নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজ কমল

রাজ কমল › বিস্তারিত পোস্টঃ

ভ্যালেনটাইন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩



আজ বুঝি বনলতা আসে ?--
হাজার বছর ধরে পথ চেয়ে বসে থাকা
জীবন বাবুকে ভালোবেসে!

হয়তো বা তাই হবে !---
এই মুহূর্তে আঙিনায়
শিরিষ গাছের নীচে নীল কুয়াশায়
দেখলাম শঙ্খমালা দাঁড়িয়েছে এসে
কান্তারের পথ ছেড়ে সন্ধ্যার অন্ধকারে
ধুষর বাতাসে।

যে রুপসী মরে গেছে
হাজার বছর আগে
সেও আজ নক্ষত্র আকাশে---
বেতের ফলের মতো
নীলাভ দু চোখ তার
আকাশের ওপারে আকাশে।

এসেছে সবাই আজ
সুচেতনা সুরঞ্জনা বনলতা হয়ে
ভালবাসা তাই বুঝি আজ এই
পৃথিবীর লক্ষ লক্ষ নীড়ে।
হিজল চিতার মতো রক্তিম চোখ তার
কড়ির মতো সাদা হাত-----
আজ রাত কবিতার রাত।



আজকের রাতে-----
এই ভালোবাসা রাতে তাই
কোনো ঘটনাই নেই আছে শুধু বোধ
আলো আর অ›ধকারে
‘সমস্ত দিনের শেষে শিশিরের মতো’-
যার শব্দ শোনা যায়।

আজকের রাতে এই চাঁদের সাম্রাজ্যে
আসমুদ্রহীমাচলব্যপী
কত লক্ষ লক্ষ কোটি
মানবীয় অনুভূতি পৃখিবীর কুঞ্জে কুঞ্জে
বিকশিত হয়ে আজ উঠছে।
কত অস্ফুট-----উদ্দাম----ছায়াছায়া----
মধুগন্ধে---- মৃদুস্পর্শে --অফুরন্ত --
অনন্ত প্রেম হয়ে উঠছে
আকাশে হাসছে আজ ফাল্গুনের চাঁদ
আজ তাই কবিতার রাত।


কবিতার রাত তাই
ঘুম ভাঙানিয়া এক
একফালি জ্যোছনার আলো
করেছে আমায় নিমন্ত্রন,
নরকের খাঁচা থেকে
হৃদয়ের আলোছায়া মাখা কুঞ্জপথে
অনায়াসে একটানে নিয়ে গেছে -----
শবগন্ধী এই মৃত নগরের-----
বিভিন্ন মক্করে মোড়া নাগপাশ থেকে।

প্রেমিক চিলের চোখ যেনো আজ
ঝলমলে বিশাল আকাশ-----
শ্যামল---সবুজ আর ফুলে ফুলে বর্ণময়
পবিত্র ভূমি----ভালোবেসে
সবখানে মহানন্দে বেড়াচ্ছে কবিতা ----
পুরোণো প্রেমিকের মতো
কবিদের হাত ধরে ধরে ।

বৃদ্ধ পেঁচার মতো ----
কোটরজীবি অর্ধমৃত কবিদের দল
ওরাও এ কবিতার রাতে তাই ভাবছে---------
‘চারিদিকে জ্যোছনার আগুনেতে বসে----
হজরত ইবরাহিমের মতো
লেখা যাক দু একটা কবিতা এবার!’

আমরা স্বপ্ন দেখি ভালোবাসা তাই
বার বার ফিরে ফিরে আসে
ফিরে আসে কবিতার রাতে
কবিতার রাত----
তাই আসে পূর্ণ চাঁদ
পূর্ণ হয় অজস্র প্রপাতে----
ধ্বংস হয় অসুরের ফাঁদ
তিক্ত জীবন তাই
নেয় ফের আনন্দের স্বাদ !

আকাশের চাঁদ যতদিন ---
জ্যোছনার ঢল যতদিন ----
দখিনা বাতাস যতদিন ---
ততদিন ভ্যালেনটাইন
পৃথিবীতে ভালোবাসা থাকবেই
কবিতার রাত নেমে আসবেই।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.