নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

উপদেশ নয়

২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৫



১। বিছানায় শোয়ার পরেও যদি অনেকক্ষণ ঘুম না আসে তাহলে বারবার চোখ খোলা বন্ধ করতে থাকুন। এতে চোখের ক্লান্তি হবে এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন।

২। রাজনীতি থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন। যদি সত্যি মানুষের সেবা করার ইচ্ছে থাকে তাহলে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের সেবা করুন।

৩। ক্রিকেট খেলা দেখা বন্ধ করুন। মনে রাখবেন বড়লোকেরা এবং কিছু ব্যবসায়ী মানুষ ক্রিকেট খেলার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত সাধারণ মানুষ ক্রিকেট খেলা দেখে অর্থ এবং সময় দুই অপচয় করেন। যদি ক্রিকেট খেলা সত্যি ভালোবাসেন তাহলে ক্রিকেট খেলুন। খেলা কখনোই দেশের সাফল্যের পরিচয় হতে পারে না।

৪। ক্রোধ, অহমিকা, হিংসা, ঘৃনা, কামসূত্র, লোভ-লালসা, অলসতা, পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে অবশ্যই ভালো থাকতে পারবেন।

৫। ইংরেজি ভাষায় সবচেয়ে জটিল শব্দ set. এই ক্ষুদ্র শব্দটির ৪৩০ অর্থ রয়েছে যা বর্ণনা করতে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ২৪ পৃষ্ঠা ব্যয় করতে হয়েছে।

৬। রাজনীতি, মিডিয়া, মানুষের জীবনের বাস্তবতা, সত্যিই আজব বিষয়। মিডিয়া যেমন প্রকৃত খবর আড়াল করে স্বার্থের দিকে ছুটছে, রাজনীতি চায় শুধু ক্ষমতা, আর সাধারণ মানুষ শুধু শান্তিপুর্ণভাবে বাঁচতে পারলেই খুশি। কর্তাবাবুগণ আবার 'মলম' দিয়ে আরোগ্য করতে চায় হৃদরোগ।

৭। আল্লাহর অস্তিত্বের জন্য আপনাকে প্রকৃতির দিকে তাকাতে হবে। এই প্রকৃতির সব কিছু সেটেল। মানে সবকিছু সুন্দরভাবে শৃঙ্খলবদ্ধ। পশু পাখি, পিপড়া, মেঘ,পাহাড়,নদী সব কিছুই সেটেল। সবকিছুই যেন আগে থেকেই কেউ সুন্দর মত সেট হিসেবে গুছিয়ে রেখেছে।কে গুছালো? এগুলো সবকিছু এমনি এমনি হয়ে যায়? মানুষের জীবনে তো গুছাতে হয় এমনি এমনি হয় না সব কিছু । আর এগুলো এমনি এমনি হয়ে গেল!

৮। শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেনঃ ওগো, চাইতে নেই গো, তাঁর কাছে কিছুই যে চাইতে নেই। তিনি যে দেবার জন্য, হাত বাড়িয়ে বসেই আছেন। ওগো, চাইতে গেলে যে ঠকে যাবে, চাইতে গেলে যে কম পড়ে যাবে গো।
এই চাওয়া, পাওয়ার হিসেবে যে আমি বারবারই ভুল করে ফেলি। লাভ আর ক্ষতির হিসেবে মেতে উঠি। ফলে, তাঁকে মেনে ও মানি না, বিশ্বাস করে ও, আবার করি না, চেয়ে ও যে মন থেকে চাওয়ার মতো চাই না। আর তাই, তিনি ও যে থাকেন, থেকে ও, না থাকার মতোই।

৯। জুতা এবং বেল্টের রং এক রাখার চেষ্টা করুন, এটা পারসোনালিটি গ্রো করে।

১০। বৌদ্ধরা ঈশ্বরের নিকট হাত পাতেন না। তারা কর্মে বিশ্বাসী। কর্ম বা কাজ করো যা ইচ্ছা তাই হতে পারবে (অবান্তর ইচ্ছা বাদে)। তাই ঈশ্বর আমাকে বাঁচাবেন, খাওয়াবেন, সবকিছু দেখভাল করবেন এ আশায় বৌদ্ধরা বসে থাকেন না। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে যদি ঈশ্বরের (অস্তিত্বহীন বিশ্বাসের উপর) আশায় বসে থাকতে হয় তাহলে মানুষ একটা অর্থহীন প্রাণী ছাড়া কিছুই নয়।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:


২ নং, ১০ নং:

এই ২ টো মেলেনি; রাজনীতিই একটা জাতির জীবনমরণ, উহা না বুঝলে, না করলে, আপনি জাতির জন্য বোঝা; বার্মার ২০ ভাগ লোকজন বৌদ্ধভিক্ষু, এরা অন্যদের দানের উপর বেঁচে থাকে।

২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: দ্বিধায় ফেলে দিলেন।

২| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


৭ নং:

প্রাকৃতিক বিজ্ঞান বুঝলে, পরিস্কার হয়ে যাবে যে, নবীরা সৃষ্টিকর্তা সম্পর্যকে সত্য কথা বলেননি।

২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৭

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৩

কল্পদ্রুম বলেছেন: ইস্টারেন্টিং পয়েন্টস। শ্রী রামকৃষ্ণের বাণী নিয়ে ভালো বই সাজেস্ট করতে পারেন?

২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: প্রচুর বই আছে। তবে শুধু বানী পড়তে হবেনা। সুনীল গঙ্গোপাধ্যায়ও রামকৃষ্ণ কে নিয়ে লিখেছেন।

৪| ২০ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২,যখন সাম্রাজ্য এবং রাজা ছিল তখন প্রজার রাজনীতি করা ছিন অন্যায় এবং অপরাধ।
এখন গনতন্ত্র ও রাষ্ট্র ব্যবস্থায় প্রতিটা নাগরিককে হতে হবে রাজনৈতিক সচেতন।তাকে যোগ্য লোককে ভোট দিতে হবে,কে যোগ্য সেটা বিচার করার যোগ্যতা অর্জন করতে হবে।এটাই রাজনীতি,এখান থেকে বাইরে থাকবেন কি ভাবে।

৭,আল্লাহ আছে এটা কোন প্রমাণিত সত্য না,আবার নাই এটাও প্রমাণিত সত্য না।এটা প্রতিটা মানুষের ব্যক্তিগত বিশ্বাস।

পৃথীবির কোন কিছুই সুন্দর শৃঙ্খলবদ্ধ না।প্রতি মুহুর্তে লক্ষ কোটি প্রান নিহত হয় অন্য প্রাণী কর্তৃক।ভূমিকম্প,সুনামি,ঝড়,মহামারী পৃথীবিকে ওলট পালট করে করে দেয়,এটাকে আপনি সুশৃঙ্খল বলবেন।
আল্লাহ মানুষকে কত অসহায় করে শৃষ্টি করেছেন,কিন্তু মানুষ নিজের প্রচেষ্টায় আজ কতো উন্নত।

৯, পারসোনালিটি জুজা,বেল্টে হয় না।ভারতে হাজার হাজার নেতা জীবনেও জুতা বেল্ট ব্যবহার করে নাই।
ব্যক্তিত্ব হয় জ্ঞানের গভীরতায়।

২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: আমার মনে হচ্ছে আপনি সঠিক কথাই বলেছেন।
আমি আগেই বলেছি, আপনি অভিজ্ঞ মানুষ।

৫| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর বানীগুলো রাজীব দা

২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ২। রাজনীতি থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন। যদি সত্যি মানুষের সেবা করার ইচ্ছে থাকে তাহলে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের সেবা করুন।

আপনার কেনো মনে হচ্ছে সিভিল সার্ভিস উত্তীর্ণরা মানুষের সেবা করেন?

২০ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: কোনো কারন নেই, এমনি মনে হলো।

৭| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৯

জাহিদ হাসান বলেছেন: ১০ নং এ যা লিখেছেন তার জন্য অনেকেই আপনার উপরে ক্ষেপবে। কিন্তু আমি আপনার নিয়মিত ব্লগ পাঠক। আমি জানি আপনি অযৌক্তিক কোন কথাই বলেন না। কিন্তু যারা যুক্তির ধার ধারে না তাদের বুঝাবেন কি দিয়ে??

২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ।
যারা যুক্তির ধারধারে না তাদের গাড় ত্যারা।

৮| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩১

নেওয়াজ আলি বলেছেন: (১) নং করে দেখতে হবে। ভালো লিখেছেন একমত আছি অনেটা

২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.