নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ইফতার

২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:০২

ছবিঃ গুগল।

রমজান মাসটা আমার জন্য আনন্দের।
বছরের ১১ টা মাস তো আর রমজান মাসের মতো নয়। রোজার মাসে আমি সবচেয়ে বেশী উপভোগ করি ইফতারের সময়টা। টেবিলে অনেক রকম খাবার থাকে। পরিবারের সকলকে নিয়ে খেতে বসা। আমার ছোট কন্যা ফারাজা আমাদের সাথে বসে। তাকে আলাদা প্লেট দেওয়া হয়। ফারাজা পাশে বসে আমার করে খাচ্ছে, দেখতে ভালো লাগে। আমার হাতে সময় থাকলে আমি ঘরের কাজে সহযোগিতা করি। আজও শরবত নিজের হাতে বানিয়েছি। লেবুর শরবত আমি ভালো বানাই।

জিনিসপত্রের অনেক দাম। তবুও বাজার করতে হয়।
সামান্য একটা মাঝারি সাইজের তরমুজ এর দাম ৬শ' টাকা। তাও আবার কেজিতে কিনতে হয়। তরমুজটা কাটার পর যদি লাল হয়, খুশিতে মনটা ভরে যায়। ফারাজা তরমুজ পছন্দ করে। সে তরমুজ শব্দটা বলতে পারে না। সে ইংরেজিতে বলে ওয়াটার মেলন খাবো। ইফতারের সময় অনেক রকম ফলের দরকার আছে। আনারস সস্তা। আমি আনারস খেতে পারি না। দাঁত টক হয়ে যায়। চিকন জিলাপী খেতে আমার ভালো লাগে। নিমকি, ঘুমনি সবই আমার ভালো লাগে।

ইফতারীর আইটেম বাইরে থেকে কিনে আনা সুরভি পছন্দ করে না।
আমার আবার বাইরের খাবার বেশি পছন্দ। ছোটবেলা থেকেই আমার বাইরের খাবার বেশি পছন্দ। আমি এখনও মাসে ২০ দিন সকালের নাস্তাটা বাইরে করি। আজ সুরভি ইফতারীতে গ্রীল চিকেন করেছে, নান রুটি বানিয়েছে। নুডুলস রান্না করেছে। সেমাই করেছে। মোমো করেছে। অনথন করেছে। চিকেন স্যুপ করেছে। সেই সাথে পিয়াজু, আলুর চপ আর বেগুনী তো থাকেই। সুরভি সব খাবারই ভালো করে। তার রান্নার সুনাম আছে। কিন্তু ডিম চপটা দারুন হয়।

আমি রোজা রাখি না। কিন্তু আমি আগ্রহ নিয়ে ইফতার করি।
খাবার সামনে নিয়ে আযানের জন্য অপেক্ষা করি। খেজুর দিয়ে ইফতার শুরু করি। এরপর একে একে আপেল, কমলাম আঙ্গুর খাই। প্রতিদিনই বাইরে থেকে বেশ কিছু খাবার আনা হয়। আমি প্রচুর খাই। খেতেই থাকি। তবে সবশেষে এক কাপ দুধ চা। সন্ধ্যায় বেশি খাই বলে বেশির ভাগ সময় রাতে আর খাই না। সেহেরির সময় ঘুম থেকে উঠতে পারলে সবার সাথে সেহেরি করি। আসলে পরিবারের সবার সাথে খেতে বসাটাই আনন্দের।

রমজান মাসে ইফতারীর অনেক দাওয়াত থাকে।
চাচার বাসায় যেতে হয়, শ্বশুর বাড়ি যেতে হয়, খালার বাসায়, পাশের বাসার ভাবীর বাসায়। এছাড়া অফিসে ইফতারী, এই মাসে আমাদের পরিবারের দুজন সদস্যের জন্মদিন। বড় রেস্টুরেন্টে অনুষ্ঠান হবে। ইফতার প্লাস ডিনার। আমাদের বাসায়ও ইফতার পার্টি হবে। আত্মীয়স্বজন আসবে। সব মিলিয়ে রমজান মাসটা ভালো কাটে। মসজিদে ইফতারী দেওয়া হয় বেশ কয়েকবার। পাড়া প্রতিবেশীদের বাড়িতে ইফতার দেওয়া হয়।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন:



ঢাকার মানুষ বেশী খায়।

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

২| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৩:১৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আনারস আর কাঁঠাল এই দুটি ফল আমি পছন্দ করি না, খেতে পারি না

বাইরে যতবার ইফতারি করেছি, আমি কখনও মজা পাইনি খেয়ে৷ আসল মজা বাসার ইফতারিতে৷

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: কাঠাল আর আনারস আমার বেশি পছন্দ না। খুব একটা খাই না।

ইফতারীর আসল মজা হলো- পরিবারের সকল সদস্যকে নিয়ে খেতে বসা।

৩| ২০ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি কি জানেন যে বাংলাদেশের হাজার হাজার মানুষ এখনো পেট পুরে খেতে পায় না?
আপনি যখন এই সব বিলাসী খাবারদাবার সামনে সাজিয়ে নিয়ে ইফতার উৎসব করছিলেন তখনও দেশের হাজার হাজার মানুষ ক্ষুধার তাড়নায় কাতরাচ্ছিল ।
আপনার কি লজ্জা হয় না এই সব খেতে?!
আপনি আসলে কী!?

২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: কে খেলো, কে খেলো না। বা দরিদ্র মানুষেরা কি করে? সেটার হিসাব রাখবেন, দেশের প্রধানমন্ত্রী।

৪| ২০ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের অনেক মানুষই আছে যারা ফুটানি দেখানোর জন্য বলে- আমি না কাঁঠাল খাই না!
কাঁঠাল অনেক ভালো এবং পুষ্টিকর একটি ফল ।
যদিও এখন অনেক দাম বেড়ে গেছে। তার পরেও প্রচুর পরিমানে পাওয়া যায় বলে মানুষ এখনো কাঁঠাল পেট ভরে খেতে পারে।‌ যেটা অন্য ফলের ক্ষেত্রে সম্ভব হয় না।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: ফুটানি দেখাই না। ফুটানী দেখানোর আমার কিছু নেই।

৫| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ৭:৫০

কামাল১৮ বলেছেন: রাজকিয় ইফতার।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: না তেমন কিছু না।

৬| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৩৫

ইসিয়াক বলেছেন: বহুদিন আগে আমার মায়ের সাথে কাটানো রোজার দিনগুলোর কথা আমার ভীষণ মনে পড়ে। এখন খুব একটা ইফতার করা হয় না।

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: রোজা না রাখলেও ইফতার করতে সমস্যা কি? আমি তো রোজা রাখি না। কিন্তু ইফতার করি আগ্রহ নিয়ে।

৭| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ‍‍`'' আমি রোজা রাখি না, কিন্তু অতি আগ্রহের সাথে ইফতার করি' খুবই ফযিলতপূর্ণ কথাবার্তা
এমন ইফতারের কারণে আপনি জান্নাত লাভ করবেন মহোদয়

এসব নির্লজ্জ কথাবার্তা কইতেও তো শরম লাগার কথা। ফারাজা বড় হউক , সে তখন বাপরে বুঝাইবে

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: এখানে নির্ল্লজের কিছু নাই আফা।

৮| ২০ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪০

এম ডি মুসা বলেছেন: চমৎকার ‌

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৪০

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার !

২০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ২০ শে মার্চ, ২০২৪ রাত ৮:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: সুন্দর লেখা...

১১| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৮

আমি ব্লগার হইছি! বলেছেন: আমিও রোযার মাসটা পছন্দ করি ইফতারের জন্যে।
সোনাগাজী বলেছেন, ঢাকার মানুষ বেশী খায়। আসলে কথা টা খুবই ঠিক। কারণ খাওয়া ছাড়া ঢাকায় আর অন্য কোন মনোরন্জনের সুযোগ নেই।

১২| ২০ শে মার্চ, ২০২৪ রাত ১০:৫৯

আমি ব্লগার হইছি! বলেছেন: রোযা না রেখেও ইফতার করলে হাফ রোযার সওয়াব পাওয়া যায়।

১৩| ২১ শে মার্চ, ২০২৪ ভোর ৫:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



পরী কি ইফতার করে না?
সে কোথায়?

১৪| ২১ শে মার্চ, ২০২৪ ভোর ৫:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশ কোন ফলের দাম সস্তা না ।
এখানে ফলের দাম ব্যাপক চড়া ।
আর বিদেশি ফল হলে তো কথাই নেই।
বাংলাদেশের ফলের চেয়ে চার পাঁচ গুণ বেশি দাম।
আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.