নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজ কমল

রাজ কমল › বিস্তারিত পোস্টঃ

যুগোপযুগী শিক্ষা ব্যবস্থা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১১

যুগোপযুগী শিক্ষা ব্যবস্থা চালু করুন হে মন্ত্রী মহোদয়

এবং--------

শিক্ষা কমিশনের বুদ্ধিবীচি সদস্যবৃন্দ -----

আপনাদের ক্ষুরে অনেক দন্ডবৎ---- কিন্ত আর কতদিন ?

এভাবে বোকা পাঁঠা জনগোষ্ঠিকে বঞ্চিত করবেন বলুনতো!

নিজের সন্তানদেরকে তো ভালই শিখিয়েছেন----আহা!

ওদের কাজকর্ম দেখলে -------

মনটা সত্যি ভরে যায়--- অথচ আমরা !----

আমাদের ছেলেরা আর কতদিন ওসব অখাদ্য শিক্ষার মধ্যে ডুবে থাকবে?

মূল্যহীণ ঐ সমস্ত ছাইপাঁশ প্রাচীণ পুঁথিতে !

এইবার আমাদের দাবীটা শুনুন-----

ভালো করে শুনুনগো মন্ত্রী মহোদয়

আর কোনো ছাড় নয়-----বৈষম্য দূর করুন----

শুধুমাত্র কর্ণধারগোষ্ঠি নয়----- সর্বস্তরে----- সবার জন্য

যুগোপোযুগী শিক্ষা ব্যবস্থা চালু করুন!-----



দুঃখের কথা কি আর বলবো ---- আমার ছেলেটা

ছোট খাটো মিথ্যা কথাও ভালমতো বলতে শিখলোনা----

লেখাপড়ায় ভালো নয়---- একবার নকল করতে গিয়ে---সেকি দুর্দশা

ছেলে আমার মরে মরে আর কি!---

ভয়ে হাত পা হয়েছিলো ঠান্ডা---- কাঁপছিলো থর থর করে



আর চুরি?--- ওটাতো বড় বিদ্যা----প্রশ্নই আসেনা !

কি হয়েছে শুনুন---

হারামজাদা ইস্কুলের এক মাস্টার-----

কানে কানে কুমন্ত্রনা যত দিয়েছে সব ঢেলে

চুরি করোনা---মিথ্যা বলোনা----

ঘুষ খাবেনা--- দুর্নীতি করবেনা

এইসব যাবতীয় আজেবাজে কথা---- অর্থহীণ -----

দেখুনতো কতবড় সর্বনাশ করেছে ছেলেটার-----

ছেলেটি এখন আমার মৃত ভেজা কাকের মতো

পরিত্যক্ত, পরিত্যাজ্য,নিস্পন্দ হয়ে পড়ে আছে এই ভূসংসারে।



ভালোই ফন্দি এঁটেছেন গো মন্ত্রী মহোদয়

আপনাদের জবাব নাই বটে !

আপনাদের ছেলেরা মিথ্যে বলবে, চুরি করবে

দুর্ণীতি করবে ,ঘুষ খাবে

সম্পদের পাহাড় গড়ে তার উপরে গড়াগড়ি খাবে

অর্থ বিত্ত প্রতিপত্তি

সবই পাবে----স---ব পাবে

আর আমাদের ছেলেরা !

বসে বসে শুধুমাত্র বুড়ো আঙুলটাই চুষে যাবে আজীবন !

তাইনা?-------







আর তাদেরকে সত্যিকার শিক্ষা থেকে বঞ্চিত করার কত ফাঁদ ---

চুরি করোনা ! মিথ্যা বলোনা !---হায়রে!

ভালই ফিকির আপনাদের--

ভালো বুদ্ধিই বের করেছেন মশায়গো আপনারা----



কিন্ত বলছি শুনুন এবার চলবেনা এসব আর-----

বুঝে গেছি আমরাও -----

আমরাও আর পিছনে থাকতে নই রাজী ।

এবার সবাই মিলে করবো একটা মানব-বন্ধন

বিশাল মিছিল যাবে গণভবন অভিমুখে

প্রয়োজনে অনশনেও বসতে মোরা রাজী

যুগোপোযোগী শিক্ষা ব্যবস্থা চালুর দাবীতে।-----















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.