নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজ কমল

রাজ কমল › বিস্তারিত পোস্টঃ

অবশেষে

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:০০



এতদিনে বুঝলাম সবকিছু ফাঁকি
অর্থহীণ---সব ফক্কিকার কোন কিছুতেই কোন আশা নেই ----আলো নেই সুখ নেই ---প্রেমও নেই
সাময়িক ছলনা যুক্ত ঈশ্বরের কপাল লিখনে-----বরাদ্দ রয়েছে শুধু
বিষাক্ত সূর্যের আলো------ সবুজ বিহীন -----
রুক্ষ প্রান্তর এক, একরাশ গলিত আঁধার---যেমন গণিকালয়ের সাধু
প্রতি ঘরে খুঁজে ফেরে ক্লিন্ন বিদ্ধস্ত বিকার !
বেশ্যা খানায় খোঁজে

এই জন্মের ইতিহাস ,
কৈশোর যৌবন সংসার প্রেম ভালবাসা
সবকিছু ---সবকিছু সাজানো নাটক এক সবকিছু শুধুমাত্র ফাঁদ
প্লাবণের দীর্ঘতানে ভেসে যায়
যুগান্তের সঞ্চিত সুনাম
হলুদ পাতার মতো ঝরে পড়তেই হয় অবশেষে
পূর্ণ হয় অনন্ত বিষাদ ।

আমি এক রনাঙ্গন------
আমাকেই নিয়ে যুদ্ধ-----অনন্ত সময় ধরে
যুদ্ধে লিপ্ত ঈশ্বর ও শয়তান
আমার দখল নিয়ে হৃদয় রণাঙ্গণে
সৃষ্টির শুরু থেকে----
আদিযুদ্ধ আজো বর্তমান।

ভালোই জমেছে খেল প্রভূ -ভৃত্যে
চলছে খেলা স্বর্গে-নরকে
কুৎশিত-ক্লিন্ন সৃষ্টি অশক্ত অক্ষম রুহ
কাঁদি এই জন্ম-অভিশাপে
মর্তলোকে শয়তান আমার মালিক----আমি
নতিপরায়ন জনগণ
সেই অপরাধে প্রভূ অগ্নিস্তম্ভে মুড়ে
শাস্তি দেন অনন্ত জীবন ।



আদি তথ্য----
ঈশ্বর আতেœাপসনায় রত
পাপ-পূণ্য বলে কিছু নাই
শুধু আছে ইচ্ছা তার
বহি যতো গ্ল¬াণি ভার
সবই নিয়তির নির্ধারিত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১০

সুপ্ত আহমেদ বলেছেন: সুন্দর হয়েছে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.