নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"চিত্ত যেথা ভয়শূণ্য উচ্চ সেথা শির\"...

রুদ্র সৌরভ

বাস্তববাদী মানুষ।বাস্তবতার সাথে মানিয়ে চলার চেষ্টায় ব্যাস্ত।এই নগরীর রাস্তায় হেটে চলি একাকী...

রুদ্র সৌরভ › বিস্তারিত পোস্টঃ

89 (2015) মুভি রিভিউ.... || সাইকো থ্রিলার ||

২০ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫

89 মুভি রিভিউ।। সাইকো থ্রিলার।।

মুভিটিতে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন শাশ্বত চট্রোপাধ্যায়, রাইমা সেন,সাতাফ ফিগর,বরুণ চন্দ, বিপ্লব দাশগুপ্ত,কৌশিক ঘোষ, কৌশিক মুখার্জি। পরিচালনায় আছেন মনোজ মিশিগান।

মুভিটা নিয়ে কিছু বলাটা আসলে কঠিন ব্যাপার। বললেই স্পয়লার পোষ্ট হয়ে যাবে। তবে আমার মনে হয় রিভিউ পড়ে যদি মুভিটা দেখার জন্য আগ্রহই না তৈরী হয় তাহলে আর কিসের রিভিউ হলো....

89... একটি সংখ্যা । একটি নিউমেরিক নাম্বার। সব্যসাচী পাল একজন সিরিয়াল কিলার। ১২ বছরে ৮৯ টা খুন । সিরিয়াল কিলার রা বেশিরভাগ সময়ই একটা প্যাটান অনুসরণ করে খুন করে। কিন্তু সব্যসাচী পালের প্রতিটা খুনের প্যাটার্ন ভিন্ন। শুধু তার একটাই ট্রেডমার্ক খুনের পর কপালে তার কত নাম্বার খুন তার সংখ্যা খোদাই করে লিখে যাওয়া....
90.... একটা ইউনিটারি পার্ফেক্ট নাম্বার। যেমন, 90 ডিগ্রীকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। সব্যসাচী পাল তার ৯০ নম্বর শিকারের অপেক্ষায়....

( টেনশন নিয়েন না স্পয়লারের কিছু হয় নাই। ধরে নেন এটা যাস্ট ট্রেইলার। কাহিনী তো অনেক গভীরে)

আমার কাছে খুব ভালো লেগেছে মুভিটা। দেখতে পারেন মুভিটা।

আমার রেটিং : ৭.৫

লিংক : https://www.youtube.com/watch?v=H-3aYto031s

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৭ রাত ১১:০২

সুমন কর বলেছেন: দিলাম ডাউনলোড। ঈদের ছুটিতে দেখা যাবে। ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৭ রাত ১২:১৭

রুদ্র সৌরভ বলেছেন: মুভিটা দেখার পর জানিয়েন কেমন লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.