নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজ কমল

রাজ কমল › বিস্তারিত পোস্টঃ

কাজলের নানী

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩০



ও বাবা------- ও ধন!
দুড্যা ট্যাকা দেনগো ব্যাটা
আল্লা ভালো করবে ব্যাটা
দুড্যা ট্যাকা দ্যাও বাবা
চ্যলতে পারিনারে ব্যাটা-----আমি অচল কমজোর
দ্যুড্যা ট্যাকা দ্যাও ব্যাটা প্যাটে খিদ্যের খুব জোর!



নাম?
নাম ভুল্যে গেছিরে ব্যাটা
সগলা তো কাজলের নানী বুল্যে ডাকে
কাজল ?------ছিলো ব্যাটা আমার লাতিন------
কতি যে পালাল্যো মাগী
ছিন্যার----দুদ্দৈবে ফেলেছে কঠিন!
-----

কতি আছে?---
কি করে ব্যুলবোরে ব্যাটা
ব্যাঁচে আছে?----না----- বোধায় মরেই গ্যাছেরে ব্যাটা
ব্যাঁচে থ্যাকলে এদ্দিন তো দেখতে এ্যাসতো একবার
ওহ্যাঁহ্যাঁহ্যাঁহ্যাঁ-------
কেই নাইরে সোনার ধন পিথিমীতে আমার
তুমরাই আমার নাতি ,তুমরাই আমার নাতকুড়
দুড্যা ট্যাকা দিও ব্যাটা প্যাটে খিদ্যের খুব জোর।

বয়েস?
ব্যুলতে প্যারবোনারে ব্যাটা
ম্যাইনষে ব্যুলে একশো দুশো হবে-----
আর চ্যলতে পারিনা ব্যাটা---- আগে লাঠি লিয়ে
ঠুক ঠুক করে‌্য তাও হ্যাঁটত্যাম----- এখুন -----
ছ্যেঁচড়্যে ছ্যেঁচড়্যে কুনোমতে !-------
আল্লাও লিছেনারে ব্যাটা
দুইনাই কেউ নাই -----তুমরাই আমার আপন
দ্যুড্যা ট্যাকা দেনা ব্যাটা প্যাটে খিদ্যায় কনকন!

বাড়ী?
বাড়ী ঘর নাইরে ব্যাটা-------
কতি পাবো বাড়ী ?-----
র‌্যাক্ষুসী পদ্মাতে সব খ্যায়্যাছে রে ব্যাটা-----
কপালে কি দুদ্দৈব হল্যো
আমার জোয়ান ছেলে ---বউ----- ঘরবাড়ী-----
সব ভ্যাসে গ্যালো ঢলে------ছিলো ঐ কাজল
তাওতো ম্যাইনষে লিয়ে গ্যালো।

কতি যে লিলোরে ব্যাটা!
কি করে‌্য ব্যুলবো আর-----ছুঁড়িডা কাজের খুব ছিল্যো
দুচাকার গাড়ীডাতে চড়াতো আমাকে------ছুঁড়িডা-----
ঠেলে ঠেলে ভিক্ষে করত্যে জ্যানতো খুব ভালো
সুখেই ছিল্যামরে ব্যাটা------ ভালোমন্দ খ্যাতে পাতু
কপালডা যে এতো মুন্দ হল্যো
দুখের দরদী ব্যাটা কেউ নাইরে পিথিমীতে
ভগমান সবই ক্যাড়ে লিলো।

শুনে আর কি হবে রে ব্যাটা!
ইশটিশানে থাকতুক্ মোরা ---- ঐ রেল লাইনটার ধারে ---একটা ঝুপড়ি ঘরে------
একদিন র‌্যাতের বেলা ছুঁড়িডার কি ভীষণ চিল্লানি রে বাবা!----হাত পাও ছুঁড়াছুঁড়ি! ---
ঘুম ভ্যাঙে দেখি----তিন চ্যারটে জোয়ান মরদ লিয়্যে য্যাছে ধরে‌্য জোর করে‌্য
চিৎকার করে‌্য অ্যাঁকড়্যে ধরল্যোরে ব্যাটা ------ছুঁড়িডা বুকের মধ্যে গেলো ঢুক্যে ---
কিন্ত ব্যাঁচতে প্যারল্যোনা রে ধন আমার------
আমাক্ লাত্থি ম্যারে জোর করে‌্য লিয়্যে গেলো তুল্যে
কত হাত-পা ধরল্যামরে ব্যাটা-----চিৎকার করে‌্য ড্যাকলাম সগলাকে কতো
কেউ এ্যলোনারে ব্যাটা-----বাঁচাল্যোনা কেউ!
আল্লাও বাঁচালোনারে ব্যাটা---রহম হল্যোনা তার দিলে!


এখন কতি আছে?
কি করে ব্যুলবোরে ব্যাটা---- কেউ বুল্যে পাচার করে‌্যছে ইন্ডিয়া
কেউ বুল্যে ম্যারেছে টেনের তলে ফেল্যে ----
ও হ্যাঁহ্যাঁ হ্যাঁ হ্যাঁ--------- কাজলরে-----
কতি গেলিরে ! আমাক্ থ্যুয়ে কতি গেলি চল্যে------
ক্যানতে আর পারিনারে ধন
চোকে মোর পানিও আসেনা আর ,দেকেন ব্যাটা চোকে পানি নাই
দুখের দরদী তুমি ,ট্যাকা দিল্যে !-----
তুমার ভালো হবেগো ভাই!


শুনেন ব্যাটা একটা কথা-----
একটা কাম করেন না ব্যাটা-----
আমার একটা উপায় করে‌্য দেন নাগো তুমরা বাবাসকল
আমাক্ ইকটু লিয়ে য্যায়ে ভত্তি করে দেন মেডিকল----
রাস্তা পথে চলত্যে য্যায়ে হুবড়িৎ খ্যায়ে বেহুঁশ হয়্যে
একবার আমি পড়ে ছিনু ঘাঁটার উপর
মরে‌্যই গেছিনুরে বাপ মেলা দিন আমার কুনো ছিলোনা খবর
কেবা তখন দয়া করে আমাক্ থুয়ে গ্যাছিলো মেডিকল
খুব জবর জায়গা ব্যাটা-----তিনবেলা খাওন জুটে
ভাতপাথরটা বুকের বড় বল!
সকালবেলা পারুট চিনি দুপুরবেলা মাছ -ভাত
কটা দিন সুখেই ছিল্যাম ভাই
দ্যাওনা ব্যাটা মেডিকলে
আমাক্ আবার ভত্তি করে‌্য
মরার আগে কটা দিন ইকটু খানি প্যাট ভরে‌্য ভালো মন্দ খাই!--------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.