নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই আমি। কোন চলচ্চিত্র দেখা মাত্র মনের কথা গুলি লিখে ফেলি আর কি।

রাজিন

আমি অসাধারণ মায়ায় আবৃত সাধারণ একজন মানুষ

রাজিন › বিস্তারিত পোস্টঃ

রাজিন রিভিউ: PK

২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

জীবনযুদ্ধে কী আমরা সবসময় জিতেই আসছি? একবারো কী হারিনি? তাতো হেরেছিই! নাহলে তাকে কী আর জীবন বলে ? তাকে বলে স্বপ্ন। সেই হারার মূহুর্তে মানুষের মনে আসে কেবল সাহায্যের প্রার্থনা। সেই সর্বশক্তিমানের প্রতি যিনি সর্বদাই আমাদের সবাইকেই দেখছেন। করলাম প্রার্থনা। কিন্তু একজন এসে বলে গেল:‌”হয় নাই, এভাবে করলে উনি শুনবেন না।“। একটু ভেবে দেখি। এটা কী সত্যি হতে পারে? যে স্বত্তা আমাকে তৈরী করেছেন, সকল বিপদ আপদে আমাকে দেখেছেন তাঁর কাছে প্রার্থনা জানাতে আমার অন্য কোন ধর্ম-ব্যবসায়ীর সাহায্য নিতে হবে? এই প্রশ্ন নিয়েই ভাবায় অসাধারণ এক চলচ্চিত্র PK।



কাহিনী জানা যাক। দিল্লীর এক নারী সাংবাদিক জাগ্গু ( Anushka Sharma) নিজের চ্যানেলের জন্য আজেবাজে খবরের প্রতিবেদন দিতে দিতে বিরক্ত। হঠাৎ চোখে পড়ে এক অদ্ভুত মানুষকে। মাথায় এক হলুদ রংয়ের হেলমেট , গলায় সব ধরনের ধর্মের মালা, এবং হাতে কয়েকটি কাগজ। কাগজে কিছু দেব-দেবীর ছবি দিয়ে নিচে লেখা “সন্ধান চাই”। পিছু নেয় আনুশকা। কিছু তো গড়বড় আছেই। অদ্ভুত সেই ছেলে। মন্দিরে ঢুকার আগে চপ্পলে সাইকেলের তালা লাগিয়ে রাখে। একদিন তো সে “এখানে পেচ্ছাব করলে ৫০ টা জুতার বাড়ি” লেখায় দেদারসে নিজের তরল ঢেলে দিলো। পুলিশ নিয়ে গেল ধরে। পুলিশকে কিছু ঘুষ দিয়ে আনুশকা কারাগারের ভিতর ঢুকে পড়ে তার সাক্ষাৎকার নেবার জন্য। কিছু একটা কাহিনী তো আছে এই বান্দার। নাম কী? ভোজপুরী ভাষার টানে বললো: “আমি পিকে”।



কে এই ভোজপুরী ছেলেটি? দিল্লী তে কী করছে? পিকে তার কাহিনী বলা শুরু করলো। দুই লাইন শুনার পর আনুশকা ভাবলো:” ধুর!!! আমি এত কষ্ট করে এই পাগলের পিছে ভাগছি? ঐ! আমারে কেউ বাইর করো!!”



ও আচ্ছা পিকে চরিত্রে অভিনয় করেছেন “ আমির খান”। আরে তাই নাকি? এটা আমির খান নাকি? সত্যিই! পিকের দিকে তাকিয়ে থেকে ভুলে যেতে হয় যে এটি আমির খানের অভিনয়। আমি এত অসাধারণ অভিনয় কোন মুভিতে কারো থেকে দেখিনি। অসাধারণ, দুর্দান্তু। আমির খানের অভিনয় সেই প্রশংসার প্রাপ্য যেটির বিশেষণ বাংলা ভাষাতেও নেই। চোখ গুলি ছানাবড়া করে যেভাবে সকলের মন জয় করে নিল সেই পিকে তার কথা কেউ ভুলবেনা। অসাধারণ অসাধারণ অসাধারণ।



মুভির নির্দেশক রাজকুমার হিরাণী। ভাবলাম ... আর কত? এবার নিশ্চয়ই ফালতু মুভি বানাবে। হিন্দী মুভির যেরকম যাচ্ছেতাই অবস্থা! কিন্তু নাহ। রাজকুমার হিরাণীর জবাব নেই। কীভাবে পারে? অভিজাত জোশী – হিরাণী জুটি শুধু হিন্দী মুভি দর্শক নয় যেন গোটা মানব সমাজকেই এক অসাধারণ উপহার দিলেন। প্রযোজক বিধু বিনোদ চোপড়া একটি দারুন মুভির পিছনে টাকা ঢাললেন, এর জন্য তাকে ধন্যবাদ দিতেই হবে।



আনুশকা শার্মার অভিনয় যথেষ্ট কঠিন ছিল এবং দারুন করেছেন তিনি। শুধু তার চুলের স্টাইলটা খুব একটা পছন্দ হয়নি। স্বাধীন, স্বনির্ভর নারী হলেই কী Barkha Dutt এর মত চুল থাকতে হবে?



সহ অভিনেতা হিসেবে সঞ্জয় দত্ত , বোমান ইরানীকে অনেক ভালো লেগেছে। সুশান্ত সিং, পরীক্ষিত সাহানী, সৌরভ শুকলাকে ভালোই লেগেছে। এই মুভি আমির খানের। আমির খানের সাথে তারা আমি বলবো সফল ভাবে তাল মিলিয়েছেন।



সংগীত হিসেবে “ভাগওয়ান ... হে কাহারে তু ?” অসাধারণ একটি গান। Swanand Kirkire ‘র লেখনি , শান্তনু মৈত্রের সুরে ফাটায় ফেলছে সোনু নিগাম। সাথে আমির খানের অভিনয় দেখে চোখের পানি আটকায়ে রাখতে পারিনি।



অনেকে বলতে পারেন মুভিটি কী “3 Idiots” এর চেয়েও ভালো? কঠিন প্রশ্ন। উত্তর দেবার চেষ্টা করি।

3 Idiots এর “বালাৎকার” ধরনের অসাধারণ হাসির দৃশ্য হয়তো নেই এই মুভিতে। তবে যতটা হাসিয়েছে , ততটাই কাঁদিয়েছে PK। 3 Idiots এর সাথে মিল হলো দুটাই অসাধারণ মুভি।



মুভির খারাপ দিক শুধু একটা মনে হয়েছে। মুভিতে পিকের জীবনে ভালোবাসার প্রবেশটি একদম বেমানান লেগেছে। ভালোবাসাটি বন্ধুত্ব পর্যন্ত থাকলে তেমন কিছুই ক্ষতি হতো না।



সবশেষে মহান আল্লাহ কে জানাই “রক্ষা করো প্রভু”।



রেটিং- ৪.৫০ /৫

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৩

শাহরীয়ার সুজন বলেছেন: একটু আগেই "পিকে" দেখলাম এবং মুগ্ধ হলাম। আর আপনার রিভিউতো পুরাই ঝাক্কাস। পোষ্টে

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০

রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ

২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

জনাব মাহাবুব বলেছেন: পিকে ছবির রিভিউ পড়ার জন্য মুখিয়ে ছিলাম। :D

ছবিটা যে অসাধারণ হবে তা আগেই বুঝেছিলাম। আপনার রিভিউ পড়ে সেটা আরো পাকাপোক্ট হলো। B-)

এবার ছবিটি দেখার পালা--------- :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১১

রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৮

আহলান বলেছেন: দেখার ইচ্ছা আছে ...আফটার অল মাই ফেভারিট আমির খান সাবের সিনেমা ....

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

রিবেল মনোয়ার বলেছেন: আপনার রিভিউ অল্প কথায় অসাধারণ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১০

রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার রিভিউ! দেখার ইচ্ছে রইল। :)

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

নিলু বলেছেন: লিখে যান

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি আমীর খানের বিশাল ফ্যান । তার মুভি মানেই ভিন্ন কিছু। মানুষের মন খারাপ হলে নৃত্য করে মন ভাল করার দর্শন অভিনব হলেও লাভ ইজ ওয়েস্ট অব টাইম গানের নাচে মুদ্রা মন ভাল করে দেয়ার জন্য যথেস্ট ।

মুভি রিভিউ ভাল লেগেছে ।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

রাজিন বলেছেন: অনেক ধন্যবাদ

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

আমি তুমি আমরা বলেছেন: ভাল প্রিন্ট আসুক। ডাউনলোড করে নিব।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

রেজাল্টস বাংলা ডট কম বলেছেন: রাজিন ভাই, আপনার দেখাদেখি আমিও রিভিউ লেখা শুরু করছি। গতকাল আমার লেখা "পিকে" মুভি রিভিউঃ আমির খানের অভিনীত শ্রেষ্ঠ মুভি!

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৩

রাজিন বলেছেন: আপনার রিভিউ বেশ ভালো হয়েছে। আরো রিভিউ চাই।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০১

সোহানী বলেছেন: এমনিতেই পিকে দেখার জন্য মুখিয়ে আছি তারপর আপনারা যদি এতোগুলা বিশেষন ইউজ করেন ছবিটি নিয়ে তাহলেতো সর্বনাশ। লিংক দেন...লিংক ....... এখনো মার্কেটে ভালো কেন খারাপ প্রিন্ট ও আসেনি।

অার রিভিউতে রাগান্বিত ++++++++++

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

রাজিন বলেছেন: ধন্যবাদ

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

রিভিউ দেখে মুভিটা দেখার ইচ্ছা প্রকাশ করছি।

রিভিউতে ++++

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

রাজিন বলেছেন: ধন্যবাদ

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৮

মেহেরুন বলেছেন: দেখার জন্য অপেক্ষা করছি। ভালো প্রিন্ট আসুক, তারপর দেখবো।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৫

অহনাব বলেছেন: এটা ভাল প্রিন্ট এখান থেকে ডাউনলোড করতে পারেন =>

http://www.techtunes.com.bd/download/tune-id/327349

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৭

নিওফাইটের রাজ্যে বলেছেন: রিভিউয়ে + :)
দুর্দান্ত লিখেছেন!

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

রাজিন বলেছেন: ধন্যবাদ

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭

শাইখ শাহরিয়ার খান (তন্ময়) বলেছেন: অসাধারন পোস্ট ;)

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৬

রাজিন বলেছেন: ধন্যবাদ

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

তওসীফ সাদাত বলেছেন:


রিভিউ তে + :)

পি কে নিয়ে বেশ অসাধারণ অসাধারণ কিছু লেখা দেখছি। ভালো লাগছে। এরকম মুভি ইন্সপায়ার করার যোগ্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.