নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজ কমল

রাজ কমল › বিস্তারিত পোস্টঃ

সর্বশেষ সংবাদ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪



সব কিছু শেষ হয়ে গেলো
সমস্ত পৃথিবী জুড়ে অসংখ্য শবের
বুকের উপরে আজ ইবলিশের পা----অট্টহাস্যে
কাঁপছে ভূবন
হৃদয় রণাঙ্গনে পরাজিত ঈশ্বর আমার
সাত আসমান খুঁজে
কোথাও পেলামনা তাকে
ক্লান্ত আজ প্রতিটি জীবন।

গলিত শবের পুঁতিগন্ধমাখা চমর্
পরিধান করে আজ
নেচেই চলেছে শয়তান
বিভৎশ--দানব,
পদাঘাতে কাঁপছে মখলুক
দক্ষযজ্ঞে হয়েছে উন্মাদ
সমস্ত হৃদয় জুড়ে
বাধিয়েছে ভীষণ তাণ্ডব!

পারদের মতো ফুৎকারে
উড়ে গেছে সমস্ত বিশ্বাস
সমস্ত শুভের চিহ্ন অস্তমিত আজ
পরাজিত সূর্যের মতো
ডুবে গেছে অতলান্ত গভীর আঁধারে------ ছিঁড়ে গেছে সব শৃঙ্খল
ধাবমান কৃষ্ণ অশ্ব দখল করেছে পটভূমি
এইমাত্র খবর পেলাম------
মারা গেছে আমার অন্তর!

এখন চলবে খেলা শুধুমাত্র
যাককুম ফলের-----গলিত পুঁজের ভোজ
বারবার দখল করবে নাড়িভুড়ি----লক্ষ ইবলিশের চেলা
মুর্হুমুহু পদাঘাতে চ্ছিন্ন ভিন্ন করে দেবে ,
মুছে যাবে মাগরেব------সুবেহ সাদেক!
রাতের চেয়েও হবে ঘোরতর কৃষ্ণ অন্ধকার,
পাখির কুজন!----
পর্যবশিত হবে দারুণ অস্ফুট নিস্ব হাহাকারে!

আমিও নির্লিপ্ত----- আমি
দগদগে চামড়া ছাড়ানো দেহ----
ঈশ্বরের মুখোমুখি----
অভিমানে দারুণ পাথর!
আমার বেদনা শুধু বাইরে বাইরে
দোজখের আগুনের লেলিহান কৃষ্ণ শিখায় সমর্পিত
ভেতরে ভেতরে আমি নিজেই এক অগ্নিস্তম্ভ--অগ্নি আকর ,
হাবিয়া দোজখ থেকে আমার চিৎকার
শুধুমাত্র ইশ্বরের প্রতি এক তুমুল প্রতিবাদ ধ্বণি
কোথায় ঈশ্বর?
ইশ্বর কোথায় তুমি?
কেনো মোরে দিলেনা আশ্রয়!
কেন ছেড়ে চলে গেলে ? রিক্ত নিস্ব নিস্ফল করে আমার ভূবন!
কেন ভেঙে দিলে এই মন!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.