নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চাকরি আছে, চাকরি নেই

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৯



যারা শুধু মাত্র একটা চাকরির জন্য লেখাপড়া করে,
তাঁরা আসলে দেশের মেরুদন্ডটাই নড়বড়ে করে দেয়। আসলে লেখাপড়া করলেই চাকরি পাবেন এটা ভাবা সঠিক কাজ নয়। মূলত ভালো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে হবে। গোঁজামিল দিয়ে কোনো রকমে পাশ করে গেলে, চাকরির বাজারে দূর্ভোগ পোহাতে হয়। বহু লোক কবিতা লিখেন, তাঁরা সকলেই কিন্তু কবি নয়। কেউ কেউ কবি। যারা লেখাপড়া করেও চাকরি পাচ্ছেন না, তাঁরা মূলত অযোগ্য, অদক্ষ। কোনো রকমে সামান্য পড়ে বা নকল করে পাশ করে গেছেন। কেউ চাইবে না অযোগ্য, অদক্ষ লোক তার প্রতিষ্ঠানে থাকুক। মূলত প্রশ্নপত্র ফাঁস জেনারেশন চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।

দুই হাজার সালের পর থেকে বাংলাদেশে লেখাপড়ার মান কমতে শুরু করেছে।
সেটা আজও অব্যহত আছে। আওয়ামীলীগ সরকার পদ্মাসেতু করেছে, অনেক রাস্তাঘাট করেছে আরো অনেক কিছু করেছে। কিন্তু লেখাপড়ার মান বাড়াতে পারে নাই। প্রশ্নপত্র ফাঁস জেনারেশন চাকরি কেন পাবে? যারা করোনার কারনে অটোপাশ করেছে তাঁরা কেন চাকরি পাবে? অনার্স, মাস্টার্স পাশ করেও সঠিক ভাবে একপাতা দরখাস্ত লিখতে পারে না। এদেরকে কে দিবে চাকরি? এদিকে বাংলাদেশ দরিদ্র দেশ। মানুষ বেশি। সব জায়গায় প্রতিযোগিতা। সরকার দেশের বেকারদের কথা ভাবে না। নতুন নতুন চাকরি সৃষ্টি করা নিয়ে কারো কোনো আগ্রহ নেই।

যারা ভালো ভাবে লেখাপড়া করেছে,
ভালো প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছে, যারা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে পাশ করেছে তাঁরাই চাকরি পায়। আর যারা নকল করে পাশ করেছে অথবা কোনো রকমে পরীক্ষা দিয়ে পাশ করে গেছে তাঁরা চাকরি পায় না। পাওয়ার কথাও না। বিডি জবস এ দেখা যায়- বহু চাকরির পোস্ট খালি আছে, কিন্তু যোগ্যতা না থাকার কারনে কেউ চাকরি পাচ্ছে না। সামান্য ব্রীজ, রাস্তাঘাট, ফ্লাইওভার ইত্যাদি কাজের জন্য সরকার বিদেশ থেকে লোক আনে। তাহলে বুঝেন আমাদের দেশের লেখাপড়ার অবস্থা। ছেলেপেলে লেখাপড়া বাদ দিয়ে করে রাজনীতি। করে ছাত্রলীগ। অল্প বয়স থেকেই চায় ক্ষমতা। চায় টাকা।

তবে ক্ষমতাবান মামা চাচা থাকলে চাকরি পেতে সমস্যা হয় না।
মামা চাচা থাকলে যোগ্যতা ও দক্ষতারও প্রয়োজন নেই। বাংলাদেশে বহু প্রতিষ্ঠানে অযোগ্য ও অদক্ষ লোকজন বড় বড় পদে বসে আছে। আবার ঘুষ দিলেও সরকারী চাকরি পাওয়া যায়। আবার বহু দক্ষ যোগ্য লোক রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না। শুধু মাত্র তাদের ক্ষমতাবান মামা চাচা নেই বলে। আওয়ামীলীগ সরকার অনেক কিছু করছে, কিন্তু বেকারদের কথা ভাবছে না। তাদের জন্য চাকরি সৃষ্টি করার কথা ভাবছে না। বহু লোক চাকরি না পেয়ে উদ্যোক্তা হতে চেয়েছে, এবং পথের ফকির হয়েছে। হাতে গোনা কয়েকজন উদ্যোক্তা হতে পেরেছে এবং সফলতা পেয়েছে। যারা সফল হয়েছে, তাদেরকে সবাই চিনে, কিন্তু যারা ব্যর্থ হয়েছে তাদের খোঁজ কেউ নেয় না।

যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়,
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিসহ ইত্যাদি স্বনাম ধন্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেড়িয়েছে তাঁরা কেউ বেকার নন। আবার যারা ক্যাডেট কলেজ পড়াশোনা করেছেন তাঁদের মধ্যে কেউ বেকার নেই। মূলত যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে তাঁরা বেকার। এক কথায় বলা যায়, তাঁরা টাকা দিয়ে সার্টিফকেট কিনেছে। যারা লেখাপড়ায় ভালো, বুদ্ধিমান, যোগ্যতা ও দক্ষতা আছে তাঁরা কখনও বেকার বসে থাকে না। দেশে প্রচুর কলকারখানা করতে হবে। শিল্প প্রতিষ্ঠান করতে হবে। আমাদের দেশের মানুষ শুধু একটা কাজই মন দিয়ে করে, সেটা হলো- মসজিদ নির্মান। প্রতিটা এলাকায় ৪/৫ টা করে মসজিদ। একসাথে সব গুলো মসজিদ বিকট শব্দে আযান দিতে শুরু করে। যা যথেষ্ঠ বিরক্তিকর।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:২২

এম ডি মুসা বলেছেন: যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা সোনার হরিণ আর বাকি গুলো অঘা এমন একটা চিন্তা ভাবনা চলছে। পড়ালেখা জানার জন্য করে আর চাকরি সাথে তাদের স্বপ্ন। এবং বাস্তবায়ন করা লবিং না করলে হয়না। কয়জন আর বিসিএস ক্যাডার হতে পারে ।এত বেকার এর মাঝে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটি বুঝি নাই।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩১

ক্ষণিকের যাত্রী বলেছেন: কোটাসনংস্‌কার আনদোলন জাতির কাজে আসে নাই কিনতু ভুল দিক পরিচালিত করে

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: কোটা একদম উঠিয়ে দেওয়া দরকার।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৩৫

আরইউ বলেছেন:




রাজীব নুর ওরফে সামিয়া ইসলাম,
লেখা খুবই বাস্তবধর্মী হয়েছে, চমৎকার হয়েছে! গোঁজামিল দিয়ে কিছু করা ঠিক নয়; নকল করে পাস করলে কী হবে ঠিকই চাকুরীর বাজারে ধরা খাবে। আসলে আমি দেখেছি এই যারা নকল-টকল করে এরা ধরা খেতেই থাকে। যেমন ধরুন কেউ কেউ অন্যের লেখা চুরি করে ব্লগে প্রকাশ করে, কোন লেখকের লেখাকে নিজের মৃত পিতার সাথে কথোপকথন বলে ব্লগে চালিয়ে দেয়। কিন্তু দিনশেষে এই চোর-চোট্টার দল কিন্তু ঠিকই ধরা খেয়ে যায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ছাগল কোথাকার। সেই সাথে আহাম্মকও।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


পাবলিক ইউনিভার্সিটিতে মাফিয়াগিরি চর্চা ভালোভাবে চলছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: মাফিয়াগিরি কোথায় নেই?
মাছের বাজার থেকে শুরু করে ফুটপাত। সবখানে মাফিয়াদের রাজত্ব।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৬

জ্যাক স্মিথ বলেছেন: চাকরি না থাকলেও সমস্যা নেই কারণ মাফিয়াগিরি করে অনেক টাকা কামনো যায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: বহু লোক চাকরি না করেও ভালো আছে।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৬

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনার ১ম ও সবচয়ে ছোট চাকুরী ছিলো "আওয়ামী লীগ ও ছাত্র লীগ'এর সভাপতি"; এই জন্য উনি শিক্ষার ভুমিকা বুঝতে পারেননি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: জাতি তাকিয়ে আছে তার দিকে। তাই শেখ হাসিনার উচিৎ মানুষের দিকে তাকানো এবং তাদের মনের ভাষা বুঝার চেষ্টা করা।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০১

বিষন্ন পথিক বলেছেন: আপনি কি চাকুরীদাতা? নিয়মিত ইন্টারভিউ নেন? কিভাবে জানলেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: ধরুন আমি কখনও আগ্রা যাইনি। তাই বলে কি আমি তাজমহল সম্পর্কে জানবো না?

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আফসোস

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: বড়ই আচানক ঘটনা।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৪৭

কামাল১৮ বলেছেন: আপনি কি কখনো ভাগ্যকুল গেছেন?সেখানে আমাদের এক জন ব্লগারের একটা লাইব্রেরী আছে ।অনেক ছেলে মেয়ে সেই লাইব্রেরীতে বই পড়তে আসে।ছবি দেখলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: লাইব্রেরীতে যাইনি। তবে ভাগ্যকুল যাই প্রায়ই।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:২৮

অহরহ বলেছেন: খুব সুন্দর উপস্থাপনা......... @ রাজিব ভাইয়া।

যে দেশের মানুষ যত বেশি ধার্মিক, সে সব দেশে তত বেশি অশিক্ষা, কুশিক্ষা, অ-সততা, বেকারত্ব, ভেজাল, ধাপ্পাবাজী উর্বর হয়।[

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: একদম সঠিক বলেছেন।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: আমাদের বাপ চাচা মামা খালু রা যদি এভাবে ভাবতো
অনেক আগেই সোনার বাংলা হতে পারতো
আমাদের দেশে যে কোন কাজ ছোট করে দেখে
যার ফলে কোন সমস্যার সৃষ্টি হচ্ছে----------

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমাদের বাংলাদেশে এখন ধর্মের চেয়ে আগাছ বেশী।
ধার্মিকের চেয়ে ভন্ড হুজুর বেশী।
এরা দেশটাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছে।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




১৯৯২ সালে খালেদা জিয়ার সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয় চালু হয়।
এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সব চেয়ে খারাপ একটি কাজ। এতে করে শিক্ষাকে পণ্য করে দেয়া হয়েছে।

মধ্যবিত্তরাও হয়ে পড়েছে অসহায়।
এর চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জেলা ভিত্তিব ক্যাম্পাাস করে দিলে দেশের আমজনতার জন্য উপকার হতো।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৯

ধুলো মেঘ বলেছেন: কই? দেশের শিক্ষা ব্যবস্থায় যে বৈপ্লবিক অগ্রগতি হয়েছে - সেটা আপনার চোখে পড়েনি?
দিপু মনির মাথায় যদি এই ভাবনা না আসতো, নাহলে শিক্ষার্থীরা কোনদিন আলু ভর্তা করতে পারতো?
বইয়ে লেখা না থাকলে বিছানা গোছাতে পারতো?
হাঁসের মত প্যাক প্যাক করে গণিত শেখার এই অদ্ভুত উপায় সম্পর্কে মানুষ কোনদিন জানতে পারতো?

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৫

মোগল সম্রাট বলেছেন:




আমার দেখা অনেক গরিব ফেমিলির পোলাপান গরপড়াত লেখা পড়া করে এমএম পাস করেছে ইতিহা, বাঙলা, দর্শন, এসলামি স্টাডিজ, আরো কতো সাবজেক্ট নিয়ে । এখন তারা আত্নসম্মান চলে যাবে ভেবে কোন ছোট খাটো চাকরিও করছেনা। অথচ তাকে এই পড়ালেখা শেখাতে মা বাবা নিঃস্ব।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭

আরইউ বলেছেন:




রাজীব নুর ওরফে সামিয়া ইসলাম,
আপনি কোথাকার ছাগল আমি কী করে বলবো? আপনার লেখাচোর পরিচয়ের সাথে সাথে আপনি যে নিজেকে আহাম্মক এবং ছাগল দুই-ই ভাবেন জেনে খুব দুঃখ পেলাম। নিজের প্রতি এত নির্দয় হবেননা। আপনার লেখাচুরির অসুখ কমছেতো!

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





আমার ২টি প্রিয় সুরা-
১। সুরা আবু লাহাব
২। সুরা নাস পড়ুন।
আপনি কি এই সুরা দুটি পাঠ করেছেন? করে না থাকলে আজই পাঠ করুন। বড়ই আচানক সুরা।
সব কিছু সামান্য হলেও ক্লিন হয়ে যাবে।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:২৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করলে চাকরি পেতে মোটামুটি কম ভোগান্তি পোহাতে হয়। যেমন আমার ইউনিভার্সিটি বুটেক্স থেকে পাশ করে কেউ ই বেকার থাকে না, রেসাল্টের আগেই চাকরি পেয়ে যায়। আমিও পেয়েছিলাম, যদিও পরে চাকরি ছেড়ে দিয়েছি।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:১১

বাউন্ডেলে বলেছেন: ভিতরে মাল থাকলে, চাকুরি সমস্যা নয়। নিজেদের ব্যর্থতা ও চরিত্রহীনতার জন্য, শাষককে দোষ দেয়া উচিৎ নয়।

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



চাকরি নয় , মানুষের কাজ থাকতে হবে ।
কাজ ছাড়া বেঁচে থাকা কঠিন।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমাদের মাধব এর একটা কম্পিউটার ছিল। এটা ১৯৯৮ সালের কথা।
আমি ওর ওখানে প্রায়ই যেতাম। দেখে দেখে আমি কম্পিউটার চালানো শিখে যাই।
মাধবের পিসিটা আমার জন্য অনেক বড় কিছু ছিল। তবে কম্পিউটার এক বিশাল কাজের মেশিন। এটা শিখে শেষ করা যাবে।

মাধব মারা গেছে বেশ কয়েক বছর আগে। মাধবকে খুব মিস করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.