নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

\'শেষ স্প্যানটি বসলো পদ্মা সেতুতে\' সাধারণ মানুষ যা ভাবছেন

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭



১। সাবাশ বাংলাদেশ। এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়...
পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি আজ বসানো হলো।

২। পদ্মা সেতু। ৪১তম ও শেষ স্প্যান।
ওরে খালেদা, ওরে ইউনুচ্চা- ওরে মতিমিয়া পারলি না ঠেকাতে...
জয় বাংলা। শেখ হাসিনা দীর্ঘজীবী হোন।

৩। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। হে সৃষ্টিকর্তা তুমি আমাদের প্রধানমন্ত্রীকে দীর্ঘায়ূ করো।

৪। আজ দুপুর ১২.০২ মিনিটে বসানো সম্পন্ন হ'লো নির্মাণাধীন পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান।
নিশ্চয়ই বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, একটা ঐতিহাসিক দিন।

৫। আমাদের নিজেদের পদ্মা সেতু। স্বপ্ন হলো সত্য..! দেশরত্ব শেখ হাসিনার সাহসের প্রতিবিম্ব পদ্মাসেতু।

৬। এবার ঘন ঘন শশুড়বাড়ি যাব। তবে চিন্তায় আছি। এদেশে যেভাবে হালাল-হারাম নিয়ে ফতোয়া হচ্ছে, কোনো পক্ষ আবার ফতোয়া জারি করে না বসে যে, পদ্মা সেতুতে ওঠা হারাম। পদ্মাসেতু ভাস্কর্য না হলেও স্থাপত্য। স্থাপত্য ভাস্কর্য়ের খালাতো ভাই।

৭। আমরা যারা দক্ষিণ বঙ্গের তাদের কাছে এক স্বপ্নের নাম পদ্মা সেতু। স্বপ্ন হলো সত্যি!!! আমাদের পদ্মা সেতু.. আমাদের অহংকার...
জয় বাংলা।

৮। লুটপাট ও অর্থপাচারতো ক্রমান্বয়ে বাড়ছে, এ নিয়ে দ্বিমত নেই। কিন্তু পদ্মা সেতুর একটা রাজনৈতিক অর্থনীতি আছে। সেটি হলো প্রভাবশালী বিশ্বব্যাংক (পুঁজিবাদী বিশ্বের বহুজাতিক মোড়ল)কে এভাবে 'না' বলে, তথা সম্পূর্ণ অস্বীকার করে একটি উন্নয়নশীন দেশের মেঘা প্রজেক্ট করার নজির খুব কম। আর মনে রাখতে হবে বিশ্বব্যাংকের ফরমুলায় কিন্তু বিশ্বে প্রাইভেটাইজেশন ও নিউ লিবারেল অর্থনীতির বিকাশ, যা চরিত্রগতভাবে দুর্বৃত্তায়নকে বিস্তৃত করেছে।

৯। এবার জেদ করে একটা ভালো নির্বাচন করে দেখালে কেমন হয়?

১০। বাংলাদেশের নাগরিক হিসেবে পদ্মাসেতুর জন্য সরকারের অবদানের প্রশংসা করুন। কিন্তু এই সরকারের সকল দূর্নীতি, ক্রসফায়ার, গুম, জনগণের মৌলিক অধিকার আর বাকস্বাধীনতা হরণ, ধর্ম নিয়ে রাজনীতি, কওমি শিক্ষাব্যবস্থার ভয়াবহ প্রসার, সাম্প্রদায়িকতা আর মৌলবাদে পৃষ্ঠপোষকতা ইত্যাদি সকল অগণতান্ত্রিক আচরণেরও জোর সমালোচনা করুন। সরকারের ফ্যাসিবাদী চরিত্র যেন পদ্মাসেতু দিয়ে আড়াল করা না হয়।

১১। কেউ কেউ লিখেছে ‘স্বপ্ন হলো সত্যি’, আরেকটা ভার্সন আছে, 'কষ্ট হলো সত্যি'। শুনতে অদ্ভুত শোনালেও এটা বাস্তবতা।

১২। হেটারদের প্রতি ভালবাসা রইল। যারা বলেছিল পদ্মা সেতু হবে না। আপনারা পদ্মা সেতুতে উঠে এইটা ভাববেন সবসময়, বঙ্গবন্ধুই বাংলাদেশ আর মাননীয় প্রধানমন্ত্রী তারই কন্যা। তার সৎ সাহস আর জেদ এর কাছে অসম্ভব বলে কিছু ছিল না আর থাকবেও না।
জামাতের কেউ উঠতে যাইয়েন না জীবনে রিস্ক আছে আপনাদের।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৩

রানার ব্লগ বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ !!!

তার এই দৃঢ় চেতা স্বভাবের জন্য তিনি স্বরনিয় হয়ে থাকবেন।

দক্ষিন বঙ্গের লোক তাকে মনে রাখবে !!!

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: অনেক বড় আনন্দের খবর।

২| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: চলাচলে সময় বাঁচবে, খরচ বাড়বে।

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: খরচ বাড়লেও সময় কমবে।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:



২ সেতুর টাকা চলে গেছে; বিশ্ব-ব্যাংকের টাকায় করে, নগদ টাকাটা দিয়ে গরীব ছেলেমেয়েদের পড়াতে পারতেন, উনার ভাবনাশক্তি খুবই সীমিত ও আমাদেরকে পেছনে টানাে রাখার জন্য যথেষ্ঠ

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: সীমিত ভাবনা শক্তি দিয়েই পদ্মা সেতু, মেট্রোরেল। ডিজিটাআল বাংলাদেশ। যথেষ্ঠ। চলবে।

৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দক্ষিন পশ্চিম বাংলার মানুষের বিরাট উপকার হল।পরিবহন খরচ অনেক কমে যাবে।বাকি মেঘা প্রকল্প গুলো শেষ হলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে।

চীনের সাথে সড়ক ও রেল যোগাযোগ প্রকল্প শেষ হলে এই অঞ্চল অন্য রকম চেহারা ধারন করবে।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: ''বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে''। এই কথাটা খুব ভালো লাগলো।

৫| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: প্রশাসনিক ও বিচার ব্যবস্থা দাড়া করাতে পারলে তিনি ইতিহাসের বরপুত্র হতে পারতেন। স্বাধীনতার ৫০ বছরে এখনো এত এত মানুষ গরীব এবং পথে ঘাটে বেড়ে উঠছে তা দেখে দুঃখ লাগে। এও সেতু বানিয়ে ফেলাতে প্রমানিত হয়, দেশ প্রশাসকের ইচ্ছাই যথেষ্ট, যে কোন ভাল কাজে। অভিনন্দন।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৩

রাজীব নুর বলেছেন: খুব নিখুঁত ভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন- দেশ একটু একটু করে এগিয়ে যাচ্ছে।

৬| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪১

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন বাংলাদেশ

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২৫

রাজীব নুর বলেছেন: হ্যা। ইয়েস।

৭| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২৩

সিগনেচার নসিব বলেছেন: একটা মহল দাবী করতেছে কিছু সাংবাদিক আজ থেকে নাকি বেকার হয়ে যাবে :) আপনি কি এ ব্যপারে কিছু জানেন ??

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২৭

রাজীব নুর বলেছেন: সাংবাদিকদের অবস্থা খুব করুন।
করোনার শুরু থেকেই বিভিন্ন হাউজের শোচনীয় অবস্থা শুরু হয়েছে। অনলাইন এবং দৈনিকের বহু লোকের চাকরি চলে গিয়েছে সম্পূর্ন বিনা নোটিশে। আর যারা আছেন তাদের সেলারি কমিয়ে দেওয়া হয়েছে। যারা টিকে আছে, এরা চাটুকারিতা করে টিকে আছে।

৮| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩৮

কবিতা ক্থ্য বলেছেন: পদ্মা সেতু হলো।
শুনতে ভালো লাগে- দেশের টাকায় এই সেতু বানানো হয়েছে।
বিশ্ব ব্যংক এর সাহায্য লাগেনি।

ভাই, আপনাকে শ্রদ্ধা করি, তাই কিছু বলবোনা।
কিন্তু আপনিও যানেন - থলিতে কি আছে।
ভালো থাকবেন।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ আমাদের। দিন শেষে ভালো হলেই আমরা খুশি।

৯| ১১ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৪৬

সোহানী বলেছেন: আহ্ একটি স্বপ্ন পূরণ।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: কেমন শান্তি শান্তি লাগে তাই না!!

১০| ১১ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জাতির জন্য এটি একটি বিশাল অর্জন যার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ !

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১১| ১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৮

রোকনুজ্জামান খান বলেছেন: এখন তার উচিত হবে তার মেয়ের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে অবসরে যাওয়া। একটা সময় মাংশ পেশী স্থির হয়ে যাবে, কমে আসবে রক্ত ছাড়কুলেশন, ব্রেন আর আগের মত কাজ করবে না।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: কমপক্ষে তার আরো ১০ বছর থাকতে হবে।

১২| ১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩১

কথক আরমান বলেছেন: আওয়ামীলীগ যত কিছুই করুক ১১ নাম্বার করার মতো সাহস আওয়ামীলীগের নেই।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: হুম।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩১

কথক আরমান বলেছেন: ৯* নাম্বার।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: ওকে।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৭

ঢাবিয়ান বলেছেন: আরো কিছু সাধারন মানুষের ভাবনাও দেখলাম ফেসবুকে

Ashiqe Ahmed
মন্ত্রী, আমলা, সরকারী কর্মকর্তা-কর্মচারী আর শিল্পপতিদের যে টাকাপয়সা আর সম্পত্তির হিমালয় পর্বত আছে তা দিয়ে আরো কয়েকটা পদ্মা সেতু বানানো যাবে। তা সত্বেও বিদেশ থেকে লোন নিয়ে ধানায় পানায় করে এত বছরে পদ্মা সেতুর কাজ শেষ করা হল, তাও বুঝলাম। এখন এই উচ্চ টোল এর কারণ? মেইন্টেনেন্সের জন্য? ওহ
তা বলছি চু***নিরা তোদের কি দৈনিক ঘুষ, সুদ আর চাঁদাবাজিতে ইনকাম কম হয়ে যাচ্ছে?

Muhammad Nazmul
আচ্ছা, যেই সেতুর সম্পূর্ণ প্রজেক্টের ৮৪ শতাংশ টাকা অন্য দেশের কাছ থিকা ২.৫ শতাংশ সুদে ঋণ হিসাবে আসে, যেই সেতুর নকশাও অন্য দেশের, কারিগরও অন্য দেশের, সেই সেতুরে নিজেদের অর্থায়নে নির্মিত সেতু বলতে সমস্যা হয় না আপনাদের?
চায়না ও আম্রিকারে কি আপনারা নিজের দেশ বইলা ভাবেন?
নাকি ভোট ডাকাতি কইরা ক্ষমতা দখলের পর এইসব জাতীয়তাবাদী চাপাবাজিরে আর অপরাধ বইলা ভাবেন না আপনারা?
তবে এইটা ঠিক, আপনাদের প্রস্তর যুগের মানুষের মত লাফালাফি দেইখা আমি ব্যাপক বিনোদিত হইতেছি, যার গুরুত্ব কম না। আপনাদের লাফানো দেইখা আমার মনে হইতেছে, এই সেতুই মানব সভ্যতার ইতিহাসে প্রথম সেতু অথবা ব্যাবিলনের শূন্যোদ্যানের পরই 'উনি' নবম আশ্চর্য্য হিসাবে গিনেজ বুকে স্থান পাইতে যাইতেছেন।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: বেশ।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

ঢাবিয়ান বলেছেন: একটা পোস্টে কমেন্টে দেখলাম আপনার বাবা আর নেই। কথাটা কি সত্যি?

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: হ্যা। আজ সকালে আব্বা মারা গেছেন।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: দেশে দুর্নিতি কি কমবে কখনো?

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: না। কমবে না।

১৭| ১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৩

বিজন রয় বলেছেন: কোনটাই আমার ভানার সাথে মিল পেলাম না।

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: হায় হায়---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.