মানা করেছে ধুমপান থেকে বিরত থাকার জন্য ভালো করছে মানলাম কিন্তু তাকে সামনে পেলে জিজ্ঞেস করতাম ভাই কলাবাগান এলাকায় এরাম নামে বার আছে ওখানে যেয়ে এইরকম প্রতিবাদ করে দেখান সত্যি এতই যদি প্রতিবাদের স্প্রিহা থাকে। মেয়ে ছেলে পেয়ে অপদস্স্ত করার একটা সুযোগ নিছে, আসলে উনি সত্যিকার প্রতিবাদের ইমানী লোক বলে মনে হয় নাহ।যেখানে ঘটনা ঘটেছে সেখানে তো আরও লোক ছিল যারা ধুমপান করতেছিল সেই ব্যাক্তি বেছে বেছে ওই নারী কে মনে ধরল অপধস্ত করার জন্য।আমি মনে করি কোন ঘটনা হলে তার পিছনে কি কি কারন , মনস্তাতিক ব্যাপার গুলো বিবেচনায় নিয়ে ঘটনার বিচার বিশ্লেষন করা উচিত।যদি উনার ফ্যামেলী তে খোজ নেন তাহলে দেখা যাবে অনেক আছে ধুমপান করেন। ধুমপায়ী অগ্রহনযোগ্য সে মেয়ে হোক আর ছেলে হোক।
চারিদিকে একটা কট্টর পন্থি ধর্মিয় পরিবেশের এনার্খি চলতেসে এই ঘটনা তার প্রতিফলন।অশনি সংকেত বিরাজ করছে

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: ছোট ছোট সমস্যা থেকেই বড় বড় সমস্যার সৃষ্টি হয়।

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষের খেয়ে দেয়ে কাজ নাই, আজাইরা কাম করে বেড়ায়।
এটা নিয়ে হাউকাউ করার কিছু নাই।
মেয়েদের ধুমপান দেশিয় সংস্কৃতিতে নতুন কিছু নয়।
৪০ বছর আগেও মহিলাদের হুকো, বিড়ি খেতে দেখেছি।

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: সহমত।

২৭| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫০

সোহানী বলেছেন: প্রথম প্রথম বাঙ্গালীদের চোখে নতুন কিছু দেখলে চোখ কট কট করে মানতে চায় না। তাই লোকটি এমন করছে যেমন করছে কলাবাগান!

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---
কলাবাগান একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে আছেন।

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখানে গাজা এবং সিগারেট প্রকাশ্যেই খায় কিন্ত এসির ভিতর যেখানে লোকজন থাকে সেখানে খায় না।ছেলেদের থেকে মেয়েরা বেশি খায়,বিশেষ করে চাইনিজ মেয়েরা।এখানে হুজুররা তো কিছুই বলে না।মনে হয় সোজা হয়ে গেজে।



০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: হুজুররা সমাজের কোণ উপকার টা করে? মিলাদ পড়ায়, কেউ মরে গেলে জানাজা পড়ায়।

২৯| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৮

এইচ তালুকদার বলেছেন: আমার প্রীয় ব্রান্ড মার্লব্রো নারীদের সিগারেট হীসাবেই যাত্রা শুরু করেছিলো। পরে কাউবয়দের ছবি মবি লাগাইয়া ছেলেদের ব্রান্ড হইয়া গেছে।

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: হুম, এরকমও হতে পারে।

৩০| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৩

কলাবাগান১ বলেছেন: অংকে কাচা বাজারের মুদি দোকানদার ও বুঝে তিন মাস আর এক বছর এর পার্থ্যক্য.....

আর যিনি আমাকে কটাক্ষ করছেন কানাডা থেকে তিনি কি ভুলে গেছেন যে উনার কল্প কাহিনী আমেরিকার বা কানাডার পার্কে যত্রতত্র তিনি নাকি দেখেন আদিম লীলা ...এতদিন আমেরিকায় ...কোনদিন এসব দেখলাম না পার্কে.... উনি নাকি দেখেন....।

তাহলে কিভাবে বলেন যে
"প্রথম প্রথম বাঙ্গালীদের চোখে নতুন কিছু দেখলে চোখ কট কট করে মানতে চায় না। তাই লোকটি এমন করছে যেমন করছে কলাবাগান!"

আমি হলে মেয়েটিকে আরেকটি সিগারেট দিতাম তার সাহসের জন্য সমাজ ভাংগার যুদ্ধে

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: কলাবাগান আপনি বাংলা সিনেমার ভিলেনদের মতোন শুরু করেছেন। হা হা হা----

৩১| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হুম পড়েছি কিন্ত আমার কিছু বলার নাই।

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: বোবার কোনো শক্র নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.