নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটা কৌতুক

২০ শে অক্টোবর, ২০২৩ রাত ২:১৯



একদিন বল্টু তার শিক্ষককে বললঃ স্যার 'নাটুরে' মানে কি?
শিক্ষকঃ আজ ঠিক মনে পড়ছে না, কাল তোকে বলে দেবো। ঘরে গিয়ে শিক্ষক সমস্ত অভিধান ঘেঁটেও 'নাটুরে' শব্দটি খুঁজে পেলেন না। পরের দিন বল্টু আবার জানতে চাইলো- 'নাটুরে' মানে কি?
শিক্ষক আবার কাল বলবো বলে এড়িয়ে গেল।

বল্টু রোজ রোজ একই কথা জিজ্ঞাসা করতে থাকলো।
রোজকার এই টেনশনে শিক্ষকের তো একেবারে নাজেহাল অবস্থা। শেষে একদিন শিক্ষক বললেনঃ ঠিক আছে, আগে তুই 'নাটুরে' স্পেলিং টা বল।
বল্টুঃ 'NATURE'

এবার তো শিক্ষকের মাথায় রক্ত উঠে গেল।
তিনি প্রচন্ড রেগে বল্টুকে বললেনঃ আমাকে বোকা বানাচ্ছিস?
'নেচার' কে 'নাটুরে' করে তুই আমার ল্যাজে গোবরে অবস্থা করেছিস। দাঁড়া, তোকে আজই টিসি. দেওয়ার ব্যবস্থা করছি।
বল্টু ঝট করে শিক্ষকের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললঃ স্যার এত বড়ো সর্বনাশ করবেন না। নয়তো আমার 'ফুটুরে' টাই খারাপ হয়ে যাবে।

(সংগ্রহ)

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০২৩ ভোর ৪:৩৭

সোনাগাজী বলেছেন:



বেচারা বল্টু ইংরেজী শেখার চেষ্টা করছিলো!

২| ২০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৭:০৯

কামাল১৮ বলেছেন: ইংরেজিতে এমন শব্দ অনেক।বাংলাতে আঁছে তবে কম।

৩| ২০ শে অক্টোবর, ২০২৩ সকাল ৮:২৮

হৃৎ কোমল বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.