নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rajib Samir (রাজিব সামির)

mdrajibsamir

আমার ভেতর আরেক আমি... যাকে আমি চিনি না......। রাজিব সামির

mdrajibsamir › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ অজ্ঞান হলে...

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

সবকিছুই ঠিক ছিল, হঠাৎ মাথা ঝিম ঝিম করে উঠল। চোখে অন্ধকার দেখলেন। ঘাম হতে থাকল। তারপর পড়ে গেলেন। জ্ঞান হারালেন কিছু সময়ের জন্য। কেন এমন হয়? চোখের সামনে এমনটি ঘটতে দেখলে আপনিই বা কী করবেন?

অধিকাংশ ক্ষেত্রে হঠাৎ হূদস্পন্দন কমে যাওয়া, রক্তনালির আকস্মিক সম্প্রসারণ, রক্তচাপ কমে যাওয়া বা ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করা কমে গেলে কেউ এভাবে অজ্ঞান হতে পারে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, হঠাৎ শোয়া থেকে উঠে দাঁড়ালে, অনেকক্ষণ খেলাধুলা বা শরীরচর্চা করলে, খুব ভয় বা ব্যথা পেলে এমন হতে পারে। মৃগী রোগীদেরও প্রায়ই এমন হয়, তবে সেই সঙ্গে খিঁচুনি, জিভে কামড় লাগতে পারে।

রোগীকে সঙ্গে সঙ্গে লম্বা করে শুইয়ে দিন। পা দুটো উঁচু করে ধরে রাখুন। সম্ভব হলে রোগীর নাড়িস্পন্দন ও রক্তচাপ পরীক্ষা করুন। বেশির ভাগ ক্ষেত্রে দুই-তিন মিনিটের মাথায় জ্ঞান ফিরে আসে। ডায়াবেটিসের রোগী হলে সময়মতো খাদ্য গ্রহণ করেছে কি না, ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নিয়েছে কি না, জেনে নিন। শর্করা পরীক্ষা করার সুযোগ না থাকলে খানিকটা চিনি গুলিয়ে খাইয়ে দিতে পারেন।

রোগী সুস্থ বোধ করলেও চিকিৎসকের কাছে বা কাছের কোনো হাসপাতালে যেতে তাকে সাহায্য করুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

আতিয়ার রহমান বলেছেন: +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.